• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
যেভাবে প্রতারণার শিকার আফজাল হোসেন
আল্লু অর্জুনের জামিন পেতে উঠে এলো শাহরুখ খানের নাম
‘পুষ্পা টু’র প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে  পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুতে গ্রেপ্তার হন আল্লু অর্জুন। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর গত ১৩ ডিসেম্বর হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান অভিনেতা। এদিকে আল্লু অর্জুনের জামিন পেতেই উঠে এসেছে বলিউড অভিনেতার শাহরুখ খানের নাম। জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে আল্লু অর্জুনের মতো একই ধরনের একটি মামলায় বিতর্কে পড়েছিলেন শাহরুখও। সে সময় ‘রইস’র প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে গুজরাট যাচ্ছিলেন তিনি। ভদোদরায় শাহরুখকে দেখতে উপচেপড়া ভিড় জমেছিল। এ সময় তাকে দেখতে আসা ভক্তদের মাঝে কিছু টি-শার্ট ছুঁড়ে মেরেছিলেন অভিনেতা।  ফলে সেগুলো লুফে নেওয়ার চেষ্টায় হুড়োহুড়িতে পড়ে পদপিষ্ট মারা যান শাহরুখের এক অনুরাগী। এ ঘটনায় অবিনেতার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। প্রথমে গুজরাট হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট শাহরুখকে মুক্তি দেয়।  সেসময় শীর্ষ আদালত জানিয়েছিল, শাহরুখ সেলিব্রিটি হলেও আর পাঁচজন নাগরিকের মতো তারও কিছু অধিকার রয়েছে। তার খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য তাকে দায়ী করা ঠিক হবে না। শাহরুখের মতোই এবার আল্লু অর্জুনের সঙ্গে ঘটেছে একই ঘটনা। আদালতে এদিন আল্লু অর্জুনের আইনজীবী শাহরুখকে বেকসুর খালাসের রায়টি পড়ে শোনান। সেখানে লেখা ছিল, পদপিষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোনো সংযোগ ছিল না। আল্লু অর্জুনের ক্ষেত্রেও তাই ঘটেছে। অভিনেতা দোতলায় ছিলেন। আর ওই নারী অনুরাগী থিয়েটারের নিচতলায় ছিলেন। তিনি আরও জানান, রাত ৯টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান আল্লু অর্জুন। সেখানে তিনি যাবেন, বিষয়টি পুলিশও জানত। কিন্তু পুলিশ বা থিয়েটারের পক্ষ থেকে আগাম পরিস্থিতি বুঝেও কেনো সতর্ক কিংবা আসতে নিষেধ করেননি অভিনেতাকে। শাহরুখ খানের ঘটে যাওয়া সেই ঘটনার উদাহরণ শোনার পর আদালত জানায়, আমরা নির্দিষ্ট সময়ের জন্য জামিন মঞ্জুর করব। মূলত এরপরই ৫০ হাজার রুপি বন্ডে অন্তর্বর্তী জামিন পান অভিনেতা আল্লু অর্জুন।   আরটিভি/এইচএসকে  
নিজের শৈশব নিয়ে বিস্ফোরক মন্তব্য কবীর সুমনের
বিশৃঙ্খলার বিরুদ্ধে লড়াই নিয়ে মেহজাবীনের ‘প্রিয় মালতী’
আরটিভিতে আজ (১৫ ডিসেম্বর) যা দেখবেন
মিষ্টির বৃহস্পতি তুঙ্গে
সুখবর দিলেন কোয়েল মল্লিক
কন্যা সন্তান মা হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই তাদের পরিবারে নতুন অতিথি আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। পোস্টকার্ড শেয়ার করে অভিনেত্রী লিখেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে। সামাজিকমাধ্যমে এই পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকেন। এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বছর শেষে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান। প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী। আরটিভি /এএ 
আল্লু অর্জুনের দুঃসময়ে পাশে দাঁড়ালেন রাশমিকা মান্দানা
‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। গ্রেপ্তাররের পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে আল্লু বলেন, নিহতের পরিবারের প্রতি আমি ব্যথিত। পুরো ঘটনায় শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি, এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব। এদিকে আল্লুর সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটল, অথচ আল্লুর ‘পুষ্পা’ ছবির নায়িকা রাশমিকা মান্দানার নীরব অবস্থান চিন্তিত করেছিল অনুরাগীদের। এ নিয়ে অবশ্য মুখ খুলেছেন নায়িকা। এক ইনস্টাগ্রাম পোস্টে রাশমিকা লেখেন, এসব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। দুটি ঘটনায় আমি মর্মাহত। প্রসঙ্গত, ৪ ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল ‘পুষ্পা-২’ প্রিমিয়ার শো। প্রিমিয়ার ঘিরে থিয়েটারের বাইরে ভিড় জমাতে থাকেন দর্শক। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লাঠিচার্জ করতে শুরু করে। সেই সময় উপস্থিত হন অভিনেতা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে দর্শকের উত্তেজনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে পদদলিত হয়ে আহত হন রেবতী ও তার ছেলে শ্রী তেজ। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হন অভিনেতা। এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে তার তো কোনো হাত নেই। আরটিভি/এএ-টি 
কবি হেলাল হাফিজকে নিয়ে পরিকল্পনার কথা জানালেন উপদেষ্টা ফারুকী
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বাংলা একাডেমিতে কবির প্রথম জানাজায় উপস্থিত হন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৪ ডিসেম্বর) বাংলা একাডেমির প্রাঙ্গনে উপস্থিত হয়ে উপদেষ্টা ফারুকী সংবাদমাধ্যমে বলেন, আমার ঠিক জানা নেই, একটি জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে কোনো কবি এত প্রভাব বিস্তার করতে পেরেছিলেন কি না? তার খুব বেশি কবিতার বই প্রকাশ পায়নি। অথচ দেখুন, তারুণ্য আর যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা তার অর্জন।   উপদেষ্টা ফারুকী আরও বলেন, কবি বেঁচে থাকে তার কবিতায়। শিল্পী যখন শক্তিশালী হয়, তখন কাজেই বেঁচে থাকে। হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবেন।  তার শূন্যতা অপূরণীয়। তবে হ্যাঁ, কবি হেলাল হাফিজকে নিয়ে সংষ্কৃতি মন্ত্রণালয় তার প্রয়োজনীয় সব দায়িত্ব পালন করবে। যা করণীয় আছে, তার সব নিয়েই আমরা কাজ করব। আমি নিশ্চিত, এ বিষয়ে খুব দ্রুতই কিছু শুনবেন।   হেলাল হাফিজকে পুরস্কৃত করা বিষয়ে উপদেষ্টা ফারুকী বলেন, কবি কখনও পুরস্কারের জন্য লেখেন না। গুণীদের পুরস্কার দিতে হয় জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে, আমরা ওনাকে একুশে পদক, স্বাধীনতা পদক কিছুই দিতে পারিনি। তাই আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের এ বিষয়ে যা যা করণীয় আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব।   
আল্লু অর্জুনের গ্রেপ্তারকে সমর্থন করে যা বললেন কঙ্গনা
‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে। গ্রেপ্তাররের পর নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন এই দক্ষিণী সুপারস্টার।   এদিকে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিত তিনি। কোনো মন্তব্য করতে যেন কাউকেই পরোয়া করেন না। আর তাই তো আল্লু অর্জুনের গ্রেপ্তার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে রীতিমতো গর্জে উঠলেন বলিউড কুইন। এক সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, আল্লু অর্জুনের গ্রেপ্তারের ঘটনা সত্যিই খুব হতাশাজনক। আল্লুর খুব বড় ভক্ত আমি। তবুও বলতে চাই, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়। তারকা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সেটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দোষী। শুধু আল্লু অর্জুন নয়। এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নিহত সেই ভক্তের স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মামলা তুলে নিতে আমি প্রস্তুত।  আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই। প্রসঙ্গত, সেই নারীর মৃত্যুর খবর কানে যেতেই এক ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা অনুদানেরও আশ্বাস দেন অভিনেতা। এমনকি, তার আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার। আরটিভি/ এএ 
আইসিইউতে ‘উজান ভাটি’ ছবির নির্মাতা সি বি জামান
চলচ্চিত্র পরিচালক সি বি জামান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি আরটিভিকে  নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে সি এফ জামান। তিনি বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা পৌনে এগারোটার দিকে আব্বু বাথরুমে গিয়ে পড়ে যান। পরে তাকে ধরাধরি করে বের করে আনা হয়। এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। তিনটার দিকে আব্বুকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। সব পরীক্ষা-নিরীক্ষা চলছে রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে তার অবস্থা। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই কিংবদন্তি পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আড়াই দশকের ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন পরিচালক সি বি জামান। আরটিভি/এএ/এস
নওশীনের রাগের কারণে বিপাকে পলক
সম্প্রতি কমেডি ঘরানার গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘তমাল আমার বয়ফ্রেন্ড’। এই নাটকের মূল তিনটি চরিত্র—নওশীন, পলক এবং তমাল। নওশীন চরিত্রে অভিনয় করেছে অনন্যা ইসলাম, পলক চরিত্রে ইমতু রাতিশ আর তমাল চরিত্রে অভিনয় করেছেন সীমান্ত আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাব্বির আহমেদ সিনরা। নাটকটি প্রসঙ্গে অভিনেতা সীমান্ত বলেন, বিনোদনে ভরপুর একটি নাটক। দর্শক যে ধরনের গল্প দেখতে পছন্দ করে তেমনই একটি নাটক তমাল আমার বয়ফ্রেন্ড। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে। নাটকের গল্পটি শুরু হয় একজন প্রেমবিরোধী ছেলে পলককে দেখিয়ে, যেকোনো মানুষের প্রেমকে সহ্য করতে পারে না। কিন্তু তার নিজের বেস্ট ফ্রেন্ড নওশীন যখন ডেটে যায় তখন নওশীনের সাথেই যেতে হয় তার। অতিরিক্ত রাগী স্বভাবের মেয়ে হওয়ায় নওশীনকে সবাই ভয় পায়। সেই ভয়ে কিছু না বলতে পেরে পলক তার সাথেই যায়। এ রকম নানা নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে নাটকটির গল্প এগিয়ে যায়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, তাবাসসুম মারিয়া প্রমুখ। সম্প্রতি নাটকটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। আরটিভি/এএ-টি 
জেল থেকে বের হতেই স্ত্রীর সঙ্গে আল্লু অর্জুনের ভিডিও ভাইরাল
‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে। গ্রেপ্তাররের পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে আল্লু বলেন, নিহতের পরিবারের প্রতি আমি ব্যথিত। গোটা ঘটনায় শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি, এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব। এদিকে শনিবার  (১৪ ডিসেম্বর) সকালে আল্লু অর্জুন বাড়িতে ফিরতেই তার কাছে ছুটে গেলেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীর বুকে মাথা রেখে কাঁদলেন অঝোরে। স্নেহা-আল্লুর সেই আবেগপ্রবেণ মূহূর্তের ভিডিও নেটপাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গেল জুবিলি হিলসের বাড়ির প্রবেশপথে আল্লু অর্জুনকে স্বাগত জানানোর জন্য দুই সন্তানের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীকে দেখামাত্রই ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। ছেলে আল্লু অয়ন এবং আল্লু আরহাও বাবাকে পেয়ে খুশি। দুই ছেলেমেয়েকে কোলে তুলে, তাদের গালে চুম্বন করে বাড়িতে ঢুকলেন দক্ষিণী সুপারস্টার। ‘ফ্যামিলি ম্যান পুষ্পা’কে দেখে চোখের জল মুছলেন ভক্তরাও! প্রসঙ্গত, ৪ ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল ‘পুষ্পা-২’ প্রিমিয়ার শো। প্রিমিয়ার ঘিরে থিয়েটারের বাইরে ভিড় জমাতে থাকে দর্শকরা। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লাঠিচার্জ করতে শুরু করে। সেই সময় উপস্থিত হন অভিনেতা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে দর্শকের উত্তেজনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে পদদলিত হয়ে আহত হন রেবতী ও তার ছেলে শ্রী তেজ। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হন অভিনেতা। এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনো হাত নেই। আরটিভি/এএ/এআর