• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
যে অভিমানে মাইলস ছেড়েছিলেন শাফিন আহমেদ
বিয়ের বছর না ঘুরতেই পরিণীতির রহস্যময় পোস্ট ঘিরে গুঞ্জন
গেল বছর দীর্ঘদিনের প্রেমিক আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে সংসার পেতেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পর থেকেই নেটিজেনদের চর্চার মুখে পড়েন পরিণীতি। গুজন ওঠে— মা হতে যাচ্ছেন তিনি।  যদিও বিষয়িটি সত্য নয় বলে জানান পরিণীতি। এবার বিয়ের বছর না ঘুরতেই অভিনেত্রীর রসহস্যময় পোস্ট ঘিরে গুঞ্জন চলছে। বর্তমানে ভারতীয় বিনোদন জগতে বাজছে বিচ্ছেদের সুর। এক দিকে হার্দিক পান্ডিয়া ও নাতাশার বিচ্ছেদে স্তব্ধ তাদের অনুরাগীরা। অন্যদিকে বলিউডের ‘পাওয়ার কাপল’ মালাইকা-অর্জুনও সম্পর্কে ইতি টেনেছেন। আবার ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের জল্পনাও চলছে সিনেমাপাড়ায়। এসবের মাঝে পরিণীতির এমন রহস্যময় পোস্ট খুব স্বাভাবিকভাবেই নানান প্রশ্নের জন্ম দিয়েছে তার ভক্তদের মনে।  তবে কি পরিণীতির সংসারেও চলছে অশান্তি? নাকি এমন পোস্টের পেছনে রয়েছে অন্য কোনো কারণ?  সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণীতি লিখেছেন— এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভালো করে দেখার জন্য থেমেছি। আবারও বুঝেছি, একজনের মানসিকতাই সব। অপ্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর জন্য এক সেকেন্ড সময়ও নষ্ট করবেন না। সময় কিন্তু বয়ে চলেছে। প্রতিটি মুহূর্ত কীভাবে কাটাবেন, তা আপনার ওপরেই নির্ভর করছে। অন্য কারও জন্য বাঁচা বন্ধ করুন। নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁজে নিন। বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না। অন্যেরা কী ভাবছে, তা নিয়ে ভাবা বন্ধ করুন। যেকোনো পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া বদলান। জীবনে সময় কিন্তু সীমিত। তাই নিজে যেমন চান, তেমন ভাবেই বাঁচুন।’ যদিও কাকে নিয়ে পোস্টটি দিয়েছেন তা প্রকাশ করেননি পরিণীতি। তবে পরিস্থিতি বা ঘটনা যাই হোক না কেন অভিনেত্রীর পাশে সবসময় ভক্তরা রয়েছেন বলে জানিয়েছেন তারা।  প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি-রাঘব। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, রাঘবের সঙ্গে দেখা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পেরেছিলেন, এই রাজনীতিবিদকেই বিয়ে করতে চান তিনি।
আরটিভিতে আজ (২৭ জুলাই) যা দেখবেন
সামিনা চৌধুরীকে শাফিন আহমেদ / ‘তিনদিন পর দেখো আমাকে আর পাবে না’
আমি মারা যাইনি, সুস্থ আছি: রুবেল
জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া: পরীমণি
স্ত্রীর বিরুদ্ধে মদ্যপান ও পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি করার অভিযোগ
একের পর এক বিচ্ছেদের খবর টলিউডে। সেই তালিকায় আছেন অভিনেতা ঋষি কৌশিক। কয়েক দিন ধরেই স্ত্রী দেবযানীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন তিনি। এবার ইঙ্গিতে তুলেছেন স্ত্রীর বিরুদ্ধে ধূমপান, মদ্যপান গভীর রাতে ছেলে বন্ধুদের সঙ্গে পার্টিসহ নানাবিধ অভিযোগ। বিয়ের এক যুগ পার করেছেন ঋষি-দেবযানী। লম্বা এ সময় পর ঘর ভাঙার আলামত পাওয়া যাচ্ছে। যা সামাজিকমাধ্যমে তুলে ধরছেন ঋষি নিজেই। এরইমধ্যে এক ভিডিও প্রকাশ করেছেন।  সেখানে কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ১২ বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা। তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে। কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি। এই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি, বরং তা ক্রমশ বেড়েছে। ঋষি জানান, মেয়েটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মরতা। তিনি তার স্বামীকে নাকি কথায় কথায় চাকরির খোঁটা দেন। স্বামীর ওপর সর্বক্ষণ খবরদারি করেন, কিন্তু খোঁজখবর নেন না।  ঋষি আরও বলেন, ‘ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিকা নারী! ঋষি আরও জানিয়েছেন, এই ১২ বছরে ছেলেটি অনেক চেষ্টা করেছে। সংসার গুছিয়ে রাখতে অক্লান্ত শ্রম দিয়েছে। কিন্তু সহযোগিতা করেনি মেয়েটি। উল্টো ছেলেটির যা অপছন্দ সে বারবার সেসব করে এসেছে।  তবে ঋষি নাম উল্লেখ না করলেও নেটাগরিকদের বুঝতে বাকি নেই কাহিনি। তাদের ধারণা নিজের দাম্পত্য জীবনের কথাই বলেছেন ঋষি। কেননা শেষে অনুসারীদের কাছে চেয়েছেন পরামর্শ। এই মুহূর্তে ছেলেটির করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন। 
নচিকেতার কনসার্ট স্থগিত, যা জানালো আয়োজক প্রতিষ্ঠান
কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ। এমন পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত গানের কনসার্ট হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি প্রস্তুত আছেন। ঢাকায় আসবেন মঞ্চ মাতাতে। কিন্তু শেষ মুহূর্তে কনসার্টটি বাতিল করেছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না। আশা করছি, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ৬ সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যারা টিকিট কেটেছেন, তারা এই টিকিট দিয়েই কনসার্টটি উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত, শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নচিকেতার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 
এখনও বিশ্বাস করতে পারছি না শাফিন ভাই নেই: হাসান
হৃদরোগে আক্রান্ত হয়ে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গনে। আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান বলেছেন, শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, সংগীতজ্ঞ হিসেবে শাফিন ভাই আপাদমস্তক ছিলেন অনুকরণীয়। আমি এখনও বিশ্বাস করতে পারছি না তিনি নেই। এমন খবর শোনার জন্য অপ্রস্তুত ছিলাম। তিনি আরও বলেন, শাফিন ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। কয়েক মাস আগে তার সঙ্গে কক্সবাজারে শো করেছি। সেখানে আমরা একসঙ্গে গিয়েছি, আড্ডা দিয়েছি। সে সময় দেশের বাইরে একটি কনসার্ট নিয়ে কথা হচ্ছিল। সেখানে আর্ক ও শাফিন ভাইয়ের পারফর্ম করার কথা ছিল। সেটি আর হয়ে উঠল না। সবশেষে এই ব্যান্ড তারকা বলেন, শাফিন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। সৃষ্টিকর্তা যেন তাকে বেহেশত নসিব করেন। প্রসঙ্গত, ১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন আহমেদ ও হামিন আহমেদ। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা।
শাফিন আহমেদের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি: প্রিন্স মাহমুদ
হৃদরোগে আক্রান্ত হয়ে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গনে। সবাই যে যার মতো করে স্মৃতি রোমন্থন করছেন, জানাচ্ছেন সমবেদনাও। কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ বলেছেন, যে সংবাদ পেলাম তা বিশালরকম অপ্রত্যাশিত। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আরও বলেন, হুট করে একটা মানুষ নাই, ভাবা যাচ্ছে না। উনি খুব গোছানো মানুষ ছিলেন। তার মৃত্যুর খবর আমাকে খুব পীড়া দিচ্ছে। এই গীতিকার-সুরকার বলেন, ব্যান্ডের বাইরে আমার প্রায় আট থেকে দশটি গান গেয়েছিলেন শাফিন ভাই। আমি যা দিতাম, তিনি পছন্দ করতেন। খুব যত্ন সহকারে কণ্ঠ দিতেন। ব্যান্ডের বাইরে সম্ভবত আমার করা গানই তিনি সবচেয়ে বেশি গেয়েছেন। প্রসঙ্গত, প্রিন্স মাহমুদের কথা ও সুরে শাফিন আহমেদের কণ্ঠে ‘আজ জন্মদিন তোমার’ গানটি প্রায় এক যুগ ধরে দর্শকের মন জয় করে আছে। এছাড়াও প্রিন্স মাহমুদের লেখা ‘দুঃখ স্রোত’,‘কী করে সব ভুলে যাই’,‘জীবনে কী পাব’ গানেও কণ্ঠ দেন শাফিন।
নিজের প্রথম সিনেমা নিয়ে যা বললেন ইমি
শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা ‘আজব কারখানা’। এতে নামকরা একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।  সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, চেষ্টা করেছি, চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি, তা দর্শকই ভালো বলতে পারবেন। এটি আমার প্রথম চলচ্চিত্র হলেও অভিনয়ে কিন্তু আমি নতুন নই।  ইমি আরও বলেন, একজন নবীন অভিনেতা যেভাবে মনোযোগ দিয়ে অভিনয় করেন, সেভাবেই কাজটি করেছি। আরও ভালো করে কাজটি করতে পারতাম- এ রকম কোনো আক্ষেপ ও অতৃপ্তি ছিল না আমার মনে। ২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া চলচ্চিত্র ‘আজব কারখানা’। এই সিনেমার মাধ্যমে র‌্যাম্প মডেল ইমির বড় পর্দায় অভিষেক হয়েছে। এতে পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ আরও অনেকে অভিনয় করেছেন। সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান। প্রসঙ্গত, ‘আজব কারখানা’ সিনেমাটি বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। জিতেছে দু’টি পুরস্কারও।
সুসংবাদ পেলেন মেহজাবীন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর। নতুন খবর হলো, তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে।  জানা গেছে, বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র স্থান পায় ডিসকভারি প্রোগ্রামে। এবারের আসরে নির্বাচিত হয়েছে ‘সাবা’সহ মোট ২৪টি চলচ্চিত্র। এর মধ্যে ২০টির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ‘সাবা’ পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এতে নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। এছাড়া আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।  প্রসঙ্গত, বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি সিনেমা ‘সাবা’।
কবরীর শেষ সিনেমা মুক্তি পাবে যেদিন
অসম্পূর্ণ অনেক কাজ, অনেক স্বপ্ন রেখে ২০২১ সালের ১৭ এপ্রিল পৃথিবীর যাত্রা শেষ করেন মিষ্টি মেয়েখ্যাত অভিনেত্রী কবরী। এরপর তৈরি হয় আশঙ্কা, তার অভিনীত ও পরিচালিত সর্বশেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’র কী হবে? অসমাপ্তই থেকে যাবে, নাকি আলোর মুখ দেখবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে। সব ঠিক থাকলে আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।  এ প্রসঙ্গে কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে বলেন, সিনেমাটি মুক্তি দেওয়ার তাড়া ছিল আম্মুর। তাই করোনার মধ্যেই শুটিং করছিলেন। কিন্তু দুই দিনের শুটিং বাকি থাকা অবস্থায় তিনি মারা যান। অনেক দিন আগেই সিনেমাটি শেষ করার ইচ্ছা ছিল। কিন্তু নানা জটিলতায় কাজ শুরু করতে একটু দেরি হয়ে গেছে। তাছাড়া একটু সময় নিয়েই কাজটি করছি। প্রায় শেষ করে এনেছি কাজ। সামনের ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। ২০১৮-১৯ অর্থবছরে অনুদান পাওয়া ‘এই তুমি সেই তুমি’সিনেমায় দুটি সময়কে তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ের পাশাপাশি উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের সময়ের কথাও। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ। পরিচালনার পাশাপাশি এই সিনেমায় অভিনয়ও করেছেন কবরী, লিখেছেন গান। যেটি গেয়েছেন ইমরান ও কোনাল।  সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও লিখেছিলেন কবরী।