• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo
ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। রোববার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে হিউস্টনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সোমবার (২১ অক্টোবর) এবিসি নিউজ জানিয়েছে, একটি রেডিও টাওয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছিল হেলিকপ্টারটি। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারের চার আরোহীর সবাই নিহত হয়েছেন। তবে, মাটিতে থাকা কেউ আহত হননি এবং রেডিও টাওয়ার ছাড়া অন্য কোনো ভবন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। হেলিকপ্টার দুর্ঘটনার ফলে সৃষ্ট আগুন দুই থেকে তিনটি ব্লক পর্যন্ত ছড়িয়ে পড়ে। হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাটি হিউস্টনের এনজেলকে স্ট্রিট ও নর্থ এনিস স্ট্রিটের সংযোগস্থলে ঘটেছে, যা শহরের অন্যতম জনপ্রিয় খেলার মাঠ মিনিট মেইড পার্ক থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত। দুর্ঘটনার সময় টাওয়ারের লাইট কাজ করছিল না। এর আগে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ বিষয়ে একটি সতর্কবার্তাও জারি করেছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে তদন্ত করছে।  আরটিভি/এমএ
গাজা থেকে ফিরে ট্রমা, আত্মহত্যা করছেন অনেক ইসরায়েলি সেনা
লন্ডনে দেখা মিলেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের!
লেবাননে তিন সেনা হত্যা, ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, চিকিৎসকসহ নিহত ৭
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
গত সপ্তাহে ৭ শতাংশ হ্রাসের পর এবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। সোমবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১১ শতাংশ বা ৮ সেন্ট বৃদ্ধি পেয়ে ৭৩ দশমিক ১৪ ডলারে ওঠে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১৪ শতাংশ বা ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৩২ ডলারে উঠেছে। চীনের প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল। আরটিভি/এসএপি/এসএ  
যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৩
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি স্কুলের পার্টিতে গুলিবর্ষণের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ অক্টোবর) ওই স্কুলটির ফুটবল ম্যাচ বিজয় উপলক্ষে আয়োজিত পার্টিতে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের। মিসিসিপির স্থানীয় শেরিফ উইলি মার্চের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পার্টিতে প্রায় ৩০০ মানুষ উপস্থিত ছিলেন। ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর এই পার্টির আয়োজন করা হয়েছিল। তবে এর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে যুক্ত ছিল না। পার্টি শেষ হওয়ার আধা ঘণ্টা আগে গুলি শুরু হয়। গুলির শব্দ অনেকটা মেশিনগানের মতো শোনাচ্ছিল। ওই দিন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কোনোভাবে আগ্নেয়াস্ত্র প্রবেশ করে। শেরিফ জানান, শনিবার ভোরে জরুরি সেবায় ফোন আসে এবং তারা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে সবাই দৌড়াচ্ছিল, কাঁদছিল, চারিদিকে বিশৃঙ্খলা ছিল। এখনো তারা সহিংসতার কারণ খুঁজে পাচ্ছেন না। নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ২৫ বছর। আহতদের বিমানযোগে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা থামছেই না। চলতি বছর এখন পর্যন্ত ৪২২টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আরটিভি/এসএপি  
জার্মানিতে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা, আটক ১
জার্মানির বার্লিনে অবস্থিত ইসারায়েলি দূতাবাসে হামলার সন্দেহভাজন এক পরিকল্পনাকারীকে আটক করেছে জার্মান পুলিশ। যদিও হামলার কোনো আলামত দেখা যায়নি। হামাসের পর লেবাননের হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকেই ইসরায়েলসহ ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ছে জার্মানিতে। এমন একটি সময়ে যুবককে আটকের ঘটনায় পুলিশ দাবি করছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ওই ব্যক্তি হামলার পরিকল্পনা করছিল। রাজধানী বার্লিনের নিকটবর্তী বেরনাউ এলাকার বাসায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার আটক হওয়া ওই ব্যক্তি লিবিয়ার নাগরিক। তার নাম ওমর এ (জার্মানির গোপনীয়তা রক্ষার আইন অনুযায়ী আটক ব্যক্তির নাম, পরিচয় এর বেশি প্রকাশ করেনি পুলিশ)। পুলিশের ধারণা, ওই ব্যক্তি ইসলামিক স্টেটের সাথে জড়িত। রোববার তাকে আদালতে হাজির করা হয়৷ তার বিরুদ্ধে দূতাবাসে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়, লিবিয়ার ওই ব্যক্তি বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে আগ্নেয়াস্ত্র নিয়ে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিল। জার্মান সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিদেশি গোয়েন্দাদের কাছ থেকে ওই ব্যক্তির পরিকল্পনার বিষয়ে অবগত হয় জার্মান পুলিশ। গোয়েন্দারা জানায়, হামলা চালানোর পর ওই ব্যক্তি জার্মানির পশ্চিমাঞ্চলীয় বন শহরের নিকটবর্তী জাঙ্কট আগুস্টিনে তার এক আত্মীয়ের কাছে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, এরপর সে জার্মানি ত্যাগ করতো। তার ওই আত্মীয়ের বাসা তল্লাশি করেছে পুলিশ। আইনমন্ত্রীর সতর্কতা এদিকে এই আটকের ঘটনার পর জার্মানিতে বড় রকমের ইসলামিস্ট সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করেছেন আইনমন্ত্রী মার্কো বুশমান। বার্তা সংস্থা ডিপিএকে তিনি বলেন, ইসরায়েলের স্থাপনাগুলোর উপর সন্ত্রাসীরা প্রায়ই দৃষ্টি ফেলে৷ স্থাপনাগুলোর সুরক্ষা দেওয়া, এই সময়ে, বিশেষ করে যখন ইহুদিবিদ্বেষ এবং ইসরায়েলের প্রতি ঘৃণার মনোভাব বাড়ছে, তখন নিরাপত্তা দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইহুদিবিদ্বেষ এবং ইসরায়েলের প্রতি ঘৃণার মনোভাব পোষণকারী সব ধরনের ভয়াবহ পরিকল্পনা ঠেকাতে যা করা সম্ভব তাই করবে জার্মানি৷ দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জার্মান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন প্রোসোর৷ বার্তা সংস্থা ডিপিএকে তিনি বলেন, ইসলামিক অ্যান্টি-সেমিটিজম ঘৃণার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক সন্ত্রাসবাদকেও উসকে দেয়৷ আরটিভি/এএইচ
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৮৭
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও ১৫৮ জন আহত হয়েছেন।  রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর মেহের নিউজ ও আনাদোলু এজেন্সির। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গাজায় ৮৭ জন ফিলিস্তিনি নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন। ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৬০৩ জনে। এ ছাড়া আহত ফিলিস্তিনিদের ৯৯ হাজার ৭৯৫ জন। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বিমনা হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। প্রতিশোধ হিসেবে ১ অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এমন উত্তেজনার মধ্যেই গত ১৬ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে দখলদার ইসরায়েল। এর দুদিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আরটিভি/এসএপি-টি    
মিশরের দ্য গ্রেট পিরামিডের চূড়ায় কুকুর
বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরে গিজা জেলার দ্য গ্রেট পিরামিড। ছোট বড় ছয়টি পিড়ামিডের মধ্যে কুফু নামের পিড়ামিড সবচেয়ে বড় ও উঁচু। এসব পিরামিডে ওঠা নিষিদ্ধ বা ওঠার ব্যবস্থা নেই বলে ওপরের দৃশ্য দেখার একমাত্র উপায় হলো প্যারাগ্লাইডিং। গত সোমবার (১৪ অক্টোবর) অ্যালেক্স ল্যাং নামের এক পর্যটক যখন প্যারাগ্লাইডারে চড়ে ৪৫০০ বছরের পুরনো দ্য গ্রেট পিরামিডের ওপরের দৃশ্য উপভোগ করছিলেন, ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ল, পিরামিডের এক কোনায় কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে লক্ষ করে দেখেন, পিরামিডের একেবারে ওপরে একটি কুকুর পাখি দেখে ঘেউ ঘেউ করছে, আর তখনেই তার সাথে থাকা ক্যামেরা দিয়ে বন্দি করেন সেই দৃশ্য। পিরামিডের ওপরের অপ্রত্যাশিত এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে। কারণ, গ্রেট পিরামিডের সংরক্ষণ ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে পর্যটকদের পিরামিডের ওপর ওঠা কঠোরভাবে নিষিদ্ধ। মনে হচ্ছে, কারও সহযোগিতা ছাড়াই কুকুরটি পিরামিডের চূড়ায় উঠেছে।  এই কুকুর পিরামিডের এত উঁচুতে কীভাবে উঠল সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে, মঙ্গলবার বিকেলের দিকে কুকুরটি নিরাপদে গ্রেট পিরামিডের নিচে নেমে এসেছে।   মিশরের গিজার প্রাচীন গ্রেট পিরামিড নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের কমতি নেই। ফারাও রাজা খুফুর রাজত্বকালে খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬৫ সালের মধ্যে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। গিজার তিনটি অসাধারণ পিরামিডের মধ্যে এটিই সবচেয়ে বড়। গ্রেট পিরামিড ইউনেসকোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য। আরটিভি/ডিসিএনই
সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট
সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।  চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে শনিবার (১৯ অক্টোবর) রাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়। পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় গত ১৭ অক্টোবর চীনের প্রেসিডেন্ট বলেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত। শি জিনপিং আরও বলেন, সেনাদের অবশ্যই দেশের কৌশলগত নিরাপত্তা এবং মূল স্বার্থ রক্ষা করতে হবে। তাদের কঠিন যুদ্ধের সক্ষমতা রয়েছে, তা নিশ্চিত করা উচিত। চীনের প্রেসিডেন্ট যখন এ কথা বললেন তার কয়েকদিন আগেই তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর বৃহৎ আকারের সামরিক মহড়া দিয়েছিল।  চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে থাকে এবং বিগত বছরগুলোতে স্বশাসিত পূর্ব এশিয়ার এই দ্বীপের চারপাশে বেইজিং তার শক্তি প্রদর্শন ব্যাপকভাবে বাড়িয়েছে। উল্লেখ্য, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে।  আরটিভি/আরএ/এআর
গাজায় আরও ৭৩ জনকে হত্যা করল ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে আরও ৭৩ জনকে হত্যা কয়েছে দখলদার ইসরায়েল। রোববার (২০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।   এতে বলা হয়, উত্তর গাজার বেইত লাহিয়া শহরে শনিবার গভীর রাতে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে  নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় পুরো একটি আবাসিক কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে। যোগাযোগ ও ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বিমনা হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। প্রতিশোধ হিসেবে ১ অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।  এমন উত্তেজনার মধ্যেই গত ১৬ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে দখলদার ইসরায়েল। এর দুইদিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।  দখলদারদের হামলায় এখন পর্যন্ত ৪২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ। আরটিভি/আরএ/এআর