• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, ২০ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উপজেলার জামিরদিয়া এলাকায় দুপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত ও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ভালুকার জামিরদিয়ার রাইদা পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাউন্ডারি শহীদের সমর্থকদের সঙ্গে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়ার সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দু’পক্ষের মধ্যে ওই কারখানার সামনে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকা মডেল থানার পরিদর্শক হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানার ঝুটের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও অগ্নিসংযোগ করা ১৫টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ বিষয় জানতে ভালুকা বিএনপির যুগ্ন আহ্বায়ক বাউন্ডারি শহীদ ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়ার বক্তব্য জন্য একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম দুই পক্ষই নিজের লোক দাবি করে বলেন, বিষয়টি আমি ইতিপূর্বে সমাধান করে দিয়েছিলাম। হঠাৎ করে আজকে সংঘর্ষের বিষয়টি আমি পরে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্তিপূর্ণ আবস্থাতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  আরটিভি/এমএ
বাংলাদেশের দানব ছিলেন শেখ হাসিনা: ইঞ্জিনিয়ার শ্যামল 
ইসলামি বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
আ.লীগ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধূলিসাৎ করেছে: প্রিন্স
সারাদেশে নানান আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ
কোরিয়ান ব্যান্ড বিটিএসে আসক্ত হয়ে নেত্রকোণার আটপাড়ার দুই মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আটপাড়া উপজেলার মোবারকপুর ও মল্লিকপুর গ্রামে নিজবাড়ি থেকে নিখোঁজ হয় তারা। তারা হলেন, বরিউল আওয়ালের মেয়ে মীম আক্তার (১২) ও আবদুল খালেকের মেয়ে কামরুন্নাহার (১৩)।  জানা গেছে, নিখোঁজ মীম ও কামরুন্নাহার নেত্রকোণার আটপাড়ার হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অজান্তে স্মার্টফোনের মাধ্যমে তারা বিটিএসে আসক্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার বিভিন্ন দোকান থেকে তারা বিটিএসের স্টিকার সংগ্রহ করে। পরদিন বিকেলে কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদেরকে পায়নি। মীম আক্তারের বাবা রবিউল বলেন, আমাদের অজান্তেই স্মার্টফোন ব্যবহার করে মীম। পরে জানতে পারি, মোবাইলফোনে সে বিটিএসে আসক্ত হয়েছে। কাউকে কিছু না জানিয়ে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। আমরা এখনো তাদের সন্ধান পাইনি। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুই মাদরাসাছাত্রী নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরা আমাকে অবগত করেছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ দুই শিক্ষার্থী বিটিএসে আসক্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছে। আরটিভি/এসএপি-টি
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এবার ৫৩তম বিজয় উদযাপন করবে জাতি। যাদের রক্তে অর্জিত এই বিজয়, জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করতে ধুয়ে-মুছে রং-তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শহীদদের স্মরণে বাহারি ফুল ও বর্ণিল আলোকসজ্জায় সেজেছে সৌধ প্রাঙ্গণ। চারস্তুরের নিরাপত্তা ব্যবস্থাসহ জোরদার করা হয়েছে সব কার্যক্রম।  লাল-সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সাক্ষী ১০৮ একর জমির ওপর দাঁড়িয়ে এই স্মৃতিসৌধ। প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম ও নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে ফুলে সাজানো হয়েছে। শেষ হয়েছে লাইটিংসহ রং-তুলির কাজ। এ দিন রাতের আঁধার পেরিয়ে রক্তিম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদী।  জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষায় প্রহর গুনছে সবাই। বিশেষ দিনে দেশের সূর্যসন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই। তাইতো প্রবীণদের সঙ্গে আগামী প্রজন্মও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আর ভালোবাসা জানাতে সবাই উপস্থিত হবে এক কাতারে। সবার নিরাপত্তার জন্য সৌধের ভেতরে ও বাইরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কয়েকশ’ নিরাপত্তাকর্মী নিয়োজিতসহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য প্রস্তুতি শেষ হয়েছে তিন বাহিনীর সুসজ্জিত দলের মহড়া। জাতীয় স্মৃতিসৌধের পরিচ্ছন্নতাকর্মী জমেলা বলেন, আমরা দীর্ঘদিন ধরে জাতীয় স্মৃতিসৌধে কাজ করছি। আমরা হয়তো মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, কিন্তু যাদের আত্মত্যাগে আমরা পরাধীনতার শিকল ছিঁড়ে স্বাধীনতার স্বাদ পেয়েছি, স্মৃতিস্তম্ভসহ তাদের কবরের পরিচর্যা আমরা করতে পেরে অত্যন্ত গর্বিত। যেমন আমাদের পূর্বপুরুষরা আমাদের স্বাধীনতার কথা শুনিয়েছেন, তেমনি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে গর্বের সাথে শোনাতে পারব যে আমরা বীর শহীদদের কবরের পরিচর্যা ও শ্রদ্ধা নিবেদনের জন্য দিন রাত একাকার করে প্রস্তুত করেছি। গণপূর্ত ঢাকা বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বিজয় দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগ থেকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর অন্যান্য উপদেষ্টাগণ, সচিব, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এ বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় ওয়াচ-টাওয়ার দিয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।  প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবে।  ইতোমধ্যে আমরা সৌধ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত  নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহান বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ। পরে সেখানে শ্রদ্ধা জানাবেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। আরটিভি/এএএ-টি  
ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় এলো ৩৫ হাজার টন চাল
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় ২৯ দিনে ৯৬৯ ট্রাকে ৩৫ হাজার ৪৩ টন চাল আমদানি হয়েছে। ১৩ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এই বন্দর দিয়ে বিভিন্ন প্রকারের চাল আমদানি হয়েছে। যার আমদানি মূল্য প্রায় ৩২ কোটি টাকা।  আমদানিকৃত এসব চালের মধ্যে রয়েছে চিকন বাসমতি, মিনিকেট ও মোটা স্বর্না এবং জামাইবাবু জাতের চাল। আমদানিকারকদের দাবি, এভাবে চাল আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে দাম কমে আসবে। তবে ব্যবসায়ীরা বলছেন, চাল আমদানির প্রভাব এখনও সাতক্ষীরার চালের বাজারগুলোতে পড়েনি। এ বিষয়ে ভোমরা স্থল শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা মো. শফিউল বসর বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত ৯৬৯টি গাড়িতে চাল আমদানি করা হয়েছে ৩৫ হাজার ৪৩ টন। সরকার যেহেতু চালের ওপর ডিউটি ফ্রি করে দিয়েছে যার জন্য এখানে কোনো রাজস্ব আদায় হয়নি। উত্তরবঙ্গের চাল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সোনালী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত সরকার চাল রপ্তানি শুরু করার পর থেকে অন্যান্য বন্দরের পাশাপাশি ভোমরা বন্দর দিয়ে চাল আমদানি করছে তার প্রতিষ্ঠানটি। তবে গেল কয়েক সপ্তাহ ধরে কেবল আমদানি শুরু হয়েছে। এখনও তেমন প্রভাব পড়তে শুরু হয়নি দেশের চালের বাজারগুলোতে। সাতক্ষীরা জেলা সদরের বৃহৎ মোকাম সুলতানপুর বড় বাজারের চাল ব্যবসায়ীরা জানান, চিকন বাসমতি চাল প্রতি কেজি ৭৮ টাকা, চিকন আটাশ জাতের চাল কেজি প্রতি ৫৮ থেকে ৫৯ টাকা এবং মোটা জাতের চাল ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি করেন। এ ছাড়া আমদানিকৃত মোটা স্বর্ণা ও জামাইবাবু জাতের চাল ৫০ টাকা কেজি দরে বিক্রি করেন। তবে ভারতীয় চাল আমদানিতে দেশি চালের বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি বলে জানান তিনি। সাতক্ষীরা জেলার দায়িত্ব প্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা সালেহ্ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাতক্ষীরার চালের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে ভারত থেকে চাল আমদানি শুরুর কারণে শিগগিরই চালের বাজার কমতির দিকে আসবে বলে আশা করছি।  আরটিভি/এমএ
কাজিরহাট-আরিচা নৌরুটে চার মাস পর চালু স্পিডবোট সার্ভিস
পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে বন্ধ থাকার চার মাস পর চালু হয়েছে স্পিডবোট সার্ভিস।  শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কাজীরহাট ঘাটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সীমিত পরিসরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (পোর্ট) এ কে এম আরিফ উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর এই নৌরুটের দুই পাড়ের বোট মালিকরা লাপাত্তা হয়ে যান। তাদের অনুপস্থিতির কারণে টানা চার মাস স্পিডবোট চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন দুই পাড়ের সাধারণ যাত্রীরা। যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিআইডব্লিউটিএ উদ্যোগ নিয়েছে। লাপাত্তা হয়ে যাওয়া স্পিডবোট মালিকদের রুট পারমিট বাতিল করা হয়। নতুন করে স্পিডবোট মালিকদের কাছ থেকে রুট পারমিটের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে প্রথম অবস্থায় কাজীরহাট ঘাটের ৪৩টি ও আরিচা ঘাটের ১১টি স্পিডবোট চলাচলের অনুমতি দেওয়া হয়। আরও ৫০টি স্পিডবোটের রুট পারমিটের আবেদন রয়েছে। বিআইডাব্লিউটিএয়ের নগরবাড়ী-কাজিরহাট-নরাদহ নদীবন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল গণমাধ্যমকে বলেন, আমরা স্পিডবোট মালিক সমিতির সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। কিন্তু তারা লাপাত্তা হওয়ায় চালু করা যায়নি। অবশেষে অফিশিয়াল সিস্টেম সম্পন্ন করে নতুনভাবে অনুমোদন সাপেক্ষে স্পিডবোট সার্ভিস চালু করা হলো। আগের সময়ের সব স্পিডবোটের রুট পারমিট বাতিল করা হয়েছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আরিচা বন্দর পোর্ট অফিসার মামুনর রশিদ ও নগরবাড়ী নদী বন্দর পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল, আরিচা ঘাটের স্পিডবোট মালিক ভজন দাস, নাসির উদ্দিন, কাজীরহাট ঘাটের স্পিডবোট মালিক রইচ উদ্দিন, ফেরদৌস কবির, সমেজ হোসেন। এ ছাড়া দুই পাড়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা। আরটিভি/এএএ-টি  
ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
পাবনার চাটমোহরে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ কল্পনা খাতুন (৯) নামে এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত শিশুকন্যা কল্পনা খাতুন উপজেলার চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। তিনি চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।   পুলিশ ও স্বজনরা জানায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। আজ সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।  চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম গণমাধ্যমকে বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।  আরটিভি/এএএ  
সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে হাসিনাকে ফেরত দিতে হবে: সারজিস 
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে।     শনিবার (১৪ ডিসেম্বর) সাড়ে ১১টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থাণে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে? আর কোন শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না। তিনি বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছেন। সারজিস আলম আরও বলেন, শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে। গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ড. ইউনুসও যদি হয় তাকেও ছাড় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতাকর্মীসহ রাজশাহী বিভাগের শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। আরটিভি/এমএ-টি
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।  শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মো. সাইফুল ইসলাম গোপালগঞ্জ পুলিশের ডিএসবিতে এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। সাইফুল ফরিদপুর জেলার সালতা উপজেলার নাকুল হাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।  গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, সাইফুল আড়পাড়ায় অনুষ্ঠিত ওলামা দলের কর্মী সম্মেলনে দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছেলেন। সম্মেলন স্থলের পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় টেকেরহাটগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আরটিভি/এএএ/এআর