• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
আমি আর আগের মতো নেই: সূর্যকুমার
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা 
চলমান নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ভারত-বাংলাদেশের প্রথম সেমিফাইনাল একপেশে হলেও এই ম্যাচে দুই দলই লড়াই করেছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট পেয়েছে লঙ্কান মেয়েরা। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৪১ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে এক বল এবং তিন উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা। এতে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে স্বাগতিকরা। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কানরা। ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন বিষ্মি গুণারত্নে। ১৩ বলে ১২ রান করে তাকে সঙ্গ দেন হর্ষিতা সামারাবিক্রমা। তবে  কাভিশা দিলহারিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন চামারি আতাপাত্তু। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলতে পারে স্বাগতিকরা।  তবে ইনিংস বড় করতে পারেননি দিলহারি। ১৭ রান করে এই ব্যাটার আউট হলে, ২ বলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন নিলাক্ষী ডি সিলভা। তবে এক প্রান্ত আগলে রেখে ৪৩ বলে ফিফটি ‍তুলে নেন চামারি আতাপাত্তু। তাকে যোগ্য সঙ্গ দেন অনুশকা সঞ্জীবনী। তবে ১৭তম ওভারে লঙ্কান অধিনায়ককে বোল্ড করে পাকিস্তানকে খেলা ফেরান সাদিয়া ইকবাল। ৪৮ বলে ৬৩ রান করেন আতাপাত্তু। ৩ বলে ৩ রান করে রান আউট হয়ে ফেরেন হাসিনি পেরেরা। ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ১২ বলে লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় ১৬ রান। ১৯তম ওভারে দুটি বাউন্ডারি মেরে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সুগন্ধিকা কুমারী। শেষ পর্যন্ত সুগন্ধিকা কুমারীর ৯ বলে ১০ রান এবং অনুশকা সঞ্জীবনীর ২২ বলের অপরাজিত ২৪ রানে ভর করে এক বল এবং তিন উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল। এ ছাড়াও একটি করে উইকেট নেন নিদা দার এবং ওমাইমা সোহাইল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকেন দুই পাক ওপেনার গুল ফিরোজা এবং মুনিবা আলি। দুজনের ব্যাটে ভর করে উইকেট না হারিয়ে ৪৫ রান তোলে পাকিস্তান। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই। ২৪ বলে ২৫ রান করে ফিরোজা আউট হলে ৩৪ বলে ৩৭ রান করে তাকে সঙ্গ দেন মুনিবা আলি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সিদ্রা আমিন। ১৩ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১৭ বলে ২৩ রান করে আউট হন নিদা দার। এরপর পাক শিবিরে হাল ধরেন আলিয়া রিয়াজ এবং ফাতিমা সানা। শেষ পর্যন্ত আলিয়া রিয়াজের ১৫ বলে ১৬ রান এবং ফাতিমা সানার ১৭ বলের অপরাজিত ২৩ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪০ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তানের মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট শিকার করেন উদেশিকা প্রবোধনী এবং কাভিশা দিলহারি।
পাকিস্তান সিরিজের আগে মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি
তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন জালাল ইউনুস
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শোয়েব মালিক
ভারতীয় দলকে পাকিস্তানে না পাঠানোর আহ্বান হরভজনের
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে ভারত
চলমান নারী এশিয়া কাপের শুরুটা ভালো না হলেও গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে বড় জয় পায় বাংলাদেশ। সেই সঙ্গে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে টাইগ্রেসরা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে পারেনি জ্যোতি-নাহিদারা। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫৪ বলে এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠল আকাশি-নীলরা। আর বাংলাদেশের প্রাপ্তি দুই জয়। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৪৬ রান তোলে ভারত। অন্যদিকে বল হাতে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে মারুফা-নাহিদারা। দীর্ঘদিন পর দলে ফিরে বড় কিছু করতে পারেননি জাহানারা আলমও। তাই ফাইনালে উঠতে বড় বাঁধার মুখে পড়তে হয়নি ভারতীয় মেয়েদের।  শেষ পর্যন্ত শেফালি ভার্মার ২৮ বলে ২৬ রান এবং স্মৃতি মান্ধানার ৩৯ বলের অপরাজিত ৫৫ রানে ভর করে ৫৪ বলে এবং ১০ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই প্যাভিলিয়নের পথ ধরেন দিলারা আক্তার (৬), মুর্শিদা খাতুন (৪), রুমানা আহমেদ (১), ইসমা তানজিম (৮), রাবেয়া খান (১)। এরপর উইকেট মিছিলে যোগ দিয়ে দীপ্তি শর্মার বলে রিচার হাতে ক্যাচ দিয়ে দলীয় ৫০ পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফেরেন রিতু মণি। সতীর্থরা যখন আশা যাওয়া মিছিলে ব্যস্ত তখন স্বর্ণাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।  ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫১ বলে ৩২ রানে ধীরগতির ইনিংস সাজান টাইগ্রেস অধিনায়ক। শেষ পর্যন্ত রিতুর ১৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের মামুলি পুঁজি পায় বাংলাদেশ।
এবার ঢাকায় অনুশীলন ক্যাম্প টাইগারদের
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে টাইগাররা। এই সিরিজকে সমানে রেখে চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে টেস্ট দলে থাকা ক্রিকেটাররা। এবার ৩ আগস্ট থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটাররা। টেস্ট দলে জায়গা পেতে পারেন এমন সব ক্রিকেটারদের নিয়ে গত এক মাস যাবত চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ছিলেন এইচপি দলের ক্রিকেটারাও। এবার অনুশীলন হবে ঢাকায়। লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষ করে ইতোমধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের চার ক্রিকেটার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তাওহীদ হৃদয়। ঢাকা পর্বের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলবেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। সাকিব বাংলাদেশ টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও, এই মুহূর্তে বড় ফরম্যাটে দলের অংশ হবার সম্ভাবনা কম রিশাদ এবং সাইফউদ্দিনের। সাকিব কবে নাগাদ দলে যোগ দেবেন তা এখনও জানা যায়নি।  দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগস্টের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুদল।  পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এ ছাড়াও এ বছর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও চারটি টেস্ট খেলার সূচি রয়েছে টাইগারদের। টেস্টের লম্বা সূচি ঘোষিত হওয়ার পর খেলোয়াড়দের দীর্ঘ সংস্করণের ফরম্যাটে প্রস্তুত করতে বড় আকারের পরিকল্পনা সাজায় বিসিবি। পরিকল্পনার অংশ হিসেবে টেস্ট সিরিজের আগে নিয়মিতভাবে দুদিন ও চার দিনের ম্যাচ আয়োজন করা হচ্ছে।
ফাইনালে ওঠার মিশনে বাংলাদেশের মামুলি পুঁজি
চলমান নারী এশিয়া কাপের শুরুটা এলোমেলো হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ। এতে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালে খেলার পথ উন্মুখ হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলের। কিন্তু ফাইনালে ওঠার মিশনে আসরের প্রথম সেমিফাইনালে বড় পুঁজি দাঁড় করাতে পারেননি টাইগ্রেসরা। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজেরা। দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই প্যাভিলিয়নের পথ ধরেন দিলারা আক্তার (৬), মুর্শিদা খাতুন (৪), রুমানা আহমেদ (১), ইসমা তানজিম (৮), রাবেয়া খান (১)। এরপর উইকেট মিছিলে যোগ দিয়ে দীপ্তি শর্মার বলে রিচার হাতে ক্যাচ দিয়ে দলীয় ৫০ পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফেরেন রিতু মণি। শেষ দিকে স্বর্ণাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক জ্যোতি। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫১ বলে ৩২ রানে ধীরগতির ইনিংস সাজান টাইগ্রেস অধিনায়ক। শেষ পর্যন্ত রিতুর ১৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের পুঁজি পায় বাংলাদেশ।
নারী এশিয়া কাপ / ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা। এবার লক্ষ্য ভারতকে হারিয়ে ফাইনালের টিকেট কাটা। ফাইনালে ওঠার মিশনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে না খেলা মারুফা আক্তার একাদশে ফিরেছেন। ছিটকে গিয়েছেন সাবিকুন জেসমিন। অন্যদিকে একাদশে বেশকটি পরিবর্তন এনেছে ভারত। বাংলাদেশের একাদশ : দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার। ভারতের একাদশ : শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রি, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেণুকা সিং।  
নারী এশিয়া কাপ / সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।  গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় টাইগ্রেসরা। লক্ষ্য এবার ভারতকে হারিয়ে ফাইনালের টিকেট কাটা। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপরও গত দুই বছরের পারফরমেন্সের কারণে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। বড় চ্যালেঞ্জ হলেও জ্যোতিদের অনুপ্রেরণা দিতে পারে ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের সুখকর স্মৃতি। এতে সুযোগ আসবে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে খেলার। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। ভারতের বিপক্ষে একাদশে ফিরতে পারেন গত ম্যাচে না খেলা মারুফা আক্তার। তাকে জায়গা ছেড়ে দিতে গিয়ে সাবিকুন্নাহার জেসমিন বাদ পড়তে পারেন। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।
ভারতের বিপক্ষে ম্যাচ: যা বলছে অতীত পরিসংখ্যান
২০১৮ সালের সুখকর স্মৃতি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। অথচ আসরের শুরুটা হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় হার দিয়ে।  অবশ্য সেই ধাক্কা কাটিয়ে দারুণ ভাবেই ঘুরে দাড়িয়েছে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে দলটি।  যেখানে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছে লাল-সবুজরা। ওপেনার মুর্শিদার ব্যাট থেকে এসেছে দুটি হাফ-সেঞ্চুরি। এ ছাড়া বল হাতে দারুণ করেছেন নাহিদা, জাহানারা ও রাবেয়ারা।  তবে ফাইনাল খেলতে দলটিকে এবার টপকাতে হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকে। আসরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি হারমানপ্রীত কৌর বাহিনি। সঙ্গে সামাল দিতে আসরজুড়ে দারুণ পারফর্ম করা শেফালি ভার্মা ও দীপ্তি শর্মাদের। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপরও গত দুই বছরের পারফরমেন্সের কারণে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। বড় চ্যালেঞ্জ হলেও জ্যোতিদের অনুপ্রেরণা দিতে পারে ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের সূখকর স্মৃতি। এতে সুযোগ আসবে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টির ফাইনালে খেলার।   এদিকে দিনের আরেক সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ডাম্বুলার একই ভ্যানুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।  
এশিয়া কাপের সেমিতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
নারী এশিয়া কাপের ফাইনালের ওঠার লক্ষ্যে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। গ্রুপ ‘এ’ থেকে সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। অন্যদিকে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমির টিকিট কাটে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হারলেও থাইল্যান্ডকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। এরপর সেমিতে ওঠার জটিল সমীকরণে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপরও গত দুই বছরের পারফরমেন্সের কারণে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। গত দুই বছরে বেশ কিছু ম্যাচে ভারতের কাছে হারার আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাংলাদেশ। যা ভারতকে হারানোর জন্য টাইগ্রেসদের অনুপ্রেরণা দিচ্ছে। বোলিংয়ে ধারাবাহিক পারফরমেন্স করছেন রাবেয়া খাতুন এবং নাহিদা আক্তার। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ওপেনার মুর্শিদা খাতুনের পারফরমেন্সের উপরও নির্ভর করবে বাংলাদেশ। নিজেদের সর্বশেষ ১০ ম্যাচে জ্যোতি ২৩৬ রান এবং মুর্শিদা ৮ ম্যাচে ২০৮ রান করেছেন। আর রাবেয়া ৯ ম্যাচে ১৪ উইকেট এবং নাহিদা ১০ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন।