• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo
গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেওয়া নিন্দনীয় কাজ: কায়সার কামাল
ময়মনসিংহে ৫৫ শহীদ পরিবারকে অনুদানের চেক বিতরণ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ৫৫ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় অনুদানের চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। আয়োজন সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দেশত্যাগে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এতে জীবন দিতে হয় বহু ছাত্র-জনতাকে। এখনো হাসপাতালে আহত অবস্থায় কাতরাচ্ছেন অনেকে। ময়মনসিংহ বিভাগে শহীদ হন ৯৩ জন। এর মধ‍্যে প্রাথমিকভাবে ৫৫ জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকিগুলো বিতরণ করা হবে। এ ছাড়া আহত হন আরও অনেকে, তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম প্রমুখ। আরটিভি/এএএ  
ময়মনসিংহে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে
শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে হত্যা মামলা
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ধানখেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ধোবাউড়ায় সাফজয়ী ৬ ফুটবল কন্যাকে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করা বাংলাদেশ দলের ৬ সদস্য ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের।  সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সাফজয়ী কিশোরী ফুটবল দলের ছয় সদস্যকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন করা হয়।   ধোবাউড়া বহুমুখী উচ্চবিদ্যালয় খেলার মাঠে কলসিন্দুরের কীর্তিমান কিশোরীদের সংবর্ধনা দেওয়া হয়। কীর্তিমান ফুটবল কন্যা সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিমদের বরণ করে নেওয়া হয়। নির্দলীয় আবরণে হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলার রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিক্ষক, খেলোয়াড়, সাংবাদিকের সমন্বয়ে কমিটি করে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মেয়েদের হাতে ফুলের তোড়া, সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার তুলে দিয়ে সম্মান জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিছুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স৷ আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান ইশরাক হোসন, জাতীয় দলের সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম শামীম আজাদ প্রমুখ। আরটিভি/এমকে-টি
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫
নেত্রকোণার পূর্বধলায় আট মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী। যদিও মিছিলের বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট ও মাক্স পরিহিত। তবে এ ঘটনায় ভিডিও দেখে শনাক্তের পর ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের করা হয়। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। এরপর রাতে পুলিশ ছাত্রলীগের ৫ জন নেতাকর্মীকে আটক করে। জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেয়া শাহাদত নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের (ভাতিজা) বড় ভাইয়ের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মিছিল বের করে। কয়েক মিনিট মিছিল করার পর তারা মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে।  এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে। এ ছাড়াও শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা হয়, দেশরত্ম শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোণা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বারুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।  শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে প্রায় ১৫-২০ জনের মতো নেতাকর্মীও স্লোগান দিচ্ছেন। তবে নেতাকর্মীদের কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট, আবার কারও মাথা-মুখ মাফলার দিয়ে পেঁচানো ছিল।  পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ গণমাধ্যমকে জানান, সবাই যখন ঘুমে তখন কয়েকজন ময়মনসিংহ থেকে এসে মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটক অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এএএ/এআর  
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মারামারি
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মারামারির ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় রাতেই থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভা শেষে মারামারির এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা ও মহানগর খসড়া কমিটি প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে ময়মনসিংহ মহানগর ও ময়মনসিংহ জেলার ছাত্র প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া এ সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় টিমের দায়িত্বপ্রাপ্ত সদস্য ফুয়াদ হাসান ও সাকিবুল হাসান উপস্থিত ছিলেন। কীভাবে কমিটি গঠন করা যায় সে প্রসঙ্গে তারা মতামত গ্রহণ করেন। সভাটির এক ফাঁকে মো. রিয়াদ সারোয়ার নামে একজনের সঙ্গে মো. সিফাত নামে অপর একজনের বাকবিতণ্ডা শুরু হয়। রিয়াদ সারোয়ার সভায় অংশ নেয়া এক মেয়ের সঙ্গে কথা বলার সময় ডাক দেন সিফাত। সিফাতের কাছে যেতে বিলম্ব করায় বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় রিয়াদ সারোয়ারকে সজোরে ঘুষি মারেন সিফাত। অন্যরা দুজনকে থামিয়ে দিলেও সভা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সভাস্থল থেকে বের হওয়ার সময় দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় রিয়াদ সারোয়ার ও তার বন্ধু আব্দুল কাদির শৈশব নামে দুজন আহত হন। তারা দুজনেই আনন্দ মোহন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রিয়াদ সারোয়ারকে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে এবং আবদুল কাদির শৈশবকে মাথা ও মুখে ছুরিকাঘাত করা হয়। তাদের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা। এ ঘটনায় রাতেই রিয়াদ সারোয়ার বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।   রিয়াদ সারোয়ার বলেন, সভা চলাকালে এক বড় আপুর সঙ্গে কথা বলছিলাম। সে সময় ডাকতে থাকেন সিফাত। যেতে দেরি হওয়ায় আমাকে ঘুষি দেয়। পরে সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে আক্রমণ করেছে আমার ওপর।   সভাটিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাগবিতণ্ডার জেরে মারামারিতে জড়ায়। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় এমন অবস্থা দেখে তাদেরকে নিভৃত করে দেয়া হয়।   বিষয়টি বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের জানানো হয়েছে বলে জানিয়েন ময়মনসিংহের আরেক সমন্বয়ক আশিকুর রহমান।   এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, নিজেদের মধ্যে কথা-কাটাকাটি নিয়ে মারামারির ঘটনায় থানায় একপক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরটিভি/এমকে
সুস্থ সংস্কৃতির বিকাশে বাংলাদেশকে সহযোগিতা করবে ফ্রান্স
সুস্থ সংস্কৃতির বিকাশে বাংলাদেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। শুক্রবার (২২ নভেম্বর) নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা-ডে’র নবম আসরে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশের সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, এদেশের সংস্কৃতি খুবই চমৎকার। সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনেসকোর বাংলাদেশ প্রধান ড. সুসান ভাইজ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ চন্দ্র কর, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান মি. হুবার্ট ব্লম। আরটিভি/এমকে
ময়মনসিংহে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে অভিযান চালিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ আওয়ামী লীগের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ময়মনসিংহ নগরীর বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ নভেম্বর) ভোররাতে ও সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চান এবং জহিরুল ইসলাম ভূঁইয়া মো. আনিস। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, যৌথ বাহিনী আসামিদের গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট মামলায় ইতোমধ্যে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। আরটিভি/এএএ/এস   
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা জজ বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শহিদ মিয়ার বাড়ি মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো. আছাদুল্লাহর ৭ বছর বয়সী কন্যাশিশুকে জোরপূর্বক প্রতিবেশী মৃত দস্তর মণ্ডলের ছেলে শহিদ মিয়া (৪৩) ধর্ষণ করে। পরদিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করে। দীর্ঘ ৮ বছর আইনি লড়াই ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। এদিকে রায়ে সন্তুষ্ট না বলে জানিয়েছেন সাজাপ্রাপ্ত আসামির বড় মেয়ে শাহানা। তিনি বলেন, আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করব। তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মো. রেজাউল আমীন (শামীম) জানান, ধর্ষণের দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আমরা এ রায়ে সন্তুষ্ট হয়েছি। আরটিভি/এএএ/এস