• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
সিরিয়া যুদ্ধ থেকে দূরে থাকুন: ইরাকের প্রধানমন্ত্রীকে বিদ্রোহী নেতা জোলানি
কঙ্গোয় ‘অজ্ঞাত রোগে’ ৭৯ তরুণের মৃত্যু
জ্বর, সর্দি-কাশি, কফ, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গ নিয়ে কঙ্গোয় অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে ‘অজ্ঞাত রোগে’ মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। তারা কোনো ভাইরাসে সংক্রমিত কিংবা রোগে আক্রান্ত ছিলেন কিনা, তা বলতে পারছে না কঙ্গোর সরকার।  কয়েক বছর ধরেই ইবোলা সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কঙ্গোতে জ্বর, সর্দি, কাশি, কফ, শ্বাসকষ্ট, মাথাব্যথার মতো উপসর্গে আক্রান্ত আরও ৩০০ জনের বেশি মানুষ চিকিৎসকের কাছে এসেছেন। রয়টার্সকে দেশটির নাগরিক সমাজের নেতা সেপোরিয়েন মানজানজা বলেন, পরিস্থিতি উদ্বেগ ছড়িয়েছে। এমন নানা উপসর্গে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আক্রান্ত প্রত্যন্ত এলাকায় ঠিকমতো ওষুধ পৌছানো যাচ্ছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কঙ্গোর সরকার।  তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আক্রান্ত এলাকাগুলো থেকে নমুনা সংগ্রহের জন্য চিকিৎসা দল পাঠিয়েছে। আরটিভি/কেএইচ
সেনেগালের কৃষি-ইনফ্লুয়েন্সার
জেলে বসেই কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি
হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি
নীলনদ উপত্যকায় মিললো সাড়ে তিন হাজার বছর আগের কুকুর
মিশরের দ্য গ্রেট পিরামিডের চূড়ায় কুকুর
বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরে গিজা জেলার দ্য গ্রেট পিরামিড। ছোট বড় ছয়টি পিড়ামিডের মধ্যে কুফু নামের পিড়ামিড সবচেয়ে বড় ও উঁচু। এসব পিরামিডে ওঠা নিষিদ্ধ বা ওঠার ব্যবস্থা নেই বলে ওপরের দৃশ্য দেখার একমাত্র উপায় হলো প্যারাগ্লাইডিং। গত সোমবার (১৪ অক্টোবর) অ্যালেক্স ল্যাং নামের এক পর্যটক যখন প্যারাগ্লাইডারে চড়ে ৪৫০০ বছরের পুরনো দ্য গ্রেট পিরামিডের ওপরের দৃশ্য উপভোগ করছিলেন, ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ল, পিরামিডের এক কোনায় কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে লক্ষ করে দেখেন, পিরামিডের একেবারে ওপরে একটি কুকুর পাখি দেখে ঘেউ ঘেউ করছে, আর তখনেই তার সাথে থাকা ক্যামেরা দিয়ে বন্দি করেন সেই দৃশ্য। পিরামিডের ওপরের অপ্রত্যাশিত এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে। কারণ, গ্রেট পিরামিডের সংরক্ষণ ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে পর্যটকদের পিরামিডের ওপর ওঠা কঠোরভাবে নিষিদ্ধ। মনে হচ্ছে, কারও সহযোগিতা ছাড়াই কুকুরটি পিরামিডের চূড়ায় উঠেছে।  এই কুকুর পিরামিডের এত উঁচুতে কীভাবে উঠল সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে, মঙ্গলবার বিকেলের দিকে কুকুরটি নিরাপদে গ্রেট পিরামিডের নিচে নেমে এসেছে।   মিশরের গিজার প্রাচীন গ্রেট পিরামিড নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের কমতি নেই। ফারাও রাজা খুফুর রাজত্বকালে খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬৫ সালের মধ্যে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। গিজার তিনটি অসাধারণ পিরামিডের মধ্যে এটিই সবচেয়ে বড়। গ্রেট পিরামিড ইউনেসকোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য। আরটিভি/ডিসিএনই
মিশরে বাস দুর্ঘটনায় ১২ মেডিকেল শিক্ষার্থী নিহত, আহত ৩৩
মিশরের আল-জালালা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস চলন্ত অবস্থায় উল্টে গিয়ে অন্তত ১২ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ শিক্ষার্থী।  সোমবার (১৪ অক্টোবর) উত্তর-পূর্ব মিশরের জালালা মহাসড়কে বাসটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ।  ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদিনের ক্লাস শেষ করে সন্ধায় বাসে করে সুইজ-জালালা মহাসড়ক দিয়ে আইনে সুখনা রিসোর্টে তাদের ডরমেটরিতে ফিরছিলেন।  বাসটি আল-জালালা হাইওয়ের একটি নির্দিষ্ট পয়েন্টের কাছে আসার সাথে সাথে গাড়ির গতি অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় চালক বাসের নিয়ন্ত্রণ হারালে পরপর তিনবার বাসটি উল্টে যায়। এসময় কিছু শিক্ষার্থী বাস থেকে পড়ে যায় এবং বিধ্বস্ত বাসটির নিচে চাঁপা পরে মৃত্যু ভরন করে। এসময় আহতদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। মিশরের পত্রিকা মাসর-ঈল- ইয়ুম জানায়,  দুর্ঘটনার পরপরেই ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত সুয়েজ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল-গাফফার এবং উচ্চ শিক্ষা মন্ত্রী আয়মান আশুর শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।   পরিবহন নিরাপত্তার মান ভালো না হওয়ায় প্রতি বছর মিশরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার প্রাণ যায়। এই দুর্ঘটনার পেছনে গতি, খারাপ রাস্তাঘাট এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগই দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা।  এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং বাসটির চালককে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি ।   আরটিভি/ ডিসিএনই  
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৭
নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪৭ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক মানুষ। বুধবার (১৬ সেপ্টেম্বর) নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার। শিসু অ্যাডাম বলেন, মঙ্গলবার দিবাগত রাতে জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাংকার উল্টে যায়। দলে দলে মানুষ ওই ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহ করতে আসেন। অনেকে আবার গাড়ি নিয়েও আসেন। এরপর হঠাৎ করে ট্যাংকারটি বিস্ফোরিত হলে এই প্রাণহানির ঘটনা ঘটে।  একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে জ্বালানিবাহী ট্যাংকারটি এক্সপ্রেসওয়েতে উল্টে গিয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এদিকে অনলাইনে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরিত ট্যাংকারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুর্ঘটনাস্থলের চারিদিকে ছড়িয়েছিটিয়ে রয়েছে মরদেহ। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানিয়েছে, ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। আরটিভি/এসএপি-টি
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০
নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।  স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানকার পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণটি ঘটেছে। পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু জানিয়েছেন, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে। আরটিভি/এসএইচএম/এসএ  
জিবুতির উপকূলে নৌকাডুবি, নিহত ৪৫ অভিবাসনপ্রত্যাশী
আফ্রিকার দেশ জিবুতির সমুদ্র উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে অন্তত ৪৫ জন মারা গেছেন৷ জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে৷ নৌকাডুবির ওই ঘটনায় নিখোঁজও রয়েছেন অনেকে৷ ৩০ সেপ্টেম্বর জিবুতির উত্তর-পশ্চিম দিকে খোর আঙ্গার অঞ্চলের সৈকত থেকে প্রায় ১৫০ মিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে জিবুতির কোস্টগার্ড৷ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন থেকে দুইটি নৌকায় ৩১০ জন অভিবাসী রওনা হয়েছিলেন৷ মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ দেয়া এক পোস্টে আইওএম বলেছে, এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সংস্থাটি কাজ করছে বলেও জানানো হয়েছে৷ এদিকে জিবুতির কোস্টগার্ড জানায়, নৌকাডুবির পরপরই ফরাসি নৌবাহিনীর সহায়তায় যৌথ উদ্ধার অভিযান শুরু করা হয়৷ এতে এ পর্যন্ত ১১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও দারিদ্র্য থেকে পালিয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে পৌঁছাতে চান হর্ন অব আফ্রিকার হাজার হাজার মানুষ৷ এজন্য জীবনের ঝুঁকি নিয়ে লোহিত সাগর পাড়ি দিতে চান তারা৷ এই পথ পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই বিপদের মুখে পড়েন৷ এ বছরের এপ্রিলে জিবুতিতে ওবক শহরের কাছে শিশুসহ অন্তত ৭৭ অভিবাসনপ্রত্যাশীকে বহন করা একটি নৌকা ডুবে ২৪ জন নিহত হন৷ গত দুই সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় নৌকাডুবির ঘটনা৷ এর আগে আগস্টে ইয়েমেনের তায়েজ জেলার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন মারা গেছেন৷ আরটিভি/এএইচ
হাইতিতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫
ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন।  দক্ষিণ হাইতিতে পেট্রোলবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (১৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হাইতির দক্ষিণ উপদ্বীপের একটি রাস্তায় জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরিত হয়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। এ ছাড়া এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও অনেকে। হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল নিপেসের উপকূলীয় শহর মিরাগোয়ানের কাছে এই ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, কিছু গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী গ্যারি কনিল বলেছেন, এটি ভয়ংকর দৃশ্য, যা আমি এইমাত্র প্রত্যক্ষ করেছি। এর আগে তিনি বলেছিলেন, জরুরি দলগুলো ‘গুরুতরভাবে আহতদের জীবন বাঁচাতে’ কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের জন্য সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে, নিপেসের কর্তৃপক্ষ বলেছিল, দুর্ঘটনায় ১৬টি মৃতদেহ সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং আরও ৪০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কেনিয়ায় স্কুলে আগুন লেগে নিহত অন্তত ১৭ শিশু
কেনিয়ার একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে অন্তত ১৭ শিশু প্রাণ হারিয়েছে। মাঝরাতে আগুন লাগার সময় শিশুরা ঘুমিয়ে ছিল৷ শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানী নাইরোবি থেকে ১৭০ কিলোমিটার উত্তরে নেয়েরি কাউন্টির হিলসাইড এনদারাসা অ্যাকাডেমিতে এ ঘটনা ঘটে৷ পুলিশের মুখপাত্র রেসিলা ওনায়াঙ্গো এএফপিকে জানান, , ঐ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮০০ শিক্ষার্থী আছে৷ তাদের বয়স পাঁচ থেকে ১২-র মধ্যে৷ উদ্ধার করা মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে সেগুলোর পরিচয় জানা সম্ভব হয়নি৷ আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা মারাত্মক বলেও জানান তিনি৷ ঘটনাস্থলে পুরোপুরি তদন্ত শেষে আরও মরদেহ পাওয়া যেতে পারে, বলে আশঙ্কা তার৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান পুলিশের ঐ মুখপাত্র৷ তবে তদন্ত শুরু হয়েছে৷ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন৷ কেনিয়ায় অতীতেও স্কুলে আগুন লাগার ঘটনা ঘটেছে৷ ২০১৬ সালে মেয়েদের এক হাইস্কুলে আগুন লেগে নয় শিক্ষার্থী নিহত হয়েছিল৷ নাইরোবির উপকণ্ঠে কিবেরিয়ায় এই দুর্ঘটনা ঘটেছিল৷ ২০০১ সালে একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লাগিয়ে দেওয়া হলে ৬৭ শিক্ষার্থী মারা গিয়েছিল৷ দক্ষিণাঞ্চলের মাচাকস জেলায় এই হামলা হয়েছিল৷ এই ঘটনায় দুই শিক্ষার্থীকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছিল৷