• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট
প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-২০ সম্মেলনে যোগদানের সময় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। ব্রাজিলিয়ান এই শহরের সামারিটানো হাসপাতালে তার অস্বস্তি বা অসুস্থতার চিকিৎসা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পৃথক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বলেছেন, সামান্য অসুস্থতার পর তিনি প্রেসিডেন্ট পেনার সাথে কথা বলেছেন। তিনি আরও বলেন, তিনি (প্রেসিডেন্ট পেনা) ভালো আছেন এবং মেডিকেল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এ বিষয়ে আরও তথ্যের জন্য রয়টার্স ওই হাসপাতালটির সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের সেই অনুরোধে সাড়া দেয়নি। প্রসঙ্গত, গত বছরের মে মাসে প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন সান্তিয়াগো পেনা। এরপর একই বছরের ১৫ আগস্ট পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৪৬ বছর বয়সী সাবেক এই অর্থমন্ত্রী। চলতি সপ্তাহে প্রতিবেশী ব্রাজিলে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। আরটিভি/এফআই-টি
চীনা অর্থায়নে দক্ষিণ আমেরিকায় সমুদ্রবন্দর উদ্বোধন
আদালতের নির্দেশ না মানায় বন্ধ হতে পারে এক্স
মাদুরোকে বিজয়ী ঘোষণা করল ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৬২ আরোহীর সবাই 
মাদুরোর বিরোধীকে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি
বিরোধী দলের প্রার্থী এডমুন্ডো গনজালেসকে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বচনের জয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র৷ গত রোববারের এই নির্বাচনের পর দেশটির ইলেক্টোরাল কাউন্সিল নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করেছিল৷ মাদুরোর এ জয় প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যথেষ্ট প্রমাণাদিতে যুক্তরাষ্ট্রের কাছে, বিশেষ করে ভেনেজুয়েলার মানুষের কাছে এটি পরিষ্কার যে, ২৮ জুলাইয়ের নির্বাচনে এডমুন্ডো গনজালেস বেশিরভাগ ভোট পেয়েছেন৷ ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো ২৮ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বলে দাবি করছেন৷ নির্বাচনের পর দেশটির ইলেক্টোরাল কাউন্সিল নিকোলাস মাদুরো ৫১ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন এমন ঘোষণা দেয়৷ তবে বিরোধী দলগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানায়৷ বিতর্কিত এই নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে৷ বিরোধী দলের দাবি, শতকরা ৯০ ভোটের ফলাফল বলছে, এডমুন্ডো গনজালেস মাদুরোর চেয়ে দ্বিগুণ বেশি ভোট পেয়েছেন৷ নিজেদের দাবির পক্ষে একটি পাবলিক ওয়েবসাইটে ভোটের এই ফলাফলের বিস্তারিত প্রকাশ করে বিরোধীরা৷ অবশ্য সরকারের পক্ষ থেকে প্রতি প্রার্থীর জাতীয় ভোটের মোট ফলাফল প্রকাশ করা হয়েছিল৷ তবে ব্লিংকেনের বিবৃতিতে ওপেক রাষ্ট্র ভেনেজুয়েলার উপর নতুন কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি, যদিও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ব্লিংকেন৷ এদিকে বৃহস্পতিবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ওয়াশিংটন বিতর্কিতএই নির্বাচনকে কেন্দ্র করে ভেনেজুয়েলার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে বলে জানানো হয়৷
প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর জয় ঘোষণায় বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সদ্যসমাপ্ত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জয় ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েছে নাগরিকরা। নির্বাচনকে বিতর্কিত দাবি করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন দেশটির হাজারো মানুষ। এ সময় বিভিন্ন স্লোগান সহকারে প্রেসিডেন্টের বাসভবনের দিকে রওনা হন বিক্ষোভকারীরা। প্রথমে ফ্যালকন রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পূর্বসূরি হুগো শ্যাভেজের একটি মূর্তি বিক্ষোভকারীরা ভেঙে ফেলার পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ভেনেজুয়েলা জুড়ে। খবর বিবিসির। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ের দাবি করেছেন। এর প্রতিবাদে হাজার হাজার ভেনেজুয়েলিয়ান তার প্রাসাদের উদ্দেশে রওনা হয়েছেন। এ সময় তারা স্লোগান দিতে থাকেন, ‘স্বৈরশাসকের পতন চাই।’ প্রসঙ্গত, টানা ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় দেশটির নিকোলাস মাদুরো। এ সময়ে দেশের অর্থনৈতিক সংকট ঘিরে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। দেশটির রাজধানী কারাকাসের অন্যতম দরিদ্র অংশ পেটারে এলাকায় বিক্ষোভকারীরা মাদুরোর বিরুদ্ধে স্লোগান দেন। সেসময় কিছু মুখোশধারী যুবক বর্তমান প্রেসিডেন্টের পোস্টার ছিঁড়ে ফেলেন। অনেকে স্লোগান দিতে থাকেন, ‘পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই সরকারের পতন হতে চলেছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার রাজধানীজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা টিয়ার গ্যাস ছোড়েন। এমনকি, মাদুরোপন্থি আধাসামরিক গোষ্ঠীগুলোও বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে বলে জানা গেছে। গত সোমবার (২৯ জুলাই) ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই) আনুষ্ঠানিকভাবে মাদুরোর জয় নিশ্চিত করে। সিএনই ‍মূলত মাদুরোর অনুগতদের দ্বারা নিয়ন্ত্রিত। তাদের বিরুদ্ধে অভিযোগ, এবারের নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রের সবকটি থেকে ট্যালি প্রকাশ করা হয়নি। মূলত এর ফলেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে ও জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি, তারা ভোট গণনার যে তথ্য সংগ্রহ করেছেন, তাতে দেখা গেছে যে অ্যাডমুন্ড গনজালেস মাদুরোকে পরাজিত করছেন। সোমবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন, তার জোট ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়েছে। একটি অনলাইন ডাটাবেজে এ তথ্য তালিকাভুক্তও করা হয়েছে।    
নির্বাচনে জালিয়াতির প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ, মৃত ১১
ভেনেজুয়েলা-জুড়ে প্রতিবাদ চলছে। প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে রাস্তায় নেমেছেন মানুষ। সংঘর্ষে মৃত ১১। মৃতদের মধ্যে দুইজন কিশোরও আছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সাতশ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দল ভোলানটাড পপুলার জানিয়েছে, তাদের জাতীয় আহ্বায়ক ফ্রেডি সুপারলানোকে আটক করা হয়েছে। ভেনটে ভেনেজুয়েলার প্রবীণ নেতা রিকার্ডো এস্তেভেজকেও আটক করা হয়েছে বলে তার দল জানিয়েছে। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব জানিয়েছেন, অন্ততপক্ষে দুইজন নিরাপত্তারক্ষী মরা গেছেন। ৪৮ জন পুলিশ ও সেনা অফিসার আহত হয়েছেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভ নিয়ে যা জানা গেছে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল(সিএনই) রোববার ঘোষণা করে প্রেসিডেন্ট মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে জিতেোছেন। তিনি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। এরপরই বিক্ষোভ শুরু হয়ে যায়। বিরোধীদের দাবি, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালভেস উরুতিয়া যে জিতেছেন তার প্রমাণ তাদের কাছে আছে। ৭৩ শতাংশ ভোট যখন গণনা হয়েছিল, তখন বিরোধী প্রার্থী প্রচুর ভোটের ব্যবধানে জিতছিলেন বলে তাদের দাবি। গঞ্জালভেস বলেছেন, আমাদের কাছে ভোটের যে রিপোর্ট আছে, তা দেখাচ্ছে যে আমিই জিতেছি। এরপর বিরোধী সমর্থক ও সদস্যরা রাস্তায় নেমে আসেন। কিছু বিরোধী কর্মী রাস্তা অবরোধ করেন। পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও জমায়েত হন। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চায়। মাদুরোর পূর্বসূরি ও তার মেন্টর হুগোর একটি মূর্তি ভেঙে রাস্তায় নিয়ে এসে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। একজন বিক্ষোভকারী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ''আমরা পরিবর্তন চাই। এই সরকারকে নিয়ে আমরা পরিশ্রান্ত। আমরা স্বাধীন ভেনেজুয়েলা চাই। আমরা চাই, আমাদের পরিবার এখানে ফিরে আসুক। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার এক তৃতীয়াংশ মানুষ দেশের বাইরে চলে গেছেন। বিক্ষোভকারী সেই প্রসঙ্গই তুলেছেন।'' আরেকজন বিক্ষোভকারী জানিয়েছেন, আমরা দেশের গণতন্ত্রের জন্য লড়াই করব। আমাদের কাছ থেকে ভোট চুরি করা হয়েছে। সংবাদপত্রের রিপোর্ট বলছে, পুলিশ ও আধা সামরিক বাহিনী কড়া হাতে বিক্ষোভের মোকাবিলা করার চেষ্টা করেছে। প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, আমরা এই চিত্রনাট্য আগেও দেখেছি। নিরাপত্তা বাহিনী শান্তিরক্ষা করবে। অতি-বামেরা যে সহিংসতা করছে তার ওপর নজর রাখা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন,স্বৈরাচারী ও অতি-বামেরা বিদ্রোহ করতে চাইছে। তা সফল হবে না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনেক দেশই ভেনেজুয়েলাকে বলেছে, তারা যেন ভোটাভুটির পুরো বিবরণ প্রকাশ করে। কে কত ভোট পেয়েছেন তা জানায়। অ্যামেরিকা জানিয়েছে, পুরো প্রক্রিয়াটা অস্বচ্ছ। তাই ভেনেজুয়েলার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হবে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন, নির্বাচনের বিস্তারিত ফলাফল প্রকাশ করতে হবে। পেরু ঘোষণা করেছে, তারা গঞ্জালভেসকেই ভেনেজুয়েলার ন্যায্য প্রেসিডেন্ট বলে মনে করে। কোস্টারিকা বিরোধী নেতাদের রাজনৈতিক আশ্রয় দিতে চেয়েছে। পানামা ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে। ভেনেজুয়েলাও সাতটি ল্যাটিন অ্যামেরিকার দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছে।
ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে আবারও প্রেসিডেন্ট মাদুরো
ভেনেজুয়েলায় টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো। যদিও ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে ফলাফলকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে মাদুরোর মূল প্রতিদ্বন্দ্বী অ্যাডমুন্ড গনজালেস। এ নিয়ে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।  বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, দেশটির ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) প্রধান ও মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এলভিস আমরোসো জানিয়েছেন, ৮০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে- মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। বলা হচ্ছিল এবারের নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বেন গত ২৫ বছর দেশটির ক্ষমতায় থাকা মাদুরোর দল। তার মধ্যে টানা ১১ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মাদুরো। তবে এবার তার মূল প্রতিদ্বন্দ্বী অ্যাডমুন্ড গনজালেস ব্যাপক সমর্থন টানতে পেরেছিলেন। তিনি নির্বাচনের আগে হওয়া প্রায় সব জনমত জরিপে এগিয়ে ছিলেন। তারপরও যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখবেন বলে ঘোষণা দিয়েছিলেন মাদুরো। নিজ দেশের নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ দাবি করে মাদুরো বলেছিলেন, এবার যদি তিনি নির্বাচিত না হন, তাহলে ‘রক্তগঙ্গা’ বয়ে যাবে। বিবিসির জানায়, ভোট গণনায় যাতে কোনো কারচুপি না হয়, সেটা নিশ্চিত করতে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে হাজার হাজার ‘সাক্ষী’ মোতায়েন করেছিল। কিন্তু তাদেরকে ভোটকেন্দ্র ত্যাগ করতে বাধ্য করা হয় বলে দাবি করেছেন প্রতিদ্বন্দ্বী গনজালেসের নেতৃত্বাধীন জোটের মুখপাত্র। অনেকের দাবি, ক্ষমতায় দীর্ঘদিন থাকার সুযোগে নির্বাহী বিভাগের পাশাপাশি আইন ও বিচার বিভাগের ওপর একক নিয়ন্ত্রণ অর্জন করেছে মাদুরোর দল। সেই প্রভাবেই নির্বাচন উতরে গেছে দলটি। দেশটির আইন অনুসারে, নির্বাচনে ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবহার করে ভোট হয়। তবে প্রতিটি ভোটের জন্য একটি কাগজের রসিদও প্রিন্ট করা হয়, যা পরে ব্যালট বাক্সে রাখা হয়। সেই ব্যালট গণনা করতে দলগুলো প্রতিটি ভোটকেন্দ্রে সাক্ষী নিয়োগ দিতে পারবে। গেল নির্বাচনে বিরোধীদের রসিদ গণনার কাজে বাধা দেওয়া হয়েছে দাবি করে বলা হয়, মুদ্রিত রসিদের এক তৃতীয়াংশেরও কম অংশ সাক্ষীদের সামনে আনা হয়েছে।
অ্যামাজনে গত ছয় মাসে রেকর্ডসংখ্যক দাবানল
জলবায়ু পরিবর্তনের ফলে অ্যামাজনে গত ছয় মাসে রেকর্ডসংখ্যক দাবানল জ্বলেছে। খরার কবলে পড়েছে অ্যামাজন। সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, অ্যামাজনে ২০২৪ সালের প্রথম ছয় মাসে গতবছরের তুলনায় ৬২ শতাংশ বেশি দাবানল হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস রিসার্চের তথ্য বলছে, বছরের প্রথমার্ধে ১৩ হাজার ৪৮৯টি দাবানলের কবলে পড়েছে অ্যামাজন। ১৯৯৬ সাল থেকে এই রেকর্ড রাখা হচ্ছে। সেখানে দেখা গেছে, ২০০৩ ও ২০০৪ সালে বছরের প্রথম ছয় মাসে অ্যামাজনে বেশি করে দাবানলের কবলে পড়েছে। প্যানটানল ওয়াটারল্যান্ডসে এবার তিন হাজার ৫৪৮টি দাবানল সহ্য করতে হয়েছে, যা গতবছরের তুলনায় দুই হাজার গুণ বেশি। সেরাডো-কে ১৩ হাজার ২২৯টি দাবানলের মুখে পড়তে হয়েছে। বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এত বেশি দাবানলের কবলে পড়েছে ব্রাজিল। গ্রিনপিস ব্রাজিলের মুখপাত্র রোমুলো বাতিস্তা বলেছেন, বৃষ্টি হচ্ছে না বলে অ্যামাজনের এই অবস্থা। শুকনো আবহাওয়ার কারণে গাছপালা শুকিয়ে গেছে। ফলে সেখানে আগুন দ্রুত ছড়াচ্ছে। প্যানটানলের মতো জলা জায়গা, যা জাগুয়ার, কুমির ও উদ্বিড়ালের জন্য বিখ্যাত, সেখানেও প্রবল খরা হয়েছে। ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭০ বছরে এত খারাপ অবস্থা আর হয়নি। জলবায়ু পরিবর্তন এবং শক্তিশালী এল নিনোর ফলে এই ভয়ংকর অবস্থা দেখা দিয়েছে।
‘স্বর্গে জমি’ বিক্রি চলছে, প্রতি বর্গমিটার সাড়ে ১১ হাজার টাকা!
বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার মেনে স্বর্গ পাওয়ার চেষ্টা করছেন। তবে এবার সেই স্বর্গেই প্লট বিক্রির খবর পাওয়া গেল। যেখানে প্রতি বর্গমিটার জায়গা বিক্রি হচ্ছে ১০০ ডলারে (বাংলাদেশেই মুদ্রায় ১১ হাজার ৭৬৩ টাকা)। এমন অদ্ভুত ধরনের অফার দিয়েছে মেক্সিকোর একটি গির্জা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে মেক্সিকোর ওই গির্জার খবরটি ছড়িয়ে পড়ে। এই খবরটি মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। জানা গেছে, মেক্সিকোর ইগ্লেসিয়া দেল ফাইনাল দে লস টিমপোস গির্জা স্বর্গে প্লট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জমির চুক্তির মাধ্যমে কোটি কোটি ডলার সংগ্রহ করেছে। তবে শেষ পর্যন্ত জানা গেছে, প্রতারক ধর্মপ্রচারকদের বিরুদ্ধে তাদের এই প্রচার। এই গির্জার পেজগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। ইগ্লেসিয়া দেল ফাইনাল দে লস টিমপোস গির্জার পক্ষ থেকে বলা হয়, স্বর্গে প্রতি বর্গমিটার জমি পাওয়া যাচ্ছে ১০০ ডলারে। একজন ক্রেতা আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পেসহ বিভিন্নভাবে লেনদেন করতে পারবেন। মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই গির্জার যাজক ২০১৭ সালে ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন। তিনি তাকে জমি বিক্রির নির্দেশ দিয়েছেন। এ খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এক ব্যবহারকারী লেখেন, ‘আমি আশা করি একজন যাজক আমার কাছে স্বর্গে কিছু জমি বিক্রি করার চেষ্টা করবেন।’ আরেকজন লেখেন, ‘আমার জানা দরকার কে কিনছে। আমি তাদের জানাতে চাই যে, আমি স্বর্গে জমি কম দামে বিক্রি করছি।’
ভেনেজুয়েলায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ জুন) জার্মান রিসার্স সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৯৩ কিলোমিটার গভীরে। তবে এতে হতাহত ও ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৮৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি আঘাত হানার পর দুলতে থাকা স্থাপনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা।