• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু
শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ঢাকা কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। আবু সাঈদের বড় ভাই রমজান আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ ডিসেম্বর তার বাবা জ্বর এবং পেটে ব্যথা নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে ১০ ডিসেম্বর তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে আর্মি হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার পর তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।  আরটিভি/এএএ/এআর
নরসিংদীতে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা
বেলাবো উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩
তিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাইস মিলের ছাইয়ে শিক্ষার পরিবেশে বিঘ্ন, প্রতিবাদে মানববন্ধন
সাভারে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
সাভারে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভার পৌর এলাকার রেডিও কলোনি, সাভার বাজার বাসস্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা মহল্লায় একটি পাগলা কুকুরের কামড়ে ৬০ থেকে ৭০ জন আহত হয়। কুকুরটি যাকেই সামনে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে।  কুকুরে কামড়ে আহত শহিদুল নামে এক ব্যক্তি জানান, আমি আনন্দপুর ভার্কের সামনে এসেছিলাম। হঠাৎ করে একটি কুকুর আমার হাতে কামড়ে ধরে রাখেন। পরে কুকুরকে কয়েকজন পথচারী আঘাত করে আমাকে কুকুর থেকে ছাড়ায়। এরপরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছি।  অন্যদিকে লাভলু মিয়া নামে আহত আরেকজন বলেন, একটি পাগলা কুকুর রেডিও কলোনি থেকে মানুষকে কামড়ানো শুরু করে। পর্যায়ক্রমে সাভার বাজার বাসস্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা এলাকার লোকজনকে কামড়িয়েছে বলে জানান তিনি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, কুকুরের কামড়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৫৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।   আরটিভি/এএএ/এস
রাজবাড়ীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার জংগল ইউনিয়নের ঢোলজানি বাজারের অনুমোদনহীন সার ব্যবসায়ী দয়াল চন্দ্রকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি বলেন, কৃষি বিপণনের লাইসেন্স না থাকা ও কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে দয়াল চন্দ্র নামে এক সার বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এএএ/এস 
রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার দিনগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫। তার পরনে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, আজ সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রাত ২টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আরটিভি/এএএ 
সোনারগাঁওয়ে সমন্বয়কদের গাড়িতে হামলা, গ্রেপ্তার ২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের রিয়াজুদ্দিনের ছেলে মোবারক হোসেন (৩০) ও সামসুল আলমের ছেলে বিল্লাল মিয়া (৪৫)।  এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। আরটিভি/এমকে
রাজবাড়ীতে রসুনখেতে মিলল কৃষকের মরদেহ
রাজবাড়ীর কালুখালীতে রসুনখেত থেকে কদম আলী শেখ (৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান। কদম আলী শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া শিকদার পাড়ার বাসিন্দা। কদম আলী শেখের ছেলে আবজাল শেখ বলেন, সোমবার বিকেল ৪টার দিকে তার বাবা পশ্চিম হরিণবাড়িয়া বাজারে মুলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যান। রাত হয়ে গেলেও বাবা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে আমরা বের হই। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন খেতে তার বাবার মরদেহ পাওয়া যায়। ওই খেতের ভেতর দিয়েই তাদের বাড়ি থেকে পশ্চিম হরিণবাড়িয়া বাজারে যাতায়াতের রাস্তা। রাস্তা থেকে ৪ থেকে ৫ হাত দূরেই খেতের মধ্যে মরদেহটি পাওয়া গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবজাল শেখ বলেন, আমার ছোট বোন পূর্ণির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও মামলা চলছে। সে বর্তমান আমাদের বাড়িতেই থাকে। তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার বাবাকে হত্যা করে থাকতে পারে। কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘কদম আলী শেখের পরিবারের সদস্যরা দাবি করছেন তাকে হত্যা করা হয়েছে। তবে আমরা তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। আরটিভি/এমকে