• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
‘ওরে কেন গুলি কইরা মারল, আমারে বাবার কাছে নিয়া যাও’
আমার স্বামীকে কেন গুলি করে মারা হলো, বিচার চাইব কার কাছে?
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আবদুল গণি। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী লাকি আক্তার, ছেলে এইচএসসি পরীক্ষার্থী আলামিন শেখ ও ছয় বছর বয়সী মেয়ে জান্নাত। শুক্রবার (২৬ জুলাই) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় তার বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। কাঁদতে কাঁদতে আবদুল গণির স্ত্রী লাকি আক্তার আহাজারি করতে করতে বলেন, ‘আমার স্বামী কোন রাজনীতি করতেন না। তিনি তার অফিসের কাজে বাইরে বের হয়েছিলেন। কেন তাকে গুলি করে মারা হলো? কার কাছে স্বামী হত্যার বিচার চাইব? আমার দুই ছেলেমেয়েকে এখন কে দেখবে?’ আহাজারি করতে করতে লাকি আক্তার বলেন, ‘শুক্রবার সকাল ৯ টার দিকে আমার স্বামী ফোন করে জানতে চান, বাড়ির সবাই নাশতা করেছে কি না। তিনি (আবদুল গণি) বললেন, ‘জরুরি ফোন পেয়ে অফিসে যাচ্ছি। ঢাকার পরিস্থিতি ভালো না। আমার জন্য দোয়া কোরো। জান্নাতকে দেখে রেখো। বলেই ফোন রেখে দেন। এরপর বেলা ১১টার দিকে ঢাকা থেকে এক স্বজন ফোন করে জানান যে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা গেছেন।’  আবদুল গণির বড় ভাই আবদুল রাজ্জাক শেখ বলেন, ‘আমার ভাই কোনও রাজনীতি করতো না। ওর দুটি সন্তান এতিম হয়েছে। পরিবার চলার মতো আয়ের কোনও পথ নেই। সরকারের কাছে দাবি, আবদুল গণির ছেলে এইচএসসি পরীক্ষার্থী। অন্তত তাকে কোনও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে পরিবারটি বাঁচবে।’ জানা গেছে, গত ১৯ জুলাই গুলশান-২ এর সিক্সসিজন নামের আবাসিক হোটেলের কারিগরি বিভাগের আবদুল গণিকে অফিস থেকে ফোন দিয়ে ডাকা হয়। ওই দিন সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে রওনা হন আবদুল গণি। শাহজাদপুর বাঁশতলা এলাকায় সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। রোববার (২১ জুলাই) বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি খানখানাপুর আনা হয়। ওই দিন রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 
‘সাভারে হকাররাও জ্বালাও-পোড়াও করেছেন’
‘দুষ্কৃতকারীদের শাস্তির ব্যবস্থা করা হবে’
নরসিংদী কারাগার থেকে পালানো ৪৪৭ বন্দির আত্মসমর্পণ
শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকবে ৯ ঘণ্টা
সাউন্ড বক্স বাজিয়ে ২ শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দে খাবারের কথা বলে ঘরে নিয়ে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজিয়ে ৮ ও ১১ বছর বয়সী দুই শিশুকে একসঙ্গে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম লাল মিয়া শেখ। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে। বুধবার (২৪ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা হয়েছে। মামলার পরে শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত লাল মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।’ শিশুদের অভিভাবক জানান, গত ১৭ জুলাই লাল মিয়া শিশু দুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে যায়। এরপর উচ্চশব্দে সাউন্ড বক্স বাজিয়ে তাদের ধর্ষণের চেষ্টা করে। এ সময় এক শিশুর বাবা ঘরের মধ্যে উঁকি দিলে লাল মিয়া দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। পরে শিশু দুটি সব খুলে বলে। মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাপকালে শিশু দুটির বাবা-মা জানান, প্রাথমিকভাবে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছ থেকে তাদের মেয়েদের চিকিৎসা করানো হয়। পরে তাদের হাসপাতালে আনা হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. শরিফুল ইসলাম বলেন, ‘শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।’
বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি, নিহত ১
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবে এক কিশোর নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার কুসুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস। নিহত মিলন হোসেন (১৫) সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি উপজেলার জান্না আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। এ ছাড়া সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও একই উপজেলার উত্তর কাউন্নরা গ্রামের মৃত সেলিমের ছেলে রাসেল (১৪) এখনও নিখোঁজ রয়েছেন। ওসি সুকুমার বিশ্বাস বলেন, এ দুর্ঘটনায় ওই ট্রলারে থাকা আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ দুজনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কর্যক্রম চালাচ্ছে। এ দিকে স্থানীয়রা জানান, মঙ্গলবার সাটুরিয়ার গোলড়া কামতা এলাকার ৬০ জন স্থানীয় বাসিন্দা যমুনা সেতু এলাকায় নৌ ভ্রমণে যান। নৌ ভ্রমণ থেকে ফেরার পথে রাতে ঘিওর উপজেলার কুসুন্ডা এলাকার ধলেশ্বরী নদীতে তাদের ট্রলারের সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫৮ জন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও দুজন স্রোতে ভেসে যান। স্থানীয়রা আরও জানান, ট্রলার ডুবে যাওয়ার সময় প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেন মিলন হোসেন। পরে সাঁতরে নদীর তীরে ওঠার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আরিচা স্থলকাম নদীবন্দর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদিম মাহমুদ বলেন, ‘ট্রলারটি শনাক্ত করতে পারলেও নদীতে তীব্র স্রোতের কারণে তা উদ্ধার করা যায়নি। নিখোঁজ দুজনের সন্ধান এখনও পাওয়া যায়নি।’ 
কারফিউ শিথিল, সাভারে ৫ কিলোমিটার যানজট
কারফিউ শিথিল হওয়ার পরপরই সাভারে বেড়েছে যানবাহনের চাপ। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট দেখা যায়।  সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপভ্যানসহ সিটি সার্ভিসের বাসগুলো চলাচল করছে। সড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। ৫ মিনিটের সড়ক পার হতে সময় লাগছে প্রায় ৩০ মিনিট। শ্রীপুর থেকে বাইপাইল পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। যদিও সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, কিছুক্ষণ আগেও আমরা টহল দিয়েছি কিন্তু যানজট দেখিনি। তবে মাঝে মধ্যে ধীরগতির সৃষ্টি হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় মহাসড়কটি একটু সরু হয়েছে। এ জন্য এমন ধীরগতির সৃষ্টি হচ্ছে। তবে আমরা ধীরগতি নিরসনে কাজ করছি।
উত্তরায় নিহত আসিফ ছিলেন দেবহাটা উপজেলার ছাত্রলীগ কর্মী
রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত আসিফ হাসান (২২) ছি‌লেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ছাত্রলী‌গের কর্মী। বুধবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।   নিহত আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে। তিনি নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন সাহেব আলী বলেন, ‘নিহত আসিফ হাসান এলাকায় থাকাকালীন ছাত্রলীগের কর্মী ছিলেন। তার গোটা পরিবার আওয়ামী লীগের সমর্থক। ইউনিভার্সিটির বিরোধী দলীয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও অপর সহপাঠীদের চাপে বাধ্য হয়ে কোটা সংস্কার আন্দোলনে যেতে হচ্ছে বলে সম্প্রতি পরিবারকে ফোন করে জানিয়েছিলেন আসিফ হাসান। এমনকি বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি দেবহাটার আস্কারপুরে ফিরে আসতে চেয়েছিলেন তিনি। দুর্ভাগ্যবশত মা-বাবার কাছে ফিরে আসছেন লাশ হয়ে।’ আসিফ হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে বলেও জানান ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। উল্লেখ্য, গত ১৮ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এ সময় গু‌লি‌তে নিহত হন আসিফ হাসান।
নরসিংদী কারাগার থেকে পালানো ২ নারী জঙ্গি গ্রেপ্তার
নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।  বুধবার (২৪ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। গ্রেপ্তার দুই নারী জঙ্গি হলেন- ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভিন মেঘলা। সিটিটিসির প্রধান বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন হামলাকারীরা। এ সময় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দিদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেন। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় হামলাকারীরা আসামি ছিনিয়ে নেন। এরপর একে একে ৮২৬ বন্দি পালিয়ে যান। এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫০টি গুলি লুট করা হয়। পালিয়ে যাওয়া ২১৬ জন বন্দি গত দুদিনে আত্মসমর্পণ করেছেন বলে জেলা কারাগার সূত্রে জানা গেছে। কারাগারে হামলায় জড়িত সন্দেহে বুধবার দুপুর পর্যন্ত ২১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নরসিংদী কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়।