• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে
ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা, চিড়িয়াখানা খোলার বিষয়ে যা জানা গেল
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঢাকার জনপ্রিয় বিনোদনকেন্দ্র জাতীয় চিড়িয়াখানা বন্ধ রয়েছে। তবে বন্ধের খবর না পাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে চিড়িয়াখানায় সামনে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের গেট থেকে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। টিকিট কাউন্টারে কোনো ব্যক্তিকে দেখা যায়নি।  এদিন রাজধানীর কলাবাগান থেকে পরিবারের সদস্যদের নিয়ে আব্দুল কাহার বলেন, ‘চিড়িয়াখানা বন্ধের খবর না জানায় এখানে এসে হতাশ হয়েছি। যেই সিএনজিতে এসেছি, সেটাতেই আবার ফিরে যাচ্ছি।’ এদিকে চিড়িয়াখানা বন্ধের খবরটি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর কারফিউয়ের কারণে গত ২০ জুলাই থেকে চিড়িয়াখানা বন্ধ রয়েছে।’ চিড়িয়াখানার পরিচালক বলেন, ‘চিড়িয়াখানা কবে খুলবে এটা নির্ভর করে সরকার কারফিউটা কতটুকু শিথিল করে তার ওপর। আমি প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিঠি দিয়েছি। তাদের আমি জানিয়েছি, এটা ২০ তারিখ থেকে বন্ধ।’ তিনি বলেন, ‘আমাদের চিড়িয়াখানা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। চিঠিতে আমি বলেছি, কারফিউ বিকেল ৬টা পর্যন্ত শিথিল না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। কারফিউ যখন শিথিল হবে, মানুষ যখন সহজে যাতায়াত করতে পারবে বা নিরাপদে বাসায় ফিরতে পারবে, তখন আমরা চিড়িয়াখানা খুলে দেবো। এটা আমাদের চিন্তা।’ তিনি আরও বলেন, ‘জনগণের স্বস্তি ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চিড়িয়াখানা বন্ধ রেখেছি। কারফিউ শিথিল হলেই আমরা এটা খুলে দেব।’
সারা দেশে র‌্যাবের অভিযানে, গ্রেপ্তার ২৬৬
রাজধানীতে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু
ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের ‘ব্লক রেইড’
শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকবে ৯ ঘণ্টা
ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মেট্রো স্টেশনটি পরিদর্শন করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুষ্কৃতকারীদের ধ্বংসযজ্ঞ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় তাকে বারবার নিজের অশ্রু সংবরণের চেষ্টা করতে দেখা যায়। পরিদর্শনকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ক্ষয়ক্ষতি এবং এ দুটো স্টেশন পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। গত শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির মধ্যে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাংচুর চালানো হয়।  সোমবার (২২ জুলাই) মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নির্ধারণে মেট্রোরেল এমআরটি লাইন-৬ প্রকল্পের অতিরিক্ত পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়াকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।  ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, তদন্ত কমিটি ক্ষয়ক্ষতির প্রতিবেদন জমা দিলে পুনরায় মেট্রোরেল চালুর সময়সূচি ঘোষণা করা হবে।  
রাজধানীতে নাশকতার অভিযোগে ২০১ মামলা, গ্রেপ্তার ২২০৯
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০১টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত ২২০৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৫ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২৪ জুলাই) ৭৩ মামলায় ১৭৫৮-কে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আজ ১২৮ মামলায় ৪৫১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে ২০১ জনকে।  গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।   
শিথিল কারফিউতে তীব্র যানজট, জনভোগান্তি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার থেকে খুলেছে অফিস-আদালত। গত দিনের মতো আজ বৃহস্পতিবারও ৪ ঘণ্টার শিডিউলে চলছে সব অফিসিয়াল কার্যক্রম। আর এ জন্য বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে দেশব্যাপী চলমান কারফিউ। এই সুযোগে সীমিত পরিসরে হলেও স্বাভাবিক হতে শুরু করেছে নগরজীবন। তবে, ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সড়কগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ। মাত্র চার ঘণ্টার শিডিউলে সরকারি-বেসরকারি অফিস চালু হওয়ায় সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে অফিসগামী মানুষের ব্যস্ততাই চোখে পড়েছে বেশি। তাছাড়া অতি প্রয়োজনীয় কাজ সারতে পথে নামে অন্যান্য পেশাজীবীরাও। সকাল ১০টায় কারফিউ শিথিল হলেও তার বেশ আগ থেকেই শুরু হয় যান চলাচল। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহন ও যাত্রীর চাপ। কিন্তু কারফিউ চলার কারণে স্বাভাবিক দিনগুলোর তুলনায় গণপরিবহন কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আর নাগরিকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট এ ভোগান্তিতে যোগ করেছে বাড়তি মাত্রা; যানজটে পড়ে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না অনেকেই।  প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। শুক্রবারও তাদের একই কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে জ্বালাও-পোড়াও, সড়ক-মহাসড়ক অবরোধ, সরকারি স্থাপনায় আগুন দেওয়াসহ সারাদেশে সহিংসতা ও নাশকতা চালায় দুর্বৃত্তরা। এই নাশকতা ও সহিংসতা নিয়ন্ত্রণে গত শুক্রবার রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ জারি করে সেনাবাহিনী মাঠে নামায় সরকার। এরপরেই সারাদেশে বাস, ট্রেন ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিন্তু স্বাভাবিক জীবনযাপন ফেরাতে গতকাল বুধবার থেকে ৪ ঘণ্টার অফিস টাইম নির্ধারণ করে ৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার।   তবে শিথিল কারফিউতে কর্মস্থলে যোগদানের জন্য বেরিয়েই ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। রাজধানীর কাওরানবাজার, বাড্ডা, সায়েদাবাদ, রামপুরা, নর্দা, মিরপুর, পল্টনসহ প্রায় সব এলাকায় এমন চিত্র দেখা গেছে। যানজটের কারণে এসব এলাকার সড়কে দেখা দিয়েছে ধীরগতি।  এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) স্নেহাশিস কুমার দাস জানান, অফিস-আদালত খুলে দেওয়ায় সকাল থেকেই সড়কে প্রচুর যানবাহনের চাপ রয়েছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা জায়গায় জায়গায় গাড়ি চেক করার কারণেও যানবাহনের ধীরগতি দেখা গেছে।  
সহিংসতায় ডিএনসিসির ২০৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি: মেয়র আতিক
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।  বুধবার (২৪ জুলাই) দুপুরে মিরপুরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত ডিএনসিসির আঞ্চলিক অফিস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।  মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে ডিএনসিসির পাঁচটি আঞ্চলিক অফিসে ভাঙচুর চালানো হয়েছে। ৫০টি গাড়ি পুড়িয়ে ফেলাসহ মোট ৬৭টি গাড়ির ক্ষতি করা হয়েছে। বর্জ্যবাহী ২৯টি গাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দিয়েছে, অফিসারদের ব্যবহারের ২১টি পাজেরো জিপ পুড়ে দিয়েছে। এ ছাড়া আরও ১৭টি গাড়ি ভেঙে দিয়েছে। আমাদের বর্জ্য পরিবহনের মোট যানবাহনের চারভাগের একভাগ ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে রাজধানীর বর্জ্য নিরসন ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।  মেয়র বলেন, মিরপুর-১০ নম্বর ফুটওভার ব্রিজ অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উত্তরা কমিউনিটি সেন্টার ও মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এগুলো জনগণের সম্পদ। সন্ত্রাসীরা কোমলমতি শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়ে জনগণের সম্পদ বিনষ্ট করেছে। রামপুরার পাম্প হাউজে সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, পাম্প হাউজ মেরামতের উদ্দেশ্যে আমাদের কর্মীরা সেখানে গেলে তাদের ওপরেও আক্রমণ করা হয়। আমরা স্ট্রিট লাইট মেরামতের জন্য অত্যাধুনিক ল্যাডার এনেছিলাম। সেই ল্যাডারগুলোও তারা ধ্বংস করেছে।  মেয়র আতিকুল ইসলাম বলেন, সহিংসতায় ডিএনসিসির মোট ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য কমিটি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য কাজ করছে। তবে প্রাথমিকভাবে আমরা যে হিসাব করেছি, ডিএনসিসির অন্তত ২০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জনগণের সেবা যেন ব্যাহত না হয়। আমরা কর্মঘণ্টা বাড়িয়ে, গাড়ির ট্রিপ বাড়িয়ে বর্জ্য অপসারণ করেছি। ইতোমধ্যে প্রগতি সরণি, বাড্ডা, রামপুরা, মহাখালী, উত্তরা, মিরপুরসহ সব সড়কের বর্জ্য অপসারণ করা হয়েছে। জনগণের সহযোগিতা চাই। 
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অগ্নিসংযোগের শিকার মেট্রোরেল স্টেশনটিও ঘুরে দেখেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এর আগে, গত শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলা হয়। ভাঙচুর করা হয় স্টেশনের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি গঠন করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু হতে কমপক্ষে এক বছর লাগতে পারে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  
ধানমন্ডির রেস্টুরেন্টের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর ধানমন্ডিতে ফরেস্ট লাউঞ্জ নামে একটি রেস্টুরেন্টের আগুন পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটে ধানমন্ডি ১০/এ এলাকার ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মোহাম্মদপুর ও হাজারিবাগ ফায়ার স্টেশনের চারটি ইউনিট। ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি বলে জানান খালেদা ইয়াসমিন।