• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা অপর দুজন। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্টে এক দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম সুরেশ রবি দাস (৪০)। তিনি ওয়েজখালী এলাকার বাসিন্দা।  আহতরা হলেন শহরের হাছননগর এলাকার সিএনজিচালক জীবন মিয়া (২০), শহরতলীর ইব্রাহিমপুর গ্রামের কৃষ্ণ রবি দাস (৩২)। ঘটনার প্রত‍্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি ভবন নির্মাণের মালপত্র নিয়ে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় শহরতলীর বুড়িস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শহরে ফিরছিল। পথে শহরের নতুন হাছননগরের ভুবির পয়েন্টে আসলে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ। এ সময় চালকদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী। তিনি বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর ও সিএনজি জব্দ করা হয়েছে এবং দুজন চালককে আটক করা হয়েছে।
‘পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তায় থাকতে হবে না’
মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনে লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। জানা গেছে, কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লেগেছে। আগুন লাগার পর থেকে কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।  
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ যুবক নিহত হয়েছেন।  শুক্রবার (১২ এপ্রিল) রাত ১২টায় জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ।  তিনি বলেন, শাহবাগ মুহিদপুর এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আদিল, জাকারিয়া ও মিলন নামে তিন যুবককে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন।  তিনি আরও বলেন, আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিলন। 
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
হবিগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছে।  শুক্রবার (১২ এপ্রিল) আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঈদের দিন দুপুরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্রকরে পশ্চিমবাগ গ্রামের মিজান মিয়ার লোকজনের সাথে একই গ্রামের শামসু মিয়ার লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে এক পক্ষ অপর পক্ষের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৪৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে অন্যান্যদের আজমিরীগঞ্জ ও বাণিয়াচং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, বৃহস্পতিবার গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্য বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আজ শিশুদের ফুটবল খেলার নিয়ে পুনরায় বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। 
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ 
সিলেটের কোম্পানীগঞ্জে রাস্তার পাশের খাল থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কাঠালবাড়ী রাস্তার থ্রি-স্টার মিলের পাশ থেকে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত বাবুল ইসলাম বাবলু (৪৮) নামের ওই ব্যক্তি উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। এদিকে নিহতের পরিবারের দাবি, কেউ পরিকল্পিতভাবে বাবুলকে হত্যা করেছে। স্থানীয়রা জানান, নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায়। মোটরসাইকেলের সামনের ও পেছনের বেশ কিছু পার্টস ভাঙা এবং তার মাথায় জখম ও পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।  এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নবকুমার সিংহ বলেন, সকাল ৬টার দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও বলা যাচ্ছে না দুর্ঘটনা নাকি হত্যা। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদেন্তর জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  বুধবার (১০ এপ্রিল) বিকেলে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ আগুন লাগার ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৪টার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর থেকে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন। তিনি বলেন, বিকেলে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছি। তবে আগুনের কারণ জানতে পারিনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।
কোম্পানীগঞ্জে খাদে পড়ে শিশুর মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশে একটি খাদে পড়ে ২ বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম ইব্রাহিম আলী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর ইউনিয়নের পূর্বপাড়া কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শিশু ওই গ্রামের আলাল উদ্দিনের ছেলে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাজল সিংহ বলেন, ইব্রাহিমের মা ঘরের কাজে ব্যস্ত থাকার সময় সে বাইরে খেলতে গিয়ে খাদে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের খাদে ইব্রাহিমকে ভাসতে দেখেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ। তিনি জানান, বাড়ির পাশের একটি খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।