• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
আমি মারা যাইনি, সুস্থ আছি: রুবেল
জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া: পরীমণি
হৃদরোগে আক্রান্ত হয়ে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গনে। সবাই যে যার মতো করে স্মৃতি রোমন্থন করছেন, জানাচ্ছেন সমবেদনা। জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃত্যুতে পরীমণিও হয়েছেন শোকস্তব্ধ। বৃহস্পতিবার (২৫ জুলাই) মাঝরাতে কিংবদন্তি এই ব্যান্ডতারকাকে সবুকে নিজের বিষণ্ন বদনের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, আজ জন্মদিন তোমার হয়ে রয়ে যাবে চিরকাল। জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া। এরপর নায়িকা লিখেছেন, প্রিয় শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারাজীবন। এর আগে, শাফিনকে নিয়ে শোক প্রকাশ করেছেন আরও অনেকে। নিজের ফেসবুকে তার গানের কয়েকটি লাইন তুলে দিয়ে জেমস লিখেছেন, চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝরনা/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না। এরপর নগরবাউল লিখেছেন, বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।’ এ ছাড়া কুমার বিশ্বজিৎ, নকীব খান, প্রিন্স মাহমুদসহ আরও অনেকে আহাজারি করেছেন সোশ্যাল মিডিয়ায়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শো করতে গিয়েছিলেন শাফিন আহমেদ। শো’য়ের আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নিজের প্রথম সিনেমা নিয়ে যা বললেন ইমি
সুসংবাদ পেলেন মেহজাবীন
কবরীর শেষ সিনেমা মুক্তি পাবে যেদিন
ছাত্র আন্দোলন নিয়ে কনটেন্ট নির্মাণের ভাবনা আছে: আশফাক নিপুণ
অবশেষে প্রকৃত স্বজন খুঁজে পেলেন পরীমণি
কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ। সময়টা আরও বেশি একঘেয়ে, বিরক্তিকর আর উৎকণ্ঠার হয়ে উঠেছে যখন সারাদেশে সব ধরনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উদ্বিগ্ন। এদিকে নেটদুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকায় চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি নিজের প্রকৃত স্বজন খুঁজে পেয়েছেন। সারাদেশে ইন্টারনেট চালু হওয়ার পর ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ফেসবুক পোস্টে লিখেছেন, ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার পরে যারা কল করে আপনার খোঁজখবর নিয়েছে, তারা কিন্তু আপনার আসলেই প্রকৃত স্বজন-বান্ধব। টানা কয়েকদিন সারাদেশে সব ধরনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়ে সরকার বলছে, কোটা আন্দোলনকারীদের ভিড়ে মিশে গিয়ে এক ধরনের সংঘবন্ধ চক্র দেশের ডাটা সেন্টারসহ উল্লেখযোগ্য বেশ কিছু সরকারি সম্পদ আগুনে পুড়িয়ে নষ্ট করেছে। অনেকে আবার মনে করছেন দেশের এই অস্থির চিত্র যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারটেনেট সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। কোটা আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বুধবার (২৪ জুলাই) থেকে খুলেছে অফিস-আদালত-কারখানা। তবে কারফিউ বহাল রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে বৃহস্পতিবার (২৫ জুলাই) কারফিউ বহাল আছে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানা গেছে।
নতুন সিনেমায় পূজা চেরি
শিশুশিল্পী হয়ে শোবিজে পা রাখেন পূজা চেরি। এরপর হয়েছেন চিত্রনায়িকা। আর তার ‘চিত্রনায়িকা’ তকমা যুক্ত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে মাঝখানে তৈরি হয় দূরত্ব। দেখা যায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন কোনো চলচ্চিত্রে।  নতুন খবর হলো, এবার সেই দূরত্ব ভেঙে শেকড়ে ফিরছেন পূজা। জাজের ‘নারী’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন। গণমাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।  তিনি বলেন, সব ঠিক থাকলে আসছে অক্টোবর থেকে ‘নারী’ সিনেমার শুটিং শুরু হবে। আর মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে সিনেমা সম্পর্কে এর চেয়ে বেশি জানাতে চাননি আজিজ।  তিনি বলেন, মহরতের মাধ্যমে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।  প্রসঙ্গত, ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘নূরজাহান’সহ জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন পূজা চেরি। এরপর কোনো এক অজানা অভিমানে তিন বছর প্রতিষ্ঠানটির কোনো ছবিতে দেখা যায়নি তাকে। এবার সেই অভিমান ভেঙে  ‘নারী’ সিনেমার মাধ্যমে আবারও জাজের ঘরে ফিরলেন এই চিত্রনায়িকা।
আমার সবকিছু সেই মানুষটার সঙ্গে: অধরা খান
দেশীয় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা অধরা খান। কিছুদিন আগে শেষ করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজ। এ সিনেমায় তাকে অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে। সম্প্রতি নানা বিষয় নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। অধরা খান বলেন, আমার বাইরে প্রেম করার মতো কোনো অপশন নেই। কারণ, আমি ইতোমধ্যেই একজনের বাগদত্তা। আর এখন আমার সব কিছু সেই মানুষটার সঙ্গে। প্রেম আমি তার সঙ্গেই করছি। তিনি আরও বলেন, কাজের প্রয়োজনে আমরা অনেকের সঙ্গে আলোচনা করি। সেটা পরিচালক, নায়ক যে কেউ হতে পারে। দেখা যায় মানুষ সেটাকেই ইস্যু করে ভুলভাল তথ্য ছড়িয়ে দিচ্ছে। তাই আমি মনে করি যা করার সবাইকে জানিয়েই করা উচিত। তাতে মিথ্যা গুজব থেকে বাঁচা যাবে। ‘ঋতুকামিনী’ সিনেমায় সজল-অধরা ছাড়া আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু ও দীপা খন্দকারসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী।
একের পর এক নার্স খুনের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক
কেশবপুর এলাকায় একের পর এক সেবিকা (নার্স) খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কারা নার্সকে খুন করছে, কেন খুন করছে? এমন রহস্য ঘেরা গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘একটি খোলা জানালা’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভিকি জাহেদ পরিচালিত এ চলচ্চিত্র বৃহস্পতিবার (১৮ জুলাই) মুক্তির কথা থাকলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত করেছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। ওটিটি প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রে দুই সেবিকার চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা নাদিয়া। চলচ্চিত্রটি নিয়ে ফারিণ জানান, এ ধরনের চরিত্রে এবারই প্রথম পাওয়া যাবে তাকে। তিনি বলেছিলেন, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প আমার ভালো লাগে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প শুনে খুব ভালো লেগেছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেই ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। ইতোমধ্যে সিরিজ ও টিভি নাটকে পরিচিতি পেয়েছেন তিনি। আবারও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন ‘রেডরাম’, ‘তিথিডোর’, ‘পুনর্জন্ম’ নির্মাতা ভিকি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভিকির ‘তিথিডোর’ ও ‘হাজত’ আলোচিত হয়েছে।
সিনেমার শুটিং করতে গিয়ে মার খেয়ে পালিয়ে বাঁচলেন অভিনেতা
বলিউডের অভিনেতা ভিকি কৌশল। এই অভিনেতার অভিনয় মুগ্ধ করে অনেক দর্শককে। সম্প্রতি নতুন সিনেমার গানে নাচের জন্যও প্রশংসা পাচ্ছেন তিনি। তবে অনেকেই অজানা একবার শুটিং করতে গিয়ে গুন্ডাদের হাতে সত্যি মার খেয়েছিলেন ভিকি।  ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, তখনও অভিনেতা হিসাবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেননি তিনি। সহকারী পরিচালক হিসাবে কাজ করছিলেন অনুরাগ কাশ্যপের সঙ্গে। অনুরাগ পরিচালিত সিনেমা ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর সেটেই ঘটে সেই কাণ্ড। শুটিং চলাকালীন সিনেমার সেটে প্রায় ৫০০ জন বালি মাফিয়া এসে হাজির। শুটিং থামিয়ে চলল মারধর। ‘গ্যাংস অব ওয়াসেপুর’ সিনেমায় যে অবৈধ খননের দৃশ্য দেখানো হয়েছিল, সেটি বাস্তবেও বালি চুরির ঘটনা ছিল। ভিকি জানান, স্থানীয় মাফিয়ারা যখন অবৈধ খননের কাজ শুরু করে, সেই সময়ে সেখানে ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিলেন অনুরাগ। সহকারী পরিচালক হিসাবে সঙ্গে ছিলেন ভিকি কৌশলও। একসঙ্গে ৫০০টা ট্রাক দাঁড়িয়েছিল সেখানে। প্রথমে বিষয়টা বুঝতে পারেননি ভিকি। ওই জায়গায় যে বেআইনি কাজ চলছে, তা ছিল তার ভাবনার বাইরে। প্রায় ৫০০ জন ঘিরে ধরেন তাদের। মারধর শুরু করেন, সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান ভিকি।  যদিও শুটিং চলাকালীন সেখানে হঠাৎ পুলিশ এসে হাজির হয়। সিনেমার কলাকুশলী অবৈধ খননের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এই সন্দেহের বশে ভিকি ও অন্য এক জনকে সেট থেকেই গ্রেপ্তার করেছিল পুলিশ। 
দ্রুত স্বাভাবিক সময়ে ফিরতে চাই: সিয়াম
কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে চিত্রনায়ক সিয়াম আহমেদ প্রতিক্রিয়া জানিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, একটা দমবন্ধ সময় পার করছি। বাসায় আছি গত কয়েকদিন। আমাদের প্রিয় দেশটার বয়স ৫০ পার হওয়ার পরও যদি এরকম সময় পার করতে হয় তাহলে এটা খুব দুঃখজনক।  সিয়াম আরও বলেন, অন্য সবার মতো আমিও দ্রুত স্বাভাবিক সময়ে ফিরতে চাই। প্রসঙ্গত, গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় গতকাল পর্যন্ত ১৯৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। একপর্যায়ে সরকার গত শুক্রবার রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ জারি করে। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনও বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। প্রথম দিন দুই ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ চলে। পরদিন তিন ঘণ্টা বিরতি দেওয়া হয়। গতকাল ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে চার ঘণ্টা বিরতি দেওয়া হয়। যদিও সারাদেশে জেলাভেদে এই বিরতি কম-বেশি আছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীত বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) কারফিউ বহাল থাকবে। তবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।
কারফিউ থাকুক, এটা আমরা চাই না: সোহেল রানা
কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অনেক আগ থেকেই কথা বলেছি। মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হয় কেন? দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। তার সঙ্গে যদি আরও ১২ বছর যোগ করা হয়, তাহলে ওই সময়ের একজন মুক্তিযোদ্ধার বয়স হয় ৬৫। এ বয়সে কেউ আর চেষ্টা করেন না বা স্কুল-কলেজে ভর্তি হন না। তাদের সন্তানদের বাবার কারণে কোটা সিস্টেমে চাকরি ও ভর্তি হতে হবে, এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। এ নিয়ে আন্দোলন-সংগ্রাম ও ভাঙচুর অনেক হয়েছে। সোহেল রানা আরও বলেন, হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। আন্দোলনকারীরা জয়লাভ করেছেন। আদালতের রায়ে এটি প্রমাণিত হয়েছে। আন্দোলনকালে তাদের নামে যে মামলা হয়েছে, সেটি এখন তুলে নেওয়া উচিত। যারা দুর্ভাগ্যজনকভাবে আহত কিংবা নিহত হয়েছেন, তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শুধু মৌখিক সমবেদনা জানালে চলবে না। তাদের পরিবারের যদি একজন উপার্জনক্ষম সদস্য থাকেন, যদি তাদের পরিবার স্বচ্ছল না হয়, তাদের প্রত্যেকের পরিবারকে সরকারের তরফ থেকে সাহায্য-সহযোগিতা করা উচিত। এই অভিনেতা বলেন, আন্দোলনের সময় দু’পক্ষের লোকজনই নিহত কিংবা আহত হন। আইনকে যারা ব্যবহার করেন, আর সেটা করতে গিয়ে যদি তারা আইনের অপপ্রয়োগ করেন, তার বিচার হওয়া দরকার। অনেক জায়গায় না হলেও একটা বিষয় আমরা এবার খেয়াল করেছি, তা হলো রংপুরে আবু সাঈদ নামে যে যুবকটি মারা গেছেন, তার পেছনে কোনো লোকজন ছিল না। তিনি খোলা হাতে বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন। যুবকটি পুলিশকে ক্ষোভের সুরে বলেছিলেন- আমাকে গুলি কর। সেখানে একজন দারোগা তাকে গুলি করলেন! তাকে তো জনগণের টাকায় কেনা অস্ত্র দেওয়া হয়েছিল। ওই দারোগাকে জবাবদিহির আওতায় আনা দরকার। দেশে তো আইন আছে। এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। সে তদন্তে যারা প্রমাণিত হবে, তাদের আইনের আওতায় আনা দরকার। সাঈদের বিষয়টি তদন্ত করার কিছু নেই। এটি তো প্রকাশ্যে হয়েছে।  সোহেল রানা বলেন, আমরা তো চাই, দেশ আবার আগের মতো সুন্দরভাবে চলুক। কারফিউ থাকুক, এটা আমরা চাই না। কারফিউ মানে নিজের ভাই প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। আর্মি নামানো তো শেষ পদক্ষেপ। আমাদের সেনাবাহিনী অত্যন্ত সৌন্দর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। যেখানে তারা একটি গুলিও ফোটায়নি। কাছে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে এটি নিয়ন্ত্রণ করেছে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার। মহাসড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে। টানা তিনদিন সাধারণ ছুটির পর আজ বুধবার (২৪ জুলাই) থেকে চালু হয়েছে সরকারি-বেসরকারি সব অফিস। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিসগুলোর সার্বিক কার্যক্রম চলবে। এছাড়া পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ইন্টারনেট চালু করার সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।