• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
দোয়ারাবাজারে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড, প্রাণ গেল ২ নারীর
মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা ও চাচি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে শহরতলীর মোস্তফাপুর গ্ৰামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌।  মৃতরা হলেন শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫)।  মৌলভীবাজার ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার বলেন, ঘরের সোফা ও ইনটিরিয়র ডিজাইনের জিনিস পুড়ে আগুন দ্রুত ওপরে ওঠে গেছে। দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসত মৃত ঘোষণা করেন। ওই দুই নারী আগুনে পুড়ে নয়, ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা গেছেন। তিনি আরও বলেন, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।  আরটিভি/এএএ 
হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
এক যুবকের সঙ্গে ২ ভাবির পরকীয়া, দেখে ফেলায় দেবর খুন
হাওরের ধান বাঁচাতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
নিলাম চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ধস্তাধস্তি-মারামারি
সিলেটে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বালুর ইজারা নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সাময়িকভাবে বালু ইজারার প্রক্রিয়া স্থগিত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে ইজারায় অংশ নিতে কয়েক শতাধিক মানুষ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভিড় জমান। দুপুর আড়াইটার পর থেকে ইজারায় অংশ নিতে ইচ্ছুকদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসেন এর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা। পরে ইজারাদারদের মাঝে এক পর্যায়ে তুমুল উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রুপ নেয়। এসময় উপস্থিত লোকজন ও প্রসাশনের লোকজনের হস্তক্ষেপে পরিবেশ কিছুটা শান্ত হলেও আবারও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরুপ পরিস্থিতিতে ইজারার প্রক্রিয়া স্থগিত করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ইজারায় অংশ নেওয়া একজন বলেন, বালু নিলামের সময় নাজিম উদ্দিন নামের এক ব্যক্তিকে তার শার্টের কলার চেপে ধরেন জনৈক এক ব্যক্তি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সিন্ডিকেটের বাইরে গিয়ে বেশি দরে নিলাম ডেকেছেন। এরপরই বালু সিন্ডিকেটের হোতারা তুমুল হট্টগোল শুরু করলে নিলাম প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী হাজি নাজিম উদ্দিন বলেন, আমি প্রথম একটি নিলামে সর্বোচ্চ দর দেওয়ায় ডাক পাই। পরেরটাতে উশৃঙ্খল মানুষজনের কারণে নিলাম প্রক্রিয়া ভন্ডুল হয়ে যায়। সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক দীপক রঞ্জন দাস বলেন, সিলেটের ৯টি পয়েন্টের ড্রেজিং বালু উত্তোলনের ইজারার প্রক্রিয়া ছিল। আমরা যথারীতি দুপুর থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বসেছিলাম। প্রায় সাড়ে ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ইজারায় অংশ নেন। এক পর্যায়ে দর কষাকষি নিয়ে সম্মেলন কক্ষে হট্টগোল শুরু হয়। সার্বিক দিক বিবেচনা করে আমরা সাময়িকভাবে এই ইজারার প্রক্রিয়া স্থগিত রেখেছি। পরবর্তী সময়ে রেজুলেশন করে আমরা করণীয় ঠিক করব। আরটিভি/এফআই
ওসমানী বিমানবন্দরে ১১ স্বর্ণের বার জব্দ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। জব্দৃকত ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের (বিজি-২৪৮) অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১পিস স্বার্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এএএ/এস
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসার কাছের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহন হন। নিহতরা হলেন রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) ও সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)। আহত রাজু ধর (১৮) খলাগাঁও গ্রামের মঞ্জু ধরের ছেলের। জানা যায়, তিনজন মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া এলাকায় রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আমরা পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছি। তবে ঘটনার পর থেকেই পিকআপ চালক পালাতক রয়েছেন। আরটিভি/এমএ-টি
সুনামগঞ্জ সীমান্তে পোশাকধারী ভুয়া পুলিশ আটক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে এক ভুয়া পুলিশসহ দুজনকে আটক করেছে বিজিবি। ওই যুবকের নাম মো. বাকির হোসেন (২৮)। সোমবার (২ ডিসেম্বর) ভোরে মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত গামারীতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটকরা হলেন তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের মো. আবু চাঁনের ছেলে মো. বাকির হোসেন ও দক্ষিণ গোরিলা গ্রামের মো. আ. মালেকের ছেলে মো. তাবারত হোসেন (৩০)। বিজিবি জানায়, গামারীতলা এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলে চড়ে প্রবেশ করেন বাকির হোসেন। তখন মাছিমপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা সন্দেহজনক মনে করে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে ভুয়া পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত হলে তাদের আটক করা হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘টহল দল তাদের আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ আরটিভি/এমকে-টি
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের গোলাগুলি, আহত ৪০
হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।  রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার নয়া পাথারিয়া এলাকা এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি কবির হোসন।  আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি কবির হোসন বলেন, ‘ওই গ্রামের বাসিন্দা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি কারাবন্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাদ মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের হাসন আলীর ছেলে সুরুজ আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে।’ তিনি আরও বলেন, ‘এর জের ধরে সন্ধ্যায় উভয়ের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহাদ মিয়ার ভাই আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে যুবলীগ নেতা ডিপজল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়।’ আরটিভি/এমকে-টি
আরও ২ মামলায় খালাস পেলেন তারেক রহমান
সিলেটে ২০১৪ সালে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা থেকে তাকে খালাস দিয়েছেন আদালত।  রোববার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) আদালতের বিজ্ঞ বিচারক ছগির আহমেদ মামলা দুটি খারিজ করে তারেক রহমানকে খালাসের রায় দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি দায়ের করা হয়েছিল। এর একটি করেছিলেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং অপরটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা। সে সময়ের আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সিলেটের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।  মামলা দুটিতে অভিযোগ করা হয়, ওই বছরের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনাসভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন। তবে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত মামলা দুটি ১০ বছর পর রোববার আদালত খারিজ করে দেন। আরটিভি/এমকে-টি