• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার
মিনহাজ আমান নামে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন অভিযোগ উঠেছে। এ অপরাধে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আরটিভি/কেএইচ
যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না: জামায়াত সেক্রেটারি
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব কামরুল
বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিতরা জাতীয় বীর: এমরান সালেহ প্রিন্স 
গাজীপুর থেকে ঢাকামুখী অফিসগামীদের জন্য চালু হচ্ছে ৪ জোড়া ট্রেন
গাজীপুর থেকে ঢাকামুখী অফিসগামীদের সুবিধার্থে ঢাকা-জয়দেবপুর রুটে ৪ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে।  রোববার (১৫ ডিসেম্বর) থেকে এসব ট্রেন চলাচল করবে। ঢাকার টঙ্গী, তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনে ট্রেনগুলো থামবে। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এ রুটে চলাচলকারী ট্রেনগুলো হচ্ছে তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪। যদিও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তুরাগ কমিউটার শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, তুরাগ কমিউটার-২ জয়দেবপুর থেকে সকাল সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে এ ট্রেন থামবে। তুরাগ কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-২ ও জয়দেবপুর কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে যথাক্রমে সকাল ৭টা ১০ মিনিট ও দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন দুটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। তুরাগ কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টা ২৫ মিনিটে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে এ ট্রেন থামবে। জয়দেবপুর কমিউটার-৩ ঢাকা থেকে বেলা ১১টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এটিও তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। তুরাগ কমিউটার-৩ ঢাকা থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে যাবে। এই ট্রেন তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে। আরটিভি/এমকে/এআর
ঝিনাইদহে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিএনপির কর্মীসভায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।  শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে হরিণাকুন্ডু উপজেলার লালনবাজারে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয়েছে সমাবেশের চেয়ার। স্থানীয়রা জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইবরাহিম রহমান বাবু কর্মীসভার আয়োজন করে। বিকেলে সমাবেশ চলাকালে ইউনিয়ন বিএনপির সভাপতি রনি আহম্মেদের লোকজন সমাবেশে হামলা চালায়। সেসময় কর্মীদের মারধর চেয়ার ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় থানা বিএনপির সদস্য মন্টু হোসেনের শারীরীক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আরটিভি/এমকে
পুলিশের মাথা ফাটাল তাহেরী ভক্তরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির নিলাখাদ গ্রামে গিয়াস উদ্দিন আত তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে বাবুল মিয়া (৪৪) নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানা ফিরে গেছেন।  শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।  ঘটনার বর্ণনা দিয়ে আহত বাবুল জানান, শুক্রবার বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আত তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশসদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজীব হাসান বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে। বাম হাতেও আঘাত পেয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’ আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ‘মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়।’ আরটিভি/এমকে/এআর
সড়ক দুর্ঘটনায় বড় বোনের সামনেই ছোট বোনের মৃত্যু
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বড় বোনের চোখের সামনে ছোট বোন নাছিমা আক্তার (২৫) মৃত্যু হয়েছে। একই সময় বড় বোন পুষ্প গুরুতর আহত হয়েছেন।   শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।   এর আগে জেলার রামগতি উপজেলার জমিদার হাট বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনায় শিকার হন দুই বোন পুষ্প ও নাছিমা। তারা উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরু ইসলামের মেয়ে।   জানা গেছে, সকালে দুই বোন বাবার বাড়ি থেকে চাউল কিনার জন্য স্থানীয় জমিদার হাট বাজারে অটোরিকশা যোগে যাচ্ছিলেন। জমিদার হাট বাজারে পৌঁছার আগেই তাদের বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয় দুই বোন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ছোটবোন নাছিমাকে মৃত ঘোষণা করেন।   লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীকে আনা হয়েছিল আমাদের এখানে। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’   আরটিভি/এমকে/এআর
রূপপুরের নিরাপত্তার বিষয়টি আমরা খতিয়ে দেখছি: অর্থ উপদেষ্টা
রূপপুরের নিরাপত্তার বিষয়টি যতটা সম্ভব আমরা খতিয়ে দেখছি বলে জানিয়েছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।  এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প ঘুরে দেখেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার পক্ষে। রূপপুর আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট, এটা বিদ্যুতের জন্য অবশ্যই ইতিবাচক হবে। এটা নিয়ে আগের সরকার কী করেছে না করেছে সেটা অন্য জিনিস, কিন্তু আমরা এটা শেষ করার পক্ষে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আর নিরাপত্তার বিষয়টি যতটা সম্ভব আমরা খতিয়ে দেখছি। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয়, আর সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/এমকে
খাগড়াছড়ির দুর্গম এলাকায় জিপ উল্টে যুবক নিহত
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় জিপ উল্টে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মো. মনির হোসেন (২৪)। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। নিহত মনির হোসেন ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। স্থানীয়রা জানান, সকালে ভাইবোনছড়া বাজার থেকে জিপ গাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন। তবে মনির হোসেন দুর্ঘটনাকবলিত গাড়ির চালক ছিলেন না। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরটিভি/এমকে/এআর
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজের তিন দিন পর তিন শিক্ষার্থী উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টিনন্দন পার্কে চলমান ইসলামী মাহফিলের গেট থেকে তাদের উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নূরুল কাদির সৈকত।  জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় ওই শিশুদের তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সময়মতো মাদরাসা না যাওয়ায় শিক্ষকদের ভয়ে তারা তিন দিন ঘোরাঘুরি করে পার করেছে বলে জানা যায়।  শিক্ষার্থী তিনজন হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো. আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। তারা চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নূরুল কাদির সৈকত বলেন, ঘটনা জানার পরই পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। জিডি হবার পর তৎপরতা বাড়িয়ে শিক্ষার্থী তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়। আরটিভি/এমকে/এআর