• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
আইপিএলের এক ম্যাচে যত রেকর্ড
বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে যেভাবে
ঘরের মাঠে ভারত জাতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ এপ্রিল সিলেটে এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। এদিকে প্রতিবারই মেয়েদের সিরিজের সম্প্রচার নিয়ে তৈরি হয় নানান জটিলতা। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজও ইউটিউবে দেখানো হয়েছে। তবে এবার আর তেমনটি হচ্ছে না। দুই দলের মধ্যকার এই সিরিজটি টি-স্পোর্টসে সরাসরি দেখা যাবে।  শুক্রবার (২৬ এপ্রিল) রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি হবে ৩০ এপ্রিল। অন্যদিকে ২ মে ও ৬ মে হবে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ মে। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির হলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি বেলা ২টায় শুরু হবে। উল্লেখ্য, গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত নারী দল। সেবার নানান বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। আম্পায়ারিং নিয়েও অভিযোগ তুলেছিলেন তিনি। এমন কাণ্ডে আইসিসি থেকে শাস্তিও পেয়েছিলেন হারমনপ্রীত। বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।
শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ
ইডেনে রান উৎসব, রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্বরেকর্ড
ক্রিকেটে ইতিহাস লিখল গণ-অর্থায়নে খেলতে আসা ভানুয়াতু
লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শুভর সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের সহজ জয়
দলপতি শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন রাউন্ডে সহজ জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রেলিগেশনে নিজেদের প্রথম ম্যাচে সিটি ক্লাবকে ৮৭ রানে হারিয়েছে তারা। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। এদিন চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪ চার ও ৫ ছক্কায় ১১৫ বলে ১০১ রান করেন শুভ।  এতে এবারের মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৫৯ রান করেন সালমান হোসেন। সিটি ক্লাবের হয়ে তিনটি উইকেট নেন ইরফান হোসেন। জবাবে রূপগঞ্জ টাইগার্স বোলারদের তোপে ৪১ দশমিক ১ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় সিটি ক্লাব। আটে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মঈনুল ইসলাম।  রূপগঞ্জ টাইগার্সের সোহাগ গাজী ও মহিউদ্দিন তারেক তিনটি করে উইকেট নেন। এর আগে, রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির কাছে ৪১ রানে হেরেছিল সিটি ক্লাব। সংক্ষিপ্ত স্কোর রূপগঞ্জ টাইগার্স : ৪৯.৫ ওভারে ২৫৭/১০ (শামসুর রহমান শুভ ১০১, সালমান হোসেন ইমন ৫৯, মাহফিজুল ইসলাম ৩৩; ইরফান হোসেন ৩/৫১, মঈনুল ইসলাম ২/৪৬)। সিটি ক্লাব : ৪১.১ ওভারে ১৭০/১০ (মঈনুল ইসলাম ৫২, মাহফুজুর রহমান টিটু ২৯, রায়ান রাফসান রহমান ২০; মহিউদ্দিন তারেক ৩/২৪, সোহাগ গাজী ৩/৩৪)/    ফল : রূপগঞ্জ টাইগার্স ৮৭ রানে জয়ী। ম্যাচসেরা : শামসুর রহমান শুভ।
পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা
চলমান আইপিএলের ৪২তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে পাঞ্জাব কিংস। ঘরের মাঠে আগে ব্যাট করতে পাঞ্জাব বোলাদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে কলকাতার ব্যাটাররা। মারকুটে ব্যাটিংয়ে পাঞ্জাবকে পাহাড় সমান ২৬১ রানের লক্ষ্য দিয়েছে রাসেল-নারিনরা। শুক্রবার (২৬ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন সুনীল নারিন এবং ফিল সল্ট। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৭৬ রান তোলে দুইবারের চ্যাম্পিয়নরা। এদিন পাঞ্জাব বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান দুই ওপেনার। নারিন ২৩ বলে এবং ২৫ বলে ফিফটি তুলে নেন সল্ট। দুজনের ব্যাট থেকে আসে ১৩৮ রান। ৩২ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন নারিন। ১৩তম ওভারে স্যাম কারানের বলে বোল্ড আউট হন আরেক ওপেনার সল্ট। ৩৬ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ইংলিশ ওপেনার। রাসেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ভেঙ্কাতিশ আইয়ার। তবে ইনিংস বড় করতে পারেননি রাসেল। ১২ বলে ২৪ রান করে আউট হন এই মারকুটে ব্যাটার। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন শ্রেয়াস আইয়ার। ১০ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে সাজঘরে ফেরেন কলকাতা অধিনায়ক। ৪ বলে ৫ রান করে আউট হন রিঙ্কু সিং। রামানদ্বীপের ৩ বলে ৬ রান এবং ভেঙ্কাতিশ আইয়ারের ২৩ বলে ৩৯ রানে ভর করে ২৬১ রানের বড় পুঁজি পেয়েছে কলকাতা। পাঞ্জাব কিংসের হয়ে দুই উইকেট শিকার করেন আর্শদ্বীপ সিং। এ ছাড়াও স্যাম কারান, হার্শাল প্যাটেল এবং রাহুল চাহার একটি করে উইকেট নেন।
ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
গত বছর নারী বিশ্বকাপের পর চুমু-কাণ্ডে ফেডারেশনের প্রধানের পদ হারান লুইস রুবিয়ালেস। এরপর দুর্নীতির অভিযোগে আটক হন তিনি। এরপর থেকেই অস্থিরতা চলছে স্প্যানিশ ফুটবলে। চলতি বছর জুনে জামার্নিতে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপ। তবে তার আগেই বিপাকে পড়তে পারে স্পেনের ফুটবল।  নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ফুটবল ফেডারেশন চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায় দেশটির সরকার এই বিশেষ কমিটি গঠন করেছে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি)।  গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেয় স্পেনের সরকারি সংস্থা সিএসডি। বিবৃতিতে বলা হয়, আরএফইএফ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ঠিক করতে এবং সংস্থাটির পুনর্জাগরণ ঘটাতে স্পেন সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশনের তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্বের জন্য এ কমিশনের নেতৃত্বে থাকবেন স্বীকৃত মর্যাদাবান স্বতন্ত্র ব্যক্তিরা। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মে রয়েছে, ফুটবল ফেডারেশন মূলত স্বায়িত্বশাসিত থাকে। কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরকার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বৈধ নয়। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফলে সরকারের হস্তক্ষেপের দায়ে নিষিদ্ধ হতে পারে স্পেন ফুটবলের কার্যক্রম।  এমন ঘটনার পর ফিফা ও ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, স্পেন ফুটবলের কার্যক্রম এবং দেশটির ফেডারেশনের পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। এক যৌথ বিবৃতিতে দুই সংস্থা জানিয়েছে, সিএসডির তথাকথিত তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্ব কমিশন আরএফইএফের স্বাধীনভাবে ও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কার্যাবলি পরিচালনার বাধ্যবাধকতাকে প্রভাবিত করতে পারে। ফিফা এবং উয়েফা পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত তথ্য চাইবে।’ এদিকে স্প্যানিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আরএফইএফের প্রধানের পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা পেদ্রো রোচা। তবে বিশেষ কমিটি গঠনের পর বেকায়দায় আছেন তিনি।  গত মাসে আদালতে এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর রোচার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন বিচারক। আন্তর্জাতিক ক্রীড়া আদালত অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব স্পোর্টের রায় আসার আগে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে সিএসডিও। যদিও আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
গত বছর জমকালো অনুষ্ঠান করে নারী ফুটবল লিগ আয়োজনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত মাঠে আলো মুখ দেখেনি টুর্নামেন্টটি। তবে সব সংশয়কে উড়িয়ে নারী ফুটবল লিগ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামীকাল (শনিবার) থেকে ৯ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে সাবিনা-সানজিদাদের লিগ। শুক্রবার (২৬ এপ্রিল) টুর্নামেন্টের প্রত্যেক দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে বাফুফে। যেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে আয়োজকদের। দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে গরম আরও বেশি অনুভূত হয়। এই অবস্থায় সকাল সাড়ে নয়টা ও বিকেল পৌনে চারটায় নারী ফুটবল লিগের ম্যাচ রেখেছে বাফুফে।  কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট রয়েছে। তারপরও রোদের মধ্যে লিগ কেন, এই প্রশ্নের উত্তরে বাফুফে নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সংবাদ সম্মেলনে বলেছেন, ফ্লাডলাইটে খেলা চালাতে হলে আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকে। আমাদের টাকা নেই। খুব কষ্ট করে আমরা স্পন্সর এনে খেলা আয়োজন করি। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের চিঠি দিয়েছে, ফ্লাডলাইট ব্যবহার করলে মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান করতে হবে। আমরা সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ রাউন্ডের খেলা চালিয়েছি। এতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টাকা লাগে। জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের অধীনস্থ বিভিন্ন ফেডারেশনের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। নতুন করে বিদ্যুৎ বিলের বোঝা আর নিতে চায় না ক্রীড়া নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাই সম্প্রতি কমলাপুর স্টেডিয়ামের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা। তিনি বলেন, সম্প্রতি আমাদের কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট ব্যবহারে ফেডারেশনকে ব্যয় বহন করতে হবে মিটার অনুযায়ী।’ হকি সহ অন্য ফেডারেশনগুলোতেও এই নিয়ম পালনের নির্দেশনা আসবে সামনে। ক্রিকেট বোর্ড অবশ্য বিল নিজেরাই প্রদান করে। নারী ফুটবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিন্তু এবারের লিগে অংশগ্রহণ করছে না দলটি। দল না গঠনের পাশাপাশি লিগের পৃষ্ঠপোষকতা থেকেও সরে এসেছে প্রতিষ্ঠানটি।  বসুন্ধরার অংশ গ্রহণ না করার জানতে কিরণকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমরা বসুন্ধরাকে স্পন্সর ধরে ব্যানার ও নানা বোর্ড তৈরি করেছি। দুই দিন আগে তারা জানিয়েছে অনিবার্য কারণে পৃষ্ঠপোষকতা করবে না। তবে বসুন্ধরা না থাকলেও এবারের নারী লিগে বাফুফে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে। লিগে অংশগ্রহণকারীর ৯ ক্লাবের জন্য ৫০ হাজার টাকা, চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ ও রানার্স আপের জন্য ৩ লাখ এবং সেরা খেলোয়াড়ের আর্থিক পুরস্কার থাকবে। এবারের লিগে বসুন্ধরা না থাকলেও নাসরিন একাডেমিতে ঠাঁই হয়েছে সাবিনা-সানজিদাদের। শিরোপা প্রত্যাশী দলটি সবচেয়ে শক্তিশালী। এরপরই রয়েছে আতাউর রহমান কলেজ ও আর্মি স্পোর্টস ক্লাব। এবারের লিগে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবহিনী ফুটবল ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ দল, ফরাশগঞ্জ স্পোর্টিং, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স এফসি, সিরাজ স্মৃতি সংসদ, জামালপুর কাচারিপাড়া একাদশ, নাসরিন স্পোর্টস একাডেমি ও সদ্য পুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।
আইপিএল-২০২৪ / টস হেরে ব্যাটিংয়ে কলকাতা
চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে শাহরুখ খানের দল। এতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে রাসেল-নারিনরা। শুক্রবার (২৬ এপ্রিল) কলকাতার ঘরের মাঠে টস জিতে আগে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব। কলকাতা একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং, দাশুমানথা চামিরা, হর্ষিত রানা, ও বরুণ চক্রবর্তী পাঞ্জাব একাদশ: জনি বেয়ারস্টো, রাইলি রুসো, স্যাম কুরান, জিতেশ শর্মা, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্শল প্যাটেল, কাগিসো রাবাদা, অর্শদীপ সিং ও রাহুল চাহার
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ সিং
আর মাত্র ৩৬ দিন পর মাঠে গড়বে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথমবার ২০ দল নিয়ে আয়োজন করা হচ্ছে চার-ছক্কার এই টুর্নামেন্ট। কয়েকদিন আগে বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ক্রিস গেইল ও উসাইন বোল্টের নাম ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  এবার তাদের তৃতীয় শুভেচ্ছা দূত হিসেবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের নাম ঘোষণা করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। শুক্রবার (২৬ এপ্রিল) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে (২০০৭ সাল) ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন যুবরাজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েন তিনি। যুবরাজের সেই দুর্দান্ত ব্যাটিংয়ের কথা স্মরণ করেই তাকে দূত হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। ফলে বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেবেন যুবরাজ। ৯ জুন ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচেও তাকে দেখা যেতে যেকোনো ভূমিকায়। আইসিসির শুভেচ্ছা দূত হয়ে যুবরাজ বলেন, এক ওভারে ছয়টি ছক্কা মারাসহ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা থেকে আমার কিছু প্রিয় ক্রিকেটীয় স্মৃতি রয়েছে। তাই এই সংস্করণের অংশ হওয়া খুবই উত্তেজনাকর, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় আসর হতে চলেছে। এ বিষয়ে আইসিসির মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেন, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে যুবরাজকে পাওয়া গর্বের বিষয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ছয়টি ছক্কা (এক ওভারে) হাঁকিয়ে আসরের ইতিহাসে দারুণ একটি মুহূর্ত উপহার দিয়েছেন।  ‘প্রথম শুভেচ্ছা দূত হিসাবে ক্রিস গেইল এবং উসাইন বোল্টের সঙ্গে যোগ দিয়েছেন। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে আসরটির উন্মাদনা আরও বাড়িয়ে তুলবেন।
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও পরের তিন ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়েছে কিউইরা। এতে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাবররা। সিরিজ রক্ষা করতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।  বিশ্বকাপের আগে বাবর আজমদের এমন নাজুক অবস্থার জন্য তথাকথিত পরীক্ষা-নিরীক্ষাকে দুষছেন সাবেক ক্রিকেটার ও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। বাবর-রিজওয়ানদের কঠোর সমালোচনা করেছেন তিনি। নিজের ইউটিউব চ্যালেনে রমিজ রাজা বলেন, এখানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তথাকথিত পরীক্ষা। একই খেলোয়াড়দের দলে নেওয়া হয়েছে। শুধু তাদের পজিশন পরিবর্তন করা হয়েছে। কাউকে বেঞ্চে রাখা হয়েছে, আবার অন্যদের খেলার সুযোগ দেওয়া হয়েছে। ম্যাচ জয়ের প্রতি মনোযোগ দিতে বাবরেদের পরামর্শ দিয়েছেন রমিজ। তিনি বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, পাকিস্তান দলকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে। তারা বেঞ্চের শক্তি পরীক্ষা করছে, এমন অজুহাত দেওয়া যাবে না।  ‘তারা কিছু খেলোয়াড়ের দক্ষতা মূল্যায়ন করার চেষ্টা করছে। যে কারণে তারা তাদের নিম্নমানের পারফরম্যান্সকে ন্যায্যতা দিচ্ছে। যদি আমরা ম্যাচ হেরে যাই, দয়া করে আমাদের সহ্য করুন।’ গতকাল (বৃহস্পতিবার) রাতের ম্যাচে মাত্র ৪ রানে হেরেছে পাকিস্তান। শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। সেখান থেকে দলকে জয় এনে দিতে পারেননি অবসর ভেঙে দলে ফেরা ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের ১৭৮ রানের জবাবে পাকিস্তান থেমেছে ১৭৪ রানে।