• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo
প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য মাইলফলক
জয় ও মুশফিকের ব্যাটিংয়ে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
মিরপুরে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০২ রানের লিডের জবাব দিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। দ্বিতীয় দিনে ২৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ রান তুলতে পেরেছে ১০১। এতে দক্ষিণ আফ্রিকার থেকে এখনও ১০১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। জয় ৩৮ ও মুশফিক ৩১ রানে অপরাজিত রয়েছেন। এখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা। মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় সেশনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে টাইগারদের বিপাকে ফেলেছেন মুল্ডার। প্রথম বলে সাদমান (১) এবং চতুর্থ বলে সাজঘরে ফেরেন মুমিনুল। এরপর ওপেনার মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন টাইগার অধিনায়ক শান্ত। ৭৪ বলে অর্ধশত রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে ইনিংস লম্বা করতে পারেননি শান্ত। ৪৯ বলে ২৩ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এতে দলীয় ৫৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ব্যাটিংয়ে এসে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন মুশফিকুর রহিম। এতে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। ২৬ বলে ৩১ রান করে মুশফিক এবং ৮০ বলে ৩৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন জয়। এর আগে দ্বিতীয় ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে ২০২ রানের বড় লিড পেয়েছে সফরকারীরা। যেখানে সেঞ্চুরি তুলে নিয়ে বড় অবদান রেখেছেন কাইলে ভেরাইনে। আরটিভি/ এসআর
শান্তর বিদায়ে ছন্দপতন টাইগারদের
দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
ভেরাইনের দুর্দান্ত সেঞ্চুরি, ২০০ রানের লিড নিয়ে অলআউট দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে সিরিজে থাকছেন না বাটলার, নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড
ঘরোয়া ক্রিকেটের পৃষ্ঠপোষকতা পেল বিসিবি
প্রথমবারের মতো মেঘনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। এই তিন বিভাগের টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক বছরের চুক্তি করেছে মেঘনা ব্যাংক। মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণা দিয়েছেন বিসিবি পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহা। এবারের এই তিন বিভাগের টুর্নামেন্টের জন্য বিসিবির সঙ্গে ১ কোটি টাকার চুক্তি করেছে ব্যাংকটি। সংবাদ সম্মেলনে বিসিবির হাতে সেই চেক তুলে দেন মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিওয়া শাহাদত এবং মার্কেটিং বিভাগের প্রধান মোয়াজ্জিম হোসেন জুয়েল। আগামী ২৫ অক্টোবর মাঠে গড়াবে ঢাকা তৃতীয় বিভাগের ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে মোট ২০টি টুর্নামেন্ট অংশগ্রহণ করবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রূপগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ক্রিকেট একাডেমি এবং নারায়নগঞ্জ। মোট ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগের লিগ, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে। অন্যদিকে প্রথম বিভাগের টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১২ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে। উল্লেখ্য, এতদিন এই টুর্নামেন্ট গুলো আয়োজন করে আসছিল বিসিবি। এবার মেঘনা ব্যাংকের সহযোগিতা পাওয়ায় দেশের ক্রিকেটে পাইপ লাইনকে শক্ত করতে টুর্নামেন্টটিকে নতুন করে সাজাতে চায় বিসিবি পরিচালক ফাহিম সিনহা। আরটিভি/এসআর/এআর    
হাসানের জোড়া আঘাতের পরও লিড বাড়াচ্ছে প্রোটিয়ারা
কাইলে ভেরাইনে এবং উইয়ান মুল্ডারের ব্যাটে ভর করে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের লিড পার করেছিল প্রোটিয়ারা। তবে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান হাসান মাহমুদ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৪২ রান। কাইলে ভেরাইনের ৭৬ রান এবং ডানে পিয়েডট ৬ রানের ব্যাট করছেন। এতে ১৩৬ রানের লিডে রয়েছে সফরকারীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন কাইলে ভেরাইনে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইয়ান মুল্ডার। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১০৫ রানে ফিফটি তুলে নেন এই প্রোটিয়া ব্যাটারও। তবে এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেনি মুল্ডার। ৬৫তম ওভারে হাসান মাহমুদের হাতে বল তুলে দেন শান্ত। দুর্দান্ত বোলিংয়ে পঞ্চম বলে মুল্ডার (৫৪) এবং পরের বলে কেশব মহরাজকে আউট করে দলকে খেলায় ফেরান হাসান। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ভেরাইনে। এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। আরটিভি/ এসআর
নারী বিশ্বকাপের সেরা একাদশে এক বাংলাদেশি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে পর্দা নেমেছে টুর্নামেন্টটির। এবার সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে এক মাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। দীর্ঘ ১২ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা টাইগ্রেসরা।  এরপর জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। টানা তিন ম্যাচের তিনটিতেই হারে তারা। পুরো বিশ্বকাপেই ব্যর্থ ছিল টাইগ্রেসরা।  কিন্তু দলগতভাবে ব্যর্থ হলেও কিছুটা ব্যক্তিগত সাফল্যের ছোঁয়া পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আইসিসি প্রকাশিত নারী বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া বাংলাদেশের হয়ে বলার মতো পারফরম্যান্স ছিল শুধু অধিনায়ক জ্যোতি এবং সোবহানা মোস্তারির। বাংলাদেশ বাদ পড়া পর্যন্ত আসরের সেরা চার রান স্কোরারের দুই জন ক্রিকেটারই ছিল বাংলাদেশের। চার ইনিংসে ৮৬.৬৬ স্ট্রাইক রেটে এবং ৩৪ গড়ে ১০৪ রান করেন জ্যোতি। এ ছাড়া বর্ণহীন ছিল অন্যদের পারফরম্যান্স। আইসিসির সেরা একাদশে জায়গা পেয়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন জ্যোতি। ব্যাট হাতে রান করা ছাড়াও জ্যোতি উইকেটের পেছনে নিয়েছেন ১টি ক্যাচ, করেছেন ৬টি স্টাম্পিং। সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার চেয়ে বেশি ডিসমিসাল নেই অন্য কোনো উইকেটরক্ষকের। ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হলেও টুর্নামেন্টের সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন সাউথ আফ্রিকার, সেরা একাদশের অধিনায়কও দলটির লরা উলভার্ট। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দুজন ঠাই পেয়েছেন সেরা একাদশে। সর্বমোট সাত দেশের প্রতিনিধি আছেন টুর্নামেন্টের সেরা দলে। বিশ্বকাপ সেরা একাদশ: লরা উলভার্ট (সাউথ আফ্রিকা, অধিনায়ক), তাজমিন ব্রিটস, (সাউথ আফ্রিকা), ড্যানি ওয়াইট-হজ (ইংল্যান্ড),  নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড), হারমানপ্রীত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), মেগান শুট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকো এমলাবা (সাউথ আফ্রিকা), ইডেন কারসন (নিউজিল্যান্ড, দ্বাদশ খেলোয়াড়)। আরটিভি/এসআর
নেইমারের মাঠে ফেরার দিনে জয় পেল আল হিলাল
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর নেইমার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন। এরপর প্রায় দীর্ঘ এক বছর মাঠে ফিরেছেন নেইমার। আর এই ব্রাজিলিয়ানের মাঠে ফেরার দিনে জয় পেয়েছে আল হিলাল। সোমবার (২২ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩৬৯ দিন পর মাঠে ফিরেছে নেইমার। তাই আল হিলালের ৫-৪ গোলে জয় আর দুই হ্যাটট্রিক ছাপিয়ে এই ম্যাচে নেইমারের মাঠে ফেরাই হয়ে উঠেছে সবচেয়ে বড় খবর। এদিন মাঠে ফিরলেও শুরুর একাদশে ছিলেন না নেইমার। ম্যাচে ৭৭তম মিনিটে মাঠে নামে এই ব্রাজিলিয়ান ফুটবলার। বেঞ্চ থেকে মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার।  আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলরক্ষকের কারণে সেটায় গোল পাওয়া হয়নি নেইমারের। ম্যাচে যোগ করা ১৬ মিনিট সময়েও একটি গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। সেটিও কাজে লাগাতে পারেননি তিনি।  ৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেন সুফিয়ান রাহিমি। দুই হ্যাটট্রিকের ম্যাচে জয়টা পেয়েছে নেইমারের দলটা।  গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সেই সময় ইনজুরির কারণে মাঠে নামতে দেরি হয় তার। তবে আল হিলালের হয়ে অভিষেকের পর মাত্র ৫ ম্যাচ খেলেই আবারও ইনজুরিতে পড়েন ৩২ বছর বয়সী এই তারকা। আরটিভি/এসআর  
মিরপুর টেস্ট / দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু প্রোটিয়াদের
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রথম দিনের শেষ সময়ে পর পর উইকেট হারিয়ে দিন শেষ করলেও, দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে লিড নিচ্ছে সফরকারীরা। এতে হতাশ হচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮৮ রান। কাইলে ভেরাইনের ৫৪ রান এবং উইয়ান মুল্ডারের ২৯ রানের ব্যাট করছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন কাইলে ভেরাইনে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইয়ান মুল্ডার। এর আগে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। আরটিভি/ এসআর
আমাদের দেশে অনেকে আছে ‘ট্রল’ হতে হতে স্টার হয়ে গেছে: তাইজুল
দেশের ক্রিকেটে অবহেলিত ক্রিকেটার নামে পরিচিত তাইজুল ইসলাম। দুর্দান্ত পারফরম্যান্স করেও বেশির ভাগ সময় বেঞ্চে বসে কাঁটাতে হয়েছে এই বাঁ-হাতি স্পিনারকে। যার অন্যতম কারণ ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলের পারফরম্যান্স দিয়ে দলে নিজেকে অটোচয়েজ হিসেবে তৈরি করেন তিনি। তাই দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে একাদশে জায়গা পেতেন না তাইজুল। সম্প্রতি লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন সাকিব। তাই টেস্ট দলের অটোচয়েজ হিসেবে একাদশে রয়েছেন তাইজুল। মিরপুর টেস্টের প্রথম দিনেই তুলে নিয়েছেন ফাইফার। সোমবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনেও এসেছেন তিনি।  এ সময় আগে দল থেকে বাদ পড়ার প্রক্রিয়াকে কীভাবে গ্রহণ করেছেন এমন প্রশ্ন ছুটে যায় তাইজুল ইসলামের কাছে। তার ভাষ্য, সত্যি কথা বলতে আমাদের দেশে অনেক সময়; অনেক কিছু মুখেমুখে হয়। অনেকে আছে খারাপ খেলে, ট্রল হতে হতে স্টার হয়ে গেছে। আবার ভালো খেলেও স্টার হতে পারেনি। এগুলো আমি মেনে নিয়েছি। নিজের ফাইফারের সঙ্গে সঙ্গে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল। এ নিয়ে তিনি বলেন, আমাদের দেশে আসলে আমরা খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। তাই হাতে গোনা কয়েকজনের আছে ২০০ উইকেট। আমি তার মধ্যে একজন। এটা গর্বের না, আলহামদুলিল্লাহ। অন্যদিকে এক সময়ে ৪০০ উইকেটে মালিক হয়ে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন তাইজুল। সাকিবের অবসরে সেই সুযোগ আরও ভালোভাবে পাবেন তিনি। বর্তমান লক্ষ্য জানতে চাওয়া হয়ে এই বাঁ-হাতি পেসার বলেন, আমাকে দেখতে হবে আগামী পাঁচ বছরে কয়টি টেস্ট খেলব। তারপর হিসেব করে বলতে পারব। উল্লেখ্য, মিরপুর টেস্টের প্রথম দিনে নিজের ফাইফার তুলে নেন তাইজুল ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফাইফার। আরটিভি/এসআর-টি
সাকিবের সঙ্গে নিজের পার্থক্য বর্ণনা করলেন তাইজুল
বাংলাদেশ ক্রিকেটে বাঁ-হাতি প্রতিষ্ঠিত স্পিনারদের মধ্য সাকিব আল হাসানের পর তাইজুল ইসলামের অবস্থান। ব্যাটিংয়ে সাকিব এগিয়ে থাকায় অনেকসময় একাদশে জায়গা পাননি তাইজুল। এবার সাকিবের সঙ্গে নিয়ে নিজের পার্থক্যর বিষয়টি সামনে এনেছেন বাঁ-হাতি এই স্পিনার। সোমবার (২১ অক্টোবর) মিরপুর টেস্টের প্রথম দিনে ৫ উইকেট তুলে নিয়েছেন তাইজুল। তাই সংবাদ সম্মেলনেও এসেছিলেন তিনি। এদিন তাইজুলের কাছে অধিকাংশ প্রশ্নই ছিল সাকিবকে জড়িয়ে। সাকিবের সঙ্গে তার পার্থক্য কোথায় এমন প্রশ্নের জবাব তাইজুল বলেন, দেখেন, অনেক সময়ে কন্ডিশনের ব্যাপার থাকে। দেখা যাচ্ছে কোনো সময় আমি বেশি বল করছি, সাকিব ভাই ওই সময় সেইভাবে প্রভাব ফেলতে পারছেন না। আবার অনেক সময় ফ্লাট উইকেট থাকে, যেহেতু সাকিব ভাইয়ের অনেক ভেরিয়েশন থাকে, সে সময় তিনি বেশি বল করছে। ‘আরও ম্যাচের পরিস্থিতির ব্যাপার থাকে। চাপ, রান এবং অ্যাটাকিংয়ের ওপর নির্ভর করেছে। আর আমাদের মধ্যে মূল পার্থক্যটি হলো আমি অনেক সময় ধরে বল করতে পারি। এটা ১৫ থেকে ২০ ওভারও করতে পারব।’ সাকিবকে ছাড়াই মিরপুর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। তাকে ছাড়া ম্যাচে বোলিং করাটা কঠিন এই প্রশ্ন ছুটে যায় তাইজুলের কাছে। তার ভাষ্য, সাকিব ছাড়া যেকোনো ম্যাচ খেলেনি এমনই নয়। ঘরের মাঠে এবং বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছি তাকে ছাড়ায়। আপনি চাইলে তো আর একটা ক্রিকেটারকে ৫০ বছর খেলাতে পারবেন না। তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন যাতে তার মতো আরও ভালো ক্রিকেটার বাংলাদেশে তৈরি হয়। কারণ, তার (সাকিব) মতো ক্রিকেটার দলে থাকা অনেক কিছু। এ ছাড়া মিরপুরে উইকেট নিয়ে তাইজুল বলেন, প্রতিটি দলই ঘরের মাঠে সুযোগ কাজে লাগাবে। তবে আমাদের ব্যাটিংয়ে আর কিছু রান করা উচিত ছিল। তাহলে আমাদের জন্য ম্যাচটি সহজ হতো। আরটিভি/এসআর-টি