• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
ব্যবসায়ী-সিএনজি চালকদের সংঘর্ষে আহত ৪০
ওরস চলাকালে শাহপরান (রা.)-এর মাজারে হামলা, আহত ৫
সিলেটের হজরত শাহপরান (রা.)-এর মাজারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।  সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ওরস চলাকালে হামলার এ ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী।  তিনি বলেন, সোমবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। তখন মাজারে ওরস চলছিল। দুর্বৃত্তরা মাজারে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের আটকাতে গেলে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন।  তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। উল্লেখ্য, এর আগে এই মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছিলে মাজার কর্তৃপক্ষ।
খাটের নিচে সরকারি ওষুধ, ইউপি সদস্য কারাগারে
ভারতে পালানোর চেষ্টা, সিলেট সীমান্তে আ.লীগ নেতা গ্রেপ্তার
শাহপরানের মাজারে যেসব কাজ নিষিদ্ধ হলো
কোম্পানীগঞ্জে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু 
সাবেক বিচারপতি মানিককে নেওয়া হতে পারে ঢাকায়
সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওই কেবিনটি প্রিজন সেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। মেডিকেল বোর্ডের ছাড়পত্র পেলে তাকে ঢাকার আদাবর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে আদালতে হাজির করা হতে পারে বলে জানা যায়। শুক্রবার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।  তিনি বলেন, ‘সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন তার শারীরিক অবস্থা নিয়ে। সেজন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে আইসিইউ থেকে তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেই কেবিনটি প্রিজন সেল হিসেবে ব্যবহার করা হবে।’ তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা দ্রুত উন্নতির দিকে। তবে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড পরবর্তী পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেবে।’ এ বিষয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ঢাকার আদাবর থানায় পোশাকশ্রমিক হত্যার ঘটনার মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সেদিন তাকে আদালতে হাজির করা হতে পারে। তবে এটি মেডিকেল বোর্ডের ছাড়পত্র আর তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।’
জুস মেশিনে মিলল প্রায় ১৬ কেজি স্বর্ণ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।  বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) ওই যাত্রী থেকে এই স্বর্ণ জব্দ করা হয়। আটক তোয়াকুল হক গোয়াইনঘাট উপজেলার বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে ওসমানী বিমানবন্দরে কর্মরত এভিয়েশনের শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে। জব্দকৃত স্বর্ণের মধ্যে ১০৫ পিস বার, তিনটি জুস মেশিনের রিং রয়েছে। সব স্বর্ণ একসঙ্গে ওজন করে দাম নিরূপণ করা হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, বিশেষজ্ঞ দিয়ে যাচাই করে স্বর্ণের সঠিক দাম নিরূপণ করা হবে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
শঙ্কামুক্ত মানিক, ভারতে অনুপ্রবেশের চেষ্টায় মামলা
অস্ত্রোপচারের পর অনেকটাই শঙ্কামুক্ত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।  এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।  তিনি বলেন, মেডিকেল বোর্ড গঠন করে সাবেক এই বিচারপতিকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। তিনি শঙ্কামুক্ত। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শিশির চক্রবর্তীও তার স্বাস্থ্যের উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি বলেন, সাবেক বিচারপতি মানিক আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। এখন কারা কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়ে জানাবে, তাকে কীভাবে রাখা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।   এ দিকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার দায়ে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সিলেটের কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে দায়েরকৃত মামলায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ‘পাসপোর্ট ও ভিসা’ ব্যতিত অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন শরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৫ আগস্ট রাতে মামলাটি দায়ের করা হয়।
যে কৌশলে বিমানবন্দর দিয়ে পালাচ্ছিলেন ২ আ.লীগ নেতা
সৌদি আরবে যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদেরকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটক করে। তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  মঙ্গলবার (২৭ আগস্ট) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম। জানা যায়, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার চেষ্টা করছিলেন। আটককৃতরা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম আহমদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল। আটক জামিল সিলেট রেড ক্রিসেন্ট শাখার সেক্রেটারি। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন। বিমানবন্দর সূত্র জানায়, আটক আওয়ামী লীগের দুই নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা। এ সময় তারা হজের ইহরামের কাপড় পরিহিত অবস্থায় ছিলেন। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদের আটকে দেওয়া হয়। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।  এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘দুই আওয়ামী লীগ নেতাকে কোতোয়ালি থানায় আনা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’
সৌদি আরব যাওয়ার পথে আ.লীগের দুই নেতা আটক
সৌদি আরব যাওয়ার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।  সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। আবদুর রহমান জামিল রেড ক্রিসেন্ট সিলেট শাখারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার রাতে আওয়ামী লীগের ওই দুই নেতা সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। রাত পৌনে ৯টার দিকে ইমিগ্রেশনে গেলে তাদের আটক করা হয়। আটককালে দুজনের পরনেই হজের ইহরামের কাপড় ছিল।  এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুনু মিয়া বলেন, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ দুজনের বিরুদ্ধে মামলা আছে কি না, সে বিষয়টিও দেখা হচ্ছে।   
অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি সাবেক বিচারপতি মানিকের 
সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হওয়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অণ্ডকোষে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন উন্নতির দিকে। রোববার (২৫ আগস্ট) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উনার বাম অণ্ডকোষে ইনজুরি ছিল। অস্ত্রোপচার করা হয়েছে। এ ছাড়া উনার হার্ট ও ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট-অপারেটিভে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার শারিরীক অবস্থা উন্নতির দিকে। তিনি আরও বলেন, সাবেক এই বিচারপতির শারীরিক অবস্থার সার্বিক পর্যালোচনার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টাকালে বিচারপতি মানিককে আটক করে বিজিবি। সেই রাতে তিনি অভিযোগ করেন, তার কাছে থাকা সবকিছু কেড়ে নিয়ে সীমান্তে একদল লোক তাকে মারধর করেছে। শনিবার সকালে মানিককে কানাইঘাট থানায় হস্তান্তর করার পর বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের সিঁড়িতে ওঠার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশ প্রহরার মধ্যেই সাবেক বিচারপতি মানিকের দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং তাকে মারধর করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠান ও জেল কোড অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।