• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo
‘ট্র্যাব অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের রিট শুনানি বুধবার
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি আগামীকাল বুধবার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি সোমবার (২ ডিসেম্বর) হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয়েছে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের।  রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, আগামীকাল বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে। আমরা আদালতকে জানিয়েছি, এটা জরুরি বিষয়। জরুরি শুনানি করা দরকার। বিচারক এতে অনুমতি দিয়েছেন। এর আগে রিটকারী আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলাসহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন। চ্যানেলগুলো কোনো আইন মানছে না। এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ২৯ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আরটিভি/এএইচ/এস
সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার, নেওয়া হলো ডিবিতে
ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল
চিন্ময় গ্রেপ্তার ও আইনজীবী হত্যাকাণ্ড ঘিরে ভুয়া খবরের ছড়াছড়ি
ডিআরইউ সাহিত্য পুরস্কার পেলেন আরটিভির রুবেলসহ ২৫ সাংবাদিক
২৬ সাংবাদিকসহ ২৯ জনের ব্যাংক হিসাব তলব
দেশের ২৬ সাংবাদিকসহ ২৯ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।  রোববার (২৪ নভেম্বর) বিএফআইইউয়ের সংশ্লিষ্ট একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা দুটি পৃথক চিঠির মাধ্যমে তলবের তথ্য নিশ্চিত করেছেন। প্রথম চিঠি অনুযায়ী যাদের হিসাব তলব করা হয়েছে তারা হলেন, দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরুল্লাহ শারাফত, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, টিভি টুডে প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, ওয়াশিংটনের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন মুন্নি, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশীষ ঘোষ সৈকত, গাজী টিভির এডিটর (রিসার্চ) অঞ্জন রায়, সময় টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ কমল দে, দৈনিক আমার সময়ের প্রধান সম্পাদক আব্দুল গাফফার খান, যুগান্তরের সাবেক নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ এবং এক্সিম ব্যাংকের হেড অব পিআরও সঞ্জীব চ্যাটার্জী। হিসাব তলব করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। বিএফআইইউয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব তলব করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। অপর চিঠি অনুযায়ী তলব করা ব্যক্তিরা হলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা ট্রিবিউন ও নিউইয়র্ক টাইমস বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলি মানিক, সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি, দ্য ডেইলি অবজারবারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডিবিসি নিউজের সাবেক ডিরেক্টর মো. শহীদুল আহসান চেয়ারম্যান, ঢাকা বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক রাহনুমা আহসান, এটিএন নিউজের বার্তা প্রধান নুরুল আমিন (প্রভাষ), ঢাকা বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক মাহবুবা হেলেন, ঢাকা বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক শাহ মোহাম্মদ শফিকুল আহছান, ঢাকা বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক মো. সালাউদ্দিন চৌধুরি, একাত্তর টিভির কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের ও ইকবাল সোবহান চৌধুরীর মেয়ে সাবরিনা মাহজাবীন। আরটিভি/এআর/এস
সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, অভিযুক্তকে প্রত্যাহার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  সাংবাদিককে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে এসবি জানায়, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের ‘ব্লকড লিস্ট’ এর কারণে দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে। এ তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে দেওয়া যায় বা বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখা যায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বিশেষ শাখা আগের তালিকা থেকে রাজনৈতিক ব্যক্তি, ভিন্ন মতাবলম্বী, সাংবাদিক ও অধিকারকর্মীদের বাদ দিতে শুরু করে। কাজটির বেশিরভাগই হাতে-কলমে করা হচ্ছে। ফলে কিছু ভিন্ন মতাবলম্বী ও সাংবাদিকের নাম এখনও রয়ে গেছে। তালিকাটি দ্রুত যাচাই করে সংশোধনের চেষ্টা করা হচ্ছে। সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়ে এসবি আরও জানায়, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। দেশ ও জনগণের সেবায় পুলিশ বাহিনী দৃষ্টান্ত গড়তে চায়। এর আগে, শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নূরুল কবির অভিযোগ করেন, গত ১৮ নভেম্বর একটি সম্মেলনে যোগ দিতে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে হয়রানি করে। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে। এ ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাশত করবে না বলেও প্রেস উইং থেকে জানানো হয়। আরটিভি/আরএ/এআর
সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, নূরুল কবির দীর্ঘ কর্মজীবনে দেশের একজন সম্মানিত সম্পাদক। সততা ও নৈতিকতা মেনে সাংবাদিকতা করা গুরুত্বপূর্ণ এই ব্যক্তি সবসময় যুক্তি দিয়ে কথা বলায় প্রধান কণ্ঠস্বর। অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাশত করবে না বলেও প্রেস উইং থেকে জানানো হয়। এর আগে, শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নূরুল কবির অভিযোগ করেন, গত ১৮ নভেম্বর একটি সম্মেলনে যোগ দিতে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে হয়রানি করে। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে। উল্লেখ্য, কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া মিডিয়া ফোরামে অংশ নিতে গত ১৮ নভেম্বর শ্রীলঙ্কা গিয়েছিলেন নূরুল কবির। ২২ নভেম্বর দেশে ফেরেন তিনি। আরটিভি/আরএ/এআর
মিশরে সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন আরটিভি প্রতিনিধি
মিশর ও ফিলিস্তিনে শরণার্থীদের মাঝে বাংলাদেশিদের ত্রাণ সহায়তা সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আরটিভি’র মিশর প্রতিনিধি আফছার হোসাইন পেলেন বিশেষ সম্মাননা পুরস্কার। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর আব্বাসিয়া বুর্জ আল থাতবিকিন সম্মেলন হলে বাংলাদেশের মানবিক সেবা সংস্থা ‘হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটি’ মিশরে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্বারকটি সাংবাদিক আফছার হোসাইন এর হাতে তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ। এসময় উপস্থিত ছিলেন, হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির পরিচালক নও মুসলিম মো. রাজ, ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হুজাইফা খান আজহারী, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. ইসমাইল হোসেন, দ্বিতীয় সচিব আতাউল হক, মানবিক সেবা সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, স্বাস্থ্য বিষয়ক পরিচালক মাওলানা ইমরান নাফিস, কার্যনির্বাহী সভাপতি মুফতী তাওহিদুল ইসলামসহ দুই শতাধিক ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সদস্য।‌ এর আগে‌ মেক্সিকো সরকারের শীর্ষ বেসামরিক সম্মাননা ‘ওহটলি অ্যাওয়ার্ড’, কায়রোস্থ মেক্সিকান দূতাবাসে পরিষেবায় বিশেষ অবদান স্বরূপ রজত জয়ন্তী পুরস্কার, মিশরের দৈনিক আল-আহরাম পত্রিকা ও মানবিক সেবা সংস্থা ‘ওয়ান ওয়ার্ল্ড উম্মাহ ফাউন্ডেশন’ পুরস্কারে ভূষিত হয়েছেন এই প্রবাসী। আফছার হোসাইন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে জন্ম গ্রহণ করেছেন। ১৯৯৫ সালে মেক্সিকো দূতাবাসে চাকরি নিয়ে মিশর যান। তার দুই সন্তানের মধ্যে মেয়ে চিকিৎসক পুষ্প হোসাইন যুক্তরাজ্যে একটি স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক এবং ছেলে নাঈম হোসাইন কানাডায় সিনিয়র আইটি কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। তার স্ত্রী নাজমা হোসাইন কায়রোর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। আরটিভি/এএইচ
সম্প্রচারে ফিরছে শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘চাইল্ড মেসেজ’
চিলড্রেনস ভয়েজ হেজ নো বর্ডারে বিশ্বাসী শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘চাইল্ড মেসেজ’ পুনরায় সম্প্রচারে ফিরছে ২৯ নভেম্বর থেকে। শনিবার (২৩ নভেম্বর) এক সাক্ষাৎকারে এমনটি জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান। প্রথমে চাইল্ড মেসেজ বাংলা বিভাগ এরপর বিশ্বজুড়ে শিশুদের এই আন্তর্জাতিক নেটওয়ার্কটি তাদের মূল সম্প্রচারে ফিরবে বলে জানান আরিফ। এবার বাংলাদেশের শিশুরা বাংলা বিভাগের প্ল্যাটফর্মটির বিশেষ আয়োজন ‘শুনো আমাদের কথা’র পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনা।  ২০২১ সালের ১০ মে বাংলাদেশের শিশু অধিকারকর্মী আরিফ রহমান হাত ধরে যাত্রা শুরু করে শিশুদের ভিন্ন ধারার এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘চাইল্ড মেসেজ’। সম্প্রচারের প্রতিদিনই নতুন নতুন কনটেন্ট আর অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক মিডিয়া বিবিসি, আল জাজিরা নেটওয়ার্ক, এপি, এফপি, রয়টার্সের সমর্থন পায়। বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’য় অংশ নেন বাংলাদেশের বসবাসকারী আন্তর্জাতিক বার্তা সংস্থাদের প্রতিনিধিগণ। সেটি শিশুদের আরও বেশি নিজেদের কথা বলার আগ্রহকে বাড়িয়ে তুলে।  প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ বলেন, ‘বিশ্বজুড়ে আমাদের অনলাইন সম্প্রচার আগামী বছরের শুরু থেকেই চালু করতে পারবো বলে বিশ্বাসী।’  আগামী শুক্রবার চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজনে শিশুদের মুখোমুখি হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেক্সিম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আর কে রিপন ও আন্তর্জাতিক বার্তা সংস্থা ভয়েজ অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি ‘বিথি’। আরটিভি/এমকে
নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ষসেরা মিন্টু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্নাতকোত্তর শিক্ষার্থী আবদুল আউয়াল মিন্টু। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা বিশ্লেষণভিত্তিক গবেষণাপত্র, প্রকাশনা ও নিবন্ধে তার অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি নিউইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত এই আয়োজনে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি) এর শীর্ষ কর্মকর্তারা তার হাতে সম্মানসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। তাদের ভাষায়, মিন্টুর গবেষণা ডিজিটাল যুগে গণমাধ্যমের কাঠামো এবং কার্যপ্রক্রিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে। মিন্টু অনেক দিন ধরেই গবেষণাধর্মী কাজে যুক্ত আছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা বিশ্লেষণ নিয়ে তার একাধিক গবেষণাপত্র যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জার্নালে প্রকাশিত হয়েছে। এসব গবেষণায় তিনি গণমাধ্যম ও সাংবাদিকতার প্রচলিত ধারা বদলে কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করা যায়, তা তুলে ধরেছেন। তাছাড়া ডাটা বিশ্লেষণের মাধ্যমে কিভাবে ভুল ও মিথ্যা তথ্য যাচাই করা যা তা নিয়েও তার প্রকাশনা আছে।  কৃত্রিম বুদ্ধিমত্তা ও এনালিটিক্সের বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেক্টরে কীভাবে আরও উন্নতি করা যায় এসব নিয়েও তার গবেষণা চলমান আছে। বিশেষজ্ঞরা মনে করেন, তার কাজ ভবিষ্যতের গণমাধ্যমের জন্য দিকনির্দেশক হয়ে থাকবে। বর্ষসেরার সম্মাননা গ্রহণের পর মিন্টু বলেন, এই পুরস্কার শুধু আমার নয়, এটি সবার জন্য যারা প্রযুক্তি এবং সাংবাদিকতার মেলবন্ধনে কাজ করার স্বপ্ন দেখেন। আমি কৃতজ্ঞ নিউইয়র্কের এই সংগঠন এবং বাংলাদেশি কমিউনিটির প্রতি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি যারা আমাকে উৎসাহ দিয়েছেন। আরটিভি/ এএ 
গীতিকার আবদুল কাদির আর নেই
‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ প্রখ্যাত এই গজলের গীতিকার আবদুল কাদির হাওলাদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টায় তিনি মারা যান। জানা গেছে, কিছুদিন আগে তৃতীয়বারের মতো হার্টস্ট্রোক হয় গীতিকার আবদুল কাদির হাওলাদারের। তারপর তাকে রাজধানীর কাকরাইলে একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বুধবার জোহরের নামাজের পর রাজধানীর শনির আখড়া ছাপরা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গীতিকার আবদুল কাদির হাওলাদার ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’সহ বিভিন্ন শিল্পিগোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন। ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’, ‘কত জানাজার পড়েছি নামাজ’, ‘একদিন তোমারই নাম মসজিদে হবে এলান’সহ অনেক জনপ্রিয় ইসলামী সঙ্গীতের লেখক তিনি। রটিভি/এমকে