পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। তার গান মানেই শ্রোতা-দর্শকের ভরপুর বিনোদন। বর্তমানে তার বয়স সত্তরের ঘরে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সমালোচিত তিনি। কোনো কিছুতেই রাখঢাক নেই গায়কের। পাঁচবার বিয়ে করেও টেকাতে পারেননি কোনো দাম্পত্য সম্পর্ক।
বহুবার কবীর সুমনকে বলতে শোনা গেছে, সুন্দরী নারীদের জন্যই নাকি তার বেঁচে থাকা। কিন্তু এবার জানা গেল ভিন্ন কথা। নিজেকে সমকামী বলে দাবি করলেন এই সংগীতশিল্পী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে নিজের শৈশব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কবীর সুমন। গায়ক বলেন, আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম। তারপর আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদের বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।
গানের জগতে কবীর সুমন নামে পরিচিত হলেও গায়কের আসল নাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৬৯ সালে প্রথম মার্কিন মুলুকে গিয়ে ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে পশ্চিমবঙ্গের মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। ১০ বছর পর কলকাতায় ফিরে সংসার পাতেন দুজনে।
শোনা যায়, নাজমাকে বিয়ে করতে নিজের ধর্মও নাকি পরিবর্তন করেন কবীর সুমন। পরবর্তীতে জার্মানে পাড়ি দেওয়ার পর সম্পর্কে চিড় ধরে তাদের। বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন কবীর সুমন। তবে সুখের হয়নি সেই সংসারও।
নব্বইয়ের দশকের শেষে গায়কের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন মারিয়া। কিন্তু তার সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন তিনি। তবে গায়কের অপর দুই স্ত্রীর পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে পাঁচটি বিয়ের কথা নিজের মুখেই জানিয়েছেন কবীর সুমন।
আরটিভি/এইচএসকে/এআর