• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
সাকিব গলের হয়ে বল করলেন না, হারলেন ম্যাচ
নতুন বছরে সাবিনাদের জন্য থাকছে প্রীতি ম্যাচ
নারী ফুটবলে ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি করায় নতুন বছরে বেশি বেশি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাফুফে। র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৩৯ থেকে ১৩২ নম্বরে বাংলাদেশ।  শনিবার (১৪ ডিসেম্বর) বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ মেয়েদের ফুটবলের উন্নতি নিয়ে পরিকল্পনার কথা জানান। তিনি বলেছেন, ‘৭ ধাপ এগোনো আমাদের বড় অর্জন। এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। একসময় আমরা ১০০-এর মধ্যে ছিলাম। করোনার সময় ম্যাচ খেলতে না পারায় আমরা পিছিয়ে পড়েছিলাম। এখন আমরা ধীরে ধীরে অবস্থা আরও উন্নতির চেষ্টা করব।’ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমাদের দক্ষিণ এশিয়ার বাইরের দিকে তাকাতে হবে। কোচ পিটার বাটলার ছুটি থেকে ফিরলে নতুন বছরের পরিকল্পনা নিয়ে বসব বলছিলেন মাহফুজা আক্তার কিরণ।   কিরণ বলেছেন, ‘ফেব্রুয়ারিতে সাফ নারী হওয়ার কথা ছিল। সেটা কবে হবে এখন অনিশ্চিত। এখন এই টুর্নামেন্ট না হলে আমরা ওই মাসে জাতীয় দলের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করব। ঘরের মাঠে ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়ে আমরা সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিচ্ছি। আরব আমিরাত র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে ওপরে। ছোট দলের বিপক্ষে খেলে জয় পেলেও মেয়েদের পারফরম্যান্সের উন্নতি হয় না।’ অর্থের বিষয়ে কিরণ বলেন, ‘এরই মধ্যে আমাদের মার্কেটিংয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেছিলাম মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ খেলানোর জন্য কিভাবে অর্থকড়ি সংগ্রহ করা যায় সে বিষয়ে আলোচনা করতে। কারণ, বাইরের দলের বিপক্ষে দেশের মাটিতে খেলতে চাইলে অনেক টাকা লাগে। সে বিষয়ে নিয়ে আমরা নতুন বছর শুরুর আগেই পরিকল্পনা করছি।’ মেয়েদের লিগ নিয়ে কিরণ বলেন, ‘আশা করি এবার আরও ভালো লিগ হবে। আগামী ৩০ ডিসেম্বর আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবো। তারা যাতে মেয়েদের লিগে অংশ নেয় সে বিষয়ে কথা বলব। লিগের বাইরেও আরেকটি লিগ আয়োজনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।’ আরটিভি/এমএম
চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপে
ব্রিসবেনে তৃতীয় টেস্টের সূচিতে বদল, বাড়ছে ওভার
চোট ফেরত শান্তর ব্যাটিং ঝড়ের পরও হারল রাজশাহী
মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেয়েছে মোহামেডান
জুনিয়র মহিলা এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়েছে বাংলাদেশ
ওমানের মাসকাটে জুনিয়র মহিলা এশিয়া কাপে স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নবম স্থান অর্জন করে তাদের প্রথম জুনিয়র এশিয়া কাপ অভিযান শেষ করল। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের জুনিয়র নারী হকি দল। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল পায় বাংলাদেশ নারীরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে ব্যবধান ৩-০ তে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে দুটি এবং শেষ কোয়ার্টারে তিনটি গোল করে বাংলাদেশ।  ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন রিয়া। বাংলাদেশ নারী হকি দলের জন্য এটি ছিল প্রথম জুনিয়র এশিয়া কাপ। গ্রুপ পর্বে তারা চারটি ম্যাচেই হারে। এশিয়া কাপে মোট ৪০ গোল হজম করে নারী হকি দল। বিপরীতে মাত্র দুটি গোল করতে সক্ষম হয় তারা।   গ্রুপ পর্বের ব্যর্থতার পর নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পায় তারা।জুনে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায়।   আরটিভি/ এমএম
শেষ টেস্টে গেইলকে ছুঁলেন সাউদি, নিউজিল্যান্ডের সংগ্রহ ৩১৫
টেস্ট থেকে নিজের অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। শনিবার (১৪ ডিসেম্বর) হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের শেষ টেস্ট খেলতে নামেন ৩৬ বছর বয়সী এই কিউই পেসার। ব্যাট হাতে এদিন ১০ বলে ২৩ রানের ইনিংস খেলেন সাউদি। ইনিংসে এক চারের সঙ্গে হাঁকান ৩ ছক্কা। এতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেন তিনি। ১০৭তম টেস্ট খেলতে নেমে ৯৮টি ছক্কার কোটাতে ভাগ বসিয়েছেন সাউদি। এর আগে তার সমান ৯৮টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল।  টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। সেডন পার্কে ৯ উইকেটে ৩১৫ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।  এদিন উদ্বোধনী জুটিতেই ১০৫ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ১৩৫ বলে ৬৩ রান করেন অধিনায়ক টম লাথাম। এটিই নিউজিল্যান্ডের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান। ৯২ বলে ৪২ রান করে ওপেনার উইল ইয়ং আউট হলে লম্বা ‍জুটি আর কেউ গড়তে পারেনি। ৮৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। টিম সাউদি ১০ বলে ২৩, টম ব্লান্ডেল ২৯ বলে ২১, রাচিন রাবিন্দ্রা ২৫ বলে ১৮ ও ৩২ বলে ১৪ রান করেন ড্যারিল মিচেল।  ৫৪ বলে ৫০ রানে অপরাজিত আছেন মিচেল স্যান্টনার। তার সঙ্গে শূন্য রানে ক্রিজে আছেন উইল ও'রর্কে। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ম্যাথিউ পটস ও গাস অ্যাটকিনসন। আর ব্রাইডন কার্স পান ২টি উইকেট। আরটিভি/এমএম/এআর
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
গত বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। এরপর ৩৬৯ দিন পর মাঠে ফিরলেও দুই ম্যাচও খেলতে পারেননি তিনি। পুরোপুরি মাঠে ফিরতে আরও সময়ে লাগবে বলে জানিয়েছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। মূলত, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই তারকা ফুটবলারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তারা। এবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার জানিয়েছেন নেইমার। সম্প্রতি ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে নামা এবং দেশকে বিশ্বসেরার আসনে পৌঁছে দেওয়া। নেইমার বলেন, বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।  নেইমার ইতোমধ্যে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। তবে তার বিশ্বকাপ যাত্রা চ্যালেঞ্জে পরিপূর্ণ। ২০১৪ সালে পিঠের চোটের কারণে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি এবং সেই ম্যাচে ব্রাজিল ১-৭ গোলের লজ্জাজনক পরাজয়ের শিকার হয়। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে নেইমারের স্বপ্ন ভেঙে যায়। নেইমার ফুটবল ইতিহাসে এক অসাধারণ প্রতিভা হিসেবে পরিচিত। সান্তোস, বার্সেলোনা এবং প্যারিস সেন্ট-জার্মেইতে তার উজ্জ্বল ক্যারিয়ার ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে বর্তমানে আল-হিলালে খেলার সময় চোটের কারণে নিজের সেরা ফর্ম দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরির পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন নেইমার। সবঠিক থাকলে আগামী বছর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে মাঠে নামবে নেইমার। আর নিজেকে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত করবেন তিনি। আরটিভি/এসআর
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য
ওয়ানডে ফরম্যাটে ফেভারিট হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুই দল। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিবিয়ানরা কতটা ভয়ংকর তা সবারই জানা। কিন্তু টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের খুব সহজেই হারানোর কথা জানিয়েছেন সৌম্য সরকার। সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা এই ওপেনার বলেন, প্রথমত আমি কিছুদিন আগে এসেছি এখানে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছি। কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে। আমার জন্য একটা ভালো সুযোগ ছিল, ওখানে ভালো টুর্নামেন্ট গেছে। পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনো পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ১১টিতেই হারতে হয়েছে টাইগারদের, জয় মাত্র ৫টিতে। তারপরও ক্যারিবিয়ানদের হারাতে আত্মবিশ্বাসী সৌম্য। তিনি বলেন, কারা বড় দল, কারা ছোট দল তার চেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার বা ৪০ ওভার ভালো খেলবে মাঠে। এটার জন্য আমরা যেন তিন দিকেই ভালো করতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা আশা করি তাদেরকে আরামে হারাতে পারব। তারা টি-টোয়েন্টি ভালো দল, ওটা চিন্তা না করে ভাবতে হবে—আমরা আমাদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারব। ওয়ানডে সিরিজের ব্যর্থতা নিয়ে এই ওপেনার বলেন, ওয়ানডেতে আমরা বরাবর ভালো খেলে এসেছিলাম। কিন্তু শেষ দুয়েকটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যে একটা ভালো দিক, ব্যাটাররা অন্তত ৩০০ রান করছি। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল এই সিরিজে হয়তো কিছুটা ভুগেছে, আশা করি তারা টি-টোয়েন্টিতে কামব্যাক করবে।  উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে আগামী (সোমবার) মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নামবে দুই দল। আরটিভি/এসআর/এআর
বৃষ্টিতে ভেসে গেল ব্রিজবেন টেস্টের প্রথমদিন
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা। তবে প্রথম দিনে মাত্র ১৩ ওভার খেলা হয়েছে। বৃষ্টিতে ভেসে গেছে পুরো দিন। শনিবার (১৪ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই অজি ওপেনার উসমান খাজা এবং নাথান ম্যাকসুইনি। দুজনের ব্যাটে ভর করে ১৩ ওভার ২ বল খেলে উইকেট না হারিয়ে ২৮ রান ‍তুলেছে স্বাগতিকরা। এরপরই ম্যাচে হানা দেয় বেরসিক বৃষ্টি। দীর্ঘ সময় অপেক্ষা করলেও বিজ্রবেনের আকাশ পরিষ্কার না হওয়ায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। প্রথম দিন শেষে ৩৩ বলে ৪ রান করে ম্যাকসুইনি এবং ৪৭ বলে ১৯ রান করে অপরাজিত রয়েছেন খাজা। এখান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে অজিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে কঠিন সমীকরণের দাঁড়িয়ে ভারত-অস্ট্রেলিয়া। তাই বর্ডার-গভাস্কার সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। অজিদের জন্য কিছুটা সহজ হলেও ভারতের কাছে প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ।  আরটিভি/এসআর
ঢাকাকে ১০ উইকেটে হারালো তামিমের চট্টগ্রাম
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম। যেখানে ব্যাটে-বলে পারফরম্যান্স করে রাজধানীর দলটিকে ১০ উইকেটে হারিয়েছে তামিম-মুমিনুলরা। শনিবার (১৪ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রানে অলআউট হয় ঢাকা। জবাব দিতে নেমে ৫৪ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চট্টগ্রাম। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন চট্টগ্রামের দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। জয়ের ৪৪ রান এবং তামিমের ২১ রানের ইনিংসে ভর করে  ৫৪ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি। এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বিধ্বংসী বোলিংয়ে ১৬ ওভার ৪ বল খেলে মাত্র ৬৪ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে বসে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন তাইবুর রহমান। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ফাহাদ হোসেন। এ ছাড়াও ইরফান হোসেন, আহমেদ শারিফ এবং মাহমুদুল হাসান জয় দুটি করে উইকেট শিকার করেন। আরটিভি/এসআর/এস
৩১ রান করে তিনটি মাইলফলক স্পর্শ করলেন বাবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে ম্যান ইন গ্রিনরা। দল হারলেও দ্বিতীয় ম্যাচে তিনটি মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। শুক্রবার (১৩ ডিসেম্বর) আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। এদিন তিনে ব্যাট করতে নেমে ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন বাবর। এতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকের দেখা পান তিনি। এই ম্যাচে মাঠে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে বাবরের মোট রান ছিল ১৩,৯৯৮। চতুর্থ ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে পঞ্চম পাকিস্তানি হিসেবে এই কীর্তি গড়েন বাবর আজম। এর আগে ইনজামাম–উল–হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াদাদ মাইলফলকটি স্পর্শ করেছেন। বর্তমানে ৩৩৮ ইনিংসে বাবরের রান ১৪,০২৯। ৫৫১ ইনিংসে ২০,৫৮০ রান নিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রানসংখ্যায় সবার ওপরে ইনজামাম। ইউনিস ৪৯১ ইনিংসে ১৭,৭৯০ রান নিয়ে দ্বিতীয়। ৪৩২ ইনিংসে ১৭,৩০০ রান নিয়ে তৃতীয় ইউসুফ এবং চতুর্থ মিয়াদাদের সংগ্রহ ৪০৭ ইনিংসে ১৬,২১৩ রান। এ ছাড়াও ৩১ রানের ইনিংস দিয়ে স্বীকৃত টি–টোয়েন্টিতেও একটি রেকর্ড গড়েছেন বাবর। এই সংস্করণে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড এখন তার। ২৯৮ ইনিংসে বাবরের রানসংখ্যা এখন ১১,০২০। এই পথে বাবর ভেঙেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড। মাইলফলকটিতে পৌঁছাতে গেইলের লেগেছিল ৩১৪ ইনিংস। অর্থাৎ প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০-এর কম ইনিংস খেলে ১১ হাজার রানের দেখাও পেলেন বাবর। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার এবং স্বীকৃত টি–টোয়েন্টিতে ১১ হাজার রানই নয়, বাবর আরও একটি হাজারের মাইলফলক স্পর্শ করেছেন। ৩১ রানের ইনিংসের পথে ছুঁয়েছেন পেশাদার ক্রিকেটে ২৬ হাজার রানের ঘর। আরটিভি/এসআর/এস