• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo
আদালতের নির্দেশ না মানায় বন্ধ হতে পারে এক্স
মাদুরোকে বিজয়ী ঘোষণা করল ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট
ভেনিজুয়েলায় ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়৷ দেশটির নির্বাচন কমিশন সিএনই বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছিল৷ তবে সাইবার হামলার শিকার হওয়ার দাবি করে মাদুরো কত শতাংশ ভোট পেয়েছেন, তা প্রকাশ করেনি সিএনই৷ নির্বাচনী পর্যবেক্ষকদের অভিযোগ, ভোটের ফল যেন প্রকাশ করতে না হয় সেজন্য সাইবার হামলার অজুহাত দেখানো হয়েছে৷  তবে মাদুরোর দাবি, তিনি ৫২ শতাংশ ভোট পেয়েছেন৷ বিষয়টি খতিয়ে দেখতে তিনি এ মাসের শুরুতে আদালতকে অনুরোধ করেছিলেন বলে সিএনই জানিয়েছে৷ সেই অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এতে নির্বাচনে মাদুরো বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করা হয়৷ এছাড়া নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলা হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও জানায় সুপ্রিম কোর্ট৷ আদালতের এমন ঘোষণার পর মাদুরোর প্রতিপক্ষ ৭৪ বছর বয়সী গনসালেস উরুটিয়া আদালতের বিরুদ্ধে মাদুরোকে খুশি করার অভিযোগ তোলেন৷ নির্বাচনের দিন উরুটিয়ার সমর্থকেরা ভেনিজুয়েলার প্রায় ৩০ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮০ ভাগ ভোটকেন্দ্রের ভোট গণনার কপি সংগ্রহ করতে সমর্থ হন৷ পরে সেগুলো অনলাইনে প্রকাশ করা হয়৷ এতে দেখা গেছে, উরুটিয়া দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছেন৷ তবে মাদুরোর দলের দাবি, কপিগুলো ভুয়া৷ জাতিসংঘের মানবাধিকার পরিষদ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ আদালতের সিদ্ধান্ত প্রভাবিত করতে সরকারের পক্ষ থেকে বিচারকদের কাছে বার্তা পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্যানেলের প্রধান মার্টা ভ্যালিনাস৷ হিউম্যান রাইটস ওয়াচের আমেরিকা বিভাগের পরিচালক হুয়ানিতা গ্যোবের্তুসও সুপ্রিম কোর্টের ঘোষণার নিন্দা করেছেন৷ চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিচ সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সন্দেহ নেই আমরা এমন এক স্বৈরাচারের মুখোমুখি হয়েছি যিনি নির্বাচনে প্রতারণা করেন, যারা ভিন্নভাবে চিন্তা করে তাদের দমন করেন৷ উরুগুয়ে ও গুয়াতেমালার প্রেসিডেন্টও বৃহস্পতিবার ভেনিজুয়েলার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সমালোচনা করেন৷ নির্বাচনে মাদুরোর জয়ের সমালোচনা করায় ভেনিজুয়েলা ল্যাটিন আমেরিকার আটটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে৷ এদিকে, নির্বাচনের পর সংঘাতে ভেনিজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল৷ ১৯০ জনের বেশি মানুষ আহত হয়েছে৷ প্রায় দুই হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৬২ আরোহীর সবাই 
মাদুরোর বিরোধীকে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি
প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর জয় ঘোষণায় বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা
নির্বাচনে জালিয়াতির প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ, মৃত ১১
ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে আবারও প্রেসিডেন্ট মাদুরো
ভেনেজুয়েলায় টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো। যদিও ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে ফলাফলকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে মাদুরোর মূল প্রতিদ্বন্দ্বী অ্যাডমুন্ড গনজালেস। এ নিয়ে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।  বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, দেশটির ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) প্রধান ও মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এলভিস আমরোসো জানিয়েছেন, ৮০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে- মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। বলা হচ্ছিল এবারের নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বেন গত ২৫ বছর দেশটির ক্ষমতায় থাকা মাদুরোর দল। তার মধ্যে টানা ১১ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মাদুরো। তবে এবার তার মূল প্রতিদ্বন্দ্বী অ্যাডমুন্ড গনজালেস ব্যাপক সমর্থন টানতে পেরেছিলেন। তিনি নির্বাচনের আগে হওয়া প্রায় সব জনমত জরিপে এগিয়ে ছিলেন। তারপরও যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখবেন বলে ঘোষণা দিয়েছিলেন মাদুরো। নিজ দেশের নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ দাবি করে মাদুরো বলেছিলেন, এবার যদি তিনি নির্বাচিত না হন, তাহলে ‘রক্তগঙ্গা’ বয়ে যাবে। বিবিসির জানায়, ভোট গণনায় যাতে কোনো কারচুপি না হয়, সেটা নিশ্চিত করতে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে হাজার হাজার ‘সাক্ষী’ মোতায়েন করেছিল। কিন্তু তাদেরকে ভোটকেন্দ্র ত্যাগ করতে বাধ্য করা হয় বলে দাবি করেছেন প্রতিদ্বন্দ্বী গনজালেসের নেতৃত্বাধীন জোটের মুখপাত্র। অনেকের দাবি, ক্ষমতায় দীর্ঘদিন থাকার সুযোগে নির্বাহী বিভাগের পাশাপাশি আইন ও বিচার বিভাগের ওপর একক নিয়ন্ত্রণ অর্জন করেছে মাদুরোর দল। সেই প্রভাবেই নির্বাচন উতরে গেছে দলটি। দেশটির আইন অনুসারে, নির্বাচনে ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবহার করে ভোট হয়। তবে প্রতিটি ভোটের জন্য একটি কাগজের রসিদও প্রিন্ট করা হয়, যা পরে ব্যালট বাক্সে রাখা হয়। সেই ব্যালট গণনা করতে দলগুলো প্রতিটি ভোটকেন্দ্রে সাক্ষী নিয়োগ দিতে পারবে। গেল নির্বাচনে বিরোধীদের রসিদ গণনার কাজে বাধা দেওয়া হয়েছে দাবি করে বলা হয়, মুদ্রিত রসিদের এক তৃতীয়াংশেরও কম অংশ সাক্ষীদের সামনে আনা হয়েছে।
অ্যামাজনে গত ছয় মাসে রেকর্ডসংখ্যক দাবানল
জলবায়ু পরিবর্তনের ফলে অ্যামাজনে গত ছয় মাসে রেকর্ডসংখ্যক দাবানল জ্বলেছে। খরার কবলে পড়েছে অ্যামাজন। সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, অ্যামাজনে ২০২৪ সালের প্রথম ছয় মাসে গতবছরের তুলনায় ৬২ শতাংশ বেশি দাবানল হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস রিসার্চের তথ্য বলছে, বছরের প্রথমার্ধে ১৩ হাজার ৪৮৯টি দাবানলের কবলে পড়েছে অ্যামাজন। ১৯৯৬ সাল থেকে এই রেকর্ড রাখা হচ্ছে। সেখানে দেখা গেছে, ২০০৩ ও ২০০৪ সালে বছরের প্রথম ছয় মাসে অ্যামাজনে বেশি করে দাবানলের কবলে পড়েছে। প্যানটানল ওয়াটারল্যান্ডসে এবার তিন হাজার ৫৪৮টি দাবানল সহ্য করতে হয়েছে, যা গতবছরের তুলনায় দুই হাজার গুণ বেশি। সেরাডো-কে ১৩ হাজার ২২৯টি দাবানলের মুখে পড়তে হয়েছে। বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এত বেশি দাবানলের কবলে পড়েছে ব্রাজিল। গ্রিনপিস ব্রাজিলের মুখপাত্র রোমুলো বাতিস্তা বলেছেন, বৃষ্টি হচ্ছে না বলে অ্যামাজনের এই অবস্থা। শুকনো আবহাওয়ার কারণে গাছপালা শুকিয়ে গেছে। ফলে সেখানে আগুন দ্রুত ছড়াচ্ছে। প্যানটানলের মতো জলা জায়গা, যা জাগুয়ার, কুমির ও উদ্বিড়ালের জন্য বিখ্যাত, সেখানেও প্রবল খরা হয়েছে। ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭০ বছরে এত খারাপ অবস্থা আর হয়নি। জলবায়ু পরিবর্তন এবং শক্তিশালী এল নিনোর ফলে এই ভয়ংকর অবস্থা দেখা দিয়েছে।
‘স্বর্গে জমি’ বিক্রি চলছে, প্রতি বর্গমিটার সাড়ে ১১ হাজার টাকা!
বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার মেনে স্বর্গ পাওয়ার চেষ্টা করছেন। তবে এবার সেই স্বর্গেই প্লট বিক্রির খবর পাওয়া গেল। যেখানে প্রতি বর্গমিটার জায়গা বিক্রি হচ্ছে ১০০ ডলারে (বাংলাদেশেই মুদ্রায় ১১ হাজার ৭৬৩ টাকা)। এমন অদ্ভুত ধরনের অফার দিয়েছে মেক্সিকোর একটি গির্জা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে মেক্সিকোর ওই গির্জার খবরটি ছড়িয়ে পড়ে। এই খবরটি মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। জানা গেছে, মেক্সিকোর ইগ্লেসিয়া দেল ফাইনাল দে লস টিমপোস গির্জা স্বর্গে প্লট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জমির চুক্তির মাধ্যমে কোটি কোটি ডলার সংগ্রহ করেছে। তবে শেষ পর্যন্ত জানা গেছে, প্রতারক ধর্মপ্রচারকদের বিরুদ্ধে তাদের এই প্রচার। এই গির্জার পেজগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। ইগ্লেসিয়া দেল ফাইনাল দে লস টিমপোস গির্জার পক্ষ থেকে বলা হয়, স্বর্গে প্রতি বর্গমিটার জমি পাওয়া যাচ্ছে ১০০ ডলারে। একজন ক্রেতা আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পেসহ বিভিন্নভাবে লেনদেন করতে পারবেন। মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই গির্জার যাজক ২০১৭ সালে ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন। তিনি তাকে জমি বিক্রির নির্দেশ দিয়েছেন। এ খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এক ব্যবহারকারী লেখেন, ‘আমি আশা করি একজন যাজক আমার কাছে স্বর্গে কিছু জমি বিক্রি করার চেষ্টা করবেন।’ আরেকজন লেখেন, ‘আমার জানা দরকার কে কিনছে। আমি তাদের জানাতে চাই যে, আমি স্বর্গে জমি কম দামে বিক্রি করছি।’
ভেনেজুয়েলায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ জুন) জার্মান রিসার্স সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৯৩ কিলোমিটার গভীরে। তবে এতে হতাহত ও ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৮৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি আঘাত হানার পর দুলতে থাকা স্থাপনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা।
বাজেট সংস্কার প্রস্তাব পাসে আর্জেন্টিনায় বিক্ষোভ-সংঘর্ষ
সংসদে বাজেট সংস্কারের প্রস্তাব পাসকে কেন্দ্র  করে বিক্ষোভ শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়।  মূলত, সংস্কার বাজেটে সরকারি পেনশন ও শ্রম অধিকারসহ নাগরিক বিভিন্ন সুবিধা হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বিক্ষোভকালে  রাজধানী বুয়েনস আয়ার্সে পুলিশের সঙ্গে বড় ধরনের সংঘর্ষেও জড়ায় বিক্ষোভকারীরা।  বুধবার (১২ জুন) রাতে রাজধানী বুয়েনস আয়ার্সে সংসদের উচ্চকক্ষ সিনেটের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। সংস্কারের অনুমোদন ঠেকাতে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করেন তারা। এ ছাড়া দুটি গাড়িতে আগুনও দেন। ওই সময় তাদের সরিয়ে দিতে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। খবর বিবিসির।  বিক্ষোভকারীদের দাবি, এই সংস্কারের কারণে আর্জেন্টিনার লাখ লাখ নাগরিক ক্ষতিগ্রস্ত হবেন।  আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই সংস্কারের প্রস্তাব করেন। এর মাধ্যমে  তিনি মূলত দেশটির ভঙ্গুর অর্থনীতিকে জাগ্রত করতে চাচ্ছেন। এই সংস্কারের মাধ্যমে আর্জেন্টিনায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হবে এবং সরকারি পেনসন ও শ্রম অধিকার কমিয়ে দেওয়া হবে। প্রেসিডেন্ট মিলেইয়ের এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করছে দেশটির বিরোধীদল, শ্রম সংগঠন এবং সামাজিক সংস্থাগুলো। আর্জেন্টিনার সিনেটে সংস্কার প্রস্তাবটি ৩৬-৩৬ ভোটে আটকে ছিল। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল তার ভোটাধিকার প্রয়োগ করে প্রস্তাবটি অনুমোদন করান। ভোট দেওয়ার আগে তিনি বলেন, যেসব আর্জেন্টাইন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, যারা অপেক্ষা করছেন এবং যারা চান না তাদের সন্তানরা দেশ ছেড়ে চলে যাক, তাদের জন্য আমার ভোট হলো- হ্যাঁ।  বৃহস্পতিবার (১৩ জুন) প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।  এরপর প্রস্তাবটি সংসদের নিম্নকক্ষে যাবে এবং সেখানে আইনে পরিণত হবে। ৩২৮ ধারার এই সংস্কার প্রস্তাবটি এখন পর্যালোচনা করা হচ্ছে।  গত এপ্রিলে প্রথমে প্রস্তাবটি সংসদের নিম্নকক্ষে পাস হয়। তবে এর আগে এটিতে অনেক পরিবর্তন আনা হয়। গত বছর প্রেসিডেন্ট হওয়ার পরপরই অবশ্য জাভিয়ের মিলেই বলেছিলেন সরকারি ব্যয় সংকোচন করবেন তিনি। 
কৃষ্ণাঙ্গ যাত্রীদের শরীরে গন্ধ, এমন অভিযোগে প্লেন থেকে নামানো হলো ৮ কৃষ্ণাঙ্গ যাত্রীকে
শরীরে গন্ধ এমন অভিযোগ তুলে আমেরিকান এয়ারলাইনসের ৫ জানুয়ারি অ্যারিজোনা থেকে নিউইয়র্কগামী ফ্লাইট থেকে আটজনকে অল্প সময়ের জন্য নামিয়ে দেওয়া হয়েছিল। তবে তাদের মধ্যে কয়েকজনের অভিযোগ, কৃষ্ণাঙ্গ বলেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। বুধবার (২৯ মে) ভুক্তভোগীদের মধ্যে তিন জন অ্যালভিন জ্যাকসন, ইমানুয়েল জিন জোসেফ এবং জেভিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, তারা বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। তারা কৃষ্ণাঙ্গ হওয়ার কারণেই আমেরিকান এয়ারলাইনস এমন আচরণ করেছে। তারা বিব্রত ও অপমানিত হয়েছেন। ওই যাত্রীরা জানিয়েছেন, গায়ে দুর্গন্ধের কথা বলে যাদেরকে ফ্লাইট থেকে নামানো হয়েছিল তারা সবাই কৃষ্ণাঙ্গ। তারা প্রত্যেকেই আলাদা সিটে বসেছিলেন এবং তাদের একজনের সঙ্গে আরেকজনের আগে থেকেই কোন পরিচয় ছিল না। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে। 'পাবলিক সিটিজেন' নামে একটি অ্যাডভোকেসি গ্রুপ ঐ তিন ব্যক্তির হয়ে বর্ণবৈষম্যের অভিযোগে আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ভুক্তভোগীরা ফ্লাইটে ফিনিক্স ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অ্যাটেনডেন্ট তাদের প্রত্যেকের কাছে গিয়ে তাদের বাইরে যেতে বলেন। তারা কিছুক্ষণের মধ্যেই টের পেয়েছিলেন যে ফ্লাইটে থাকা মোট ৮ জন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ "একজন সাদা পুরুষ ফ্লাইট অ্যাটেনডেন্ট একজন অজ্ঞাত যাত্রীর শরীরের গন্ধ নিয়ে অভিযোগ জানিয়েছিল।" আমেরিকান এয়ারলাইনসের কর্মীরা তাদেরকে অন্য একটি ফ্লাইটে পাঠানোর চেষ্টা করলেও অন্য কোন ফ্লাইট না থাকায় তাদের আগের ফ্লাইটেই ফের আসন গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে ২০১৭ সালে এনএএসিপি নামে একটি নাগরিক অধিকার গ্রুপ আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের এয়ারলাইনটির পরিষেবা ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল। পরবর্তীতে এয়ারলাইনটি নিজেদের পরিষেবায় পরিবর্তন এনেছে জানানোর পর সে অভিযোগ তুলে নেওয়া হয়েছিল।
ব্রাজিলে বন্যায় নিহত ১০০ ছাড়িয়েছে, নিখোঁজ ১২৬ 
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে দো সুলেতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১২৬ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি।  আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের রিও গ্র্যান্ডে দো সুলেতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবন্ধতায় ৪০০ এর বেশি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।  বুধবার (৮ মে) পর্যন্ত ১ লাখ ৬০ হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাদুর্গত প্রদেশটিতে ১২৬ জনের হদিস মিলছে না। সেইসঙ্গে ব্রাজিলের জাতীয় দুর্যোগ কেন্দ্র জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে বন্যার উচ্চ ঝুঁকি বিরাজ করছে এখনও। কারণ, আবারও ভারী বর্ষণ শুরু হতে পারে।  ইতোমধ্যে রিও গ্র্যান্ডে দো সুলেতে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে এবং বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ হয়ে গেছে। এমনকি ইন্টারনেট সংযোগ এবং টেলিফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বন্যা কবলিত এলাকায় দেড় লাখ সেনা, ফায়ারফাইটার, পুলিশ ও স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ তৎপরতা চালানোর জন্য।