বহু প্রতীক্ষার পর গত ৫ ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। এরপর থেকেই একের পর রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি। বক্সঅফিস মাতানোর পাশাপাশি শুরু থেকেই ঘটছে সিনেমাটি ঘিরে একের পর এক বিপত্তি।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। সেই রেশ এখনও কাটিয়ে উঠা যায়নি। এর মাঝেই প্রকাশ্যে এলো আরও এক দুঃসংবাদ।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, এবার দেশটির অন্ধ্রপ্রদেশের এক হলে সিনেমা চলাকালীন মারা গেছেন ৩৫ বছরের যুবক মদানাপ্পা। উদেগোলাম গ্রামের বাসিন্দা তিনি। পেশায় একজন শ্রমিক ছিলেন। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগ্রাম শহরে প্যালেস সিনেমা হলে ঘটেছে এ ঘটনা।
এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ম্যাটিনি শোয়ে ‘পুষ্পা টু’ সিনেমা দেখতে গিয়েছিলেন মদানাপ্পা। ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, সিনেমা চলাকালীনও মদ্যপান করেছেন মদানাপ্পা। কিন্তু কীভাবে এবং কখন মারা গছেন তিনি। সেটি ধারণা করা কঠিন।
কারণ সন্ধ্যা ছয়টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা হল পরিষ্কারের সময় তার মরদেহ দেখতে পায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর কারণ ও সময়।
তার আগে মৃত নারী ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা দিয়েছেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, তার ৯ বছরের আহত মেয়ের চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মোট পাঁচটি ভাষায় প্রায় নয় হাজার থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। দুই বছরের বেশি সময় ধরে শুটিং হয়েছে সিনেমাটির। এতে আল্লু অর্জুন, রাশমিকা এবং ফাহাদ ফাসিল ছাড়া আরও অভিনয় করেছেন, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীলসহ প্রমুখ।
আরটিভি/এইচএসকে/এআর