• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে ছুরিকাঘাতে যুবককে হত্যা   
ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
গাজীপুরে কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।  বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বেপরোয়া ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পেছনে লেগে দুই গাড়ির মাঝখানে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অন্য তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফরহাদ বলেন, রাত দুই দফায় মোট চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তিনি আরও বলেন, সবাইকে মৃত অবস্থায় আনা হয়। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা রয়েছে।  এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  তিনি আরও বলেন, এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  আরটিভি/আইএম/এআর
সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, আরও ৩ জন গ্রেপ্তার
মির্জাপুরে বাসচাপায় নিহত ১
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে ২৫ কারখানায় ছুটি
মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু
শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ঢাকা কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। আবু সাঈদের বড় ভাই রমজান আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ ডিসেম্বর তার বাবা জ্বর এবং পেটে ব্যথা নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে ১০ ডিসেম্বর তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে আর্মি হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার পর তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।  আরটিভি/এএএ/এআর
নরসিংদীতে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা
চিরকুট লিখে মিফতাউল হাসান প্রতীক (১৮) নামের একছাত্র কলেজ হোস্টেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকায় সিটি হাউস নামে একটি ছাত্রাবাসের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিফতাউল হাসান প্রতীক নরসিংদী শহরের বাসাইল এলাকায় সিটি হাউস নামে একটি প্রাইভেট ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে।  প্রতীক মৃত্যুর আগে একটি চিরকুটে লিখেছিলেন- ‘সামিয়া তোমার কথা আমি রাখতে পারলাম না। তুমি আমাকে যথেষ্ট প্রায়োরিটি দিয়েছ। ভালোভাবে পড়াশোনা করো। ফ্যামিলির কথা মেনে চলো। লাইফে অনেক দূর এগিয়ে যাও।’ এদিকে সিটি হাউস ছাত্রবাসের সহকারী হোস্টেল সুপার নাদিমুল ইসলাম বলেন, কলেজ ছুটির পর প্রতীকের রুমমেটরা হোস্টেলে এসে রুম বন্ধ পেয়ে দরজা খোলার জন্য অনেক ডাকাডাকি করেন। তিনি তাতে সাড়া না দেওয়ায় তারা দরজার ফাঁক দিয়ে ভেতরে কী হচ্ছে তা দেখার চেষ্টা করেন। এ সময় তারা প্রতীককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ছাত্ররা খবর দিলে আমরা কয়েকজন মিলে দরজা ভেঙে রুমে প্রবেশ করি। পরে ওর বন্ধুরাই তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হেরেম উল্যাহ আহছান জানান, কলেজের বাইরে আলাদা একটি প্রাইভেট হোস্টেলে বন্ধুদের সঙ্গে প্রতীক থাকত। ঘটনা শোনার পর ওই হোস্টেলে ছুটে যাই। সেখানে তার বন্ধুর কাছ থেকে একটি লিখিত কাগজ ও বেলুন পাই। বেলুনের মাঝে একটি মেয়ের নাম লেখা রয়েছে। এ ছাড়া মেয়েকে উদ্দেশ করে একটি চিঠি এবং বাবা-মাকে লেখা সান্ত্বনাপত্র পাওয়া যায়। নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, মিফতাউল হাসান প্রতীক নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লেগেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা যেটুকু শুনেছি এটা আত্মহত্যার পরও আমরা তদন্ত করছি। আমাদের তদন্ত এবং ময়নাতদন্তের  পর প্রকৃত ঘটনাটা জানা যাবে। এদিকে সদর মডেল থানার ওসি মো. এমদাদুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।  আরটিভি/এমএস/এআর
বেলাবো উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩
নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  পুলিশ জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সারোয়ার হোসেন অপুকে তার বাড়ি হতে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে জুলাইয়ে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় শিবপুর থানার মামলায় মো. ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/এএএ 
তিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা, গুলশান ও বগুড়ায় সংগঠিত তিনটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিবচর থানা ও গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে আতিকুল কুতুবপুর এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুরের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।   আরটিভি/এএএ/এস
রাইস মিলের ছাইয়ে শিক্ষার পরিবেশে বিঘ্ন, প্রতিবাদে মানববন্ধন
ঢাকার ধামরাইয়ে রাইস মিলের ছাইয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় ধামরাই-কালিয়াকৈর সড়কের পাশে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধামরাইয়ের সীমা অটো রাইস মিল, আরিয়ান ইন্টারন্যাশনাল ও সাহেব আলী অটো রাইস মিলসহ কয়েকটি রাইস মিলের কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। বারবার বলা হলেও মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ভাড়ারিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সুলতান আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আলহাজ জামাল উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল হোসেন ও স্কুলের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, রাইস মিলের কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যহত হচ্ছে। ক্লাসের চেয়ার, টেবিল বেঞ্চ ছাইয়ের স্তূপ তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের ইউনিফর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি টিফিনও নষ্ট হচ্ছে।  তারা বলেন, মিলের কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে ছাত্র-ছাত্রীরা শ্বাসকষ্টসহ নানা অসুখে ভুগছে। কালো ধোঁয়া, ছাই ও নির্গত বর্জ্য থেকে কৃষি জমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় রাইস মিলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা। আরটিভি/এএএ