• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo
অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি টেনিস তারকা নাদাল
আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা মিশন সম্পন্ন করল ব্রাজিল
কাতার বিশ্বকাপের পর থেকে সবচেয়ে আলোচিত কয়েকটির বিষয়ের মধ্যে অন্যতম ছিল ব্রাজিলের হেক্সা মিশন। কিন্তু কোয়ার্টার ফাইনাল ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের হেক্সা মিশনে ব্যর্থ হন সেলেসাওরা। যার নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন ব্রাজিলিয়ান সমর্থকরা। ফুটবলে না পারলেও ফুটসাল বিশ্বকাপের হেক্সা মিশনে সফল হয়েছে ব্রাজিল। রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সেই সঙ্গে হেক্সা মিশনে এবার পুরোপুরি সফল হয়েছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে গোল করেন ফেরাও এবং সান্তোস। আর আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন মাটিয়াস রোসা। এদিন ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকে সেলেসাওরা। দুর্দান্ত আক্রমণে ম্যাচে পঞ্চম মিনিটে মার্সেনিও বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। এর খেলায় ফিরতে আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তারা। কিন্তু ১২তম মিনিটে রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল।  এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও সাফল্য আনতে ব্যর্থ হয় আর্জেন্টাইনরা। যার ফলে ২-০ তে এগিয়ে থেকে বিরতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আর্জেন্টিনাকে সুযোগ দেয়নি ব্রাজিল। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে চাপে মুখে রাখে তারা। কিন্তু ভালো সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না সেলেসাওরা। বিপরীতে ৩৮তম মিনিটে মাটিয়াস রোসার গোলে ব্যবধান কমায় আলবিসেলেস্তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে টুর্নামেন্টের সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। অন্যদিকে দ্বিতীয় শিরোপা ছুঁয়ে দেখা হলো না আর্জেন্টিনার। আরটিভি/ এমএসআর
মোর্শেদকে হটিয়ে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়
প্রতিপক্ষকে হাফ ডজন গোলে ভাসিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
রংপুর বিভাগের ১৬ টি ক্লাবের সমন্বয়ে সেবা পক্ষ ও মেলার উদ্বোধন
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এ ছাড়াও শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টিভিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ক্রিকেট কানপুর টেস্ট-১ম দিন বাংলাদেশ-ভারত সকাল ১০টা, টি স্পোর্টস ও গাজী টিভি গল টেস্ট-২য় দিন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সকাল ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ৫ ৪র্থ ওয়ানডে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বিকেল ৫টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ৫ টি-১০ ক্রিকেট জিম-আফ্রো টি-১০ সন্ধ্যা ৭টা, রাত ৯-১৫ মি. ও ১১-৩০ মি., স্টার স্পোর্টস ১ টেনিস জাপান ওপেন বিকেল ৪টা ৩০ মিনিট, ইউরোস্পোর্ট ফুটবল সৌদি প্রো লিগ আল নাসর-আল ওয়েহদা রাত ৯টা ২০ মিনিট, সনি স্পোর্টস ২ আল কাদসিয়া-আল আহলি রাত ১২টা, সনি স্পোর্টস ১ বুন্দেসলিগা ডর্টমুন্ড-বোখুম রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২
বিশ্ব স্কোয়াশ দিবস উদযাপন
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপি পালিত হলো ‘বিশ্ব স্কোয়াশ দিবস ২০২৪’।  শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপি নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করা হয়। যার মধ্যে ছিল- খেলোয়াড়দের অংশগ্রহণ র্যালি, স্কুল-মাদ্রাসায় স্কোয়াশের জনসংযোগ, প্রীতি প্রতিযোগীতা, সংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরনী ইত্যাদি। এবার খেলোয়াড়দের সংখ্যা বেশি হওয়ায় ঢাকা স্কোয়াশ একাডেমি, কালশী, ভাষানটেক ও সাগুপ্তা এলাকা ঘিরে মূল আয়োজন করা হয়।  স্কোয়াশ ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি ২০২০ সালের ১০ অক্টোবর বিশ্ব স্কোয়াশ দিবস থেকে কাজ শুরু করে। তাই একই সাথে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন তার ‘দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ২০২৫ (স্বপ্ন যাত্রা ২০২৫)’-এর  চতুর্থ বর্ষ উদযাপন করছে। এই চার বছরে অনেক কিছুই (স্কোয়াশের পুন:জাগরণ) করা সম্ভব হলেও আরো অনেক কিছু করার বাকি আছে।  বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সংগঠকরা মনে করছেন,  নিজস্ব কমপ্লেক্স পাওয়াটা এই মুহূর্তে তাদের প্রথম ও প্রধান কাজ। পাশাপাশি অর্জনকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেয়ে এসএ গেইমসে মেডেল উদ্ধারসহ বিশ্ব স্কোয়াশ মঞ্চ থেকে অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ।  আরটিভি/ডিসিএনই  
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই
ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন। দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন অঘোর মন্ডল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান। তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে রেখেছিলেন অঘোর মন্ডল। নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে তার সাংবাদিক জীবনের শুরু হয়। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন অঘোর মন্ডল। এই জটিলতার পাশাপাশি গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন। পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হওয়ায় আইসিইউ এবং লাইফ সাপোর্টে ছিলেন। অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার চিকিৎসা ও পরিবারের পাশে সার্বক্ষণিক ছিল স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন। আরটিভি/এসআর/এসএ
ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নীড়ের চমক
বিশ্ব দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে গতকাল (শনিবার) ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। তবে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে রাজীবের পরিবর্তে খেলতে নেমে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। ফিদে মাস্টার নীড় বাংলাদেশের দাবার অন্যতম প্রতিভা। প্রথমবার অলিম্পিয়াডে সুযোগ পেয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এবার ইসরায়েলের গ্রান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে চমক দেখিয়েছেন লাল-সবুজের প্রতিনিধি।  গত পরশু রাতে দশম রাউন্ডে প্রতিপক্ষ ইসরায়েল হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করেন। ফলে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে।  প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন।  ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন। আরটিভি/এসআর/এআর
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করলেন গ্র্যান্ডমাস্টার রাজীব
বিশ্ব দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে আজ (শনিবার) ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। তবে এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই রাউন্ডে অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি। পোস্টে রাজীব লেখেন, ২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ, ২০২৪-এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।  অলিম্পিয়াডে প্রতিটি রাউন্ডে অংশ নেন দলের চারজন দাবাড়ু। এখন পর্যন্ত ৯ রাউন্ডের ভেতর আটটি রাউন্ডেই খেলেছেন রাজীব। অষ্টম রাউন্ডে কাজাখস্তানের বিপক্ষে লড়াইয়ে অংশ নেননি তিনি। এবার নিজেকে প্রত্যাহার করে নিলেন ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে। এই ঘোষণার পর দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে রাজীব বলেন, ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। এমনকি নিজেদের পতাকা নিয়ে সেদেশের দাবাড়ুদের বিশ্ব সব আসরে খেলার সুযোগ নেই।  দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে।  ‘যদি তাদের নিষিদ্ধ করা হয় তাহলে ইসরায়েল কেন নয়? ওরা তো নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। সবকিছু শেষ করে দিচ্ছে। তাই এর প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে খেলা নিয়ে আমি বয়কট ঘোষণা করেছি। আমার সিদ্ধান্ত এরই মধ্যে ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।’ এদিকে বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদও ইসরায়েলের বিপক্ষে খেলতে আগ্রহী নন বলে জানা গেছে। উন্মুক্ত বিভাগে ৯ রাউন্ড শেষে ১০ ম্যাচ পয়েন্ট নিয়ে টেবিলের ৭৫তম অবস্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে নারী বিভাগে ১১ ম্যাচ পয়েন্ট নিয়ে আছে ৪৩ নম্বরে। আরটিভি/এসআর/এসএ
টিভিতে আজকের খেলা
চেন্নাই টেস্টের তৃতীয় দিনে আজ মাঠে নামবে ভারত-বাংলাদেশ। এ ছাড়াও শনিবার (২১ সেপ্টেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট চেন্নাই টেস্ট–৩য় দিন বাংলাদেশ–ভারত সকাল ১০টা, স্পোর্টস ১৮–১, টি স্পোর্টস ও গাজী টিভি ২য় ওয়ানডে ইংল্যান্ড–অস্ট্রেলিয়া বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেন্ট লুসিয়া–বার্বাডোজ রাত ৮টা, স্টার স্পোর্টস ২ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েস্ট হাম–চেলসি বিকেল ৫–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লিভারপুল–বোর্নমাউথ রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ টটেনহাম–ব্রেন্টফোর্ড রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ ক্রিস্টাল প্যালেস–ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১০–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা রিয়াল মাদ্রিদ–এস্পানিওল রাত ১টা, এ স্পোর্টস সৌদি প্রো লিগ আল হিলাল–আল ইত্তিহাদ রাত ১২টা, সনি স্পোর্টস টেন ৫ টেনিস লেভার কাপ বিকেল ৫টা, সনি স্পোর্টস টেন ১
অলিম্পিকের সময় তিনটি আক্রমণের চক্রান্ত ব্যর্থ হয়
অলিম্পিক ও প্যারালিম্পিকে তিনবার আক্রমণের চক্রান্ত হয়েছিল। ফ্রান্স তা থামাতে পেরেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। এর মধ্যে প্যারিসে একটি ইসরায়েলি সংস্থার উপর আক্রমণ এবং ফুটবল ম্যাচ চলার সময় একটি স্টেডিয়ামে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানানো হয়েছে। এ ঘটনায় পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী সরকারি আইনজীবী অলিভিয়ার ক্রিস্টেন রেডিও নেটওয়ার্ক ফ্রান্সইনফোকে জানিয়েছেন, গেমস চলাকালেই পাঁচজনকে আটক করা হয়। নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়। কর্তৃপক্ষ ২০২৪ সালে এখনো পর্যন্ত ৯৩৬টি বাড়িতে তল্লাশি চালিয়েছে। গতবছর চালিয়েছিল ১৫৩টি বাড়িতে। সন্ত্রাসীদের পরিকল্পনা নিয়ে যা জানা গেছে ফ্রান্সের একটি স্টেডিয়াম আক্রমণের পরিকল্পনার কথা ফরাসি পুলিশ আগে জানিয়েছিল। তারা ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তারও করে। স্টেডিয়াম প্যারিস থেকে পাঁচশ কিলোমিটার দূরে এবং সেখানে গ্রুপ পর্যায়ের ফুটবল ম্যাচ খেলা হচ্ছিল। ক্রিস্টেন জানিয়েছেন, প্যারিসে ইসরায়েলি প্রতিষ্ঠান বা প্রতিনিধিদের আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেছেন, কোনো নির্দিষ্ট ইসরায়েলি ব্যক্তিত্বকে টার্গেট করা হয়নি। তবে তিনি এই পরিকল্পনার কথা বিশদে জানাননি। ক্রিস্টেন তৃতীয় একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। দক্ষিণপূর্ব ফ্রান্সে দুই ব্যক্তি এই পরিকল্পনা করেছিল। তিনি বলেছেন, ফ্রান্সে অলিম্পিকের সময় ইসরায়েল-হামাস লড়াই এবং ইউক্রেন যুদ্ধ চলছিল। সেসময়ই মূলত জেহাদিরা এই পরিকল্পনা করেছিল। তিনি জানিয়েছেন, যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে, তার মধ্যে ৮০ শতাংশই জেহাদি। আরটিভি/এএইচ