তাইওয়ানে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশগ্রহণ করে বাজিমাত করেছেন বিকেএসপির অ্যাথলেট তামিম হোসেন। ট্রিপল জাম্পে ১৪.৭৭ মি. লাফিয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি।
এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে ৪ জন বালক ও বালিকা। ৪০০ মিটার স্প্রিন্টে হাফিজুর রহমান সেমিফাইনালে উঠেছেন। ১০০ মিটার নারী স্প্রিন্টে সুমাইয়া আক্তারও উঠেছেন সেমিফাইনালে।
তাইওয়ানে বিকেএসপি দলের কোচ হিসেবে রয়েছেন ফৌজিয়া হুদা জুই ও শাহাদাত হোসেন ভূঁইয়া। তাইওয়ান থেকে জুই জানান, ইতোমধ্যে একজন স্বর্ণ জিতেছে। পরের ধাপে উত্তীর্ণ হয়েছে দুই জন। ভালো ফলাফলের প্রত্যাশা করছি।
প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করছে মালয়েশিয়া, শ্রীলংকা, সিঙ্গাপুর ও স্বাগতিক তাইওয়ানের অ্যাথলেটরা।
গত ৩ নভেম্বর রাতে তাইওয়ানে যাত্রা করে বিকেএসপি দলটি। প্রতিযোগিতাটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিকেএসপির।
আরটিভি/এসআর