• ঢাকা সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
ঘূর্ণিঝড় রেমালে নিহত ২
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন পর্যন্ত ২ জন নিহতের খবর পাওয়া গেছে।  রোববার (২৬ মে) রাত সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মহিববুর রহমান জানান, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ উপকূল অতিক্রম করেছে। এর কেন্দ্রটি আগামী ১-২ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে। কেন্দ্র অতিক্রম করার পর ঘূর্ণিঝড়ের শেষ ভাগটি ৩-৫ ঘণ্টা পর বাংলাদেশ অতিক্রম করবে। তিনি জানান, ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দুজন মারা গেছেন। এরমধ্যে একজন পটুয়াখালীতে, আরেকজন সাতক্ষীরায় মারা গেছেন। দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, কম ক্ষতির মধ্যে দিয়ে এটা মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পেরেছে। দুর্গত অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে তিনি আরও জানান, ৯ হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে। শুকনো খাবার, পানি, পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চলগুলোতে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় নিয়ে এবার আবহাওয়ার ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ
ঘূর্ণিঝড় রেমাল / বরিশালে শতাধিক গ্রাম প্লাবিত
যে কারণে ১৫ ঘণ্টা দেরিতে শুরু হলো একাদশে ভর্তির আবেদন
চট্টগ্রামে হজ ফ্লাইট বাতিল, ঢাকায় পাঠানো হলো ৩১৭ হজযাত্রী
ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে যত সময় লাগবে
এবার কাতারের বিমানে ঝাঁকুনি, আহত ১২
ঘূর্ণিঝড় রেমাল / আগামী ৭২ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া
দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা
শাহজালালের মাজারে ওরশ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার
ঘূর্ণিঝড় রেমাল: কক্সবাজারে ১০ গ্রাম প্লাবিত
হায়দরাবাদকে বিধ্বস্ত করে কলকাতার তৃতীয় শিরোপা জয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
ঘূর্ণিঝড় রেমালে নিহত ২
দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা
চট্টগ্রামে হজ ফ্লাইট বাতিল, ঢাকায় পাঠানো হলো ৩১৭ হজযাত্রী
প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম থেকে সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরগামী বিমানের বাংলাদেশের ফ্লাইট বিজি-১৩৫ বৈরী আবহাওয়ার কারণে ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে তাদেরকে পাঠানো হয়েছে ঢাকায়। রোববার (২৬ মে) বাংলাদেশের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, বিমান বাংলাদেশের বাতিল হওয়া ফ্লাইটে মোট ৩২০ জন যাত্রী চট্টগ্রাম থেকে যাওয়ার কথা ছিল। তাদের মধ্যে ৩১৭ জনই ছিলেন হজযাত্রী। সবাইকে বাসযোগে ঢাকায় পাঠানো হয়েছে। তারা ঢাকা বিমানবন্দরে পৌঁছে রিপোর্ট করার পর ফ্লাইট ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে হবে বলেছে।   
উচ্চপর্যায়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি টিআইবির
উচ্চপর্যায়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি টিআইবির
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় মেয়র আতিকের নির্দেশনা
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় মেয়র আতিকের নির্দেশনা
আনারের আসন এখনই শূন্য ঘোষণা নয়, অপেক্ষা করবে সংসদ সচিবালয়
আনারের আসন এখনই শূন্য ঘোষণা নয়, অপেক্ষা করবে সংসদ সচিবালয়
২০০ কোটি টাকা পাচারের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
২০০ কোটি টাকা পাচারের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রেমাল’
উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রেমাল’
স্ট্রোক করে হাসপাতালে অভিনেত্রী সীমানা
জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত / অবৈধ কিছু করিনি: মাহি
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয় নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি। গেল ঈদে মুক্তি পাওয়া শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। এদিকে কিছুদিন আগে ‘কই জানে না’ সিনেমার ‘আশিকি’ গানের সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করে নেটাগরিকদের মনোযোগ কাড়েন তিনি। এক মিনিটেরর সে ভিডিওতে মাহির সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই ভাবছিলেন ফুরিয়ে যাননি তিনি। অনেকে তাকে এমন রূপে ফের পর্দায় দেখারও স্বপ্ন দেখছিলেন। এত কিছুর মাঝে এই নায়িকা জানালেন তিনি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন। খবরটি জানিয়ে নিজের ফেসবুক থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মাহি বলেন, আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। জয়েন হতে যাচ্ছি শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে। এদিকে বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ। বাংলাদেশের সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ১৮৬৭ সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে, কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ। সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিষয়টি নিয়ে মাহি বলেন, চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি। চুক্তিতে এটাও উল্লেখ আছে, আমি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চাই, সেটাও পারব না। আমি অবৈধ কোনো কিছু করিনি। আমাদের দেশের অনেকেই এ রকম চুক্তি করেছেন। আমি অবশ্যই বেটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকব না। মাহির হাতে বর্তমানে নেই নতুন সিনেমা। নির্বাচনে হেরেছেন। দ্বিতীয় সংসার ভেঙেছে। তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জিমে গিয়ে নিজেকে ফিট রাখছেন। নতুনভাবে নিজেকে দর্শকের সামনে হাজির করতে চাইছেন। প্রসঙ্গত, এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! আর তাঁদের বেশির ভাগেরই দাবি, ভুল তথ্যে তাঁরা এগুলোতে জড়িয়ে পড়েছেন।
অবৈধ কিছু করিনি: মাহি
ডিপজলের অধীনেই থাকছে ‘গাবতলী পশুর হাট’
কোরবানির ঈদ সামনে রেখে এ বছর রাজধানীর ‘গাবতলী পশুর হাট’ চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ওরফে ডিপজলের অধীনেই থাকবে। রোববার (২৬ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আদেশ দেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, ওয়ার্ক অর্ডার হয়েছে ডিপজলের পক্ষে। তিনি ইজারার সব টাকাও পেমেন্ট করে দিয়েছেন। ফলে আপাতত গরুর হাট ডিপজলের। তিনি আরও বলেন, আপিল বিভাগের ফুল বেঞ্চ রিটটি শুনে চেম্বার জজ আদালতের আদেশ বহাল থাকবে বলে জানান। একই সঙ্গে পরবর্তীতে শুনানির জন্য একটি বেঞ্চকে নির্ধারণ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এ বছর কোরবানি ঈদে গাবতলী পশুর হাট ডিপজলের অধীনেই থাকবে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ডিপজল টেন্ডারে প্রথম হয়েছে। প্রথম হওয়ার পরে যিনি দ্বিতীয় পজিশনে ছিলেন তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন। রিটটি আদালতের নজরে আনলে প্রথমে আট সপ্তাহের স্টে অর্ডার দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পজিশনে থাকা ওই ব্যক্তি ফের আবেদন করেন। গেল রোববার এ বিষয়ে শুনানির কথা থাকলেও রিটকারী আইনজীবী সময় চাওয়ায় আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। গাবতলী পশুর হাটের ইজারা দিতে (বাংলা ১৪৩১ সনের জন্য) গত ২ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্পত্তি বিভাগ। দরপত্রে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে ডিপজলের প্রস্তাবিত ইজারামূল্য ছিল সর্বোচ্চ ১৭ কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা। আর আগের ইজারাদার লুৎফর রহমান দর দিয়েছিলেন ১৬ কোটি ২০ লাখ টাকা। গত ৪ এপ্রিল ডিএনসিসির মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলমের কাছে হাট ইজারা নিতে আবেদন করেন দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা লুৎফর রহমান। আবেদনে তিনি ডিপজলের দেওয়া সর্বোচ্চ দরটাই পরিশোধ করে ইজারা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু করপোরেশন থেকে কোনো সাড়া পাননি তিনি। পরে উচ্চ আদালতে হাটের ইজারা নিয়ে একটি রিট করেন লুৎফর রহমান। গত ২৩ এপ্রিল রিটের নিষ্পত্তি করেন আদালত। রিটকারী বলেন, আদালতের আদেশের অনুলিপি ও হাটের জন্য ব্যাংক পে-অর্ডারের সঙ্গে আবেদন নিয়ে গত ৩০ এপ্রিল তিনি সিটি করপোরেশনে গিয়েছিলেন। মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তা— কোনো দপ্তরেই তার আবেদন সাড়া দেননি।
ডিপজলের অধীনেই থাকছে ‘গাবতলী পশুর হাট’
অসুস্থতার মাঝেই নতুন গান নিয়ে আসছেন রিংকু
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন জনপ্রিয় সংগীতশিল্পী রিংকু। পরপর চারবার স্ট্রোক করেছেন তিনি। সর্বশেষ ২০২০ সালে দুইবার স্ট্রোক হওয়ায় শরীরের বাঁ-পাশ অবশ হয়ে গেছে তার। এরপর থেকেই গান থেকে দূরে রয়েছেন। থাকছেন গ্রামেই। দেড় দশকের বেশি সময় ধরে বাউল, মরমি ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন।  এসবের মধ্যেই নতুন গান নিয়ে আসছেন রিংকু। ‘জোছনা বিলাস’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। নতুন গানটি খুব শিগগির মিডিয়া ভয়েসের ব্যানারে মুক্তি পাবে। নতুন গান নিয়ে রিংকু বলেন, অনেক দিন পর আবার গানে ফিরতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। আপনাদের মাঝে সবসময় গান দিয়ে বেঁচে থাকতে চাই। আপনারা আমার ভালোবাসার মানুষ। নতুন এই গানটি আমার শ্রোতা-ভক্তদের হৃদয় জয় করবে বলে আমি আশাবাদী। আশা করি, আমার নারী ঘরানার গানটি একটি শ্রেষ্ঠ গান হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে গান নিয়ে ফিরে আসতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি। গীতিকার ও সুরকার এ আর রাজ বলেন, আমি রিংকু ভাইয়ের কণ্ঠে যখন গান শুনি তখন আমার ভেতরে একটা অন্যরকম আলোড়ন তৈরি হয়। সেখান থেকে রিংকু ভাইয়ের জন্য এই কথাগুলো কেমন জানি আমার ভেতরে সাজিয়ে আসে। এই গানটা অন্য শিল্পী দিয়ে গাওয়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি রিংকু ভাইয়ের জন্যই এক বছর অপেক্ষা করেছি; তারপর রিংকু ভাইকে দিয়েই গাওয়াই। রিংকু ভাইও গানটা খুবই পছন্দ করেছেন। নানা কারণে গানটি এতদিন রিলিজ করা সম্ভব হয়নি। এরপর রিংকু ভাই অসুস্থ হওয়ার খবর পাওয়া মাত্রই আমি তাকে গানটা উপহার দিতে তার কাছে ছুটে যাই। আজ তাকে সঙ্গে নিয়ে গানটা প্রচার করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। চার বছর আগে গানটি রেকর্ড করা হলেও নানা কারণে এতদিন আলোর মুখ দেখেনি। অবশেষে মুক্তি পাচ্ছে এটি।  নতুন গান মুক্তির আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রিংকু ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার, গায়ক, গীতিকার ও সুরকার প্লাবন কোরেশী, জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন প্রমুখ।
অসুস্থতার মাঝেই নতুন গান নিয়ে আসছেন রিংকু
টিজারের পর এবার শাকিবের ‘তুফান’ এর গান নিয়ে নকলের অভিযোগ
ঢাকাই সিনেমার তরুণ নির্মাতাদের একজন রায়হান রাফি। ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়ে নিজের জাত চিনিয়েছেন। তবে তার সঙ্গে বিতর্ক শব্দটি যেনো বেশ ভালো ভাবেই জড়িয়ে আছে। তার পরিচালিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির পর আলোচনায় আসলেও শুরুতে উঠেছিল নকলের অভিযোগ।  এবার এই নির্মাতার পরিচালনায় শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঈদে। গত মে মাসে সিনেমাটির টিজার প্রকাশ্যে আসতেই উঠে নকলের অভিযোগ। এ নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হয়। টিজারের পর এবার উঠলো তুফানের গান নিয়ে নকলের অভিযোগ। সদ্য প্রকাশ পেয়েছে শাকিব খানের মুক্তিপ্রতীক্ষিত ‘তুফান’ সিনেমার গানের প্রথম ঝলক। ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানটিতে আলো-ঝলমলে সেটে মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন ঢালিউড ভাইজান। এতেই কেঁপে গেল দুই বাংলার নেটপাড়া। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সঙ্গীতায়োজনের দায়িত্ব সামলেছেন প্রীতম। তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা। এদিকে, এই গানের বিরুদ্ধে উঠেছে সুর চুরির অভিযোগ। বলা হচ্ছে, এটির কোরাস অংশ রাজ্জাক দেওয়ানের লেখা-সুর করা গান ‘আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’র নকল করা হয়েছে। কেউ কেউ আবার নার্গিসের ‘টাংকি খালি’ এবং কাজল মনিরের গাওয়া ‘বান্ধবী ললিতা’র গানের সুরের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।   এরআগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠে আইন ভঙের অভিযোগ। সেন্সর ছাড়পত্র বিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে ‘গুলশান’ সিনেমা হলে গত ১০ মে দুপুর ১২টার শোতে দেখানো হয় ‘তুফান’ সিনেমার টিজার। জানা গেছে, ইতোমধ্যে ‘তুফান’র শুটিং শেষ হয়েছে। দ্রুত গতিতে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ‘লাগে উরাধুরা’ গানটির পুরোটা প্রকাশ পাবে। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। এতে শাকিব খানের বিপরীতে ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী রয়েছেন। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
টিজারের পর এবার শাকিবের ‘তুফান’ এর গান নিয়ে নকলের অভিযোগ
হিলিতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন আটক
ঘূর্ণিঝড় রেমাল / বরিশালে শতাধিক গ্রাম প্লাবিত
হাতিয়ায় ২০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে 
বাগেরহাটে আশ্রয়কেন্দ্রে ৭০ হাজার মানুষ 
শাহজালালের মাজারে ওরশ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার
হযরত শাহজালালের (রহ.) মাজারে বার্ষিক ওরশ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তিনটি গরু হস্তান্তর করা হয়েছে। রোববার (২৬ মে) বিকেল সাড়ে ৫টায় মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার হস্তান্তর করে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সফরে থাকায় ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান উপহার হস্তান্তর করেন। এ সময় মখলিছুর রহমান কামরান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিবছর ওরশের সময় মাজারে আগত ভক্তদের খাবারের জন্য গরু উপহার দেওয়া হয়। এবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনটি গরু হস্তান্তর করেছে সিটি করপোরেশন। প্রধানমন্ত্রী সিলেটের মানুষের আবেগ-অনুভূতির সঙ্গেও সম্পৃক্ত। তাই সিলেটের বিশেষ বিশেষ দিনে তিনি উপহারসামগ্রী পাঠান। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, শেখ তোফায়েল আহমদ শেপুল, আব্দুর রকিব বাবলু, জয়নাল আবেদীন, আব্দুল মুহিত জাবেদ, এস এম শওকত আমীন তৌহিদ, আব্দুর রকিব তুহিন, রায়হান হোসেন, হেলাল আহমদ, রকিব খান, রেবেকা বেগম, প্রধান নির্বাহী কর্মকত ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব আশিক নুর, বর্জ্য ব্যবস্থাপনা প্রধান লে. কর্নেল একলিম আবদীন (অব.), পরিবহন শাখা বিভাগীয় প্রধান লে. কর্নেল মাহমুদুল্লাহ সজীব (অব.) এবং জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর প্রমুখ।
দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু
এবার কাতারের বিমানে ঝাঁকুনি, আহত ১২
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
কঠিন হয়ে গেল দুবাই ভ্রমণের শর্ত
কঠিন হয়ে গেল দুবাই ভ্রমণের শর্ত
গুজরাটে গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০
গুজরাটে গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০
রাইসির হেলিকপ্টারে নাশকতার প্রমাণ মেলেনি
রাইসির হেলিকপ্টারে নাশকতার প্রমাণ মেলেনি
ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে
ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে
কলকাতার মান রাখলেন ২৫ কোটির স্টার্ক
দুর্দান্ত বোলিংয়ে হায়দরাবাদকে ১১৩ রানে আটকালো কলকাতা
হায়দরাবাদকে বিধ্বস্ত করে কলকাতার তৃতীয় শিরোপা জয়
আইপিএলের ১৭তম আসরের প্রথম সেমিফাইনালে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে রাজস্থানকে হারিয়ে ফাইনালে আবারও কালকাতার মুখোমুখি হয় কামিন্সের দল। অনেকেই ভেবেছিল এবারের ফাইনালটা আইপিএলের ইতিহাসের সেরা ফাইনাল হতে পারে। কারণ, দুই দলই সমানে সমান। তবে দর্শকদের সেই ধরণাকে ভুল প্রমাণ করেছে ২০১২ এবং ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। ফাইনালে হায়দরাবাদকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে কলকাতা। হায়দরাবাদকে উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কলকাতা। রোববার (২৬ মে) চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচে আগে ব্যাট করে কলকাতাকে ১১৪ রানের সহজ লক্ষ্য দেয় হায়দরাবাদ। জবাব দিতে নেমে ৫৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। এতে তৃতীয় শিরোপা জয়ের উল্লাসে মাতে কলকাতার খেলোয়াড়রা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। ২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সুনীল নারিন। তবে তৃতীয় উইকেটে পিচে এসে ব্যাট চালাতে থাকেন ভেঙ্কাতেশ আইয়ার। তাকে সঙ্গ দেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।  দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটতে থাকে কলকাতা। ৩২ বলে ৩৯ রান করে গুরবাজ আউট হলেও ২৪ বলে ফিফটি তুলে নেন ভেঙ্কাতেশ আইয়ার। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারের ৩ বলে ৬ রান এবং ভেঙ্কাতেশের ২৬ বলে ৫২ রানের ইনিংসে ভর করে ৫৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।  হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স এবং শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। তবে কলকাতার দাপুটে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কামিন্সের দল। দলীয় ২১ রানে তিন উইকেট হারায় তারা। ইনিংসের পঞ্চম বলে অভিষেক শর্মাকে বোল্ড আউট করে মিচেল স্টার্ক। পরের ওভারে ট্রাভিস হেডকে ফেরান ভাইভ আরোরা। এরপর এইডেন মারক্রামকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রাহুল থ্রিপাঠী। তবে নিজের তৃতীয় ওভারে রাহুলকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন স্টার্ক। এদিন ব্যাট আলো ছড়াতে পারেননি নিতিশ কুমারও। ১০ বলে ১৩ রান করেন তিনি। ২৩ বলে ২০ রান করে মারক্রামকে আউট করে হায়দরাবাদের ব্যাটিং লাইনে ধস নামায় আন্দ্রে রাসেল। এরপর শাহবাজ আহমেদ (৮) এবং আব্দুল সামাদ ৪ রান করে উইকেট মিছিলে যোগ দেন। তবে এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করেন হেনরিচ ক্লাসেন। তবে ইনিংস বড় করতে পারেননি এই প্রোটিয়া ব্যাটার। ১৭ বলে ১৬ রান করে রানার দ্বিতীয় শিকার হন তিনি। শেষ দিকে দলের হাল ধরেন অধিনায়ক প্যাট কামিন্স। ১১ বলে ৪ করে উনাদকাট এবং ১৯ বলে ২৪ রান করে কামিন্স আউট হলে ৯ বল হাতে থাকতেই ১১৩ রানে অলআউট হয় হায়দরাবাদ।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি / দক্ষিণ কোরিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দক্ষিণ কোরিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আইপিএল ফাইনাল / দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ
দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ
বিশ্বকাপের সেমিফাইনালে চোখ হৃদয়ের, জানালেন নিজের পরিকল্পনা
বিশ্বকাপের সেমিফাইনালে চোখ হৃদয়ের, জানালেন নিজের পরিকল্পনা
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনিশ্চিত কোহলি
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনিশ্চিত কোহলি
টাইগারদের ব্যর্থতার জন্য গণমাধ্যমকে দায়ী করলেন স্টুয়ার্ট ল
টাইগারদের ব্যর্থতার জন্য গণমাধ্যমকে দায়ী করলেন স্টুয়ার্ট ল
ঘূর্ণিঝড়ে সুরক্ষিত থাকতে যা করবেন
ভয়ঙ্কর রূপ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে যাচ্ছে বাংলাদেশের উপকূলে। এ ঘূর্ণিঝড়ে ভয়াবহতার সব লক্ষণ থাকায় হতে পারে জলোচ্ছ্বাসও। তাই প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ঘরের সুরক্ষায় এই কাজগুলো করতে হবে। ঘূর্ণিঝড় রেমাল আসার আগে যা করবেন—  ঘরের ছাদ দেখে নিন। কোনও টালি আলগা থাকলে মেরামত করুন। দরজা জানালার কব্জাও (কপাটযোজক ধাতুর পাত) মেরামত করে নিন। বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন। গাছের ব্যাপারে সতর্ক থাকুন। যাতে বাড়ির ওপর এসে না পড়ে। টিনের পাতলা শিট, লোহার কিছু যত্রতত্র পড়ে থাকলে একজায়গায় জড়ো করুন। নয়তো ঝড়ের সময় এর থেকে বিপদ হতে পারে। কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাঁচের জানালায় সাপোর্ট দেওয়া যায়। ফোন, ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্রে চার্জ দিয়ে রাখুন। হালকা শুকনো খাবার মজুত রাখুন বড়সড় বিপদের জন্য। পর্যাপ্ত পানি মজুত রাখুন। যে ঘরটি সবচেয়ে নিরাপদ সেখানে আশ্রয় নিন। বাড়ির পোষ্য ও গবাদি পশুদেরও নিরাপদ স্থানে এনে রাখুন। আর্থিক সামর্থ্য থাকলে ঘরের মধ্যে একটি পাকা গর্ত তৈরি করে নিন। জলোচ্ছ্বাসের আগে এই পাকা গর্তের মধ্যে অতি মূল্যবান জিনিসপত্র রেখে সিমেন্ট দিয়ে তা বন্ধ করে দিন। যাতে ঘূর্ণিঝড়ের সময় এসব অক্ষত থাকে। ঘূর্ণিঝড় রেমাল শুরু হলে যা করণীয়— বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভিতে খবরে নজর রাখুন। নয়তো রেডিও চালিয়ে রাখতে পারেন।  সঠিক খবর শুনে অন্যদের প্রয়োজনে জানান। ভুয়া খবর শোনা ও শোনানো থেকে বিরত থাকুন। আগাম ২৪ ঘন্টার সতর্কতা শুনে সেই মতো ব্য়বস্থা নিন। কোনও অংশে সাইক্লোন রেমাল সতর্কতা জারি করা হলে এই ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। প্রশাসনের তৈরি বিভিন্ন সাইক্লোন সেন্টারে গিয়ে থাকাই শ্রেয়। এতে অনেকটা নিরাপদে থাকা যাবে। সঙ্গে বেশি করে শুকনো খাবার নিয়ে নিতে পারেন।  অবশ্যই পানীয় সঙ্গে রাখুন। শিশু ও বয়স্কদের জন্য আলাদা আলাদা খাবার নিয়ে নিন। সমস্ত ইলেক্ট্রিক জিনিসের সুইচ অফ করে দিন। প্লাগও খুলে দিতে হবে। সাইক্লোন থামলেই বাইরে বের হবেন না। ঘূর্ণিঝড় থামলেই বাইরে বের হওয়া একেবারে উচিত নয়। অপেক্ষা করুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের। কারণ ঘূর্ণিঝড় চক্রাকারে ঘোরে। ঝড় একটু কমলেও পুনরায় আরও প্রবল বেগে অন্যদিক থেকে ঝড় আসার আশঙ্কা থাকতে পারে। তাই নিশ্চিত হতে এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ওই সময় বাইরে থাকলে বড়সড় বিপদ ঘটতে পারে।
দিনে যে কয়টি লিচু খেলে ভালো থাকবে স্বাস্থ্য
দিনে যে কয়টি লিচু খেলে ভালো থাকবে স্বাস্থ্য
এসি থেকে বের হয়েই রোদে গেলে ব্রেনের কি ক্ষতি হয় জানেন
এসি থেকে বের হয়েই রোদে গেলে ব্রেনের কি ক্ষতি হয় জানেন
ঘূর্ণিঝড়ের সময় হাতের কাছে রাখবেন যেসব দরকারি জিনিস
ঘূর্ণিঝড়ের সময় হাতের কাছে রাখবেন যেসব দরকারি জিনিস
অনলাইন জরিপ
২০০ কোটি টাকা পাচারের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাবি শিক্ষিকা সামিয়া রহমানের পদাবনতি অবৈধ
ঢাবি শিক্ষিকা সামিয়া রহমানের পদাবনতি অবৈধ
বেনজীর ও তার পরিবারের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু
বেনজীর ও তার পরিবারের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু
ভোক্তা অধিদপ্তরের তৎপরতা চ্যালেঞ্জ করে তনির রিট
ভোক্তা অধিদপ্তরের তৎপরতা চ্যালেঞ্জ করে তনির রিট
স্বর্ণের বারসহ গ্রেপ্তার চীনের দুই নাগরিক ৩ দিনের রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো সোয়া ৫ কেজি ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- লিউ ঝনজিলাং ও চেনজেংক।  শুক্রবার (২৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক জাকির হোসাইন আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।  আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত রিমান্ডের এ আদেশ দেন। বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোজাফফর আলী এসব তথ্য নিশ্চিত করেন। জানা যায়, বৃহস্পতিবার ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করেন লিউ ঝনজিলাং ও চেনজেংক। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজে তল্লাশি চালান গোয়েন্দারা। এসময় ফ্লাইটের ১৪ এ এবং ১৩ এফ আসনে থাকা যাত্রী লিউ ঝনজিলাং ও চেনজেংকের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশি করে তাদের কাঁধের ব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করে তাতে বিশেষ কায়দায় স্বর্ণের বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। চার্জার লাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা এসব বারের বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।
স্বর্ণের বারসহ গ্রেপ্তার চীনের দুই নাগরিক ৩ দিনের রিমান্ডে
এমপি আনার হত্যার বিচার কোথায় হবে, জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) হত্যার বিচার কোথায় হবে- ভারতের আদালতে নাকি বাংলাদেশে, এনিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল। তিনি বলেছেন, আনার হত্যার বিচার বাংলাদেশেই হবে। শুক্রবার (২৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের সামনে এ কথা বলেন তিনি। যেহেতু হত্যাকাণ্ড ভারতে হয়েছে, বিচার কি এখানে হবে নাকি ভারতে হবে সে বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, আইনগত দিক বিবেচনা করে বিচার এখানেই হবে। যে দেশের নাগরিক, সেদেশে বিচার হবে। তবে ভারতেও তদন্ত হবে।  এর আগে, আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতে তোলা হলে তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে সেখানে ছিলেন। শুনানি শেষে তিন আসামিকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সাত্তার দুলাল বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ের একটি খুনের উদ্দেশ্য নিয়ে অপহরণ মামলা দায়ের করা ছিল। অপহরণ মামলায় আজকে তিন আসামিকে আদালতে তোলা হয়। আসামিরা হচ্ছেন- শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমান। প্রত্যেক আসামির জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত প্রত্যেককে ৮ দিন করে সতর্কতার সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। এটি হত্যা মামলা হবে কখন, জানতে চাইলে তিনি বলেন- হত্যার রহস্য যখন উন্মোচন হবে তখনই এ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বর্তমানে এটি অপহরণ মামলাই আছে।
এমপি আনার হত্যার বিচার কোথায় হবে, জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী
আদালতে অঝোরে কাঁদলেন শিলাস্তি, বললেন ‘কিছু জানি না’
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে শিলাস্তি সেই আইনজীবীকে বলেন, আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি নাকি? এসব বিষয়ে কিছু জানি না। শুক্রবার (২৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন। রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উঠেই অঝোরে কান্না করতে দেখা যায় তিন আসামির মধ্যে একজন শিলাস্তি রহমানকে। রিমান্ড শুনানির একপর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন, আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি নাকি? এসব বিষয়ে কিছু জানি না। রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম আদালতের কাছে আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পুলিশের উপপরিদর্শক সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে অঝোরে কাঁদলেন শিলাস্তি, বললেন ‘কিছু জানি না’
এমপি আনার হত্যায় তিন আসামি ৮ দিনের রিমান্ডে
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। শুক্রবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি রিমান্ডের এ আদেশ দেন। এদিন দুপুরে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজীম। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজীম। বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পর গত ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজীমের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলে না তিনবারের এই সংসদ সদস্যের। বুধবার হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে সেখানে তার মরদেহ মেলেনি। আনোয়ারুল আজীম আনার ভারতে খুন হওয়ার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় মামলাটি করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
এমপি আনার হত্যায় তিন আসামি ৮ দিনের রিমান্ডে

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ২৭ মে, ২০২৪
অনলাইন সংস্করণ
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: মির্জা আব্বাস
সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (২৬ মে) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, যার বিষয়ে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) আমাদের সঙ্গে এখানে নেই। তাকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না। বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয় বলে ইতোমধ্যে জানিয়েছেন চিকিৎসকরা। খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার বলে জানিয়েছেন তারা। তিনি বলেন, বারবার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে। যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার করা হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এ দেশের স্বাধীনতা থাকবে না। দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, যদি নিজেরা সচেতন না হই তাহলে এই সরকারের হাত থেকে বাঁচতে পারব না। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ জানুয়ারি পরে দেশের মানুষের মধ্যে অনেকে বলেছেন আর পারলেন না। আওয়ামী লীগ সরকার পাঁচ বছরই থাকবে। কেউ কেউ এমন বলেন যে, যতদিন জীবিত আছেন (সরকার) নাড়াতে পারবেন না। এখন দেখছি নিজে নিজেই নড়ছে। তিনি বলেন, তিনটা এমন এমন বিষয় হয়েছে যে, পত্রিকায় দেখলাম তা নিয়ে বিব্রত সরকার। তা হলো, একটা প্রাক্তন আইজি, আরেকটা প্রাক্তন চিফ অব আর্মি স্টাফ এবং অন্যটা তিন বারের এমপি। এই দায় কার? চিফ অব আর্মি স্টাফ কে বানিয়েছে, আইজি কে বানিয়েছে, এমপি কে বানিয়েছে?
২৪ দিনে প্রবাসী আয় ১৭৯ কোটি ডলার
চলতি মাসের (মে) প্রথম ২৪ দিনে প্রবাসীরা ১৭৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।  রোববার (২৬ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রবাসীদের পাঠানোর রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫৮ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ডলার রেমিট্যান্স। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার এবং এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।  
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, পদ ১৪
১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ জানাল এনটিআরসিএ
একাধিক লোকবল নেবে প্রাণ-আরএফএল গ্রুপ, থাকবে যেসব সুবিধা
পার্ট টাইম চাকরি দেবে রকমারি, এসএসসি পাসেই আবেদন 
ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে যত সময় লাগবে
যে কারণে ১৫ ঘণ্টা দেরিতে শুরু হলো একাদশে ভর্তির আবেদন
ঘূর্ণিঝড় নিয়ে এবার আবহাওয়ার ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ
কারিগরি শিক্ষার ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব
স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুকে হারবাল পণ্যের রমরমা বাণিজ্য
স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুক একাউন্ট খুলে প্রতারণা, ভিয়েতনামিসহ গ্রেপ্তার ২
আনার হত্যার বিষয়ে যা বললেন ডিবিপ্রধান
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন / এমপি আনারকে খুন করা হয় ভাড়া ফ্ল্যাটে
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
ইন্দোনেশিয়ায় স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের নারীরা
অব্যাহতভাবে ব্যক্তিগত তথ্য ফাঁস আতঙ্কজনক: টিআইবি
দুই দিন বিঘ্নিত হবে ডেসকোর প্রিপেইড রিচার্জ সেবা
X
Fresh