• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধের হুঁশিয়ারি মেটার
ঢাকাস্থ বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সম্পাদক হাবিব
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে ।  শুক্রবার (২৬ এপ্রিল)  দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। আরও বক্তব্য দেন উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ) । অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটল এর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক।  নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি: এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহসভাপতি: প্রতীক ইজাজ (দেশ রুপান্তর), সুমন প্রমানিক (দৈনিক নাগরিক সংবাদ) সাধারণ সম্পাদক: মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক: শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি)। সাংগঠনিক সম্পাদক: ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক: বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সংস্কৃতি: অপূর্ব রুবেল (কালের কন্ঠ), প্রচার ও প্রকাশনা: আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারী বিষয়ক সম্পাদক: বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর: মামুনুর রশীদ (জনকন্ঠ), স্পোর্টস সম্পাদক: হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজ কল্যাণ সম্পাদক: রেজাউল করিম (বিজনেস স্ট্যার্ন্ডাট) নির্বাহী সদস্য: ১. ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি) ২. রাশেদ মেহেদী ৩. আসিফ ইকবাল (মানবকন্ঠ) ৪. মাহমুদ শাওন (দীপ্ত টিভি) ৫. সাদিয়া কানিজ লিজা (আর টিভি) ৬. শাকিবুর রহমান (আর টিভি) ৭. মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি) ।
প্রতীক্ষিত সুখবর দিলো আবহাওয়া অফিস
‘আমাকে মেরে ফেলেন ভাই’
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
এক বিভাগে টানা ৩ দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা
তপ্ত রোদের সঙ্গে ক্ষুধা ও তৃষ্ণার জ্বালা
রাজধানীর হাতিরঝিল, গ্রীষ্মের তপ্ত দুপুরে তীব্র দাবদাহে একটু প্রশান্তির আশায় বসে আছেন কিছু মানুষ। পাশেই গরমে হাঁসফাঁস করছিল কয়েকটি কুকুর। হঠাৎ সাদা রঙের একটি কুকুর উঠে দাঁড়ায়। নেমে যায় ঝিলের পানিতে। কিছুক্ষণ ডুবসাঁতার দিয়ে আবার উঠে এলো ফুটপাতে।  ইট-পাথরের এই শহরে তপ্ত রোদে টিকতে না পেরে তৃষ্ণার্ত কুকুরগুলো এভাবেই বসে হাঁপাচ্ছে। একটু ছায়ার আশায় বড় কোনো গাড়ি কিংবা গাছের নিচে আশ্রয় নিচ্ছে। বোবা এই প্রাণীগুলো ছায়া পেলেও পায় না তৃষ্ণার জল। ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে একই চিত্র।  হাতিরঝিল এলাকায় আগে এসব কুকুরকে কিছু স্বেচ্ছাসেবী খাবার ও পানি দিতেন, কিন্তু তীব্র এ এ গরমে এখন আর তাদের দেখা যাচ্ছে না। তবে এর মাঝেও নগরীর এই প্রাণীগুলোর প্রতি কিছু মানুষের ভালোবাসার দেখা মেলে। এদেরই একজন ফুটপাতের এক দোকানি। তার মতো নগরীতে আরও কিছু মানুষ আছেন যারা অবলা তৃষ্ণার্ত এসব প্রাণীকে নিয়মিত খাবার ও পানি দিয়ে যাচ্ছেন।   সবাই যাতে নিজেদের বাসার বারান্দা কিংবা সামনের রাস্তায় ছোট একটি পাত্রে খাবারের উচ্ছিষ্ট অংশ ও পানি রেখে দেন নগরবাসীর প্রতি এমন আহ্বান জানালেন রাইট টক বাংলাদেশের সভাপতি আল আমিন তৌহিদ। তিনি বলেন, এতে ক্ষুধা ও তৃষ্ণা মিটবে পাখি, কুকুর ও বিড়ালসহ অবলা প্রাণীর।
চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই
বাংলাদেশে ‘হিট ওয়েভ' বা তাপপ্রবাহের সতর্কবার্তা রোববার পর্যন্ত বৃদ্ধি করেছে আবহাওয়া অধিদপ্তর৷ স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের ইতিহাসে এবারের এপ্রিল উষ্ণতম বলে জানিয়েছেন এক আবহাওয়াবিদ৷ বাংলাদেশ তীব্র গরম থেকে এখনই রেহাই মিলছে না৷ তাপপ্রবাহের সতর্কতা আরো ৭২ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ এদিকে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে৷ এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকার বাদ বাকি জেলার উপর মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে৷ আগামী তিনদিন সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এছাড়া ২৭ এপ্রিলের পর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ বুধবার বাংলাদেশ সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৪১ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস৷ স্বাধীনতার পর উষ্ণতম এপ্রিল বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছে গত সপ্তাহে ঢাকার তাপমাত্রা গত ৩০ বছরের একই সময়ের গড়ের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল৷ আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির একটি সংবাদ সংস্থাকে বলেন, এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস৷ কিন্তু স্বাধীনতার পর এবারের এপ্রিলই সবচেয়ে উষ্ণ যাচ্ছে৷ স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এর একটি কারণ বলে জানিয়েছেন তিনি৷ মাসের বাকি সময়টুকুও পরিস্থিতি এমনই থাকবে বলে জানান তিনি৷ অতিরিক্ত তাপের কারণে দেশের দক্ষিণাঞ্চলের শহর পটুয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা ভূপেন চন্দ্র মণ্ডল৷ 
ঝড়ের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
সিলেট অঞ্চলে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা থেকে পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, আগামী তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।  তবে স্বস্তির খবর, আগামী ৩ দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশকিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
২৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন। ১৫৫৫ - জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়। ১৭০১ - ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন। ১৭৭০ - ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন। ১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়। ১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। ১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে। ১৯২০ - আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ - মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়। ১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ। ১৯৯২ - রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯২ - সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা। ১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে । ১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে। ২০০১ - ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন। ২০০৪ - মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করেন । জন্ম: ০০৩২ - ওঠো, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৪৪২ - চতুর্থ এডওয়ার্ড, তিনি ছিলেন ইংল্যান্ড রাজা। ১৭১২ - ফরাসী দার্শনিক জাঁ জ্যাক রুশোর জন্ম। ১৭৫৮ - জেমস মন্‌রো, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি। ১৭৯৫ - চার্লস স্টুর্ট, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার আবিষ্কারক। ১৮৩৮ - টবিয়াস আসের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী ও পণ্ডিত। ১৮৬৯ - দিনে ফ্রান্সিস মেরি হককিন, তিনি ছিলেন একজন নিউজিল্যান্ডের চিত্রশিল্পী। ১৮৮৯ - আন্টোনিও ডে অলিভেরা সালাজার, তিনি ছিলেন পর্তুগিজ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১০০ তম প্রধানমন্ত্রী। ১৯০০ - ইয়ান হেন্ডরিখ ওর্ট, তিনি ছিলেন একজন ওলন্দাজ জ্যোতির্বিদ। ১৯০৬ - কুর্ট গ্যোডেল, তিনি ছিলেন একজন মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ। ১৯০৮ - জন জ্যাক হেনরি ওয়েব ফিঙ্গলটন, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যে। ১৯২৪ - কেনেথ কাউন্ডা, তিনি ছিলেন জাম্বিয়ার শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ১৯৩০ - আল্ফ ভ্যালেন্টাইন, তিনি ছিলেন বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ১৯৩৭ - সাদ্দাম হুসাইন, তিনি ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি। ১৯৪১ - কার্ল ব্যারি শার্পলেস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ। ১৯৪৭ - হুমায়ুন আজাদ, তিনি ছিলেন ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, সমালোচক, কিশোর সাহিত্যিক ও রাজনীতিক ভাষ্যকার লেখক। ১৯৫৩ - রবার্তঅ।বলানো, তিনি ছিলেন চিলির লেখক ও কবি। ১৯৬০ - ওয়াল্টার যেঙ্গা, তিনি ছিলেন সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৮ - অ্যান্ডি ফ্লাওয়ার, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ। ১৯৭৪ - পেনেলোপে ক্রুজ সানচেজ, তিনি ছিলেন স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক। ১৯৮২ - কোয়েল মল্লিক, তিনি ভারতীয় বাংলার একজন বিখ্যাত অভিনেত্রী। ১৯৮৮ - হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া, তিনি স্প্যানিশ ফুটবলার। মৃত্যু: ১৭৪০ - প্রথম বাজিরাও, তিনি ছিলেন ভারতীয় সেনাপতি। ১৮১৩ - মিখাইল কুটুযোভ, তিনি ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল। ১৮৫৩ - লুডভিগ টিয়েক, তিনি ছিলেন জার্মান লেখক ও কবি। ১৯৩৬ - মিসরের বাদশাহ ফুয়াদের (প্রথম) । ১৯৪৫ - বেনিতো মুসোলিনি, তিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক। ১৯৫৪ - লিওন জউহাউক্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা। ১৯৭০ - এড বেগ্লেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা। ১৯৭৮ - মোহাম্মদ দাউদ খান, তিনি ছিলেন আফগান কমান্ডার, রাজনীতিবিদ ১ম রাষ্ট্রপতি। ১৯৯৯ - আলফ রামসে, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। ১৯৯৯ - আর্থার লিওনার্ড শলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ। ২০১২ - মাটিল্ডে কামুস, তিনি ছিলেন স্প্যানিশ কবি।    
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
দেশে টানা ২৬ দিনের রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে আগামী তিন দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান ও নোয়াখালী জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর
দেশে টানা ২৬ দিনের রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে ১৯ দিনের দীর্ঘ তাপপ্রবাহ ছিল গত বছরের এপ্রিল মাসে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটিই দেশের সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহ। এপ্রিলের বাকি দিনগুলোতে এ দাবদাহ অব্যাহত থাকতে পারে। এপ্রিল মাসের টানা তাপপ্রবাহের এ ব্যাপ্তিকালকে ‘অস্বাভাবিক’ বলছেন তারা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন এটিই দেশের সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহ। মো. আজিজুর রহমান জানান, আমাদের কাছে থাকা তথ্য মতে এর আগে এত দীর্ঘ মেয়াদে কখনো তাপপ্রবাহ বয়ে যায়নি। একটানা এতদিনের তাপপ্রবাহ, এটি বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। এরই মধ্যে এটি সব রেকর্ড ভেঙেছে, কিন্তু এটি তো আরও চলবে। কমপক্ষে আগামী আরও ৪ থেকে ৫ দিন তো থাকছেই। এর আগে এ মাসে এত দীর্ঘ মেয়াদে তাপপ্রবাহ বয়ে যাওয়ার রেকর্ড নেই। মার্চের শেষ দিকে শুরু হওয়া তাপ্রবাহ কোন রকম বিরতি ছাড়াই বয়ে চলেছে। এপ্রিলের বাকি দিনগুলোতেও তাপপ্রবাহে বিরতি আসার কোনো সম্ভাবনা নেই। এটি আগামী মে মাসের ৩ থেকে ৪ তারিখ পর্যন্তও এভাবে অব্যাহত করতে পারে। এরপর হয়তো হালকা কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ২০২৩ সালের এপ্রিল মাসজুড়ে টানা তাপপ্রবাহ ছিল না। গত বছর টানা ১৯ দিন তাপপ্রবাহ ছিল। এবার পুরো এপ্রিল মাস গড়িয়েও এর বাইরে যাচ্ছে। জানা গেছে, গত ৩১ মার্চ ফের রাজশাহী ও পাবনা জেলায় তাপপ্রবাহ শুরু হয়। সেই তাপপ্রবাহ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত চলছে। সে হিসাবে এখন পর্যন্ত দেশের ওপর দিয়ে টানা ২৬ দিন ধরে তাপপ্রবাহ বইছে। গত ২০ এপ্রিল চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দিনের তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৪ ও পাবনার ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছিল। গত কয়েক দিনে কিছুটা কমার পর বৃহস্পতিবার ফের যশোর ও চুয়াডাঙ্গায় দিনের তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি বছর সিলেট ছাড়া মোটামুটি পুরো দেশ টানা তাপদাহের শিকার হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটছে।
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
টানা তাপপ্রবাহের কারণে ঘোষিত দীর্ঘায়িত ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে বৃহস্পতিবার (২৫ এপ্রিল)। চলমান তাপপ্রবাহের মধ্যেই পুরোদমে শ্রেণি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে চারটি নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে।  প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সপ্তাহের ছয় দিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। সেই হিসেবে শনিবারও খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যান্য কর্মদিবসের মতোই পুরোদমে ক্লাসও চলবে এ দিনে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। শনিবার শ্রেণি কার্যক্রম পরিচালনার যুক্তিস্বরূপ এতে বলা হয়েছে, তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন কারিকুলাম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে। শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার এ নির্দেশনা ছাড়াও প্রজ্ঞাপনের অন্য তিন নির্দেশনা হলো- ১. আগামী ২৮ এপ্রিল রোববার থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। ২. তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। ৩. শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং শিক্ষার্থীদের সূর্যের সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে। প্রসঙ্গত, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় আরও এক সপ্তাহ বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তাপপ্রবাহ অব্যাহত থাকায় আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানান অভিভাবকদের একটি অংশ। কেউ কেউ অনলাইনে ক্লাস চালুর দাবিও তোলেন।তবে সার্বিক দিক বিবেচনায় ২৮ এপ্রিল থেকে ক্লাস চালুর নির্দেশনা দিলো সরকার।