• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo
টাঙ্গাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি
শ্রীপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতি-চুরি
গাজীপুরের শ্রীপুরে এক রাতে আওয়ামী লীগ নেতা ও শিক্ষকের বাড়িতে ডাকাতি এবং এক কৃষি উদ্যোক্তার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ ৮০ হাজার টাকা, ২৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয়। কৃষি উদ্যোক্তার ভাড়া বাসা থেকে নগদ ১৪ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে ডাকাতি এবং তেলিহাটি ইউনিয়নের পল্লী বিদ্যুৎ (ইলিমের মোড়) এলাকার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাত সোয়া ৩টায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম ও তার বড় ভাই আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীনের বাড়িতে ডাকাতি এবং সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে পল্লী বিদ্যুৎ (ইলিমের মোড়) এলাকার আবুল মেম্বারের মেয়ের ভাড়া বাসায় কৃষি উদ্যোক্তা মতিউর রহমানের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। বাঁশবাড়ী গ্রামের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, রাত সোয়া ৩টার দিকে ৩০ থেকে ৩৫ জনের মুখোশ পরা একদল ডাকাত তার নির্মাণাধীন ভবনের পেছন দিক দিয়ে দোতলা ওঠে। পরে ডাকাতেরা নিচে নেমে দরজায় লাথি দিয়ে ঘরে প্রবেশ করেই ৫ ডাকাত তার হাত-পা বেঁধে ফেলে। এ সময় দেশীয় অস্ত্র হাতে ডাকাত দলের ১৫ সদস্যরা তার স্ত্রী ও বাড়ির লোকদের জিম্মি করে পেলে। ডাকাতেরা প্রায় ৪০ মিনিট ঘরে অবস্থান করে আসবাবপত্র তছনছ করে নগদ ৫৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ৫৬ ইঞ্চি এলইডি টিভি, মাইক্রো-ওভেন, চারটি মোবাইলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয়। একই সময়ে শিক্ষকের বড় ভাই গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের বাড়িতে ১৫ জন ডাকাত একই কায়দায় ঘরে প্রবেশ করে। ডাকাতেরা প্রবেশের শব্দ পেয়ে তার ভাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মনে করে ঘরের পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘরে প্রবেশ করে ডাকাতেরা বাড়ির সদস্যদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপার অলংকার, এলইডি টিভি, মাইক্রোওভেন, মোবাইলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয়। তিনি আরও বলেন, ডাকাতেরা যাওয়ার সময় বলে যায় আপনাদের শত্রু কে? আমাদের ওপর যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল আমরা সেভাবে কাজ করেছি। অপরদিকে কৃষি উদ্যোক্তা মতিউর রহমান জানান, সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে তেলিহাটি ইউনিয়নের পল্লী বিদ্যুৎ (ইলিমের মোড়) এলাকার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। তিনি একটি টেক্সটাইল কারখানায় রক্ষণাবেক্ষণ (মেইন্টেনেন্স) শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে চাকরি করেন। চাকরির পাশাপাশি বরমী ইউনিয়নের সাতখামাইর পশ্চিমপাড়া গ্রামে জমি ভাড়া নিয়ে তিনি মালটা বাগান করেছেন। চলতি মৌসুমে বাগানে মালটার ফলন ভালো হওয়ায় তার স্ত্রী-ও ফ্ল্যাটে তালা দিয়ে বাগানে সময় দেন। অফিস থেকে বাসায় গিয়ে ঘরের দরজার তালা ভাঙা দেখেতে পান। পরে ঘরে প্রবেশ করে দেখেন চোরের দল আলমিরা, ওয়ারড্রব, ও ড্রেসিন টেবিলের ড্রয়ার ভেঙ্গে প্রতিদিন মালটা বিক্রির নগদ ১৪ লাখ টাকা, দুই জোড়া কানের দুল, হাতের বালা, নাক ফুল, তিনটি স্বর্ণের আংটি এবং একটি মূল্যবান হাত ঘড়ি নিয়ে যায়। খবর পেয়ে তার স্ত্রী বাসায় এসে দেখে তার সব সম্বল চুরি করে নিয়ে গেছে। এই চোরেরা পাশের ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ওই ফ্ল্যাটের দম্পতি গত নভেম্বর মাসের ৮ তারিখে এই ফ্ল্যাটে উঠেছে। তবে তাদের ঘরে তেমন মূল্যবান জিনিস পত্র না থাকায় কিছু নিয়ে যেতে পারেনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ডাকাতির ঘটনাগুলো মিথ্যা। ডাকাতির শিকার লোকজন মিথ্যা অভিযোগ করেছে। থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমার উভয় ঘটনা গুরুত্ব দিয়ে দেখছি এবং তদন্ত করছি। আরটিভি/এএএ/এস
বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা
টঙ্গীর জোড় ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু
সোনারগাঁয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
বিয়ের চাপ দেওয়ায় তরুণীকে গুলি করে হত্যা, যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার (২২) নামে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার তৌহিদ শেখ তন্ময় (২৮) রাজধানী ঢাকার ওয়ারীর বনগ্রাম এলাকার প্রয়াত শফিক শাহ এর ছেলে।  নিহত তরুণীর পরিবারের সদস্যরা জানান, তৌহিদ কৌশলে শাহিদার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিয়ের জন্য চাপ দেওয়ায় শাহিদাকে হত্যা করেন তৌহিদ। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি কেরানীগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত শনিবার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়ক থেকে শাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে কয়েকটি গুলির খোসা পড়ে ছিল। তার শরীরে আটটি গুলির ছিদ্র ছিল। শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ির বরিবয়ান এলাকার আবদুল মোতালেবের মেয়ে। তিনি ঢাকার ওয়ারী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। এ ঘটনায় শনিবার রাতে নিহত তরুণীর মা জরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে রোববার সকালে ওই মামলায় একমাত্র নাম উল্লেখ করে আসমি করা হয় তৌহিদকে। এ বিষয়ে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, সন্দেহভাজন হিসেবে তৌহিদকে গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক দল কাজ করছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আমাদের একটি দল ভোলা জেলায় অভিযান চালানো হয়। সেখান থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তৌহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের একটি পুকুর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ওই অস্ত্র দিয়ে শাহিদাকে গুলি করে হত্যা করা হয়েছিল। পিস্তলটি গত ৫ আগস্ট ওয়ারী থানা থেকে লুট করেছিলেন তৌহিদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআই মো. আজাদ বলেন, তৌহিদের সঙ্গে শাহিদার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে তৌহিদ অন্য একটি মেয়েকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি শাহিদা জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। গত শুক্রবার রাতে শাহিদাকে মুঠোফোনে ওয়ারীর বাড়ি থেকে মাওয়ায় ইলিশ খাওয়ার কথা বলে ডেকে এনে খুন করেন তৌহিদ। পরে তিনি পালিয়ে যান। আরটিভি/এমকে-টি
চাকরির খোঁজে এসে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু
চাকরির খোঁজে এসে প্রাইভেটকার চাপায় রাহিমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পোড়াবাড়ী গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে।  সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি বলেন, ‘রাহিমা খাতুন কেওয়া পশ্চিম খন্ড এলাকায় তার এক আত্মীয়ের বাসায় থেকে চাকরি খুঁজছিলেন। সোমবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার রাহিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’   তিনি আরও বলেন, ‘আশপাশের লোকজন জানিয়েছে তারা ঘটনাস্থলে আসার আগেই প্রাইভেটকারটি চলে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’ আরটিভি/এমকে-টি
দাঁড়িয়ে থাকা বাসে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২
গোপালগঞ্জে সদরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।  সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইলিয়াস কাজী (৫৫)। তিনি পেশায় একজন বাস মালিক। অন্যজন যশোর জেলার মনিরামপুরের মাসুম মিয়া (৪৫), তিনি পেশায় হকার। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি একটি বাই-সাইকেলকে চাপা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালক মাছুম মিয়া নিহত হন। এ সময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।  তিনি আরও জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। আরটিভি/এমএ-টি  
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
গাজীপুরের জয়দেবপুর থানা-পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী ড. মো. সহিদুজ্জামান জানান, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি বাসে আগুন দেওয়া হয়। এতে ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন জয়দেবপুর থানা পুলিশ এসআই সৈয়দ আবুল হোসেন। পরে ওই মামলা থেকে আরেকটি হত্যা চেষ্টার মামলা হয়। পরে এ মামলায় তারেক রহমানের নাম যুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাদের অব্যাহতি দিয়েছেন। আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, এডিশনাল পিপি এরশাদ হোসেন এবং আসামিপক্ষে পক্ষের আইনজীবী ড. মো. সহিদুজ্জামান, ছিদ্দিকুর রহমান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। এ নিয়ে গাজীপুরের মোট চারটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন তারেক রহমান। আরটিভি/এমএ/এস  
পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাগাড়, বিক্রি ৪৮ হাজার টাকায়
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে জেলেদের জালে রোববার (১ ডিসেম্বর) রাতে ৪৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।  মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে শিবালয়ে আরিচা মাছের আড়তে মাছটি বিক্রি করা হয়। এর আগে, রোববার রাত সাড়ে ৩টার দিকে হরিরামপুর উপজেলার হরিণাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে আব্দুল মমিনের জালে মাছটি ধরা পড়ে। জেলে মমিন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। জেলে আব্দুল মোমিন বলেন, আমিসহ জামালপুরের আদর আলী, সাজল ও আমির হামজা এই চারজন জেলে হরিরামপুরে পদ্মা নদীতে জাল ফেলি। পরে জাল টানার সময় আমার জালে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি আরিচা আড়তে নিয়ে যাওয়ার পরে ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বিক্রি করেছি। জেলে আমির হামজা বলেন, বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও ভালো লাগে। আরেক জেলে আদর আলী বলেন, মাছটি ওপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। তবে সবসময় এই ধরনের মাছ জালে ধরা পড়ে না। আরিচা ঘাটের মাছের আড়তদার মামুন মিয়া বলেন, আজ সকালে মোমিন নামের জেলে বড় আকারের বাগাড় মাছটি আরিচা আড়তে বিক্রির জন্য নিয়ে আসে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে ঢাকার এক পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকে না। এ ছাড়া বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনও মাঝে মধ্যে পদ্মায় জেলেদের জালে বড় বড় আইড়, পাঙাশ, বাগাড় ধরা পড়ে। এসব মাছ বাজারে ভালো দামে বিক্রি করতে পারলে জেলেরা লাভবান হয়ে থাকে। তবে নদীর পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হতে হবে। বাগাড় মাছটিকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। আরটিভি/এমএ/এস
তরুণীকে গুলি করে হত্যা, রিভলবারসহ প্রেমিক গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার (২২) নামে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় রিভলবারসহ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ভোলার ইলশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তন্ময় ঢাকার ওয়ারীর ২২নং বর্ণগ্রাম রোডের মৃত শফিক শাহ ও ময়না বেগমের ছেলে। তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. ইশতিয়াক রাসেল জানান, সদরঘাট থেকে লঞ্চে করে ভোলা মনপুরা দ্বীপে পালিয়ে যাচ্ছিল তন্ময়।গ্রেপ্তার তৌহিদকে নিয়ে তরুণীর লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়। শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত তরুণী শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। রাজধানীর ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।  আরটিভি/এমএ/এস