• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি
অভিনেত্রী এস্টা টারব্লাঞ্চ আর নেই
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মার্কিন অভিনেত্রী এস্টা টারব্লাঞ্চ। গত ১৯ জুলাই লস অ্যাঞ্জেলেসে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১। আমিরিকান গণমাধ্যম ফক্স নিউজকে অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি তার মুখপাত্র অ্যানি স্পোলিয়ানস্কি। তবে এখনও তার মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি। অভিনেত্রীর মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় মেডিকেল এক্সামিনারের অফিস বিভাগ।  এক বিবৃতিতে অ্যানি স্পোলিয়ানস্কি বলেন, এস্টা খুবই দয়ালু, প্রেমময়, দানশীল ও যত্নবান ব্যক্তি ছিলেন। সব মানুষ ও প্রাণীদের প্রতি বেশ যত্নশীল ছিলেন তিনি। যে সময় থেকে তার সঙ্গে থেকেছি ও তাকে যতটা জানতে পেরেছি ভীষণ উদার মনের মানষ ছিলেন এস্টা। তার এভাবে চলে যাওয়ায় বিধ্বস্ত আমি।  ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন এস্টা টারব্লাঞ্চ। ১৯৯১ সালে মিস টিন সাউথ আফ্রিকার মুকুট লাভ করেন। এরপর অভিনয়ে অভিষেক হয় তার। এস্টা টারব্লাঞ্চ টেলিভিশন সিরিজ ‘অল মাই চিলড্রেন‘র মাধ্যমে বেশ খ্যাতি লাভ করেছেন।  এছাড়া দক্ষিণ আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই থিয়েটারে অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন তিনি।  
জন সিনার জীবন বদলে দিয়েছেন শাহরুখ খান!
কেন মেয়ের সঙ্গে ১১ বছর দেখা করেন না টম ক্রুজ
জ্যাকসনের সঙ্গে প্রথম সাক্ষাতের অজানা গল্প বললেন এ আর রহমান
নতুন আলোচনায় ‘বারবি’ অভিনেত্রী মার্গট রবি
টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ আর নেই
মারা গেছেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ সিনেমার অস্কারবিজয়ী প্রযোজক জন ল্যান্ডাউ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। হলিউডের বিখ্যাত নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বেঁধে সর্বকালের সবচেয়ে বড় তিনটি ব্লকবাস্টার সিনেমা বানিয়েছিলেন তিনি।   বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান জন ল্যান্ডাউ।  জুটি বেঁধে তিনটি অস্কার মনোনয়ন পান জন ল্যান্ডাউ-ক্যামেরন। ১৯৯৭ সালে 'টাইটানিক’ দিয়ে সেরা সিনমোর অস্কার জেতেন জন ল্যান্ডাউ। এই জুটি পার্টনারশিপে ‘অ্যাভাটার' এবং এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’সহ সিনেমার ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার উপহার দিয়েছে দর্শকদের। হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাউয়ের ছেলে জন ল্যান্ডাউ। স্বল্প সময়ের জন্য টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় একজন নির্বাহী হিসেবে কাজ করেছেন তিনি। ‘দ্য লাস্ট অফ দ্য মোহিকানস’ এবং ‘ডাই হার্ড ট’সহ বেশ কয়েকটি সিনেমায় তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জন ল্যান্ডাউ। ১৯৯৭ সালে ‘টাইটানিক’ সিনমো দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান জন ল্যান্ডাউ। ক্যামেরন পরিচালিত সিনেমাটি প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে। পাশাপাশি সেরা সিনেমাসহ ১১টি ক্যাটাগরিতে অস্কার জিতে এটি। জন ল্যান্ডাউর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। গতকাল শনিবার এক শোকবার্তায় জেমস ক্যামেরন বলেন, একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। জন ল্যান্ডাউ সিনেমার ব্যাপারে স্বপ্নচারী ছিলেন। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হল মানব শিল্পের চূড়ান্ত রূপ এবং চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমে নিজেকে মানুষ হতে হবে। 
মৃত্যুর সময়ও চারজনের জীবন বাঁচিয়ে গেলেন অভিনেতা মাইক হেসলিন
না ফেরার দেশে পাড়ি দিয়েছেন হলিউডের জনপ্রিয় টেলি অভিনেতা মাইক হেসলিন। গত ২ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিনেতার। মাত্র ৩০ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে গেল তার। তবে মৃত্যুর সময়ও চারজনের জীবন বাঁচিয়ে গেলেন এই অভিনেতা। সূত্র: দ্য হলিউড রিপোর্টার। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন তার জীবনসঙ্গী গায়ক স্কটি ডায়নামো।  আমেরিকার গণমাধ্যমের সূত্র অনুযায়ী, স্কটি ইনস্টাগ্রামের বিবৃতিতে জানিয়েছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মাইক। মৃত্যুর আগে এক সপ্তাহ হাসপাতালে লড়াই করেছেন তিনি। একাধিক ক্যানসারেও আক্রান্ত ছিলেন মাইক।’   তিনি আরও জানান, মরণোত্তর অঙ্গদান করে গেছেন মাইক। তার অঙ্গে জীবন বাঁচবে চার জন ব্যক্তির। ওই পোস্টে মাইকের সঙ্গে কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন স্কটি। যেখানে রয়েছে গত নভেম্বরে তাদের বিয়ের মুহূর্তও। প্রসঙ্গত, লায়নেস সিরিজের প্রথম সিজনের দুটি পর্বে দেখা গেছে মাইককে। এছাড়াও ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’, ‘ইয়ংগার’, ‘দ্য ইনফ্লুয়েন্সার্স’, ‘সেভেন ডেডলি সিনস’ ও ‘ইউ আর নেভার অ্যালোন’ সহ একাধিক সিরিজে নজর কেড়েছেন তিনি।
গাছের ডাল ভেঙে পড়ে জনপ্রিয় কৌতুক অভিনেতার মৃত্যু
অস্ট্রেলিয়ার জনপ্রিয় কৌতুক অভিনেতা ও বিখ্যাত কুকুর আচরণবিদ টনি নাইট ভয়াবহ এক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৭ জুন দক্ষিণ ফ্রান্সের লাভউরে রক অ্যান্ড কার উৎসবে অংশ নেওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। সম্প্রতি অভিনেতার পরিবারের একজন সদস্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি। দ্য মিরর সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা টনি একটি  গাছের নিচে ছিলেন। হঠাৎ করেই গাছের ডাল ভেঙে পড়ে এবং এতে অভিনেতাসহ আরও ছয়জন আহত হন। তবে দুর্ভাগ্যবশত এ ঘটনায় শুধু অভিনেতারই মৃত্যু হয়। এ ঘাটনায় ‘গো ফাউন্ড মি’ পেজে জোয়ান অ্যালেন এক বিবৃতিতে জানিয়েছেন, টনি নাইটের জন্য ফিট, স্বাস্থ্যকর, সুখী এবং সবই ছিল। দুর্ঘটনার আগ পর্যন্ত উৎসবটি উপভোগ করছিলেন অভিনেতা। এ ছাড়াও টনি নাইটকে একজন ক্যারিশম্যাটিক, মজার, আবেগপ্রবণ ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়েছে। টনি নাইট তার বন্ধু পাসকলের সঙ্গে এই উৎসবে যোগ দেওয়ার কয়েক দিন আগে ফ্রান্সে ছিলেন। অভিনেতা পরিচয়ের বাইরে কুকুরের প্রশিক্ষণে ব্যতিক্রম পদ্ধতিগুলোর জন্যও বেশ পরিচিত ছিলেন তিনি। যা তাকে বিশ্বজুড়ে সম্মান ও প্রশংসা এনে দিয়েছে। এদিকে অভিনেতার মৃত্যুতে লাভউরের মেয়র বার্নাড ক্যারায়ন শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের শহরে এর আগে কখনো এমন অদ্ভুত নাটকীয় ঘটনা ঘটেনি। এই কঠিন সময় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি।
একই দিনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ‘ডেসপিকেবল মি ফোর’
অ্যানিমেটেড কমেডি ছবি ‘ডেসপিকেবল মি’ সারা বিশ্বের দর্শকদের কাছে দারুণ প্রিয়। ২০১০ সালে সিরিজের প্রথম ছবি মুক্তি পায়। ২০১৩ তে দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৭ সালে। ছবিগুলো ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে। ভক্তদের জন্য সুখবর হলো, পর্দায় আসছে এই সিরিজের চতুর্থ ছবি ‘ডেসপিকেবল মি ফোর’। ৩ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই ছবি।  ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় ছবিটি পরিচালনা করেছেন ক্রিস রেনড। গ্রু-এর কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের এবং পিয়েরে কফিন। ছবিটি দেখার জন্য যেন তর সইছে না ভক্তদের। এই উম্মাদনা আরও বেশি বাড়িয়ে দিয়েছে ছবির ট্রেলার। মুক্তির দ্বিতীয় দিনেই ইউনিভার্সেল পিকচার্সের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি দেড় মিলিয়নের মতো দর্শক দেখে ফেলেছে।  এ কিস্তিতে দেখা যাবে কয়েকটি নতুন মুখ। তার মাঝে গ্রু ও লুসির শিশুপুত্র গ্রু জুনিয়র অন্যতম। এবারের গল্পে দেখা যাবে, ১৯৮৫ সালের প্রাক্তন ছাত্রদের মধ্যে সেরা ছাত্রের পুরস্কারটি ম্যাক্সিম লে মালকে দেওয়া হয়, যিনি নিজেকে তেলাপোকার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে সজ্জিত করেছেন। কিন্তু গ্রু এবং অ্যান্টি-ভিলেন লিগ (এভিএল) এজেন্টরা অনুষ্ঠানের শেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জেল থেকে পালানোর পর, সে এবং তার বান্ধবী ভ্যালেন্টিনার ছেলে গ্রু জুনিয়রসহ গ্রু এবং তার পরিবারের প্রতি প্রতিশোধ নিতে চায়। এভিএল তাদের সুরক্ষার জন্য পুরো পরিবারকে নতুন পরিচয়ে, মাত্র তিনজন মিনিয়নসহ স্থানান্তরিত করে। বাকি মিনিয়নরা এভিএল সদর দপ্তরে স্থানান্তরিত হয়। সেখানে তাদের মধ্যে ৫টি সুপার-পাওয়ার দেয়া হয়।
যে কারণে বাবার পদবি মুছে ফেললেন টম ক্রুজ কন্যা
সম্প্রতি নিজেদের নাম থেকে বাবার পদবি মুছে ফেলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট কন্যা শিলো ও ভিভিয়েন। মা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের জেরেই পদবি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ব্র্যাড কন্যারা। তাদের মতো এবার একই পথেই হাঁটলেন আরেক হলিউড অভিনেতা টম ক্রুজের মেয়ে সুরিও। নিজের নামের থেকে বাবার পদবি সরিয়ে ফেললেন এই তারকা কন্যা। মার্কিন গণমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসের খবর, টম ক্রুজের মেয়ে সুরির নতুন নাম প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সুরি যখন তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখন তার নাম ছিল সুরি ক্রুজ। কিন্তু সম্প্রতি তার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‘সুরি নোয়েল’ নামে তার স্নাতক সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালে সুরি তার নাম থেকে ক্রুজ সরিয়ে পদবিতে নোয়েল যোগ করেন। নোয়েল পদবিটি মূলত তার মা কেটি হোমসের মধ্যম নাম বলে জানা গেছে। এদিকে সুরির এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না টম ক্রুজ। কারণ, টেলর সুইফটের একটি কনসার্টে যোগ দেওয়ার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। এ ছাড়াও সেখানে অভিনেতা তার পরবর্তী ছবি ‘মিশন ইম্পসিবল’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। টম ও কেটির বিবাহবিচ্ছেদ ঘটে ২০১২ সালে। এরপর থেকেই মায়ের সঙ্গেই থাকেন সুরি। শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের পর থেকে তার সন্তানদের, বিশেষ করে সুরির সঙ্গে টমের সম্পর্ক জটিল হয়ে ওঠে। এমনকি গুঞ্জন উঠেছিল টম নিজেকে সুরির থেকে দূরে সরিয়ে নিয়েছেন। তবে ২০১৩ সালে একটি মানহানির মামলায় এই অভিযোগ অস্বীকার করেছিলেন টম। মানসিক, শারীরিক, আর্থিক বা অন্য কোনওভাবেই তিনি তার মেয়েকে পরিত্যাগ করেননি বলে জানিয়েছিলেন অভিনেতা। এদিকে হলিউড জুটি ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মেয়ের পদবি পরিবর্তনের কারণও এক। ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলোহ, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে। কারণ, ব্রাড-অ্যাঞ্জেলিনা জুটির বিচ্ছেদ ও সম্পত্তির বণ্টনের লড়াই আদালতে চলমান। তার জের ধরে পিট-জোলি কন্যা শিলো নুভেলা পিট নিজের নাম থেকে বাবার পদবি ‘পিট’ তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।
মুক্তি পাচ্ছে মিলনের হলিউড সিনেমা
শোবিজের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দারুণ সরব তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, নিজ দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন হলিউডেও।   গেল বছর ‘বনইয়ার্ড’ নামে হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন মিলন। এটি নির্মাণ করেছেন আসিফ আকবর। সিনেমায় মিলনের সঙ্গে রয়েছেন মেল গিবসনের মতো তারকাও। আগামী ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশেও ‘বনইয়ার্ড’ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেটা এখন সম্ভব হচ্ছে না বলে জানান মিলন। গেল সপ্তাহে আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। এ প্রসঙ্গে মিলন বলেন, ‘হলিউডে এটি আমার দ্বিতীয় সিনেমা। এটি প্রযোজনা করেছে লায়ন্স গেট। আগে থেকে তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল। তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে বলে জেনেছি।  যার ফলে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘বনইয়ার্ড’। তা ছাড়া আমি দেশে থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। নইলে আরও বিস্তারিত জানাতে পারতাম। অভিনেতা আরও বলেন, ‘সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী আমি। দর্শক আমাকে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনোময় দেখবেন, মেল গিবসনের সঙ্গে পর্দায় হাজির হব এটা অনেক বড় ব্যাপার আমার জন্য।  মূলত একজন সিরিয়াল কিলারকে নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প। যাকে খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন। তাকে আমি নানাভাবে সাহায্য করি। আশা করছি দর্শকদের ভালো লাগবে সিনেমাটি।  
আত্মহত্যা করেছেন অভিনেত্রী সারা বেকের
মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন এমটিভির ধারাবাহিক ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড’-এর অভিনেত্রী সারা বেকের মারা গেছেন। গত সপ্তাহের শুরুতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেড’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন অভিনেত্রী সারা। আর তার আত্মহত্যার বিষয়টি অভিনেত্রীর পরিবারের এক সদস্য নিশ্চিত করেছেন। অভিনেত্রী সারার পরিবারের সদস্য জানিয়েছেন, গত সপ্তাহের শুরুতে নিজ বাড়িতে মারা গেছেন সারা বেকের। পারিবারিক সেবার জন্য গত বছরই নিজ এলাকায় এসেছিলেন। অবশ্য ক্যালিফোর্নিয়ায় ফিরে যাওয়ারও পরিকল্পনা ছিল তার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় মানসিক স্বাস্থ্যের সঙ্গে বেশ লড়াই করেছেন সারা। তার মায়ের অসুস্থতা ও বোনের যত্ন নেওয়া এবং একটি দুর্ঘটনা তার মানসিক সমস্যাকে আরও জটিল করে তুলেছিল। প্রসঙ্গত, ১৯৯৬ সালে মিয়ামিতে ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড’-এর পঞ্চম সিজনে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে নজর কাড়েন অভিনেত্রী সারা। মাত্র ২৫ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় কমিক বুক ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন তিনি।