• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
ফ্র্যাংকফুর্টে পরিবেশকর্মীদের বিক্ষোভ, বিমান চলাচল স্থগিত
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩৭
ইউক্রেনের রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জন। স্থানীয় সময় সোমবার সকালে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্ট্যাফ আন্দ্রি ইয়ারমাক। সূত্র: বিবিসি।   প্রতিবেদনে বলা হয়েছে, শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় একজন চিকিৎসকসহ প্রাপ্ত বয়স্ক ২ জন নিহত হয়েছেন।  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এটি রাশিয়ার নৃশংস মিসাইল হামলা। ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মিসাইল হামলা হয়েছে। টার্গেট করা হয়েছে অল্পবয়সী ক্যানসার রোগীদের। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটি দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশই তাদের নিজেদের হাসপাতালে আঘাত হেনেছে।
জার্মানিতে বিবাহবিচ্ছেদ সবচেয়ে কমেছে ২০২৩ সালে
তুরস্কে রেস্টুরেন্টে বিস্ফোরণ, হতাহত ৬২
ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোট শুরু
জার্মানিতে থাকতে আসা মানুষ বাড়ছে
প্রথমবারের মতো গরুর ওপর কর নির্ধারণ
প্রথমবারের মতো বিশ্বে গরুর ওপর কর নির্ধারণ করা হয়েছে। গবাদি পশু পালনকারী এবং খামারীকে গরুপ্রতি বছরে কর দিতে হবে ৯৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ১১ হাজার টাকা। সিএনএনর খবরে বলা হয়েছে, ইউরোপের অন্যতম কৃষি ও খামার নির্ভর অর্থনীতির দেশ ডেনমার্কে মঙ্গলবার (২৫ জুন) এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ২০৩০ সাল থেকে পশুর ওপর নতুন এই কর আদায় কার্যকর হবে।  চুক্তিতে বলা হয়েছে, পৃথিবীর তাপমাত্রা বাড়াতে পশু থেকে নির্গত গ্যাস (কার্বন) বিশেষভাবে দায়ী।  তাই পশুপালনকারীকেও এই দায় বহন করতে হবে। প্রতি গরুর জন্যে পালনকারীকে দিতে হবে ৬৭২ ক্রোন বা ৯৬ মার্কিন ডলার। দেশটির জোট সরকার চলতি সপ্তাহে কৃষিতে বিশ্বের প্রথম কার্বন নির্গমন কর চালু করতে সম্মত হয়েছে।  ইউরোপের দেশ ডেনমার্ক একটি প্রধান দুগ্ধ এবং শুয়োরের মাংস রপ্তানিকারক দেশ। কৃষি নির্ভর অর্থনীতির এই দেশটি পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গমনের বড় উৎস। এই বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন, আজকের চুক্তির মাধ্যমে, আমরা সাম্প্রতিক সময়ে ডেনমার্কের পরিবেশগত উন্নয়নে সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছি। একই সময়ে আমরা কৃষিতে (কার্বন) কর নির্ধারক হিসেবে বিশ্বের প্রথম দেশ হবো।  জোট সরকারের এই চুক্তির উদ্দেশ হচ্ছে, ৪০ বিলিয়ন ক্রোন খরচ করে বিশাল এলাকায় বনভূমি এবং জলাশয় পুনরুদ্ধার করা। এই বিনিয়োগ দেশটির জলবায়ু সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।
টাকার তৈরি ‘কার্পেটে’ প্রেমিকাকে হাঁটিয়ে ঝড় তুললেন যুবক!
টাকা বেশি হলে মানুষ কত পাগলামিই না করে থাকে—এই গল্পের শেষ নেই। এবার এক অদ্ভুত গল্পের সৃষ্টি করেছেন রাশিয়ান এক উদ্যোক্তা। তিনি প্রেমিকার হাত ধরে তাকে নগদ টাকার বান্ডিলের ওপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় চলছে তীব্র বিতর্ক। খবর এনডিটিভির। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছিলেন রাশিয়ান উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সের্গেই কোসেনকো। তিনি ‘মিস্টার থ্যাংক ইউ’ নামেও পরিচিত। ভিডিও তৈরি এবং প্রেমিকাকে ‘রাজকীয় অভ্যর্থনা’ দিতেই নগদ টাকার বান্ডিল দিয়ে ‘কার্পেট’ তৈরি করেছিলেন তিনি।  ভিডিওতে দেখা যায়, কোসেনকোর প্রেমিকা একটি হেলিকপ্টার থেকে নেমে তার হাত ধরে টাকার স্তূপের ওপর দিয়ে হাঁটছেন। ভিডিওটির ক্যাপশনে তিনটি ‘প্রেম-পূর্ণ ইমোজি’ দেওয়া ছিল।  দিকে নতুন করে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেক নেটিজেন ‘কার্পেট’ হিসেবে টাকার ব্যবহারে বিরক্তি প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, ওই দম্পতি সম্পদের ‘কুৎসিত প্রদর্শন’ করেছেন। আবার নোটগুলো জাল ছিল বলেও দাবি করেছেন অনেকে। তবে নোটগুলো আসল নাকি নকল, তা জানা যায়নি। বিতর্কিত এই ভিডিওর ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। এমন কাজকে তারা ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন।  সের্গেই কোসেনকো ইনস্টাগ্রামে নিজেকে একজন গায়ক, উদ্যোক্তা ও ক্রিয়েটর হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মে তার চার কোটির বেশি ফলোয়ার রয়েছে।     
মস্কোর অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৮
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন প্রাণ হারিয়েছেন জানালা থেকে নিচে ঝাঁপ দিয়ে। সোমবার (২৪ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর কাছে একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর আন্দ্রে ভোরোবিভ। জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদসংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর প্রায় ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) উত্তর-পূর্বে ফ্রাইজিনোতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজনকে উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গভর্নর আন্দ্রে ভোরোবিভ বলেছেন, আগুন ছড়িয়ে যাওয়ার পর জানালা থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন নিহত হন এবং অফিসের অভ্যন্তর আগুনে বাকি ছয়জন মারা যান। আন্দ্রে ভোরোবিভ আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আগুনে আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ওই ব্যক্তিই একমাত্র ব্যক্তি, যিনি আগুন থেকে উদ্ধার হয়েছেন। তিনি বলেছেন, প্রায় ৩০ টি কোম্পানি ভবনটিতে অফিসের জায়গা ভাড়া নিয়েছিল। বিল্ডিংয়ের দুই কর্মচারীর ভাগ্য এখনও অজানা। অগ্নিকাণ্ডের ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছেন প্রসিকিউটররা।    
রাশিয়ায় ইহুদি উপাসনালয়সহ কয়েক জায়গায় হামলা, নিহত ১৫
রাশিয়ার উত্তর ককেশাস দাগেস্তান প্রজাতন্ত্রে ইহুদিদের একটি উপাসনালয়, দুটি চার্চ ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এসব হামলায় অন্তত ১৫ পুলিশ কর্মকর্তা ছাড়াও একজন পাদ্রি ও একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলাকারীদের মধ্যে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৩ জুন) সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রে অবস্থিত ডারবেন্ট এবং মাখাচকালা শহরে পৃথক দুটি হামলায় ঘটনা ঘটে। দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায় বন্দুকধারীরা।   হামলার শিকার ওই সিনাগগ এবং গির্জা উভয়ই ডারবেন্টে অবস্থিত, যা প্রধানত-মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল। অন্যদিকে হামলার শিকার পুলিশ পোস্টটি প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত।   এ দুই হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত নিহত হয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগেও দাগেস্তানে জঙ্গী হামলার ঘটনা ঘটেছে। সেসব হামলায় কোনো না কোনো গোষ্ঠী দায় স্বীকার করেছে। তবে এবারের হামলায় এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি। এরই মধ্যে এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি পরিষেবার সদস্যরা। ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘হত্যা’ করা হয়েছে বলে জানিয়েছেন দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বিভিন্ন দেশের আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখছে জার্মানি
ইটালির সাথে আলবেনিয়া, যুক্তরাজ্যের সাথে রুয়ান্ডার যেমন চুক্তি রয়েছে, তেমন চুক্তির মাধ্যমে নিজেদের জন্যও মানানসই আশ্রয়প্রদানে সহযোগী রাষ্ট্রের খোঁজ করছে জার্মানি৷ তাই খতিয়ে দেখছে বিভিন্ন দেশের আশ্রয়প্রক্রিয়া৷ চ্যান্সেলর ওলাফ শলৎস জার্মানির আঞ্চলিক নেতৃত্বকে আশ্বস্ত করে বলেছেন, তৃতীয় দেশগুলোতে আশ্রয় প্রক্রিয়া পাঠানো যায় কীনা সেগুলো যাচাই করা হবে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন রাজ্যের প্রধানদের সাথে বার্লিনে বৈঠক করেন শলৎস৷ ডিসেম্বরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব নিয়ে শলৎস আবার ১৬টি রাজ্যের প্রধানদের সাথে আলোচনায় বসবেন৷ আশ্রয় প্রক্রিয়ার মূল্যায়ন যেভাবে বৃহস্পতিবারের বৈঠকের আগে রাজ্যগুলোর পক্ষ থেকে তৃতীয় রাষ্ট্রের আশ্রয় প্রক্রিয়ার বাস্তবিক মডেলের মূল্যায়ন করতে বলা হয়েছিল৷ এরপর জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষজ্ঞদের সাথে কথা বলা শুরু করে৷ ঠিক এমন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে যুক্তরাজ্য৷ ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয়প্রার্থীদের আফ্রিকা পাঠাতে রুয়ান্ডার সাথে একটি চুক্তি করেছে তারা৷ তা বাস্তবায়নে ঋষি সরকার পার্লামেন্টে নতুন আইন পাস করলেও বিরোধী দলগুলো এর বিপক্ষে অবস্থান নিয়েছে৷ তৃতীয় দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে ইটালিও৷ এজন্য জর্জা মেলোনি সরকার আলবেনিয়ার সাথে চুক্তি করেছে৷ তবে জার্মানি এমন উদ্যোগ নিতে পারবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে৷ কোন মডেলটি জার্মানি বেছে নিতে পারে, সে বিষয়ে এখনই কিছু বলছেন না শলৎস৷ আপাতত সব কিছু সতর্কভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷ নিডারজাক্সেন রাজ্যের প্রধান স্টেফান ভাইল শলৎসের দল এসপিডির সদস্য৷ অন্য একটি দেশে আশ্রয়প্রার্থীদের পাঠানো নিয়ে তিনিও সন্দিহান৷ বিশেষজ্ঞদের এ বিষয়ে প্রশ্ন তোলা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি৷ যারা ধারণা করছেন এই প্রক্রিয়ায় ইতিবাচক ফল আসবে, তাদের সাবধান করেন ভাইল৷
জার্মানিতে অ্যামাজনের আরও ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ 
প্রযুক্তি খাতের জায়ান্ট অ্যামাজন জানিয়েছে, তারা জার্মানিতে আরও ১০ বিলিয়ন ইউরো বা এক লাখ ২৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে৷ জার্মানিতে কর্মী সংখ্যাও এ বছর বাড়বে বলে জানিয়েছে তারা৷ অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং সাবসিডিয়ারি অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর বিভিন্ন অবকাঠামো সম্প্রসারণ কাজে ৮.৮ বিলিয়ন ইউরো খরচ হবে৷ বাকি অর্থ লজিস্টিকস, রোবোটিকস ও দুটি নতুন কর্পোরেট অফিস তৈরিতে ব্যয় হবে৷ এ বছর শেষে জার্মানিতে অ্যামাজনের স্থায়ী কর্মীর সংখ্যা ৪০ হাজার হবে বলেও জানিয়েছে কোম্পানিটি৷ ২০২৩ সালে কর্মীর সংখ্যা ছিল প্রায় ৩৬ হাজার৷ বুধবার অ্যামাজন বলছে, ২০১০ সাল থেকে জার্মানিতে এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ প্রায় ৭৭ বিলিয়ন ইউরো৷ জার্মানি যে এখনও ব্যবসার জন্য আকর্ষণীয় স্থান অ্যামাজনের বিনিয়োগ সেটিই প্রমাণ করে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷
পুতিনকে একজোড়া কুকুর উপহার দিলেন কিম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন। যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ। কৌশলগত সামরিক চুক্তির পাশাপাশি পুতিন ও কিম জং উন একে অপরকে দিয়েছেন বেশ কিছু উপহারও। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক জোড়া পুংসান কুকুরও দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বেড়ার মধ্যে আটকানো কুকুর দুইটির দিকে তাকিয়ে রয়েছেন পুতিন ও কিম। তাছাড়া কিম যখন একটি ঘোড়াকে গাজার খাওয়ান তখন পুতিন এটির মাথায় হাত বুলিয়ে দেন। বুধবার (১৯ জুন) সকালের উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম। ২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর।