• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
পাবনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৩, আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছে। এ ছাড়াও নওগাঁ শহরের পল্লী বিদ্যুতের সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়।  মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় ও সকাল সাড়ে ৯টায় শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি।  এদিকে পল্লী বিদ্যুতের সামনে নিহত ওই ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে। নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক, রাতে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের মধ্যে চালকের নাম-পরিচয় পাওয়া গেলেও হেলপারের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয়রা ঘাতক পিকআপটি আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আরটিভি/এএএ-টি
মা-ছেলের পাসপোর্ট ফিরিয়ে দিল ছিনতাইকারী
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
নওগাঁয় জেঁকে বসছে শীত, হিমেল হাওয়ায় কাবু জনজীবন
দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডিআইজি আলমগীর
দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। রোববার (১ ডিসেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই এক হয়ে পুলিশকে সহযোগিতা করলে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণ হবে। ৫ আগস্টের আগে যে সিস্টেম চলে এসেছে সেটি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। ডিআইজি আলমগীর বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা ফিরে এসেছে সেটি ধরে রাখতে হবে। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, এ রেঞ্জের পুলিশ সদস্যদের আর ভয়ের কারণ নেই। পুলিশ আগের মতোই আছে। পুলিশ আর ভীত নয়। এখানে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সেনাবাহিনীর পোশাক আলাদা হলেও দেশের স্বার্থে আমরা এক হয়ে কাজ করছি। কাজের ধরণে পরিবর্তন আনতে পারলে জনগণ পুলিশকে সবসময়ই সহযোগিতা করবে। এর আগে জেলা বিএনপির আহ্বায়ক তার বক্তব্যে সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িতরা যেই দলেরই হোক না কেন সেটি বিবেচনায় না নিয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নওগাঁ পুলিশ সুপার কুতুব উদ্দিনের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আরটিভি/এমকে
খেলার মাঠে রাবি শিক্ষার্থীর মৃত্যু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিকেট খেলার সময় ‘স্ট্রোক’ করে মেহেদী হাসান সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে। সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। জানা গেছে, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আইন ও ভূমি প্রশাসন বিভাগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত শিক্ষার্থীরা সিয়ামকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায় এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে জানতে চাইলে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন বলেন, ‘মাঠে খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখন তাকে প্রথমে রাবি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে রামেকে নেওয়ার পথে সে মারা যায়। এটা প্রাথমিকভাবে স্ট্রোক মনে করা হচ্ছে।’ আরটিভি/এমকে-টি
বগুড়ায় যুবলীগ নেতা লাখিন আটক
বগুড়ায় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) ভোরে শহরের লতিফপুর কলোনির বেলজিয়াম মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।  খায়রুল আলম লাখিন বগুড়া জেলা যুবলীগের রাজনীতিতে সক্রিয় নেতা। এ ছাড়াও তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং লায়ন ক্লাবের সঙ্গে জড়িত।   বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাখিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এ ছাড়া লাখিনের নামে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। আরটিভি/এমকে/এস
রাজশাহী কারাগারে বন্দির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত
রাজশাহী কারাগারে সাজাপ্রাপ্ত আসামি ওমর কিসকুকের (৩১) আত্মহত্যার ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও ওই ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক কামাল হোসেন। আসামি ওমর কিসকু নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। জানা যায়, গত ২৬ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে সেলের দরজার ওপরের অংশের লোহার পাতের সঙ্গে পাজামার ফিতা লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারা কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক কামাল হোসেন বলেন, কারা অভ্যন্তরে আত্মহত্যার খবর জানার পরই এ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে আমি রয়েছি। এ ছাড়া সিরাজগঞ্জ জেল সুপার এএসএম কামরুল হুদাকে সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেলার জাকির হোসেনকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। আরটিভি/এমকে
রাজশাহীতে আ.লীগ নেতাকে পুলিশে দিলো জনতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. পিএম সফিকুল ইসলামকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে বলে জানা গেছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের সাধুর মোড় এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে। জানা যায়, সফিকুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তবে তিনি রাজশাহী শহরের বাসার রোড এলাকায় থাকেন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন পাননি। তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।  এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ছাড়াও তিনি নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, সফিকুল ইসলামকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমাদের থানায় তার নামে কোনো মামলা নেই। এখন বাগমারা থানায় তার নামে কোনো মামলা আছে কিনা সেটি আমরা খোঁজ নিচ্ছি। আরটিভি/এমকে
দেশে দুর্নীতি রোধে ঐক্যের প্রয়োজন: ইলিয়াস কাঞ্চন
একক শক্তি দিয়ে দেশে দুর্নীতি রোধ করা সম্ভব নয়, দুর্নীতি রোধে ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।  শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধান ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, এ দেশে যখন কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তান দুর্নীতির মধ্য দিয়েই বড় হয়। কারণ একজন মায়ের পেটে সন্তান যখন ভ্রূণ হিসেবে আসে, তখন আমরা হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেই। আর এ চিকিৎসকরা সিজার করতে বলেন। সিজার করতে হবে কেন? সারা পৃথিবীতে যখন নরমাল ডেলিভারি। আমাদের দেশে সিজার কেন? এই সিজারিয়ান তো তখন করতে হবে, যখন ওই মায়ের জীবন হবে সংকীর্ণ। অথচ এ দেশের হাসপাতাল, চিকিৎসক ও নার্সরা বেশি উপার্জনের জন্য মায়েদের সিজার করতে বাধ্য করছেন। ইলিয়াস কাঞ্চন বলেন, কোনো একক শক্তি দিয়ে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতি রোধ করতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে ৫ আগস্ট সব মানুষ একত্র হয়ে স্বৈরশাসক ও ফ্যাসিবাদকে এ দেশ থেকে দূর করেছে। ঠিক তেমনিভাবে এই দুর্নীতিকে দূর করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ ছাড়া কোনোভাবেই দেশ থেকে দুর্নীতি দূর সম্ভব না। তিনি আরও বলেন, আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন দুধ ও ওষুধের প্রয়োজন হয়। তখন দেখি সেটাতেও ভেজাল। এসব ভেজালে কখনো শিশুরা মারাও যায়। এভাবেই বড় হয় আমাদের সন্তান। এরপর সন্তান যখন স্কুলে ভর্তি করাতে যাওয়া হয়। তখন দেখা যায় যতবড় স্কুল ততবড় ডোনেশন। বড় স্কুলে বড় ডোনেশন না দিলে আবার ভর্তি করানো যায় না। এসব অসংখ্য দুর্নীতির সিস্টেমের মধ্য দিয়ে আমাদের সন্তানকে বড় করতে হচ্ছে। সন্ধান ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার, সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোত্তালেব ও উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম প্রমুখ। আরটিভি/এমকে