• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo
মুন্সীগঞ্জে দিনমজুর হত্যায় সাবেক ২ এমপির বিরুদ্ধে মামলা
স্বামী-শাশুড়ির আগুনে দেড় মাস পর গৃহবধূর মৃত্যু
মুন্সীগঞ্জে স্বামী-শাশুড়ির দেওয়া আগুনে ১ মাস ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন এক গৃহবধূ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্বামী ও শাশুড়ির দেওয়া আগুনে দগ্ধ হয়ে এতদিন হাসপাতালে ভর্তি ছিলেন নিহত স্বর্ণা রাণী (২৪) নামে ওই গৃহবধূ। বুধবার (১৮ সেপ্টেম্বর) ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম। নিহত স্বর্ণা টঙ্গিবাড়ী উপজেলার নসংঙ্কর গ্রামের কৃষ্ণ সরকারের মেয়ে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে তার মরদেহ নিজ এলাকার পুরা শ্মশানে দাহ করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ওই নারীর মৃত্যু হয়। ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর উত্তর কামারখাড়া গ্রামের মিজি বাড়ির দিলিপ রায়ের ছেলে দীপ্ত রায় পরিবারের অমতে নিহত স্বর্ণা রাণীকে জোরপূর্বক বিয়ে করেন। দীপ্ত রায় এলাকায় ভবঘুরে ধরনের ও মাদকাসক্ত ছিলেন। বিয়ের কিছুদিন পর থেকেই দীপ্ত ও তার মা স্বর্ণাকে তার বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতেন ও মারধর করতেন। স্বর্ণা বিষয়টি তার পরিবার ও আত্মীয় স্বজনদের একাধিকবার জানিয়েছিলেন।  পরে এ বছরের ৩০ জুলাই সকালে আবারও যৌতুকের দাবিতে স্বর্ণাকে মারধর করে তার শরীরে আগুন ধরিয়ে দেন তার স্বামী ও শাশুড়ি। এতে গুরুতর দগ্ধ হলে স্বর্ণার স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেন। পরে চিকিৎসক তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করেন। সেখানে ১ মাস ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, ‘আমি মৌখিকভাবে বিষয়টি শুনেছি। নিহত ওই নারীর পরিবারের অভিযোগ, তার শাশুড়ির দেওয়া আগুনে তিনি দগ্ধ হয়েছেন। ওই নারী মারা যাওয়ার পরে আমাকে তারা ঢাকা থেকে ফোন করেছিলেন। আমি বলেছি, অভিযোগ থাকলে মরদেহ ময়নাতদন্ত করাতে হবে। পরে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে/এআর
ছাত্র-জনতার ওপর বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে: সারজিস আলম
ডামি নির্বাচনের হোতা ইসিকে পদত্যাগ করতে হবে: সাইফুল হক 
ডিপজলের মৃত্যুতে শেখ হাসিনার নামে হত্যা মামলা
মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৬১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বেক্সিমকো ফার্মার গাড়িতে মিলল ৩ হাজার পিস ইয়াবা
সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ডভ্যান থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে এ ইয়াবা জব্দ করেন ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মো. রাজিব খান। জানা যায়, কাভার্ডভ্যানের হেলপারকে আটক করে থানায় দেওয়া হয়েছে। আটক ওই হেলপারের নাম মো. সোহাগ (২১)। তার বাড়ি নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামে। ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম থেকে টঙ্গীমুখী একটি কাভার্ডভ্যান তল্লাশি করার সময় তারা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে ছাত্রদের গুলি করার চেষ্টা করেন হেলপার। এ দিকে আটককৃত হেলপার সোহাগ বলেন, ‘টঙ্গীতে কম্পানিটির ওয়্যারহাউসে শ্রমিক হিসেবে চাকরি করতাম। সম্প্রতি মহাসড়কে পুলিশি টহল না থাকায় ইয়াবা বিক্রির পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রাম থেকে ইয়াবা কিনে কম্পানির গাড়িতে উঠি।’ এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, ছাত্ররা ইয়াবাসহ একজনকে আটক করে থানায় দিয়েছে। ইয়াবা ও কাভার্ডভ্যান থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষ, নিহত ২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মুন্সীগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে সকাল থেকেই মাঠে নেমেছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল। তিনি বলেন, ‘তাদের নামপরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। নিহত দুজনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে। জরুরি বিভাগে ২০ জনের বেশি আহত মানুষ এসেছেন।’  মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘হতাহতের সংখ্যা এখনও বলতে পারছি না। তবে পুলিশ কোনো গুলি চালায়নি।’ এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারাদেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ থেকেই রাজপথে অবস্থান নেওয়া এবং পুরো আগস্টজুড়ে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনি, ২ জনকে পুলিশে সোপর্দ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে দুজনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন তারা।  রোববার (২৮ জুলাই) উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মিরকাদিম পৌরসভার কালিন্ধিপাড়ার নাঈম ভূঁইয়া (২১), একই পৌরসভার গোপপাড়া এলাকায় মো. রাকিব (২২)। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে মো. সিয়ামের অটোরিকশা ভাড়া করেন নাঈম ও রাকিব। দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুরে রওনা দেন তারা। দুপুর দেড়টার দিকে তারা আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছান। এ সময় অটোরিকশাচালক সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে তাদের সঙ্গে অটোরিকশাচালকের ধস্তাধস্তি হয়। চালক সিয়াম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করেন। টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
মুন্সীগঞ্জের সদর উপজেলায় সিমেন্টবাহী একটি ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।  শনিবার (৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বণিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লিপি বেগম (৩৫) ও তার ৬ মাসের মেয়ে আলিছা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে। দুর্ঘটনার পর ট্রাকচালককে গণপিটুনি দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ বিকেলে মেয়ে আলিশাকে চিকিৎসক দেখাতে মুন্সীগঞ্জ শহরে আসেন লিপি বেগম। চিকিৎসক দেখানো শেষে তিনি অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। অটোরিকশাটি সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বণিক্যপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্ট কোম্পানির দ্রুতগতির একটি ট্রাক সেটি সামনে থেকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে দুজন অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। 
২৪ ঘণ্টায় মুন্সীগঞ্জে দেখা মিলল ৩ রাসেলস ভাইপার, আতঙ্কে এলাকাবাসী
মুন্সীগঞ্জের পদ্মা তীরের সদর ও লৌহজং উপজেলায় তিনটি রাসেলস ভাইপারের দেখা মিলেছে। এতে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।  মঙ্গলবার (২৫ জুন) সকালে দুটি রাসেলস ভাইপার পাওয়া যায় জেলের জালে। পরে আরও একটি সাপ পেলে সেটিকে কুপিয়ে মারেন এক কৃষক।  জানা যায়, সোমবার রাতে লৌহজং উপজেলার চরে মজিবর মাদবর নামে এক জেলে মাছ ধরার জন্য নদীতে চাই পাতেন। তার চাইয়ে আটকা পড়ে একটি রাসেলস ভাইপার। পুরস্কারের আশায় তিনি জীবিত রাসেলস ভাইপার নিয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যান। জীবিত সাপটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জমা রাখেন তারু নামে এক সাপুড়ের কাছে। জেলে মজিবুর মাদবর বলেন, আমি মাছ ধরার জন্য চাই পাতলে চাই এর মধ্যে এই রাসেল ভাইপার সাপটি পাই। পরে  আমি সকালে সাপটি পুরস্কার পাওয়ার আশায় ইউএনও স্যারের কাছে নিয়ে যায়। স্থানীয়রা জানান, একই দিন সকাল ১০টার দিকে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে উপজেলার নওপাড়া গ্রামের কৃষক নূরে আলম আকন তার বাড়ির পাশের ঝোপের ভেতরে রাসেলস ভাইপার সাপ দেখতে পান। সাপটি শব্দ করলে তিনি সাপটিকে কুপিয়ে মেরে ফেলেন। পরে সাপটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যান। এ সময় রাসেলস ভাইপার দেখতে ভিড় জমায় এলাকাবাসী।  নূরে আলম আকন বলেন, ‘আমি গরুর ঘাস কাটতে গেলে রাসেলস ভাইপারটি ঝোপের মধ্যে দেখতে পাই। সাপটি আমাকে দেখে শব্দ করলে আমি এটাকে কুপিয়ে মেরে ফেলি। পরে আমার এলাকার লোকজন বলল, রাসেলস ভাইপার সাপ মারলে নাকি পুরস্কার পাওয়া যায় তাই আমি এটাকে ইউএনও অফিসে নিয়ে আসি। এ বিষয়ে লৌহজং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, ‘বিগত কয়েকদিনে লৌহজং উপজেলায় বেশ কয়েকটি রাসেলস ভাইপার সাপ পাওয়া গেছে। তবে এ বছর এ উপজেলায় রাসেলস ভাইপার সাপ কাউকে কামড়ায়নি। গতবছর একজনকে কামড়ে ছিল।  আমরা উপজেলা প্রশাসন সাধারণ মানুষকে সচেতন করছি। আমি আমার কৃষকদের লাঠি নিয়ে এবং বুট জুতা পায়ে দিয়ে কৃষি কাজে যাওয়ার পরামর্শ দিচ্ছি। রাসেলস ভাইপার সাপ মারা হলে কোনো প্রণোদনা দেওয়া হবে এরকম কোনো ঘোষণা আমরা উপজেলা প্রশাসন দেইনি।’ এ দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার সর্দারকান্দি এলাকায় জেলের জালে মঙ্গলবার সকালে ধরা পড়ে অপর একটি রাসেলস ভাইপার সাপ। ওই এলাকার লোকজন মিলে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
দীর্ঘদিনের ভরাট হয়ে থাকা রজতরেখা নদী উদ্ধারে তৎপর জেলা প্রশাসন
দীর্ঘদিনের ভরাট হয়ে থাকা মুন্সীগঞ্জ জেলার দীঘিরপাড় বাজার সংলগ্ন রজতরেখা নদী উদ্ধারে তৎপর জেলা প্রশাসন। সোমবার (২৪ জুন) নদীর ভরাট হয়ে যাওয়া অংশে পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। এ সময় তিনি ভরাট হয়ে যাওয়া নদীর অংশ খননের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য করণীয় সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেন এবং মঙ্গলবার থেকে খননকাজ শুরু করার নির্দেশ দেন।  একইসঙ্গে রজতরেখা নদীসংলগ্ন দীঘিরপাড় বাজারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন আবুজাফর রিপন এবং স্থানীয় জনগণকে নদীতে  ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ করেন। জেলা প্রশাসক বলেন, আবর্জনা ফেলার কারণে নদীটি মরে যাবার উপক্রম। ভরাট হয়ে যাওয়া অংশ খনন করা গেলে নদীটি প্রাণ ফিরে পাবে। নদী খনন কার্যক্রমে একযোগে সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হোন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ।