• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি, যা বললেন আদর-পূজা
নারীবাদ নিয়ে নোরা ফাতেহির মন্তব্য, ক্ষুদ্ধ নেটিজেনরা
মাত্র পাঁচ হাজার রুপি নিয়ে ভারত এসেছিলেন তিনি। বলিউডে জায়গা পেতে কঠিন সংগ্রাম করতে হয়েছে তাকে। এক ফ্ল্যাটে নয়জনের সঙ্গে বাস করতে হয়েছে। অর্থের অভাবে করতে হয়েছে ক্ষুধার কষ্ট। বলছি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহির কথা। খুব অল্প সময়েই নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন এই তিনি। তবে অভিনয়ের চেয়ে নাচেই বেশ পারদর্শী নোরা। শুধু তাই নয়, বলিউডে তিনি ‘বেলি ডান্স কুইন’ হিসেবে পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে এমন এক কথা বলে বসলেন তিনি, যাতে তার ওপর রেগে আগুন নেটিজেনরা।    সম্প্রতি একটি পডকাস্টের সাক্ষাৎকারে নোরা বলেছেন, নারীবাদ আসলে সমাজটাকে ধ্বংস করে ফেলেছে। আমি বলছি না যে মেয়েরা পড়াশোনা করবে না বা চাকরি করবে না; অবশ্যই করবে। তবে, এর একটা মেয়াদ বা সময়কাল আছে। পুরুষ চাকরি করবে, টাকা উপার্জন করবে, খাবার আনবে ও পরিবারকে রক্ষা করবে। তিনি বলেন, অন্যদিকে নারী মা হবে, সন্তানের দেখাশোনা করবে, রান্না করবে, ঘরের কাজ করবে। নারী–পুরুষের ভূমিকা এমনই হওয়া উচিত। এতে খারাপ কী! আমি এভাবেই চিন্তা করি। শুনলে মনে হবে, আমি হয়তো এখনো আদিকালেই পড়ে আছি বা ওল্ড স্কুল। তবে, এটাই আমার বিশ্বাস।  নোরার কথা শুনে কার্যত অবাক সবাই। তিনি নিজে দাপিয়ে কাজ করছেন বহির্বিশ্বে, অথচ তিনি মেয়েদের বাড়ির কাজে বাঁধতে চাইছেন। নোরার কথা বিরক্ত হয়ে এক ব্যক্তি লেখেন, উনি কেন এখনো বিয়ে করে বাচ্চা লালনপালন না করে বেপর্দা হয়ে নাচানাচি করে বেড়াচ্ছেন? সিনেমায় যতই নায়িকা হন না কেন, ব্যক্তিগত জীবনে আপনি আসলে একটা খলচরিত্র। অন্য আরেক ব্যক্তি লেখেন, এত ফালতু কথা আমি জীবনে শুনিনি। বুঝেছি, উনি কাদের খুশি করতে এসব কথা বলছেন! ওনার ভক্তরা তো সাধারণত পুরুষ। উনি আসলে ওনার পুরুষ ভক্তদের খুশি করতে চান। 
শাকিবের সঙ্গে বিয়ের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস
যে কারণে লালন ব্যান্ড ছাড়লেন ড্রামার তিতি
পাঁচ দিন ধরে নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিং
গরমে নাজেহাল মানুষের জন্য অরিজিৎ সিং'র ভিন্ন উদ্যোগ
ফরিদুল হাসানের তারকাবহুল ধারাবাহিক ‘বাহানা’
পারিবারিক ও কমেডি ঘরানার গল্প জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান একঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বাহানা’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির গল্প।  গল্পটিতে দেখা যাবে শিমুলতলী গ্রামের একটি বাড়ি তালুকদার বাড়ি। এই বাড়ির গৃহকর্তা মরহুম মোহরম তালুকদার সংসারে ছয় মেয়ে ও প্রচুর বিষয়সম্পত্তি রেখে গেছেন। বংশ রক্ষার তাগিদে একে একে ছয়টি মেয়ে হয় তার, কিন্তু শেষ পর্যন্ত আর পুত্র সন্তানের মুখ দেখা হয়নি। তার আগেই মৃত্যু হয়েছে তার। মোবারক তালুকদারের স্ত্রী আমেনা ছয় মেয়ে জুই, জবা, বেলী, শাপলা আর টগর শিউলীকে নিয়ে দিন কাটান। পর্যাপ্ত টাকা পয়সা থাকা সত্ত্বেও তিনি এক মেয়ে ছাড়া অন্য মেয়েদের শিক্ষিত করে তুলতে পারেননি। কারণ লেখাপড়ার ব্যাপারে তাদের কারোই তেমন আগ্রহ ছিল না। লেখাপড়ার প্রসঙ্গ এলেই শুরু হয় টালবাহানা। বড় মেয়েকে বিয়ে দেয়ার পর অন্যদের বিয়ের বয়স হয়ে গেলেও তিনি বিয়ে দিতে পারছেন না। এখানেও টালবাহানা। আমেনা বেগম এই নিয়ে বেশ চিন্তিত। তার একমাত্র ভরসা বড় মেয়ের জামাই মোফাক্কর। আমেনা বেগম বড় মেয়ে জুইকে পাঁচ বৎসর আগে বিয়ে করেন ভিন্ন জেলার ছেলে মোফাক্কর। বিয়ের পর মোফাক্কর স্থায়ীভাবে শ্বশুর বাড়িতে চলে আসে। সেখানে থাকে নানান টালবাহানা। তার কথা হলো, বাড়িতে একজন পুরুষ মানুষ না থাকলে কেমনে হয়? আমেনা বেগমও বিষয়টা মেনে নেয়। তারপর থেকেই ঘর জামাই হিসেবে শ্বশুর বাড়িতে থাকা শুরু করে মোফাক্কর। আর মোফাক্করের পাঁচ শ্যালিকা একেক জনের সঙ্গে তার একেক রকম সম্পর্ক। মূলত পাঁচ শ্যালিকার সঙ্গে তার সম্পর্ক এবং আচার-আচরণ নিয়েই এই নাটকের গল্প এগিয়ে যায়। ধারাবাহিকটি নিয়ে ফরিদুল হাসান বলেন, নাটকটিতে পরিবারের গল্প বলা হয়েছে। বর্তমানে সেরকম পরিবারের গল্প হয় না বললেই চলে। আমি বরাবরই পারিবারিক গল্পে কাজ করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করি। হাস্যরসের মধ্যে গল্পে রয়েছে সামাজিক বার্তা। আশা করি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ভালো লাগবে। নির্মাতা জানান, ‘বাহানা’ ধারাবাহিকটি আসছে ৩০ এপ্রিল বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে। এরপর টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, জামিল হোসাইন, নাদিয়া আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, তাহমিনা মৌ, সাবিহা জামান, শেলী আহসান, ফারুক আহমেদ, ডা. এজাজ, সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান পাভেল,শহীদ-উন-নবী, আইরিন তানি, এমিলা হক, সামিনা বাশার, জামাল রাজা, হেদায়ত নান্নু, তানিয়া রিতু, রেশমী, সাজু খাদেম, সূচনা সিকদার, রাজা হাসান, শ্রবন্তী খান, ফারজানা মিথিয়া প্রমুখ।     
মাহির পর এবার মায়ের চরিত্রে জয়া আহসান
সম্প্রতি ‘রাজকুমার’ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান। তবে বাংলাদেশের কোনো সিনেমা নয়, কলকাতার সিনেমায় মায়ের ভূমিকায় দেখা যাবে জয়াকে।   ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া। সিনেমাটির নাম ‘ডিয়ার মা’। মূলত এ কারণেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। শিগগির নতুন সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নতুন এই সিনেমার ব্যাপারে কথা বলেন জয়া। অভিনেত্রী বলেন, অনিরুদ্ধ রায় চৌধুরী দশ বছর পর বাংলা সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সবশেষ তিনি ‘বুনোহাঁস’ পরিচালনা করেছিলেন। তার পরিচালনায় হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ সিনেমায় কাজ করেছি। এবার বাংলা সিনেমায় কাজ করব। তিনি আরও বলেন, এখন প্রচণ্ড গরম। শুটিং শুরুর আগে চরিত্রটি নিয়ে প্রস্তুতির কাজ চলছে। স্ক্রিপ্ট পড়ছি, নিজেরা আলোচনা করছি, আশা করছি ভালো কিছু হবে। নতুন সিনেমার চরিত্রটি নিয়ে জয়া বলেন, মায়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন। প্রথমবার এমন চরিত্র করছি। মা-সন্তানের গল্প। মা-সন্তানের সম্পর্কের গল্প। দর্শকরা একটি সুন্দর সম্পর্কের গল্প দেখবেন এই সিনেমায়। 'ডিয়ার মা' সিনেমার অন্যতম প্রধান চরিত্র জয়া আহসানের। তিনি বলেন, ভালো গল্পের জন্য সবসময় অপেক্ষা করি। ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি। ‘ডিয়ার মা’ তেমনই একটি কাজ হবে। প্রসঙ্গত, জয়া ছাড়া সিনেমায় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও অভিনয় করবেন। অভিনেত্রীর স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দন রায় স্যানালকে। জয়া অভিনীত কলকাতায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ভূতপরী'। সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে।    
বাংলাদেশি সিনেমার মস্কো জয় 
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। শুক্রবার (২৬ এপ্রিল) উৎসবের শেষ দিন মস্কোতে সিনেমাটির নির্মাতা আসিফ ইসলাম এই পুরস্কার গ্রহণ করেন।   পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পুরস্কার আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। কারণ, সারা বিশ্বের হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেয় মাত্র ১১টি সিনেমা। তার মধ্যে থেকে ‘নির্বাণ’ স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। ঘোষণার সময় আমি এটা শুনে রীতিমতো চমকে উঠি। এমনকি পুরস্কার হাতে নেওয়ার পরও ছিলাম একটা ঘোরের মধ্যে।  আসিফ আরও বলেন, পুরস্কার পাওয়ার সেই কথা মনে করে, এখনো আমি কাঁপছি। ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারছি না। এই অর্জনটা আসলেই আমাদের অনেক কিছু দিয়েছে। ‘নির্বাণ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। তিনিও জানালেন নিজের ভালো লাগার কথা। এই অভিনেত্রী বলেন, আমি ভীষণ আনন্দিত। কীভাবে এই খুশি প্রকাশ করব জানি না। সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে। অর্চি আরও বলেন, সিনেমাটির পেছনে আমরা সবাই মিলে যে শ্রম দিয়েছি, সেটা সার্থক হল। এই প্রাপ্তি আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে। প্রসঙ্গত, ‘নির্বাণ’ নির্মাতা আসিফ ইসলামের প্রথম সিনেমা। যেটি তিনি দীর্ঘ সময় নিয়ে নির্মাণ করেছেন। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আনোয়ার হোসেন।
মুক্তির আগেই ইতিহাস গড়ল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’
দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। সিনেমাটি মুক্তির পর ব্যাপক ঝড় তোলে বক্স-অফিসে। পাশাপাশি সিনেমাপ্রেমীদের ভূয়সী প্রশংসা কুড়ায় সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমায় তাদের রসায়নও নজর কাড়ে দর্শকদের।  সামনেই মুক্তি পেতে যাচ্ছে এই ফ্রাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা : দ্য রুল।’ কিন্তু মুক্তির চার মাস আগে থেকেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সিনেমাটি। এখন পর্যন্ত প্রচারণাও শুরু হয়নি সিনেমার। তা সত্ত্বেও, খবরের শিরোনাম দখল করে নিচ্ছে ‘পুষ্পা’।  শোনা যাচ্ছে, প্রচারের আগে, মুক্তির অনেক আগেই ১ হাজার কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম। অনন্য নজিরটি গড়ল আল্লু অর্জুন অভিনীত এই সিনেমা। ২০২১ সালে আল্লু অর্জুনই প্রথম দেখালেন, পুষ্পাদের কাঁটাও আছে। ফোঁস করতেও পারে। পুষ্পার নতুন সংজ্ঞা তৈরি করলেন এই বলে যে, সে মাথা নোয়াতে রাজি নয়, ‘পুষ্পা ঝুঁকে গা নেহি!’  এই সিনেমায় অভিনয় করে প্রকৃত অর্থেই শোরগোল ফেলে দেন আল্লু অর্জুন। গ্ল্যামারের মোড়ক থেকে আগাগোড়া বেরিয়ে, রোদে পোড়া চেহারা নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন পুষ্পারূপী আল্লু অর্জুন। পাখির চোখ করলেন গোটা দেশের দর্শককে। ‘মহাভারত’ মহাকাব্যের বীরের মতো লক্ষ্যভ্রষ্ট ছিলেন না বলেই পুষ্পার সিক্যুয়েল নিয়ে এখন থেকেই এত হাঙ্গামা শুরু হয়ে গেছে। অন্যদিকে ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরেই পারিশ্রমিক বেড়ে যায় আল্লু অর্জুনের। দ্বিতীয় কিস্তি থেকেও মোটা অংকের পারিশ্রমিক পাবেন তিনি।  ইতোমধ্যে ১০০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৭৯ লাখ টাকার বেশি) ‘পুষ্পা টু’ সিনেমার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ইতোমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্সের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরও সম্পন্ন করেছেন তিনি। প্রসঙ্গত, ‘পুষ্পা টু’—তে চমক থাকার পাশাপাশি বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। সূত্র : টিভি নাইন
নতুন সিনেমায় দিলারা জামান
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে নাটক-সিনেমায় কখনও তাকে দেখা গেছে মমতাময়ী মায়ের চরিত্রে, আবার কখনো ভিন্ন কোনো ভূমিকায়। বিশেষ করে গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায় এই অভিনেত্রীকে দেখা গেছে শাকিব খানের দাদি হিসেবে। ধারাবাহিকতা বজায় থাকবে আসছে কোরবানি ঈদেও। ‘জংলি’ সিনেমায় তাকে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলীর দাদির চরিত্রে।   এরই মধ্যে এম রাহিম পরিচালিত এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন দিলারা জামান।  তিনি বলেন, ‘জংলি’ সিনেমার গল্পটি খুবই ভালো। সঙ্গে আমার চরিত্রটিও সুন্দর। আশাকরি, এই সিনেমাটি সবার ভালো লাগবে। উপভোগ্য হবে। দিলারা জামান আরও বলেন, বাইরে প্রচণ্ড গরম। তাছাড়া আমার বয়সও হয়েছে। তাই চাইলেও আর আগের মতো সেভাবে শুটিং করতে পারছি না। তবে যেসব গল্প ভালো লাগে, যে কাজগুলোর প্রতি ভালো লাগা জন্মায় সেগুলোই করার চেষ্টা করছি। ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। এখানে তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
যেভাবে ধূমপানে আসক্ত হয়েছিলেন বিদ্যা বালান
বলিউডের সাহসী অভিনেত্রী বিদ্যা বালান। ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতায় সেটা প্রমাণও করেছেন তিনি। মাথায় ঘনকালো চুল, কপালে টিপ আর শাড়িতে পরিণীতা হয়ে বলিউডে অভিষেক হলেও কয়েক বছরের মধ্যেই ব্যাপক পরিবর্তন ঘটে তার।    ‘পরিণীতা’ থেকে ‘সিল্ক স্মিতা’ হয়ে পর্দায় ধরা দেন বিদ্যা। খোলামেলা পোশাক আর আবেদনময়ী রূপের আবেশ ছড়িয়ে রীতিমতো রুপালি পর্দায় ঝড় তোলেন এই নায়িকা।      বিদ্দার অভিনয় ‘দ্য ডার্টি পিকচার’-কে ১০০ কোটির ঘরে পৌঁছে দেয় বক্সঅফিসে। কিন্তু সিনেমাটি করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন তিনি। যদিও সিগারেটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন এই অভিনেত্রী।      সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হয়। মূলত এ কারণেই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। দিনে তিনটি করে সিগারেট লাগত তার। তবে ধূমপানের আসক্তি নাকি উপভোগই করতেন বিদ্যা।     এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা খুব ভালো লাগত   আমার। কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশেপাশে যারা ধূমপান করতেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।     যদিও সে সব অনেক পুরনো গল্প। তবে বর্তমানে ধূমপানকে জীবন থেকে বিদায় দিয়েছেন বিদ্যা। আর পুরোপুরি স্বাস্থ্যের কারণেই ধূমপান ত্যাগ করেছেন তিনি।   ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমা করার আগে অনেকেই সাবধান করেছিলেন বিদ্যাকে। তবে সিনেমাটি না করার উপদেশ মানেননি তিনি। কারও কথা না শুনেই সিনেমাটি সই করেছিলেন বিদ্যা। এই সিনেমায় ‘সিল্ক স্মিতা’র চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ানোর পাশাপাশি জাতীয় পুরস্কারও অর্জন করেছিলেন এই অভিনেত্রী।   
পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘জ্বীন টু’
দেশের গণ্ডি পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মোনা: জ্বীন টু’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।  প্রতিষ্ঠানটি জানায়, পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে সিনেমাটির।   এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ বলেন, এমআর-নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। গত ২৬ এপ্রিল থেকে ইংরেজি সাবটাইটেলে সেখানে স্ক্রিনিং হচ্ছে সিনেমাটি।     তিনি বলেন, গেল ঈদের আগে সেন্সরের জন্য পাকিস্তানে সিনেমাটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি সিনেমাটি সেখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরা ভীষণ পছন্দ করেছেন ‘মোনা: জ্বীন টু’। মূলত এ কারণেই মনে হচ্ছে পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে সিনেমাটি।   শুধু তাই নয়, ‘মোনা: জ্বীন টু’র বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহে থেকেই উঠে আসতে পারে বলে মনে করছেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ।     তিনি বলেন, এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের সিনেমার একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা। প্রসঙ্গত, ‘মোনা: জ্বীন টু’ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। অন্যান্য ভূমিকায় রয়েছেন— তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ অনেকে।