• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
সাবেক ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেপ্তার
ঢাবি শিক্ষক সমিতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে ঢুকে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে শিক্ষক সমিতি। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।   শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা অভিযোগ করেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতিকালে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির রুমে ঢুকে এই তাণ্ডব চালানো হয়।  তিনি জানান, শুক্রবার  রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অফিসে জোর করে ২০ থেকে ৩০ জনের একটি দল শিক্ষক সমিতির অফিসে ঢুকে পড়ে। এ সময়  ভাঙচুরসহ শহীদ বুদ্ধিজীবীদের জন্য রাখা ফুল ছিঁড়ে ফেলা হয়। এ কারণে শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতি। কে বা কারা হামলা করেছে ঠিক বলতে পারছি না, বলে তিনি জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনা যখন ঘটে তখন আমি অন্য একটা মিটিংয়ে ছিলাম। মিটিং শেষে উপাচার্যসহ আমরা গিয়েছি ঘটনাস্থলে। সেখানে শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া ছিলেন। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ক্লাব ও সমিতি হয়তো সিসিটিভি ফুটেজ দেখে কোনো ক্লু পেলে আমাদে জানাবে। আমরা তাদের সার্বিক সহযোগিতা করবো। আরটিভি/এআর
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মরণ
রাজধানী থেকে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকার যানজট নিরসনে যুক্ত হচ্ছেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ১৭৯৯ মামলা
সিডিএফ’র গভর্নিং বডির সভা ও নির্বাচন অনুষ্ঠিত
দেশের ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের শীর্ষ সংগঠন ক্রেডিট এ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘মিডিয়া বাজার’ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সিডিএফের চেয়ারম্যান মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে সভায় জেনারেল বডির ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২৩-২৪ ও ২৪-২৫ সালের বাজেট ও কর্ম পরিকল্পনা অনুমোদন করা হয়। পরে মুর্শেদ আলম তার মেয়াদকালে সিডিএফ’র কর্মকাণ্ড ও অর্জিত মূল সাফল্যগুলো উপস্থাপন করেন। এ সময় ক্ষুদ্র অর্থায়ন সেক্টরের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ চালিয়ে যাবার জন্য তিনি সিডিএফ ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানান।  এ সময় ক্ষুদ্রঋণে তহবিল যোগানে ব্যাংকিং সেক্টরের অবদানের প্রশংসা করে তিনি বলেন, সিডিএফ কর্তৃক ব্যাংক ও ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টির ফলেই এটা সম্ভব হয়েছে। সিডিএফ জন্মলগ্ন থেকে বাংলাদেশ ক্ষুদ্রঋণ সেক্টরের একমাত্র প্রতিনিধিত্বশীল ফোরামের দায়িত্ব পালন করছে।  সভা শেষে আগামী তিন বছরের জন্য সিডিএফ’র গভনিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারকে চেয়ারম্যান, বিজ’র চীফ অপারেটিং অফিসার ইকবাল আহাম্মদকে ভাইস চেয়ারম্যান এবং দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলামকে ট্রেজারার নির্বাচিত করা হয়।   এনজিও জোটের এ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, ইন্ট্রিগ্রেডেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহিরুল আলম, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, পিদীম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুন ব্যানার্জী, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোস্যাল এডভান্সমেন্টের (দিশা) নির্বাহী পরিচালক মো. সহিদ উল্লাহ্  এবং আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার। আরটিভি/আরএ
রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীর পাথালিয়া এলাকার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোহেল আহমেদ সাথিল (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহেল আহমেদ সাথিল দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি যশোর সদরের ছাতিয়াতলা গ্রামের সাব্বির আহমেদের ছেলে। কদমতলীর পাথালিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন সাথিল। সাথিলের বাবা সাব্বির বলেন, আমার এক ছেলে এক মেয়ের মধ্যে সাথিল ছিল ছোট। তিনি দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আমার বড় বোন মারা যাওয়ায় আমরা সবাই গ্রামের বাসায় গিয়েছিলাম। তখন সাথিল একাই বাসায় ছিল। পরে আজ সকালে বাসায় এসে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে সাথিল। তিনি বলেন, আমরা শুনেছি বছর দু-এক আগে সাথিল পরিবারের কাউকে না জানিয়ে তুলী নামে একটি মেয়েকে বিয়ে করেছিল। তার এই বিয়ের বিষয়টি আমরা এবং কন্যা পক্ষ কেউই মেনে নেয়নি। তাই হয়তো এ কারণেই সাথিল এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। আরটিভি/এফএ/এস
র‍্যাব পরিচয়ে ডাকাতি, মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৫
রাজধানীর কাকরাইল মোড়ে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. সাজ্জাদ হোসেন (৩৫), মো. কবির হোসেন (৫০), মো. শরিফ (২৫), মো. মনির হোসেন (৪০) ও মো. হাবিবুর খন্দকার (৩৮)।  বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৪ ডিসেম্বর দুপুরের পর রাজধানীর ডেমরার মাতুয়াইলের ট্রাসমি কোম্পানি লি. এর ডিএমডি সাইফুল ইসলাম (৩৮) তাঁতিবাজারের রামের গদি নামের একটি স্বর্ণালংকারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ২৬ লাখ ১২ হাজার টাকা স্কুল ব্যাগের ভেতরে নিয়ে বাড্ডার বাসায় যাওয়ার জন্য বংশাল চৌরাস্তা থেকে প্রচেষ্টা বাসে ওঠেন। বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে বাসটি রমনার কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়লে হঠাৎ র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে ১০/১২ জন লোক ওই বাসে উঠেন।  তাদের মধ্যে ‘র‍্যাব’ লেখা জ্যাকেট পরিহিত একজনের কাছে হ্যান্ডকাফ ও ওয়্যারলেস সেটও ছিল। তারা যাত্রীদের বলেন, এই গাড়িতে মামলার আসামি রয়েছেন। তাদের মধ্যে একজন সাইফুল ইসলামকে দেখিয়ে দিলে অন্যরা তাকে ধরে জোরপূর্বক টানা হেঁচড়া করে বাস থেকে নামিয়ে তাদের একটি সাদা রঙের মাইক্রোবাসে উঠান।  তিনি আরও বলেন, মাইক্রোবাসের মধ্যে তারা সাইফুল ইসলামের দু’হাত পেছনে নিয়ে লাঠি দিয়ে আঘাত করেন এবং ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করেন। একপর্যায়ে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ২৬ লাখ ১২ হাজার টাকা, তার মোবাইল ফোন, মানিব্যাগসহ ১০ হাজার টাকা, হাত ঘড়ি, প্যান্টে পরিহিত বেল্ট ছিনিয়ে নিয়ে দুই হাত ও চোখ বেঁধে ডেমরা এলাকার রাস্তায় ফেলে দেয়। ডিএমপির এই উপ-পুলিশ কমিশনার বলেন,  এ ঘটনায় গত ১১ ডিসেম্বর ভুক্তভোগী মো. সাইফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির রমনা মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ সময় চালক মো. কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ওই দিন দুপুর ১টা ৪০ মিনিটে বংশালের আল রাজ্জাক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে সাজ্জাদ, শরিফ, মনির, হাবিবুর নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি করে থাকে। এক্ষেত্রে তারা  বাহিনীর সদস্যের মত চেইন অব কমান্ড মেনে নেতৃত্বস্থানীয় সদস্যদের ‘স্যার’ বলে সম্বোধন করেন এবং সে অনুযায়ী ডাকাতির পর ভাগের টাকা নির্ধারণ করেন। তাদের এই দলের মোট সদস্য সংখ্যা প্রায় ১০-১২ জন। যারা একেকটি ডাকাতির ঘটনায় বিভিন্ন ধাপে কাজ করে থাকেন। আরটিভি/কেএইচ
মোটরযান চলাচল নিয়ে কঠোর নির্দেশনা, না মানলেই শাস্তি
রাজধানীতে চলাচল করা মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে কোনো মোটরযান চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠান এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সমস্যা রোধে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ৪৫-এর বিধান অনুসরণ করে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য এবং মোটরযান চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দমাত্রা সৃষ্টিকারী কোনো যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন বা পুনঃস্থাপন না করার জন্য অনুরোধ করা হলো। তা ছাড়া সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী পরপর বিভিন্ন সুর প্রদানকারী কোনো বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন বা ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হলো। আরটিভি/এসএপি  
ডেমরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রিকশা আরোহী কলেজছাত্রের
রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় ইমরান শিকদার (২৩) নামে রিকশা আরোহী এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। তিনি নারায়ণগঞ্জের কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন ডেমরার সারুলিয়া এলাকায়।  শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন সিকদারের ছেলে। নিহতের বড় ভাই নাহিদ শিকদার জানান, তার ছোট ভাই ইমরান শুক্রবার দুপুরের দিকে কুমিল্লায় বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য রিকশায় করে সায়দাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসক জানান, ইমরান আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।  আরটিভি/এসএইচএম/এআর
১৪ ডিসেম্বর ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে 
শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীর কিছু কিছু সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিট পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়া-আসা করবেন। ওই এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে ওইদিন (শনিবার) ভোর ৪টা হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কার, মাইক্রোবাস, সিএনজি ও রিকশা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিকল্প সড়কগুলো হলো-  ১. যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে। ২. যেসব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার-সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহন টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাঙলা কলেজ-মিরপুর ১ নম্বর সড়ক ব্যবহার করবে। ৩. যেসব যানবাহন মিরপুর-১০ নম্বর গোলচত্বর হতে মিরপুর-১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর-১ হতে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে। ৪. গাবতলী হতে ঢাকা মুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে। ৫. দারুসসালাম থানা এলাকা হতে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০ নম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে। দিবসটিতে অনুষ্ঠান চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছে ডিএমপি। আরটিভি/আরএ/এস
রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস থাকবে না শুক্রবার রাতে
জিটিসিএলের আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ছয় ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীর চর, কেরাণীগঞ্জ (খোলামোড়া হতে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আরটিভি/একে/এআর