• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের যাত্রা শুরু
আরটিভির পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরটিভির পরিচালক এবং বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ কে এম ওয়াহিদুজ্জামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আরটিভির আয়োজনে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমার মেয়ে তাহমিনা রহিম, মরহুমার জামাতা মাসুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও মরহুমার ভাতিজা মীর সরফত আলী সপু, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও মরহুমার ভাতিজা এ কে এম খালেকুজ্জামান দিপু, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু, আরটিভির কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এর আগে, গত ৭ ডিসেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামানের মা মোসাম্মৎ আশরাফুন্নেসা বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইনসাফ আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মোসাম্মৎ আশরাফুন্নেসার একমাত্র ছেলে ড. এ কে এম ওয়াহিদুজ্জামান ছাত্রজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-ক্রিড়া সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে  অধ্যাপনা করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। আরটিভি/এসএপি
ফি বকেয়ায় গান বাংলার সম্প্রচার বন্ধ
বাংলাভিশনের পরিচালক আজিজুল হক মারা গেছেন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ: কাদের গনি চৌধুরী 
মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস কর্মশালার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
ভারতজুড়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম 
ভারতে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় এক বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, ভারতজুড়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। গড়ে তুলতে হবে ইস্পাত কঠিন ঐক্য।  জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চ্চারণ করে বলেন, বাংলাদেশের পতাকার অবমাননা সহ্য করা হবে না।  ভারতের মিডিয়ায় নির্লজ্জ মিথ্যাচার বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে সীমান্ত হত্যা। আগারতলায় বাংলাদেশ উপদূতাবাসের নিরাপত্তায় ব্যর্থতায় প্রমাণ হচ্ছে, সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি।  সমাবেশে প্রধান অতিথি  ছিলেন টাওয়ার হ্যামালেটসের প্রথম এক্সিকিউটিব ডেপুটি মেয়র ও পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর, ব্রিটিশ সরকারের স্থানীয় সরকারে এডভাইজারি বোর্ড মেম্বার ও বিএনপি চেয়ারপারসনের ফরেন এফেয়ার্স কমিটির সদস্য আ ম অহিদ আহমদ। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি  আবু সালেহ সমাবেশে সভাপতিত্ব করেন।  প্রধান অতিথির বক্তব্যে আ ম অহিদ আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই-আগস্ট ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে তৎকালীন পেটোয়াবাহিনীর মাধ্যমে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এর বিচার করতে হবে। জঙ্গি সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এ ছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে ইসকন কর্তৃক নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ এবং মসজিদে হামলাকারীদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, আখতার হোসেন মাসুদ, ড, আবু তাহের মানজুর, বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক  মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, জেসমিন জুঁই, নাসির উদ্দিন সিদ্দিকী, সামাদ মতিন, মাহমুদ তারেক, আমিনুল ইসলাম, খোরশেদ আলম শিকদার, আনোয়ার হোসেন, রুহুল আমিন চৌধুরী প্রমুখ।
সাংবাদিক বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকি, ডিআরইউ ও র‍্যাক’র নিন্দা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ ও র‍্যাক। শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং র‍্যাক সভাপতি জেমসন মাহবুব এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদ বশির হোসেনের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা। হুমকির ঘটনায় বশির হোসেন খান রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি জিডিতে উল্লেখ করেন, শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় রিকশায় করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার সময় বিজয় নগর নাইটেঙ্গেল মোড় থেকে কিছু সামনে পৌছালে অজ্ঞাত ৫/৬ জন হঠাৎ রিকশার গতিরোধ করে তাকে উত্তেজিত কণ্ঠে গালাগাল ও রিকশা থেকে নামতে বলে। পরিচয় জানতে চাইলে হামলাকারীরা তাকে ধরে টানাটানি করে এবং সঙ্গে থাকা ব্যাগ ধরে টেনে রিকশা থেকে ফেলে দেয়। এসময় খুন-জখমের হুমকি দিতে থাকে এবং বলেন, তিনি (বশির হোসেন) আর কোনো দিন সিদ্ধিরগঞ্জ যেন না যান, ওই এলাকার ডিপিডিসি নিয়ে নিউজ করলে জানে মেরে ফেলারও হুমকি দেয়। তিনি ও রিকশা চালক আতঙ্কিত হয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ বিষয়ে বশির হোসেন খান বলেন, ডিপিডিসির দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্যবহুল সংবাদ করায় তারাই অজ্ঞাত সন্ত্রাসীদের পাঠিয়ে আমার জান-মালের ক্ষতি করার চেষ্টা করছে। এরপর থেকে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন। আরটিভি/এসএপি
মেধাবৃত্তি দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের যেসব সদস্যের সন্তান ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি বা সমমান কিংবা এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করেছে, তাদের জন্য এই আবেদন করা যাবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনের যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মেধাবৃত্তির আবেদন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিসে (এইচ এম সিদ্দিক ম্যানশন (৬ষ্ট তলা) ৫৫/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০) পৌঁছাতে হবে। আবেদন ও সন্তানের প্রয়োজনীয় নথিপত্র অনলাইনেও পাঠানো যাবে। ই-মেইলে ([email protected])  হোয়াটসঅ্যাপ নম্বরেও (০১৭১১২৮৮৪২১) আবেদন পাঠানো যাবে। এ ছাড়া নির্বাহী কমিটির যেকোনো সদস্যের কাছে বৃত্তির আবেদনপত্র জমা দেয়া যাবে।   নিয়মাবলি   ১. বৃত্তির জন্য ‘মেধাবৃত্তি প্রদান উপকমিটি’র আহ্বায়ক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র হাতে লিখে কিংবা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে হবে।   ২. সন্তানের জন্য যিনি আবেদন করবেন তাকে অবশ্যই ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে।   ৩. সংশ্লিষ্ট পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশিট কিংবা রেজাল্ট শিটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।   ৪. আবেদনকারী যে হাউসে কাজ করেন তার নাম ও আবেদনকারীর ফোন নম্বর উল্লেখ করতে হবে।   ৫. আবেদনের সঙ্গে সন্তানের (শিক্ষার্থী) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।   ৬. অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আরটিভি/এআর
প্রতিষ্ঠার ৩য় বর্ষে ক্রিফো স্পোর্টস ডটকম
সময়ের স্রোতে আরও একটি বছর পার করলো দেশের ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল ক্রিফো স্পোর্টস ডটকম। প্রতিষ্ঠার দুই বছর পূর্ণ করে ৩য় বর্ষে পদার্পণ করেছে নিউজ পোর্টালটি।  শনিবার (৭ ডিসেম্বর) ক্রিফো স্পোর্টস ডটকম এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে রাজধানীতে পত্রিকাটির কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ক্রিফো স্পোর্টস ডটকম—এর পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান সম্পাদক ও কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।  ২০২২ সালের ৭ ডিসেম্বর শুরু হয় ক্রিফো স্পোর্টস ডটকম—এর অদম্য পথচলা। খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ ইংরেজি ও বাংলা মাধ্যমে প্রকাশ করছে ক্রিফো স্পোর্টস। প্রতিষ্ঠার তিন বছরে পত্রিকাটি এখন আরও পরিণত। সেইসঙ্গে বেড়েছে পাঠক, বেড়েছে কর্মপরিধি ও দায়িত্ব। পাঠকদের আস্থার প্রতিদান ও দায়িত্বশীলতার পরিচয় দিতে অক্লান্ত পরিশ্রম করছেন ক্রিফো স্পোর্টস পরিবারের সদস্যরা।     পরিচালনা পর্ষদের সদস্য মো. শফিউল বাশার বলেন, ‘দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল। ক্রিফো স্পোর্টস ডটকম তিন বছরে পা দিয়েছে। ক্রীড়া সংবাদ জগতে ক্রিফো স্পোর্টস আরও পরিণত হলো। প্রতিষ্ঠার এই দিনে ক্রীড়ামোদি পাঠক ও খবরের পেছনে ছুটে চলা নিবেদিত সংবাদ সারথীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা, ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।’    পরিচালনা পর্ষদের অপর সদস্য মাহমুদ আবদুল্লাহ আরব আমিরাত থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এসময় তিনি বলেন, ‘প্রথমেই ক্রিফো স্পোর্টস ডটকম—এর পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। আমরা সবাই স্বপ্নের সমান বড়। ক্রিফো স্পোর্টস স্বপ্ন সত্যি করার পেছনে অদম্য স্পৃহা নিয়ে হাঁটছে।’   ক্রিফো স্পোর্টস ডটকম—এর নির্বাহী সম্পাদক এ. জামান বলেন, ‘ক্রীড়াঙ্গনের সব খবর দ্রুত ও বস্তুনিষ্ঠতা অক্ষুণ্ন রেখে প্রকাশ করতে ক্রিফো স্পোর্টস ডটকম প্রতিজ্ঞাবদ্ধ। এক ঝাঁক নিবেদিত সংবাদ সারথীদের নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রিফো স্পোর্টস। সেই পথচলায় সময়ের আরও একটি নতুন নক্ষত্র যুক্ত হলো। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা।’ আরটিভি/এমকে
ভারতীয় মিডিয়ায় মনগড়া খবর প্রচারে বিএফইউজে-ডিইউজের উদ্বেগ
বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমে মনগড়া ও মিথ্যা সংবাদ প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বুধবার (৪ ডিসেম্বর) সংগঠন দুটি এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। এতে বলা হয়, গত ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই অভূতপূর্ব গণঅভ্যুত্থানে আওয়ামী গোষ্ঠী ছাড়া এদেশের সবাই অংশগ্রহণ করে। তাদের একটিই লক্ষ্য- মহান মুক্তিযুদ্ধের ভূলুষ্ঠিত স্বপ্ন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এই ইস্যুতে ভারতীয় মূলধারার গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মনগড়া, মিথ্যা, ভিত্তিহীন অপতথ্য দিয়ে একের পর এক মিথ্যা সংবাদ তৈরি করে প্রচার করা হচ্ছে।  ‘বিশেষ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য ও এর প্রেক্ষিতে সে দেশের উগ্র জঙ্গিদের দ্বারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশন কার্যালয়ের সামনে সেখানকার উগ্রবাদী সংগঠনগুলো যুদ্ধংদেহী বিক্ষোভ দেখিয়েছে।’ বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলা হয়, আমরা মনে করি, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার ছড়ানোর কারণেই ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে, সিলেটের দিকে আসামে ভারতীয় সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য ও স্লোগানসহ সারা ভারতেই বাংলাদেশবিরোধী ভূমিকায় নেমেছে সেখানকার উগ্রবাদীরা। ‘ভারতে ভুয়া খবর এক বিপজ্জনক হুমকিতে পরিণত হয়েছে। বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার বিভিন্ন সংবাদমাধ্যম যাচাই-বাছাই না করেই বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে। ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া ইত্যাদির মতো প্রথম সারির সংবাদমাধ্যমও। বিশেষ করে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশ-সংক্রান্ত ভিত্তিহীন খবর বেড়ে গেছে ব্যাপক হারে।’  বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ বলেন, ভারত সরকারের বক্তব্য ও কর্মকাণ্ড এবং সেখানকার মিডিয়ার ভূমিকা আমাদের মনে হয়েছে, তারা আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। এতে বিশ্বের দরবারে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানো সহজ হবে। এসব ঘটনার পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের ইন্ধন আছে বলেও দৃঢ়ভাবে প্রমাণ হয় বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিক নেতারা আরও বলেন, আমরা আশা করব, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতের সরকার ও গণমাধ্যম  শ্রদ্ধাশীল হবেন। একই সঙ্গে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে সংখ্যালঘু ইস্যু নিয়ে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচার করবে। এটা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। আরটিভি/আরএ/এস
ছিনতাইকারীর কবলে বৈশাখী টিভির সাংবাদিক জুবায়ের
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার ও অপরাধবিষয়ক অনুষ্ঠান নির্মাতা জে ইউ জুবায়ের ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা চাপাতি ও পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা নগদ অর্থসহ মানিব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়। চাপাতির কোপে পায়ে আঘাত পেয়েছেন তিনি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাত ২টায় বাসায় ফেরার পথে রামপুরা টেলিভিশন ভবনের পেছনে বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। জে ইউ জুবায়ের জানান, বইমেলার জন্য একটি পাণ্ডুলিপির কাজ শেষ করে লেখক মোবারক হোসেনসহ তিনি অটোরিকশায় গুলশান থেকে বাসায় ফিরছিলেন। বনশ্রী ঢোকার পথে রামপুরা টিভি ভবনের পাশের গলিতে পেছন থেকে একটি মোটরসাইকেল হঠাৎ করেই তাদের রিকশার গতিরোধ করে। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। মাথায় ছিল হেলমেট, মুখে ছিল মাস্ক। একজনের হাতে ছিল চাপাতি, অন্যজনের হাতে ছিল পিস্তল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, আইডি কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। জুবায়ের বলেন, সবকিছু লুটে নেওয়ার পরও তারা আমাদের চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করে। বিপরীত দিক থেকে একটি পিকআপ চলে আসায় দ্রুত মটোরসাইকেলে উঠে তারা পালিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির কোপে আমি আঘাতপ্রাপ্ত হই।  আমার ধারণা, এটি একটি পরিকল্পিত হামলা। নয়তো, সবকিছু দিয়ে দেওয়ার পরও কেন ওরা আঘাত করবে! বিষয়টি আমি রামপুরা থানায় জানিয়েছি। চিকিৎসা শেষে থানায় গিয়ে অভিযোগ দায়ের করব। এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগী এরই মধ্যে থানায় ফোনে অভিযোগ জানিয়েছেন। তাকে আমরা লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  আরটিভি/ডিসিএনই-টি  
‘ট্র্যাব অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার রুহুল আমিন ভূঁইয়া। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে ‘মেগাস্টার’খ্যাত সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ট্র্যাব সভাপতি কাদের মনসুর ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি কামরুল হাসান দর্পণ এ পুরস্কার তুলে দেন। সাংবাদিকতায় অবদান রাখার জন্য বেস্ট রিপোর্টিং ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪ আরও পেয়েছেন— জাহিদ আকবর (ডেইলি স্টার), পান্থ আফজাল (বাংলাদেশ প্রতিদিন), ফয়সাল রাব্বিকীন (মানবজমিন), এ মিজান (খবরের কাগজ)। সম্মাননা প্রসঙ্গে রুহুল আমিন ভূঁইয়া বলেন, পুরস্কার শুধু একটি সম্মান নয়, অনুপ্রেরণাও। কাজের স্বীকৃতি পেয়ে ভীষণ ভালো লাগছে। আমাকে সম্মানিত করার জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই। রুহুল আমিন ভূঁইয়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৪-২৬ মেয়াদে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করুন। এর আগে ২০২২-২৪ মেয়াদে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরটিভি/এএ/