• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
প্রকাশ্যে ব্লাক মানির ফার্স্ট লুক
‘পুষ্পা টু’ শোয়ের পর হল থেকে উদ্ধার যুবকের মরদেহ
বহু প্রতীক্ষার পর গত ৫ ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। এরপর থেকেই একের পর রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি। বক্সঅফিস মাতানোর পাশাপাশি শুরু থেকেই ঘটছে সিনেমাটি ঘিরে একের পর এক বিপত্তি। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। সেই রেশ এখনও কাটিয়ে উঠা যায়নি। এর মাঝেই প্রকাশ্যে এলো আরও এক দুঃসংবাদ।  ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, এবার দেশটির অন্ধ্রপ্রদেশের এক হলে সিনেমা চলাকালীন মারা গেছেন ৩৫ বছরের যুবক মদানাপ্পা। উদেগোলাম গ্রামের বাসিন্দা তিনি। পেশায় একজন শ্রমিক ছিলেন। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগ্রাম শহরে প্যালেস সিনেমা হলে ঘটেছে এ ঘটনা।  এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ম্যাটিনি শোয়ে ‘পুষ্পা টু’ সিনেমা দেখতে গিয়েছিলেন মদানাপ্পা। ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, সিনেমা চলাকালীনও মদ্যপান করেছেন মদানাপ্পা। কিন্তু কীভাবে এবং কখন মারা গছেন তিনি। সেটি ধারণা করা কঠিন।  কারণ সন্ধ্যা ছয়টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা হল পরিষ্কারের সময় তার মরদেহ দেখতে পায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর কারণ ও সময়।  তার আগে মৃত নারী ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা দিয়েছেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, তার ৯ বছরের আহত মেয়ের চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি। প্রসঙ্গত, বিশ্বজুড়ে মোট পাঁচটি ভাষায় প্রায় নয় হাজার থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। দুই বছরের বেশি সময় ধরে শুটিং হয়েছে সিনেমাটির। এতে আল্লু অর্জুন, রাশমিকা এবং ফাহাদ ফাসিল ছাড়া আরও অভিনয় করেছেন, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীলসহ প্রমুখ। আরটিভি/এইচএসকে/এআর
আসছে রহস্যে ঘেরা ‘গুলমোহর’
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ঐশ্বরিয়াকে নিয়ে মুখ খুললেন সাবেক প্রেমিক
রাশমিকাকে নিয়ে মাহফিলে বয়ান, ক্ষমা চাইলেন আমির হামজা
শিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে যা বললেন পূজা চেরি
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই সুখবর দিলেন মিম
স্নিগ্ধ হাসি আর আকর্ষণীয় লুকে বরাবরই সবার নজর কাড়েন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভিন্ন ভিন্ন স্টাইল ও সাজপোশাকে ক্যামেরায় নিজেকে মেলে ধরতে কোনো জুড়ি নেই তার। তবে অভিনয়েও কম যান না তিনি। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।  এদিকে,  টানা ১২ দিন ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন এ অভিনেত্রী। সম্প্রতি একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। মিম বলেন, মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলা শুরু করি। এই প্রতিষ্ঠানটিও তেমনই একটা প্রতিষ্ঠান। সব জেনে বুঝে আমি প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলা শুরু করলাম। আশা করি, এই জার্নি দারুণ হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন মিম। বিজ্ঞাপনটি ইতোমধ্যে প্রচারে এসেছে।   প্রসঙ্গত, বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। তার আগে পরান ছবি দিয়ে দারুণ সাড়া ফেলেন এই নায়িকা। প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ের জন্যও। তবে নতুন সিনেমার বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। শিগগিরই অফিসিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে নায়িকার পক্ষ থেকে। আরটিভি/এএ/এস 
৩৯০ কোটিতে বিক্রি হলো জুডির সেই জুতা জোড়া!
‘দ্য উইজার্ড অব ওজ’ হলিউডের কালজয়ী সিনেমাগুলার একটি! ত্রিশের দশকে মুক্তি পাওয়া এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে রীতিমত অমরতা লাভ করেছেন কিংবদন্তী অভিনেত্রী জুডি গারল্যান্ড! বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এই ক্লাসিক সিনেমাটির গুরুত্ব এখনো কতোটা, তার কিছুটা আন্দাজ করা যাবে শনিবারের একটি নিলামের খবরে! এল ফ্র্যাঙ্ক বমের শিশুতোষ ফ্যান্টাসি উপন্যাস অবলম্বনে একই নামে হলিউডে ‘দ্য উইজার্ড অব ওজ’ মুক্তি পায় ১৯৩৯ সালে। প্রজন্মের পর প্রজন্ম ছবিটি এখনো দর্শক হৃদয় জয় করে চলেছে! শুধু এই ছবি কিংবা অভিনেত্রী নয়, এর সঙ্গে যুক্ত যেকোনো স্মারকও বেশ মূল্যবান! সম্প্রতি ‘দ্য উইজার্ড অব ওজ’-এর আইকনিক রুবি স্লিপার নিলামে তোলা হয়। যার প্রস্তাবিত মূল্য ছিলো সাড়ে ১৫ লাখ ডলার। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ২৫ জনের মতো ক্রেতা! নিলামে সেই রুবি স্লিপারের চূড়ান্ত দাম উঠে ২৮ মিলিয়ন ডলারে! নিলামে বিজয়ী সেই ক্রেতা আরো সাড়ে চার মিলিয়ন ডলার যোগ করে ৩২.৫ মিলিয়ন ডলারে ‘দ্য উইজার্ড অব ওজ’ এর সেই আইকনিক রুবি স্লিপার কিনে নেন! বাংলাদেশি মুদ্রায় যা ৩৮৯ কোটি ৬০ লাখ টাকা! হলিউড স্মৃতিচিহ্নের নিলামের ইতিহাসে এটিকেই সর্বোচ্চ মূল্য বলে জানিয়েছে সিএনএন! এই জুতা জোড়া নিয়ে অতীতে বহু নাটকীয় ঘটনা ঘটেছে! জুডি গারল্যান্ড ব্যবহৃত এ জুতা ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়ে যায়। পরে ২০১৮ সালের এফবিআইয়ের এক অভিযানে উদ্ধার হয়।  আরটিভি /এএ 
প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি। দেখতে দেখতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ১০ বছর পার করেছেন তিনি। অভিনয় থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। তবে অতীত নিয়ে না ভেবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান পরীমণি।   সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রেম, জীবনের ঘাত-প্রতিঘাত ও সম্ভবনার গল্প শুনিয়েছেন পরীমণি। প্রেম নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছেন পরীমণি। তাকে দেখে যেকোনো ছেলেই দ্রুত প্রেমে পড়েন-এমন গুঞ্জনও আছে। তিনিও নাকি দ্রুত তাদের রিসিভ করেন। এ বিষয়ে পরীমণির ভাষ্য, আমি প্রেমে পড়ি না, প্রেম আমার ওপর পড়ে। আমি সময় বুঝি না। প্রেম আমার ওপর পড়লে আমি একেবারে পিষে যাই। পেছনে ফেলে আসা দিনগুলো নিয়ে এখন ভাবনা নেই পরীমণির। সেগুলো নিয়ে আর ভাবতেও চান না তিনি। পরীমণি বলেন, আমার জীবনে যা ঘটেছে তাতে আমার পাগল হওয়ার কথা ছিল, কিন্তু আমি তা হইনি। অনেকেই আমাকে বলেন, আমি এতটা শক্ত থাকি কীভাবে? এর উত্তর আমার কাছে নেই। কারণ, আমি জীবনকে অনেক সহজ করে দেখি। এটাকে কখনো জটিল করে ভাবি না। আমি বাঁচতে খুব ভালোবাসি। সেই সঙ্গে আমার জীবনকে অনেক ভালোবাসি। আমার মনে হয়, যিনি জীবন ভালোবাসেন তাকে এগিয়ে যেতে হয়। আমি সেটাই করছি। পরীমণির প্রেম-বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এক্ষেত্রে কি পরীমণির ব্যক্তি জীবনের ওপর তাদের কি হস্তক্ষেপ ছিল- এমন প্রশ্নের উত্তরে এই নায়িকা  বলেন, এই বিষয়টা বলা খুব মুশকিল। এখন মানুষের জীবনে অনেক অপশন থাকে। এখানে আমার কিছু বলার নেই। সবচেয়ে বড় কথা, আমি কাউকে দোষ দিতে চাই না। সব দোষ নিজের করে নিয়েছি। সবাই ভালো থাকুক। পূর্বের সব ঝামেলা দূরে ঠেলে এখন নিজের কাজ ও পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চান পরীমণি। তিনি বলেন, ভালো থাকার জন্য নিজের ব্যক্তিগত জীবন একটি বাউন্ডারির মধ্যে আবদ্ধ করেছি। কাজ ও পরিবার নিয়ে সেই জায়গাতেই আমি থাকছি। কারণ, আমাকে আরও ভালো ভালো কাজ করতে হবে। সেই সঙ্গে ছেলে-মেয়েকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মা হিসেবে এটাই আমার বড় দায়িত্ব। এ ছাড়া কিছু চাওয়ার নেই। প্রসঙ্গত, গত মাসে মুক্তি পেয়েছে পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’। এ ছাড়া আগামী মাসে টালিউডে অভিষেক হতে যাচ্ছে পরীমণির। রহস্য-রোমাঞ্চ গল্পে ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে আগামী ১৭ জানুয়ারি। এতে পরীমণির সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। আরটিভি /এএ/এস 
নতুন সিদ্ধান্তের কথা জানালেন অভিষেক
বলিউড তারকাদের একের পর এক সংসার ভাঙনের গুঞ্জনে হাঁপিয়ে উঠেছে নেটিজেনরা। আজ এর বিচ্ছেদ তো কাল অন্য কারও। সম্পর্ক ভেঙে প্রিয় তারকাদের আলাদা হয়ে ভিন্নপথে হাঁটার প্রবণতা মেনে নিতে পারছেন না অনুরাগীরা। এবার ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনে মন খারাপ তাদের। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেকের। ফলে আরও মাথাচাড়া দিয়েছে চর্চা। নতুন খবর হলো, বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সদ্যই একটি বিয়ের অনুষ্ঠানে অভিষেক বচ্চনের সঙ্গে ছবি তুলেছেন ঐশ্বরিয়া। আর সেখানেই যেন নস্যাৎ হয়ে গেছে বিয়ে ভাঙার সমস্ত গুঞ্জন। বোঝাই যাচ্ছে, এই সকল গুঞ্জন, কথাবার্তা সবই রটনা। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ক্লিপটি। রীতেশ দেশমুখের একটি টকশোতে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিষেক। রীতেশ সেই শোতে জানতে চান, আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরেজি ‘এ’ দিয়ে শুরু, শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। তারই জবাবে অভিষেক বলেন, এটাই যেন প্রথা হয়ে গেছে।  অভিষেককে রিতেশ প্রশ্ন করেন, জয়া আন্টি কোনো দোষ করেছিলেন? অভিষেক বলেন, পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো এই রীতি বদল হবে। রিতেশ পাল্টা জানতে চান, তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে?  অভিষেক প্রশ্ন শুনেই লাজুক হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি। এদিকে তাদের বিচ্ছেদের গুঞ্জনের শুরুটা হয়েছিল একটি বিবাহের অনুষ্ঠান থেকেই। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে আলাদাভাবে এসেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। এর আগেও তাদের বিচ্ছেদের গুঞ্জন ছিল। তবে এই আলাদা আসা যেন আগুনে ঘি ঢেলেছিল। অনেকেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিলেন আর একসঙ্গে, এক ছাদের তলায় থাকছেন না অভিষেক ও ঐশ্বরিয়া। আলাদাভাবেই থাকছেন তারা। মায়ের সঙ্গে থাকছেন আরাধ্যা। অন্যদিকে অভিষেক থাকছেন বাবা-মায়ের সঙ্গে। এই ঘটনার পর থেকেই বদলে যায় পরিস্থিতি। যেমন ঘটা করে মেয়ের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন ঐশ্বরিয়া রাই। সেই পার্টিতে দেখা যায়নি অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন বা পরিবারের অন্যান্য সদস্যদেরও। কেবল দেখা গিয়েছিল ঐশ্বরিয়ার মা ও তার পরিবারের সদস্যদের। সোশ্যাল মিডিয়াতেও কোনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাননি অভিষেক বা অমিতাভ কেউই।  আবার ঐশ্বরিয়ার জন্মদিনে একই ঘটনা পুনরাবৃত্তি। বচ্চন পরিবারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হনো না শুভেচ্ছাবার্তা। নিজের মতো করেই জন্মদিনটা কাটিয়েছিলেন অভিনেত্রী।  এবার মুম্বইয়ের একটি বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল অভিষেক ও ঐশ্বরিয়াকে। রংমিলান্তি করে দুজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। সঙ্গে ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই। এদিন অভিষেক ও ঐশ্বরিয়াকে সবার সঙ্গে পোজ দিতেও দেখা যায় ক্যামেরার সামনে। আর এবার, প্রকাশ্যে এলো নতুন এই ভিডিও যা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। আরটিভি /এএ/এস
যে কারণে ক্ষমা চাইলেন দেব
ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব। বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘খাদান’। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেতা, ঘুরছেন সারা রাজ্যে। এরমধ্যে গত ৮ ডিসেম্বর তিনি যান মধ্যমগ্রামে। দেব যে সেখানে যাবেন সেই খবর আগে থেকেই ছিল ভক্তদের কাছে। বেলা গড়াতে না গড়াতেই ভিড় বাড়তে শুরু করে এবং বিপুল জনসমাগম হয়। এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক দেবভক্ত। অভিমানী সুরে ক্যাপশনে তিনি লেখেন, স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে, আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে হাত-পা কেটে নিয়ে ফিরে এসেছি। অনুরাগীর এই অভিমান সুপারস্টার বুঝেছেন। তাই তো পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, এর জন্য অত্যন্ত দুঃখিত মোহনা। এর পরেরবার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব। তারকার এমন ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। তাদের মতে, এমনটা শুধুই দেবই করতে পারেন। তাই তার জন্য ভক্তদের পরাণ যায় জ্বলিয়া রে। প্রসঙ্গত, বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। ছবিটি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। দেব ছাড়াও সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য। আরটিভি /এএ/এস
‘পুষ্পা টু’ নিয়ে জিতের পোস্টের জবাবে যা বললেন আল্লু অর্জুন
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা টু’। মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাপ্রেমীদের প্রশংসাও কুড়াচ্ছে এটি। এবার আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’দেখে ভূয়সী প্রশংসা করলেন কলকাতার সুপারস্টার জিৎ।   সোমবার (৯ ডিসেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্সে সিনেমাটির প্রশংসা করে একটি পোস্ট দেন তিনি। ক্যাপশনে ‘পুষ্পা টু’ দেখার অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা লিখেছেন ‘পুষ্পা টু’দেখলাম, সত্যিই অভিভূত হয়েছি আমি। আল্লু অর্জুনসহ প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আল্লু অর্জুন আবারও প্রমাণ করলেন, তিনিই দেশ সেরা। পাশাপাশি সিনেমাটির পরিচালক ও লেখক সুকুমারেরও প্রশংসা করেন অভিনেতা।   এদিকে জিতের এই পোস্ট নজর এড়ায়নি আল্লু অর্জুনেরও। ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট দিয়েছেন তিনি। অভিনেতা লেখেন, জিৎ গারু (‘গারু’শব্দের বাংলা অর্থ— দাদা)। প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিনেমাটি যে আপনার ভালো লেগেছে, তা জেনে সত্যিই ভীষণ খুশি আমি। আপনার ভালোবাসায় আমি ধন্য। ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্সও দাগ কেটেছে দর্শকদের।  ‘পুষ্পা টু’প্রথমটির চেয়ে আরও বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা। বাজেটও আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’র বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার তা ৪০০-৫০০ কোটি রুপি। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। দুই বছরের বেশি সময় ধরে শুটিং হয়েছে সিনেমাটির। এতে আল্লু অর্জুন, রাশমিকা এবং ফাহাদ ফাসিল ছাড়া আরও অভিনয় করেছেন, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীলসহ প্রমুখ।   আরটিভি/এইচএসকে   
মুক্তির অপেক্ষায় রুনা খানের একাধিক চলচ্চিত্র
বহুমাত্রিক চরিত্রে কাজ করে ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রুনা খান। ওজন কমিয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে রীতিমতো চমকে দেন সবাইকে। দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে তার। ৪১ বছর বয়সে এসেও মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে নেটদুনিয়া কাঁপান অভিনেত্রী।  ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করছেন রুনা। এবার জানা গেল, মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। ‘লীলামন্থন’ নামে নতুন একটি সিনেমার কাজ ইতোমধ্যেই শেষ করেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন।   সিনেমাটি প্রসঙ্গে রুনা বলেন, সিনেমাটির গল্প ও চরিত্র আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। এতটাই পছন্দ হয়েছে যে, কাজটি করতে এক বাক্যে রাজি হয়ে যাই। চমৎকার গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছি আমি। আশা করছি দর্শকদের পছন্দ হবে।  এ ছাড়াও একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন রুনা। বর্তমানে সবগুলোই রয়েছে মুক্তির অপেক্ষায়। কাজের ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মুক্তির অপেক্ষায় আছে মাসুদ পথিকের সিনেমা ‘বক’। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’র ছায়া অবলম্বনে নির্মিত এটি।  তিনি আরও বলেন, কৌশিক শংকর দাশের ‘দাফন’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া ‘পাপ কাহিনি’ নামে একটি ওয়েব সিরিজ ও ‘নীল পদ্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও শেষ করেছি। সবগুলোই সময় সুযোগ বুঝে মুক্তি পাবে। আরটিভি/এইচএসকে/এআর