• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
কবি হেলাল হাফিজ আর নেই
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। এই নির্মাতা বর্তমানে নির্মাণ করছে ‘হাউ সুইট’ নামের ওয়েব ফিল্ম। এদিকে, ‘হাউ সুইট’ নামের ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনায় অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি। পোস্ট দিয়ে তিনি লিখেছেন, আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। এরপর বলেন, সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন। এক ভক্ত লিখেছেন, দোয়া করি আপনারা পুরো টিম সুস্থতার সাথে আমাদেরকে একটি ভালো কাজ উপহার দিতে পারেন। আরেকজন লিখেছেন , ফি আমানিল্লাহ দোয়া রইলো সবার জন্য। ওয়েবফিল্মটিতে  অপূর্ব-ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ। আরটিভি /এএ 
বিয়ে করলেন কীর্তি সুরেশ
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
সুইমিংপুলে কি মানুষ সালোয়ার কামিজ পরে নামবে: রুনা খান
শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন
যে কারণে ছেলের বিরুদ্ধে মামলা করলেন অভিনেতা বাবা
অনেক সময়ই বাবা-মায়ের সঙ্গে সন্তানের বিরোধের কথা শোনা যায়। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদের মাঝেও রয়েছে এমন ঘটনা। এবার ছেলের বিরুদ্ধে মামলা করলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতা মোহন বাবু।        সোমবার (৯ ডিসেম্বর) ছেলে মনোজ মাঞ্চু ও পুত্রবধূ মণিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। মূলত সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই এই মামলা করতে বাধ্য হন অভিনেতা।  পুলিশের কাছে মোহন বাবু অভিযোগ করেছেন, জীবনের নিরাপত্তা শঙ্কায় রয়েছেন তিনি। অভিনেতার জলাপল্লী বাড়িতে ৩০ জন লোক পাঠিয়েছিল ছেলে মনোজ। মোহন বাবুর এই বাড়িটি দখল করে তাকে উচ্ছেদের চেষ্টা করছে তার ছেলে ও পুত্রবধূ।  গত ৯ ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগপত্রে অভিনেতা লেখেন, সেদিন আমি মাধপুর অফিসে ছিলাম। রাত সাড়ে ১০টার দিকে আমার এক গৃহকর্মী জানান, প্রায় ৩০ জন ব্যক্তি জোর করে বাড়িতে যায়। সেখানে তারা মনোজের সহযোগী বলে দাবি করে এবং আমার বাড়ির স্টাফদের ভয়ানক পরিণতির হুমকি দেয়। পাশাপাশি বাড়ি থেকে উচ্ছেদের হুমকিও দেয়। তাদের অনুমতি ছাড়া নাকি আমার বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না।  তিনি আরও লেখেন, আমি আমার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও আমার সম্পত্তি নিয়ে ভীত। শুধু তাই নয়, আমি বাড়ি ফিরে গেলে আমার ক্ষতি করার জন্য অপেক্ষা করছেন তারা। আমাকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করেছে তারা। আমার বাড়িতে আমার যে সব স্টাফ রয়েছেন তাদের ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাধেন তিনি। তাদের মাঞ্চু লক্ষ্মী ও বিষ্ণু মাঞ্চু নামের দুই ছেলে-মেয়ে রয়েছে। পেশায় তারা দুজনেই অভিনয়শিল্পী। বিদ্যা দেবী মারা যাওয়ার পর তারই ছোট বোন নির্মলা দেবীকে বিয়ে করেন মোহন বাবু। এ সংসারে জন্ম হয় মনোজ মাঞ্চুর। অন্য ভাই-বোনের মতো অভিনয়ে পা রাখলেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। আরটিভি/এইচএসকে/এআর  
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় বন্ধ করব না: সিডনি সুইনি
পর্দায় নানান চরিত্রে অভিনয় করলেও ‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজ দিয়ে পরিচিতি পান আমেরিকান অভিনেত্রী সিডনি সুইনি। বিশেষ করে ‘ইউফোরিয়া’ সিরিজে অভিনেত্রীর নগ্ন দৃশ্য নিয়ে চর্চার যেন কোনো শেষ নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিডনি।    সম্প্রতি হলিউড গণমাধ্যম ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে কথা বলেন অভিনেত্রী। যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করবেন না তিনি। পর্দায় নগ্ন দৃশ্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে সিডনি বলেন, এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। আলোচনা-সমালোচনা যাই হোক, চরিত্রের প্রয়োজনে পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করা বন্ধ করব না। অভিনেত্রী আরও বলেন, যত ভালোই অভিনয় করি না কেন, মানুষ কেবল আমার শরীর নিয়েই কথা বলে। এ জন্য কৈশোর থেকেই চেষ্টা করেছি এমন কিছু করতে, যাতে মানুষ আমার কাজ নিয়েই কেবল কথা বলে। আমি স্কুলে যত বেশি সম্ভব খেলায় অংশ নিতাম, পড়াশোনায় মনোযোগ দিতাম, যাতে মানুষ আমাকে শরীরসর্বস্ব ভাবতে না পারে।  গেল বছর একটি বিব্রতকর ঘটনা ঘটে সিডনির জীবনে। তার অভিনীত বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্যের স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের সদস্যদের ট্যাগ করেন অনেকে। যা নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত, সামনে বেশ কয়েকটি টিভি সিরিজ ও সিনেমায় দেখা যাবে সিডনিকে। আরটিভি/এইচএসকে   
জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেসবাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়।  গত ৫ নভেম্বর এই মামলায় গ্রেপ্তার করা হয় শমী কায়সারকে। পরে রিমান্ড শেষে তাকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত।   আরটিভি/এইচএসকে   
প্রাক্তন স্বামীর বিয়ের চার দিনের মাথায় আবেগঘন পোস্ট সামান্থার
দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা দম্পতি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যর সংসার ভাঙে ২০২১ সালে। ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। তবে সংসার জীবনে স্থায়ী হতে পারেননি নাগা-সামান্থা। দাম্পত্য জীবনের ইতি টেনে এখন দুজনের পথ দুই দিকে। এরপর নাগা দ্বিতীয় বিয়ে করে নতুন জীবন শুরু করলেও এখনও সিঙ্গেলই রয়ে গেছেন সামান্থা। বর্তমানে কেউ নেই অভিনেত্রীর জীবনে। এ দিকে প্রাক্তন স্বামীর বিয়ের চারদিন পর স্মৃতি হাতড়াচ্ছেন সামান্থা। ফিরে দেখছেন সংসার জীবনের নানা টানাপোড়েন এবং উত্থান-পতনের গল্প। ইনস্টাগ্রামের একটি পোস্টে অকপটে সে বার্তাই জানালেন অভিনেত্রী।  ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘বছর শেষের পথে। আমরা ফিরে দেখি সেই উত্থান-পতনগুলো যা আমাদের যাত্রাকে সুগম করেছে। চ্যালেঞ্জ থেকে জয়, উন্নতি ও আনন্দের মুহূর্তগুলো তুমি এক উজ্জ্বল তারকার মতো শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছ। এই বছরটি আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। সেইসঙ্গে শিখিয়েছে শক্তি ও স্থিতিশীলতা অর্জন।’ এর আগে, নাগা চৈতন্যের বিয়ের দিন ইনস্টাগ্রামে একটি মেয়ে ও একটি ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছিলেন সামান্থা। এর সঙ্গে লেখেন, ফাইট লাইক গার্লস! যেখানে অপমানিত হবে, সেখানে চুপ না থেকে লড়াই করে যাও। যদিও নাগা চৈতন্যের বিয়ের খবর সামনে আসার পর প্রকাশ্যে কিছু বলেননি সামাস্থা। তবে তার পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, প্রাক্তন স্বামীর বিয়ের দিন থেকেই মানসিকভাবে ভালো নেই সামান্থা।    আরটিভি/এইচএসকে  
প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে এফডিসিতে আসা-যাওয়া বেড়েছে নির্মাতাদের। এর মাঝেই হঠাৎ এফডিসিতে হাজির হয়ে চমকে দেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এবারই প্রথম এফডিসিতে গেলেন তিনি।  রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে মত বিনিময় করে পরিচালক সমিতি। দুই পক্ষের উপস্থিতিতে এ দিন বেশ আনন্দঘন হয়ে ওঠে এফডিসির পরিবেশ।  তাদের বিদায়ের পরপরই এফডিসির স্টাডি রুম (পরিচালক সমিতি) প্রাঙ্গণে উপস্থিত হন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সমিতির অভ্যন্তরে তাকে স্বাগত জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।  এ বিষয়ে উপমহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, তথ্য উপদেষ্টা মহোদয় আসবেন এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। হঠাৎ করেই এফডিসি ভিজিটে আসেন তিনি। আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। প্রায় বিশ মিনিটের মতো এফডিসিতে ছিলেন। এ সময় আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তিন। একপর্যায়ে চলচ্চিত্র উন্নয়নে তার কিছু পদক্ষেপের সার-সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরেন। তিনি আরও বলেন, খুব শিগগিরই চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।  এর আগে, গত ১৩ অক্টোবর এই মন্ত্রণালয়ের ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক আল আমিন রাকিব তনয়ের সঙ্গে এফডিসিতে অবস্থানরত নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের সঙ্গে আলোচনা হয়।  এ দিন আলোচনায় সরকারের নেওয়া চলচ্চিত্র এবং এফডিসির সংস্কারে কিছু পদক্ষেপ নিয়ে শিগগিরই সকলের সঙ্গে বসবেন বলে আশ্বস্ত করেছিলেন তনয়। ওই বৈঠকের প্রায় দুই মাস পর গতকাল এফডিসিতে আন অফিসিয়াল সফর করেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, সংক্ষিপ্ত হলেও আমাদের মাঝে ইতিবাচক আলোচনা হয়েছে। ভীষণ আন্তরিক তিনি। আমাদের থেকেও চলচ্চিত্র উন্নয়নে মতামত চেয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের মতামতগুলো দ্রুত উপদেষ্টার সামনে তুলে ধরতে। আরটিভি/এইচএসকে-টি  
সম্পর্ক গড়া ও ভাঙাই তাদের পেশা
বর্তমান সময়ের ছোট পর্দার দুই পরিচিত মুখ আশরাফ সুপ্ত ও মিহি আহসান। এই দুইজন জুটি বেঁধে কাজ করেছেন অসংখ্য নাটকে। ফের তারা একসঙ্গে কাজ করেছেন নতুন একটি নাটকে। অনামিকা মণ্ডলের রচনায় ‘রিলেশন কিপার’ নাটকটি পরিচালনা করেছেন পরিচালক রাজ্জাক রাজ।  নির্মাতা রাজ্জাক রাজ বলেন, আশরাফ সুপ্ত ও মিহি আহসান অভিনীত অসংখ্য নাটক রয়েছে ইউটিউবে। কিন্তু এই নাটকটি দর্শকদের বিনোদনের ক্ষেত্রে আশা করি অন্যরকম মাত্রা যোগ করবে।  রাফি চরিত্রে অভিনয় করা আশরাফ সুপ্ত ও ঋতু চরিত্রে অভিনয় করা মিহি আহসান দুই জনই অন্যরকম ডিজিটাল পেশায় কাজ করেন। একজন রিলেশন গড়তে সাহায্য করেন আর অন্য জন রিলেশন ভাঙতে সাহায্য করেন। আর সেটা করেই তারা টাকা পান। পেশাগত কারনে প্রায় সময়েই একে অন্যের কাজে হস্তক্ষেপ করেন তারা। এদিকে ঋতুর বাবা ঋতুর বিয়ে ঠিক করে। পাত্রের সাথে দেখা করতে গিয়ে ঋতু দেখে পাত্রটি রাফি। ঋতু এখন কি করবে.? এই বিয়ে তো সে করবে না আবার বাবাকে না ও করতে পারবে না। তাহলে বিয়ে ভাঙবেটা কি করে। আর এভাবেই নানা ঘটানার মধ্যদিয়ে এগিয়ে যায় নাটকটি।  সুপ্ত-মিহি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন, তাবাসসুম মিথিলা, রেশমা আহমেদ, এম কে এইচ পামির, ফারজানা জয়া, পঙ্কজ মজুমদার, নিয়াজ আহমেদ খান টিপু, নাজিম উদ্দীন, সনিয়া জাহান স্বপ্ন, জসিম কায়কোবাদ সহ আরো অনেকে।  আরটিভি /এএ   
গ্রামীণ চরিত্রেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি: অর্চিতা স্পর্শিয়া
শোবিজের জনপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিজ্ঞাপনচিত্র, নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। রোববার (৮ ডিসেম্বর) এই গ্ল্যামার গার্লের  জন্মদিন। মাসখানেক যুক্তরাষ্ট্রে থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন স্পর্শিয়া। ফিরেছেন ক্যামেরার সামনেও। নাটক-বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি অংশ নিচ্ছেন শোবিজের বিভিন্ন আয়োজনেও।   সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ক্যারিয়ারসহ নিজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন স্পর্শিয়া। গ্ল্যামার গার্ল হিসেবে নিজেকে মেলে ধরলেও গ্রামীণ চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, আমি গ্রামীণ চরিত্র করতেই বেশি পছন্দ করি। কারণ এতে চ্যালেঞ্জ থাকে। ভারী মেকআপ থাকে না, অথচ চরিত্রের গভীরতাই আমাকে আলোকিত করে।  তিনি আরও বলেন, আমি নিজের মধ্যেই নিজেকে খুঁজে পাই। বরাবরই আমার ভিশন আর পরিকল্পনাকে গুরুত্ব দিই। অন্যের দিকে তাকালে নিজের মধ্যে ডিস্টার্ব ফিল হয়। তাই নিজের মধ্যেই থাকতে পছন্দ করি। দেশের বিনোদন জগত নিয়ে অভিনেত্রী বলেন, আমাদের ইন্ডাস্ট্রি আসলে এখনও ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারেনি। একসময় মানসম্মত কাজ হলেও বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে। সিনেমা বা ওটিটি, যেটাই হোক না কেন কাজটি ভালো হতে হবে। আমি সবসময় চেষ্টা করি শ্রেষ্ঠটুকু দেওয়ার। যদিও সব কাজ সমান ভালো হয় না, তবুও ব্যালেন্স করার চেষ্টা করি। ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় কাজ জমা হয়েছে স্পর্শিয়ার ঝুলিতে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘বন্ধন’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’ ও ‘নবাব এলএলবি’। এসব কাজ জনপ্রিয়তা এনে দিয়েছে তাকে। তেমনি নিজের অভিনয়ের গভীরতাও প্রমাণ করেছে তিনি।  নাটক ও সিনেমার পাশাপাশি ওটিটিতেও দারুণ প্রশংসিত স্পর্শিয়ার কাজগুলো। ‘আবাসিক হোটেল’, ‘পাঁচ ফোড়ন’ এবং ‘বউ ডাইরিজ (টু-লেট)’ তাকে এনে দিয়েছে নতুন মাত্রা।  আরটিভি/এইচএসকে/এআর