• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
‘ওরে কেন গুলি কইরা মারল, আমারে বাবার কাছে নিয়া যাও’
এতিম হয়ে গেল গুলিতে নিহত কামালের ৩ সন্তান
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের গাড়িচালক কামাল হোসেন ওরফে সবুজ। সম্প্রতি ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বালকদিয়া গ্রামে দিয়ে দেখা যায়, নিহত কামালের ৩ সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী সাদিয়া বেগম (রানু)। এ সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘এই তিন ছেলে মেয়ে এখন এতিম হয়ে গেল! আমি ওদের নিয়ে কোথায় দাঁড়াব, এখন কে ওদের দেখবে?’ তিনি বলেন, ‘আমাদের সংসার চালানোর মতো আর কেউ রইল না। বাকি দিনগুলো কীভাবে চলবে ভেবে উঠেতে পারছি না।’ জানা গেছে, গত ১৯ জুলাই সকালে বাড্ডার শাহজাদপুর এলাকার ভাড়া বাসা থেকে নাশতা খেতে বের হয়েছিলেন কামাল হোসেন। তখন কোটা আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে পড়ে হঠাৎ কামাল মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গত সোমবার সকালে সদর উপজেলার আগরবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে কামাল হোসেনকে দাফন সম্পন্ন হয়। কামাল ঢাকায় চ্যানেল আইয়ের গাড়ি চালাতেন আর ঝালকাঠি শহরে বাসা ভাড়া করা বাসায় তিন সন্তান নিয়ে স্ত্রী সাদিয়া বসবাস করতেন। কামালের তিন সন্তানের মধ্যে বড় ছেলে সামিউল ইসলাম (১৩)। সে ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এর পরের ছেলেটির বয়স সাত ও সব শেষ মেয়েটির বয়স পাঁচ বছর।
‘গুলিসহ ভাইকে কবর দেওয়া হয়েছে’
সীমান্ত থেকে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
আমার স্বামীকে কেন গুলি করে মারা হলো, বিচার চাইব কার কাছে?
সাপের কামড়ে আহত পুলিশ সদস্য
নরসিংদীতে মুক্তিযুদ্ধমন্ত্রী / মুক্তিযোদ্ধা কোটার সুবিধা কারা পাবে জানতে রিভিউ আবেদন করা হবে
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশের সুবিধা কারা নেবে তা জানতে আপিল বিভাগে সরকার রিভিউ আবেদন করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।  শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। আ ক ম মোজ্জাম্মেল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে মহামান্য আদালত যে রায় দিয়েছেন, আমরা সেটিকে স্বাগত জানাই। মেধার ভিত্তিতে ৯৩ শতাংশের পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশের সুবিধা কারা নেবে- তা জানতে আপিল বিভাগের কাছে আমার রিভিউ আবেদন করব। তিনি বলেন, কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত গ্রহণের জন্যও আদালতকে অনুরোধ জানানো হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটিও আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এ সময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য শাহজাহান খান, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরো, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক চেয়ারম্যান হেলাল মোর্শেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতুর লোকসান ৬ কোটি টাকা
কোটা আন্দোলন ও কারফিউের কারণে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে এক সপ্তাহে (১৮ থেকে ২৪ জুলাই) ৬ কোটি টাকা লোকসান হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানান। তিনি আরও বলেন, কারফিউ শিথিল হওয়ায় গত ২৫ জুলাই থেকে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার স্বাভাবিক হয়। বর্তমানে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে। উল্লেখ্য, গত ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে কোটা আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেদিন থেকেই সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যায়।  এর ফলে সেতু পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে টোল আদায় এমন লোকসানের মুখে পড়ে সেতু কর্তৃপক্ষ।   
কাপ্তাই হ্রদে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
রাঙ্গামাটি শহরের তবলছড়ির এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে তবলছড়ি-আসামবস্তি সড়কের পাশে কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র অর্ণব চৌধুরী (১৫) ও রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণির এডিশন সাহা (১৬)। এ ঘটনায় তাদের আরেক বন্ধু আহত হয়েছে। তার নাম শিবম দাশ গুপ্ত (১৪)। সে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। তারা সবাই শহরের মাস্টার কলোনির বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, তিন বন্ধু দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এমন সময় লাইফ জ্যাকেটের মতো কিছু একটা নিয়ে দুই বন্ধু ঘাট থেকে দূরে চলে যায়। পরে সেটি হাত থেকে সরে গেলে দুজনই ডুবে যায়। আরেক বন্ধু সাহায্য করতে গেলে সেও ডুবে যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন হ্রদ থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা শওকত আকবর খান বলেন, তিন ছাত্রকে দুপুরে হাসপাতালে আনা হয়। তিনজনের মধ্যে দুজনই হাসপাতালে পৌঁছার আগে মারা যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর
কুড়িগ্রামের উলিপুরের বুড়ি তিস্তায় (ছোট নদী) গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাসি আক্তার (৯) ও মোন্নাফ আলীর নাতনি মীম আক্তার (৮)।  জানা গেছে, শুক্রবার দুপুরে বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় দাদির সঙ্গে হাসি ও মীম আক্তার বুড়ি তিস্তা নদী‌তে গোসল করতে নে‌মে ডুবে যায়। প‌রে তাদের দাদির ডাকচিৎকারে এলাকার লোকজন এসে নদী থে‌কে শিশু দু‌টি‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উলিপুর থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় ইউডি মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পার্বতীপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
দিনাজপুরের পার্বতীপুরে তেলবাহী ট্রেনের ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে হলদিবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ট্রেনের লোকো মাস্টার (চালক) আব্দুস সামাদ গণমাধ্যমকে জানান, গত কয়েক দিন আগে তেলবাহী ট্রেনের এসব ওয়াগনে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে তেল নিয়ে আসা হয়। তেল খালাস করে শুক্রবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে ট্রেন ২৮টি তেলবাহী খালি ওয়াগন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী (রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গার্ডব্রেক নিয়ে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্যেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে, দুপুর দেড় টার দিকে ট্রেনটি পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের হলদিবাড়ী রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে একে একে ৬টি ওয়াগনের ২৪টি চাকা লাইনচ্যুত হয়।  তিনি আরও বলেন, এ ঘটনায় ওয়াগন এবং সঙ্গে থাকা আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত কোনো সদস্যের হতাহতের ঘটেনি। কিন্তু রেল লাইনের বেশ কিছু স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেল পৌনে তিনটার দিকে পার্বতীপুর ডিজেল সেড থেকে উদ্ধারকারী একটি গাড়ি (রিলিফ ট্রেন) ঘটনাস্থলের উদ্দেশ্যে ছেড়ে যায়।  পার্বতীপুর স্টেশনের মাস্টার রফিক চৌধুরী বলেন, ঘটনার পরপরই রিলিফ ট্রেন গেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।
পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
পিরোজপুর সদর উপজেলায় কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত জান্নাতি আক্তার পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ শেখের মেয়ে। নিহত তাইফা আক্তার একই এলাকার মো. খালেক শেখের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, সকালে সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ ও খালেক শেখের দুই মেয়ে জান্নাতি ও তাইফা ঘর থেকে বেরিয়ে আশ্রয়ণের ভেতরে খেলতে যায়। পরে সকাল ১০টার দিকে তাদের খোঁজ শুরু হয়। অনেক খোঁজাখুঁজির পরে বেলা ১১টার দিকে আশ্রয়ণের পুকুরে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা। পিরোজপুর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন বলেন, ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
বিজিবির কড়া পাহারায় চলছে তেলবাহী ট্রেন
চট্টগ্রাম রেল স্টেশন থেকে সারা দেশে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনগুলোর নিরাপত্তায় কড়া পাহারা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।   চট্টগ্রাম-৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া ১৬টি তেলবাহী বগিসহ আরো একটি ট্রেন সকাল সাড়ে ৬টায় রওনা হয় সিলেটের উদ্দেশ্যে। পরবর্তীতে সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়। প্রতিটি ট্রেনে বিজিবি চট্টগ্রাম থেকে একটি করে প্লাটুন নিরাপত্তার দায়িত্ব পালন করছে।