আরটিভির পরিচালক এবং বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ কে এম ওয়াহিদুজ্জামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আরটিভির আয়োজনে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমার মেয়ে তাহমিনা রহিম, মরহুমার জামাতা মাসুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও মরহুমার ভাতিজা মীর সরফত আলী সপু, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও মরহুমার ভাতিজা এ কে এম খালেকুজ্জামান দিপু, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু, আরটিভির কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এর আগে, গত ৭ ডিসেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামানের মা মোসাম্মৎ আশরাফুন্নেসা বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইনসাফ আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মোসাম্মৎ আশরাফুন্নেসার একমাত্র ছেলে ড. এ কে এম ওয়াহিদুজ্জামান ছাত্রজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-ক্রিড়া সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
আরটিভি/এসএপি