• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আইপিএলে আজ (২৬ এপ্রিল) কলকাতার প্রতিপক্ষ পাঞ্জাব। অন্যদিকে লা লিগায় নামছে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। এ ছাড়াও রয়েছে বেশ কিছু খেলা। ঢাকা প্রিমিয়ার লিগ রূপগঞ্জ টাইগার্স–সিটি ক্লাব  সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল                    বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শেখ রাসেল–ঢাকা আবাহনী                 বিকেল ৩টা ৪৫ মিনিট, টি স্পোর্টস রহমতগঞ্জ–ফর্টিস এফসি বিকেল ৩টা ৪৫ মিনিট, বাফুফে ইউটিউব চ্যানেল আইপিএল কলকাতা নাইট রাইডার্স–পাঞ্জাব কিংস রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস           লা লিগা রিয়াল সোসিয়েদাদ–রিয়াল মাদ্রিদ রাত ১টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ সৌদি প্রো লিগ আল হিলাল–আল ফাতেহ   রাত ৯টা, সনি স্পোর্টস টেন ২   জার্মান বুন্দেসলিগা    বোখুম–হফেনহাইম রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১
ম্যান সিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
নড়াইলে চলছে গ্রামীণ ক্রীড়া উৎসব
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
জাতীয় ক্রিকেট দলের তিন ফরমেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ফুটবল দলের প্লে-মেকার রাকিব হোসেনও ছিলেন সেরা হবার দৌড়ে। কিন্তু জনপ্রিয় দুই খেলার শীর্ষ পারফর্মারকে পেছনে ফেলে, বর্ষসেরার খেতাব জিতে নেন জাতীয় রেকর্ডধারী দৌড়বিদ ইমরানুর রহমান। ২০২৩ সালে জাতীয় চ্যাম্পিয়নের পাশাপাশি, এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে দ্রুততম মানব হবার কীর্তি, বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে মূল পর্বে জায়গা পাওয়া, এশিয়ান গেমসে সেমিফাইনাল খেলাসহ বেশ কয়েকটি অর্জন ইমরানুরকে এনে দিয়েছে সেরার পদক। তার দাবি, জয়ের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।  ২০২৩ সালে জীবনের সেরা পারফর্মেন্স করায়, বর্ষসেরা ক্রিকেটার ঠিকই হয়েছেন শান্ত। আর প্রথম টাইগ্রেস হিসেবে সেঞ্চুরি করাসহ নিজেকে মেলে ধরার পুরস্কার হিসেবে বর্ষসেরার খেতাব বাগিয়েছেন ফারজানা হক পিংকি। পিংকির মন্তব্য, আমি এক বা দুটি সেঞ্চুরিতে সন্তুষ্ট থাকতে চাই না। দলের হয়ে আরও বড় বড় স্কোর করতে চাই। সামনে অনেক চ্যালেঞ্জ, ভালো কিছু করার চেষ্টা করছি। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার স্বাভাবিক ভাবেই উঠেছে রাকিব হোসেনের ঝুলিতে। তার আক্রমণের সঙ্গী শেখ মোরসালিনের জুটেছে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি। তবে অবাক করা বিষয় হলো, ইমরানুর ও শান্তকে টপকে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও বাগিয়ে নিয়েছেন, বসুন্ধরা কিংসের এ  খেলোয়াড়। শেখ মোরসালিনের ভাষ্য, ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে। সাফ থেকে আমাদের পারফরম্যান্স ভালো। আশা করি, ফুটবল আরও এগিয়ে যাবে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি- বিএসপিএ’র এ অনুষ্ঠানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসে খেলোয়াড় সংগঠকদের মিলন মেলা। যেখানে বক্সিংয়ে সেলিম হোসেন ও টেবিল টেনিসে রামহিম লিওন বম বর্ষসেরার পুরস্কার জেতেন। আর শ্যুটিংয়ে সেরার স্বীকৃতি পেয়ে, আন্তর্জাতিক পদক বন্ধ্যাত্ব ঘোচানোর প্রত্যয় জানান কামরুন নাহার কলি। ১৯৯৯ সালে খেলোয়াড় হিসেবে বর্ষসেরার স্বীকৃতি পাওয়া ফুটবলার আলফাজ আহমেদ এবার মোহামেডানকে কোচিং করিয়ে আদায় করেছেন পুরস্কার। তবে তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব মেহেরপুরের ভারোত্তোলন কোচ মোয়াজ্জেম হোসেনকে স্বীকৃতি অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়েছে।
মিলান ডার্বিসহ টিভিতে আজকের খেলা
ডিপিএলের সুপার লিগ পর্ব শুরু আজ (২২ এপ্রিল)। অন্যদিকে রাতে মিলান ডার্বিতে জয় পেলেই সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হবে ইন্টার মিলান। এ ছাড়াও রয়েছে বেশ কিছু খেলা। ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনী-প্রাইম ব্যাংক সকাল ৯টা, ইউটিউব/বিসিবি শাইনপুকুর-গাজী গ্রুপ সকাল ৯টা, ইউটিউব/বিসিবি মোহামেডান-শেখ জামাল সকাল ৯টা, ইউটিউব/বিসিবি আইপিএল রাজস্থান-মুম্বাই রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি উয়েফা ইয়ুথ লিগ : ফাইনাল অলিম্পিয়াকোস-এসি মিলান রাত ১০টা, সনি স্পোর্টস ২ সিরি আ রোমা-বোলোনিয়া রাত ১০টা ৩০ মিনিট, র‍্যাবিটহোল এসি মিলান-ইন্টার মিলান রাত ১২টা ৪৫ মিনিট, র‍্যাবিটহোল
‘ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে’
হকি প্রিমিয়ার লিগের চলতি আসরের অঘোষিত ফাইনালে গত শুক্রবার আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ে মোহামেডানের খেলোয়াড়রা। এতে আবাহনীকে জয়ী ঘোষণা করে আম্পায়ার। কিন্তু এই ম্যাচের ফলাফল বাতিল এবং আম্পায়ারের শাস্তিসহ হকি ফেডারেশন পুনঃগঠনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে দাবি জানিয়েছে মোহামেডান। রোববার (২১ এপ্রিল) দুপুরে ক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ সময় ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ বলেন, আমাদের বিপক্ষে হকি লিগ জুড়ে যে অন্যায়-অবিচার হয়েছে। এজন্য আমরা ফেডারেশনকে নানা সময়ে চিঠি দিয়েছি, সেই চিঠির প্রতিকার পাইনি। তাই এখন বাধ্য হয়ে মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সুবিচারের দাবিতে। মোহামেডানের সাবেক পরিচালক ও কিংবদন্তী হকি এবং ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা বলেন, এই লিগে অনেক ঘটনাই ঘটেছে। একটি লিগে তিনটি নিয়ম কিভাবে হয়, সেই জবাব চাই ফেডারেশনের কাছে। এক ম্যাচে ( আজাদ-বাংলাদেশ স্পোর্টিং ) এক কোয়ার্টার না খেলিয়ে পয়েন্ট ভাগাভাগি, আরেক ম্যাচ পরের দিন কয়েক মিনিট খেলা হলো আর আবাহনী-মোহামেডান খেলা শেষের আগেই ফলাফল ঘোষণা করা হলো। গত দুই দশকে মোহামেডানের ফুটবল ও ক্রিকেটে সাফল্য অনেকটাই কম সেই তুলনায় সফল হকিতে। ঐতিহ্যবাহী ক্লাবটি সফল ডিসিপ্লিন থেকে নিজেদের সরে আসার পরিকল্পনা করছে।  প্রতাপ শঙ্কর হাজরা আরও বলেন, আম্পায়ারিং ও ফেডারেশন নিরপেক্ষ না হলে সেই লিগে অংশগ্রহণের যৌক্তিকতা নেই। মন্ত্রী যদি বিষয়টি সুষ্ঠ তদন্ত বা সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তখন আমাদের পরিচালনা পর্ষদ হকি না খেলার সিদ্ধান্ত নিতে পারে। হকিতে অংশগ্রহণ না করার পাশাপাশি হকি ফেডারেশনের কমিটিতে মোহামেডানের স্থায়ী সদস্যরাও পদত্যাগ করতে পারেন। ‘ক্রীড়ামন্ত্রী এবং মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন। নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে ফেডারেশন পরিচালনা করা উচিত। না হলে হকির সামনে মৃত্যু ঘটবে।’ তবে নানা প্রতিকূলতার মধ্যেও মোহামেডান ৩-২ গোলে এগিয়ে ছিল। ম্যাচের বাকি ছিল মাত্র ১৭ মিনিট। সেই মুহূর্তে মোহামেডানের খেলোয়াড়রা কেন আবাহনী খেলোয়াড়দের ফাঁদে পড়ে বিবাদে জড়াল এবং টেন্ট থেকে পুরো দল গিয়ে কেন মারামারি করল?  এই প্রশ্নের জবাবে মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, আবাহনীর খেলোয়াড় মিমো আগে আক্রমণ করেছে। সেই আক্রমণের প্রেক্ষিতে আমাদের খেলোয়াড়রা রক্তাক্ত হয়েছে। অথচ আম্পায়ার আমাদের বেশি কার্ড দিয়েছে। হকিতে উত্তেজিত মুহূর্তে খেলোয়াড় জড়ায় সেটি অনেক দিন থেকেই নতুন কিছু নয়। 
বার্সা-রিয়াল এল ক্লাসিকোসহ টিভিতে আজকের খেলা
লা লিগায় আজ (২১ এপ্রিল) বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আইপিএলে আছে দুটি ম্যাচ। এ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচসহ রয়েছে বেশ কিছু খেলা। তৃতীয় টি–টোয়েন্টি  পাকিস্তান–নিউজিল্যান্ড                             রাত ৮টা ৩০ মিনিট, জিও সুপার ও এ স্পোর্টস আইপিএল   কলকাতা নাইট রাইডার্স–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  বিকেল ৪টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস পাঞ্জাব কিংস–গুজরাট টাইটানস                              রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস লা লিগা রিয়াল মাদ্রিদ–বার্সেলোনা    রাত ১টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ এফএ কাপ : সেমিফাইনাল কভেন্ট্রি–ম্যানচেস্টার ইউনাইটেড             রাত ৮টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ এভারটন–নটিংহাম ফরেস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ অ্যাস্টন ভিলা–বোর্নমাউথ রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ ফুলহাম–লিভারপুল               রাত ৯টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ জার্মান বুন্দেসলিগা বরুসিয়া ডর্টমুন্ড–লেভারকুসেন রাত ৯টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, সেটা হোক ফুটবল, ক্রিকেট বা হকি। যার প্রমাণ আরও একবার পাওয়া গেল হকি প্রিমিয়ার লিগে। এদিন ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ে মোহামেডান। এতে আবাহনীকে জয়ী ঘোষণা করে আম্পায়ার। শুক্রবার (১৯ এপ্রিল) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ছয় বছর পর লিগ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যায় তারা। কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে নাখোশ হয়ে খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে দেয় তারা।  সেই তৃতীয় কোয়ার্টারের দুই মিনিট ২৭ সেকেন্ড সময় বাকি থাকতেই বাঁধে বিপত্তি। তার কিছুক্ষণ আগে আবাহনীর পেনাল্টি কর্নার রুখে দেয় মোহামেডান। কিন্তু এরপর যা ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুই দলের খেলোয়াড়রা লিপ্ত হয়ে পড়েন ধাক্কাধাক্কিতে। যা সামলাতে হিমশিম খেতে হয় ম্যাচ অফিসিয়ালদের।   এ সময় মোহামেডানের জুল পিদাউস ও আবাহনীর আফফান ইউসুফকে হলুদ কার্ড দেখান আম্পায়ার। প্রায় মিনিট খানেক বাদে আবাহনীর মো. নাঈমুদ্দিন এবং মোহামেডানের দুই খেলোয়াড় দ্বীন ইসলাম ও তানভীর সিয়ামকে দেখানো হয় লাল কার্ড।  আম্পায়ারের এমন সিদ্ধান্তে বেঁকে বসে মোহামেডান। আবাহনী খেলতে রাজি থাকলেও মাঠের বাইরে চলে যায় সাদা-কালোরা। ম্যাচের আগের দিন হলুদ কার্ডের কারণে রাসেল মাহমুদ জিমির নিষেধাজ্ঞা নিয়ে কম ‘নাটক’ হয়নি।   শেষ পর্যন্ত জিমিকে ছাড়াই খেলতে নামে মোহামেডান। দারুণভাবে প্রত্যাবর্তনের পর ৩-২ গোলে এগিয়ে থেকে শিরোপা জয়ের পথেই ছিল তারা। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত আবাহনীকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেন আম্পায়ার। এই জয়ে আবাহনীর পয়েন্ট হল ৩৭। নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নেওয়া মেরিনার্সের পয়েন্টও একই। তাই বাইলজ অনুযায়ী, শিরোপা নির্ধারণের জন্য প্লে-অফ ম্যাচ খেলার কথা। তবে গুঞ্জন আছে, দুদলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এর আগে ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে আফফান ইউসুফের গোলে এগিয়ে যায় আবাহনী। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুষ্কর খীসা মিমো। এরপর মোহামেডানের হয়ে প্রত্যাবর্তনের গল্প লিখেন মালয়েশিয়ান ফয়সাল বিন সারি। তার হ্যাটট্রিকে ৩-২ গোলে এগিয়ে যায় মোহামেডান। কিন্তু সেই লিড ধরে রাখার চেয়ে মাঠ ছেড়ে যাওয়াকেই উত্তম মনে করছে তারা।
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
এই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য ভয়ে যে কারও হাত-পা ঠান্ডা হয়ে যেতেই পারে। মনে হতেই পারে এটি হলিউড বা বলিউড সিনেমার কোনো দৃশ্য। তবে এই ধারণাটি একেবারেই ভুল। এটি চট্টগ্রামের কাজির দেউরির দুঃসাহসী দুই তরুণ সাজ্জাদ ও মিনহাজের ছুটে চলার গল্প। ছোটবেলা থেকেই পারকোরের নেশায় আসক্ত তারা। নিজ থেকেই দীর্ঘ ৭ থেকে ৮ বছর অনুশীলনের ফলে আজ তারা অনায়াসে পাড়ি দিতে পারে যেকোনো দুর্গম পথ। ‘সাজ্জাদ অ্যান্ড মিনহাজ’ নামে একটি পেজে টেম্পল রান, ক্রেজি থিফ চেইসিং, এস্কেইপ বিল্ডিং, সাবওয়ে সার্ফারের মতো থিমে নিজেদের পারকোর ভিডিও আপলোড করে ব্যাপক সাড়া ফেলেছে তারা। তবে এই পথ চলার গল্পটা ততটা সহজ ছিল না। শুরুতে তাদের শুনতে হয়েছে মানুষের কটুকথা। ছিল পরিবারের বাধাও। তবে এখন তারাই বাহবা দিচ্ছে পারকোর বয়েজদের। মিনহাজের ভাষ্য, ছোটবেলা থেকেই পরিবারের পক্ষ থেকে বাধা ছিল। মারধরও করতো। বলতো, এটা রিস্কের ব্যাপার। শুরুর দিকে পরিবার থেকে সাপোর্ট পেতাম না। এখন মোটামুটি সাপোর্ট পাচ্ছি। ‘সাজ্জাদ অ্যান্ড মিনহাজ’ নাম দিয়ে একটি পেজ খুলে নিজেদের পারকোরের ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিও আপলোড করে তারা। এরপর রাতারাতি সেটাতে ১৮ লাখ মানুষের ভিউ পড়ে। প্রচলিত ভাষায় যেটাকে বলা যায় ‘ভাইরাল হওয়া’। বাংলাদেশে ভিন্নধর্মী এই খেলা ছিল একেবারেই নতুন কিছু। মানুষের সাধুবাদ তাদের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। সাজ্জাজের মন্তব্য, কার্টুন থেকেই আমার মধ্যে আগ্রহ জাগে। আমিও চেষ্টা করব। কার্টুন থেকে অনুপ্রাণিত হয়েই এই জগতে আসা। আন্তর্জাতিক পারকোরে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন সাজ্জাদ- মিনহাজ জুটি। তবে অনুশীলন সরঞ্জাম ও প্লে-গ্রাউন্ডের অভাবসহ নানা সীমাবদ্ধতায় তাদের স্বপ্নের এই যাত্রাটা বেশ কঠিন। পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে অবশ্য বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা মেলে ধরা সম্ভব বলে মত এই দুই তরুণের।  
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ (২০ এপ্রিল) মাঠে নামবে পাকিস্তান। অন্যদিকে রাতে এফএ কাপ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। এ ছাড়াও বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল ফর্টিস এফসি–বসুন্ধরা কিংস বিকেল ৩টা, টি স্পোর্টস দ্বিতীয় টি–টোয়েন্টি  পাকিস্তান–নিউজিল্যান্ড  রাত ৮টা ৩০ মিনিট, এ স্পোর্টস ও জিও সুপার আইপিএল   দিল্লি ক্যাপিটালস–সানরাইজার্স হায়দরাবাদ               রাত ৮টা, স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস ও গাজী টিভি এফএ কাপ : সেমিফাইনাল                                   ম্যানচেস্টার সিটি–চেলসি   রাত ১০টা ১৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ  লুটন টাউন–ব্রেন্টফোর্ড  রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ উলভারহ্যাম্পটন–আর্সেনাল  রাত ১২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা   জিরোনা–কাদিজ    রাত ১টা, র‍্যাবিটহোল জার্মান বুন্দেসলিগা  ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ   রাত ১০–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫