• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
বিশ্ব সাঁতারে রাফির টাইমিংয়ে উন্নতি
দাবাড়ু রানী হামিদ পেলেন বেগম রোকেয়া পদক
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে থাকে। এ বছর জাতীয় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক পেয়েছেন কিংবদন্তি দাবাড়ু ও ‘দাবার রানি’ খ্যাত রানী হামিদ।  সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বর্ষীয়ান দাবাড়ু রানী হামিদের অনুপস্থিতিতে তার ছেলে জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ এই পদক গ্রহণ করেন। সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছে সরকার।  বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। আরটিভি/এমএম/এস
২০২৫ শিক্ষাবর্ষে বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
নারী জুনিয়র এশিয়া কাপ হকি / চীনের কাছে ১৯ গোলে হারল বাংলাদেশ 
২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
যুব হকি দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া পরিষদের
অস্ট্রেলিয়া-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) গ্লোবাল সুপার লিগে লাহোরের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এছাড়া অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। এ ছাড়াও বেশকয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে টিভিতে। ক্রিকেট ওয়েলিংটন টেস্ট-১ম দিন নিউজিল্যান্ড-ইংল্যান্ড ভোর ৪টা, সনি স্পোর্টস ২ গ্লোবাল সুপার লিগ লাহোর-রংপুর রাইডার্স ভোর ৫টা, টি স্পোর্টস অ্যাডিলেড টেস্ট-১ম দিন অস্ট্রেলিয়া-ভারত সকাল ১০টা, স্টার স্পোর্টস ১ অ-১৯ এশিয়া কাপ ভারত-শ্রীলঙ্কা বেলা ১১টা, সনি স্পোর্টস ৫ পোর্ট এলিজাবেথ টেস্ট-২য় দিন দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা বেলা ২টা, স্পোর্টস ১৮-১ ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল মোহামেডান-বসুন্ধরা বেলা ২-৩০ মি., টি স্পোর্টস আরটিভি/কেএইচ
যুব হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ যুব হকি দল। যুবাদের এই অর্জনের সম্মানে ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিমানবন্দরে এসে পৌঁছায় যুবারা। বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাদের বিমানবন্দরে প্রাথমিক সংবর্ধনা পর্ব শেষ করার পর বিমানবাহিনীর ফ্যালকন হলে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেন। ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে মঙ্গলবার (৩ ডিসেম্বর) থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ হকি জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।   যুব হকি বিশ্বকাপ গড়াবে ২০২৫ সালের ডিসেম্বরে। হাতে রয়েছে প্রায় এক বছরেরও বেশি সময়। তাই কোচিং স্টাফদের ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়ে হকি ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খান বলেন, ‘টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তারা আমাদের উপদেশ দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। প্রয়োজন হলে বাইরে থেকে কোচ নিয়ে আসবো। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত। টেকনিক্যাল থেকে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলা। অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। ওদের সঙ্গে কমপ্লিট করতে হলে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে।’ নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের দল। শিরোপার দিকে এখনই নজর দিচ্ছেন না সভাপতি। তিনি বলেন, ‘সেরাটাই আমরা চেষ্টা করব। প্রথম বিশ্বকাপে শিরোপার আশা করাটা বেশি হয়ে যাবে। আমরা চেষ্টা করব যেন আস্তে আস্তে ভালো করতে পারি। প্রথমবারের মতো এটা একটা পরীক্ষামূলক বিষয় হবে। দেখি আমাদের ছেলেরা কেমন করে। তবে এক বছরের নতুন সময় এটা অনেক সময়। আমি এটাকে কোনভাবে কম বলবো না। আমরা নিজেদের সেরাটা দিয়ে তাদেরকে প্রস্তুত করার চেষ্টা করব।’ পিছনের ব্যর্থতাকে মনে না এনে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে বিমানবাহিনীর প্রধান বলেন, ‘আমি ইতিহাস বিশ্লেষণ করে সময় নষ্ট করি না, আমি ফ্রেশ স্টার্ট করি। ছেলেরা আমাদের দারুণ একটি সুযোগ করে দিয়েছে। যেন আমরা নতুন করে এগিয়ে যেতে পারি সেই সুযোগটা কাজে লাগাবো। ফেডারেশনের সহযোগিতায় আমরা অবশ্যই এটা চেষ্টা করব।’ নিজেদের দুর্বলতা স্বীকার করে হকি ফেডারেশনের সভাপতি বলেন, ‘হকিতে এই মুহূর্তে যেমন ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার সেটা একটু দুর্বল। তবে সেটা দূর করতে আমরা চেষ্টা করব। বারবারই বলেছি আমাদের মেইন যারা তারা হচ্ছে আমাদের খেলোয়াড়, তাদেরকে আমাদের ঠিক রাখতে হবে। তারা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি আমরা ভালো করতে পারবো। হকি ফেডারেশনে আগে যে বাধা ছিল, তা এখন আর নেই। আমাদের এখন একটাই চিন্তা হকির উন্নতি।’ আরটিভি/এমএম  
ম্যারাথনে ৭২ লাখ টাকা পুরস্কার ঘোষণা
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ম্যারাথন। আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর জলসিড়িতে ম্যারাথন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের মধ্যে ৯৩ জয়ী ব্যক্তিকে সর্বমোট ৭২ লাখ ৯০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিলো বিওএ।  বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নতুন সভাপতির দ্বায়িত্ব নেয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এই ঘোষণা দিলেন। গত ১৬ নভেম্বর বিওএতে অনুষ্ঠিত সেনা প্রধানের প্রথম সভায় ম্যারাথন আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন।  মহাসচিব বলেন, সভাপতির নির্দেশনায় বিওএ প্রথমবার ম্যারাথন আয়োজন করছে। নারী-পুরুষ মিলিয়ে এই ম্যারাথনে প্রায় ৫ হাজার প্রতিযোগী অংশ নেবেন। সাধারণ জনগণের শরীর চর্চা ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে এই আয়োজন। বিওএ’র বছরে অন্তত ২ বার এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুইটি ভাগে ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। যেখানে বিওএ ম্যারাথনের দূরত্ব ১০ কিলোমিটার রেস ও হাফ ম্যারাথনে প্রতিযোগীদের ২১.১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা ভেটেরান ক্যাটাগরিতে দৌড়াবেন। যারা পেশাদার এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তারা এলিট বিভাগের অন্তর্ভুক্ত। এছাড়া ১৮-৫০ বছর পর্যন্ত সাধারণ একটি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারী দেড় থেকে দুই লাখ টাকা আর্থিক পুরস্কার পাবেন। ২০তম হয়েও ২০ হাজার টাকা পাওয়ার সুযোগ আছে। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর আয়োজনে এত আর্থিক পুরস্কার থাকে না।  বিওএ সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, বিওএ ম্যারাথনকে আকর্ষণীয় করতে এমন পুরস্কার। এবার ছোট করে আয়োজন করলেও আগামীতে আরও বড় পরিসরে বিদেশিদের অংশগ্রহণে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ক্রীড়াঙ্গনের শীর্ষ সংস্থা হিসেবে বিওএ ম্যারাথনকে একটি ছকে আনতে চায়। কোন সময় কোন ম্যারাথন অনুষ্ঠিত হবে এ রকম একটা সূচি হওয়া দরকার। আমরা আগামীতে সমন্বয়ের চেষ্টা করব। আরটিভি/এমএম/এসআর
বিশ্বকাপে সুযোগ পাওয়ায় হকি দলকে বিমানবাহিনী প্রধানের অভিনন্দন
হকি জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ হকি দল সুযোগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান। ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে মঙ্গলবার (৩ ডিসেম্বর) থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ হকি জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, যা বাংলাদেশ হকি দলের জন্য অবিস্মরণীয় মাইলফলক।  উল্লেখ্য, দেশের ক্রান্তিকালেও হকি ফেডারেশনের সভাপতি তার ঐকান্তিক প্রচেষ্টায় আর্থিক সংকট দূর করে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে পুরুষ ও নারী হকি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। খেলোয়াড়দের জন্য তিনি উপযুক্ত কোচ, উন্নতমানের সাজ-সরঞ্জাম, ট্রেনিং জার্সি ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন, যা তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।  এ ছাড়াও হাসান মাহমুদ খাঁন হকি দলের প্রশিক্ষণের ঘাটতি পূরণের লক্ষ্যে যথাসময়ে উন্নত ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করেছেন এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর হকি দলের সঙ্গে উল্লেখ যোগ্য প্রস্তুতি ম্যাচের আয়োজন করেন।  এর ফলে বাংলাদেশ হকি দলের খেলোয়াড়গণ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করতে সক্ষম হন। এ ছাড়াও হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হকি দল ওমানে যাওয়ার পূর্বে খেলোয়াড়দের অনুপ্রেরণা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হকির উন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টা ও কর্মদক্ষতায় বাংলাদেশ হকি দল আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা যায়। আরটিভি/এফএ/এস
ইতিহাস গড়ে প্রথমবার হকি বিশ্বকাপে বাংলাদেশ
ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাঝের দুই ম্যাচ উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা; যা বাংলাদেশ হকির ইতিহাসে সর্বোচ্চ অর্জন। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলের ব্যবধানে হারিয়ে ন্যূনতম ষষ্ঠ হওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। পঞ্চম হওয়ার জন্য এখন দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যকার দলের মধ্যে একটি দলের বিপক্ষে খেলতে হবে। এদিন ওমানের মাস্কটে বাংলাদেশের দাপট ছিল দেখার মতো। বিল্ডআপ খেলে একের পর এক গোল করেছেন হাসান-জয়রা। ম্যাচ বড় ব্যবধানে জিততে তাদের সেভাবে কোনও বেগই পেতে হয়নি। ম্যাচের তিন মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। মোহাম্মদ জয়ের কোনাকুনি হিটে গোলকিপার পরাস্ত হন। তিন মিনিট পর ব্যবধান হয় দ্বিগুণ। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের জোরালো হিটে গোলকিপার কিছুই করতে পারেননি। আনন্দে মাতে লাল-সবুজ দলের খেলোয়াড়রা। ১৬ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পায়। মোহাম্মদ আব্দুল্লাহ পোস্টের একদম সামনে থেকে আলতো পুশে জড়িয়ে দেন পোস্টে।  থাইরা মাঝে মধ্যে আক্রমণে উঠে গোল করতে চেষ্টা করে। তবে ৬০ মিনিটের ম্যাচে দুই গোলের বেশি করতে পারেনি। গোলকিপার নয়ন আজও দারুণ খেলেছেন। এ ছাড়া রক্ষণভাগও দিয়েছে পরীক্ষা। ৩০ মিনিটে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে এক গোল করতে সমর্থ হয়। টানা দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে চুয়েমকে কৃস্টানা গড়ানো হিটে ব্যবধান কমান। তৃতীয় কোয়ার্টারের চার মিনিট পর আবারও গোলের ধারায় ফেরে বাংলাদেশ। সতীর্থের পাসে মোহাম্মদ হাসান রিভার্স হিটে জাল কাঁপান। ৩৫ মিনিটে আবার থাইদের দাপট। পেনাল্টি কর্নার থেকে ফুমি কৃষ্টানা দারুণ এক হিটে স্কোরলাইন ৪-২ করেন। দুই মিনিট পর পঞ্চম গোল করেন মোহাম্মদ খান।  ৩৯ মিনিটে হয়েছে ষষ্ঠ গোল। মোহাম্মদ জয় রিভার্স হিটে দলকে ষষ্ঠ গোল এনে দেন। ৪৮ মিনিটে আক্রমণ থেকে মোহাম্মদ আব্দুল্লাহ সপ্তম গোল করে দলকে বড় জয় এনে দিতে সহায়তা করেন। আরটিভি নিউজ/এসআর
স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই
২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন। এবার চিরতরে হারিয়ে গেলেন সাবেক এই তারকা শুটার। সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাদিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সতীর্থ শুটার ও ফেডারেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা। কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।  ক্রীড়াঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর কারণটি এখনও নিশ্চিত করা যায়নি। তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ জানিয়েছেন, ‘আমরা চট্টগ্রামে শুটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, সাদিয়া আর নেই। এর বেশি কিছু বলতে পারেনি। হাসপাতালে গিয়ে তারাও বিস্তারিত জানবে।’ বিসিবির সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আলমগীর জানান, চট্টগ্রাম শহরেই হামজারবাগস্থ মোমিনবাগ অনিবার্ণ ক্লাব প্রাঙ্গণে রাত ৮টা দিকে কৃতী শুটার সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।  আরটিভি/এমএম/এসআর-টি
মালয়েশিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো যুবারা
যুব এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার সঙ্গে ড্র করে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা।  শনিবার (৩০ নভেম্বর) তৃতীয় ম্যাচে যুবারা ২-২ গোলে ড্র করেছে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে। ২ মিনিটে দানিশ দানিয়ালের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। ২৭ মিনিটে পেনাল্টি কর্নারে সেই গোল শোধ করেন আমিরুল ইসলাম। ৩৬ মিনিটে মোহাম্মদ হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়েও যায়; কিন্তু অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। চার মিনিট পর সমতায় ফেরে মালয়েশিয়া। মোহাম্মদ নরিজাম পেনাল্টি কর্নার থেকে ২-২ করেন। এই ১ পয়েন্ট বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোববার গ্রুপের চতুর্থ ও শেষ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনকে হারাতে পারলে বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। ড্র করলেও ভালো সম্ভাবনা থাকবে। তথ্যসূত্র বলছে, হকিতে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে এশিয়া থেকে ৭টি দল খেলবে। স্বাগতিক ভারতসহ আরও ছয়টি দল খেলবে এতে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি ৬ দলের মধ্যে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে। ১০ দল নিয়ে ছেলেদের বিভাগে খেলা শুরু হয়েছে ২২ নভেম্বর। প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। যদিও তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে বিশ্বকাপে যাওয়ার সুযোগ ধরে রেখেছে। এ বিষয়ে বাংলাদেশ কোচ মওদুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে যাবে বলেই আমি বিশ্বাস করি। আজ রকি স্ট্রোক মিস করেছে। তবে জেতার মতোই খেলেছি আমরা। আমি খুবই খুশি। চীনের সঙ্গে জিতলে আমাদের পয়েন্ট হবে ৭। চীনের সঙ্গে ড্র করলেও আমরা গ্রুপে তৃতীয় হব। ফলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে যুব বিশ্বকাপে খেলার।’ আরটিভি/এমকে