• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা, পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
শেরপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক এলাকার জোড়া পাম্পের সামনে ঢাকা শেরপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নিহত সুফিয়া বেগম (৪০) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লিনার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়। স্থানীয়রা জানান, শেরপুরের ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার জোড়া পাম্পে সামনে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় সোনার বাংলা পরিবহনের একটি বাসের ধাক্কায় সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মরদেহ রাখা হয়েছে। অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’  আরটিভি/এমকে/এআর
শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
আন্দোলনে নিহত আজিজের দেনমোহর পরিশোধ করল জামায়াত
অল্প সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি: সেনাপ্রধান
শেরপুরে বন্যহাতির তাণ্ডব, কৃষকের বসতঘর ভাঙচুর
পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
শেরপুর নকলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন।  বুধবার (২৯ মে) উপজেলার টালকী ইউনিয়নের মজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০), অন্যজন একই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন পারভীনের ছেলে সুরুজ মিআ (১৩)। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে পড়ে। এর দুদিন পর বুধবার বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ আসলে ছেঁড়া তারে ফিরোজ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।  পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নকলা থানার ওসি আব্দুল কাদের।  তিনি বলেন, ‘নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 
শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।  শুক্রবার (১৭ মে) দুপুরে শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা তিন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িকাহনিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৭)। আহত মাসুম মিয়ার ছেলে তৌহিদ মিয়া (১৮)। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দুপুরে হৃদয়, ফয়সাল ও তৌহিদ বাড়ি থেকে পার্শ্ববর্তী জামালপুলের বকশিগঞ্জের একটি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন তারা। ভারেরা তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক আসা অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী তিনজন। স্থানীয়রা উদ্ধার করে দুজনকে শ্রীবরদী ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক হৃদয় ও ফয়সালকে মৃত ঘোষণা করেন। শ্রীবরদী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অমিও জ্যোতি বলেন, দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আরেকজনকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিবার সূত্রে জানা যায়, নিহত হৃদয় এবার এসএসসি পাস করেছে আর ফয়সাল দশম শ্রেণির ছাত্র। আহত তৌহিদ মাদরাসা থেকে হাফেজি শেষ করেছে।
শেরপুরে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
“... বাজুক প্রাণে বজ্রভেরী, অকুল সে উৎসবে” গানের কলি উচ্চারণের মধ্য দিয়ে শেরপুরে ১৬৩তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ মে) রাতে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, শেরপুর জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। সংস্থার সভাপতি নির্মল দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সুধাময় দাস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু একাডেমির কর্মকর্তা আসলাম খান, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি তপন সারওয়ার, ইউসুফ আলী রবিন প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস মিলন। আলোচনা শেষে সংস্থার সাধারণ সম্পাদক সূতপা দত্ত লুনার পরিচালনায় শিল্পী সংস্থার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের “হঠাৎ দেখা” কবিতাটি আবৃত্তি করেন পলি দে। 
তানাজের জিপিএ-৫ পাওয়ার খবর বাড়িয়ে দিল মা-বাবার শোক
ময়নসিংহ বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন শেরপুর শহরের নওহাটা এলাকার কুয়েতপ্রবাসী মোকাদ্দেসুর রহমান তোরাব ও মোছা. মনিরা বেগম দম্পতির বড় সন্তান মাশুরা নোকাদ্দেস তানাজ। রোববার (১২ মে) প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন তিনি। শুধুমাত্র বাংলা বিষয়ে এ গ্রেড, বাকি সব বিষয়েই এ প্লাস পেয়েছে সে। তবে এক সড়ক দূর্ঘটনার কারণে নিজের ফলাফল দেখে যেতে পারেননি তিনি।  তানাজের ফল প্রকাশের পর বাবা-মায়ের যন্ত্রণা যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। মেয়ের ছবি জড়িয়ে বুক চাপড়ে কাঁদছেন মা। নির্বাক ভঙ্গিতে অঝোরে চোখের পানি ছাড়ছেন বাবা। কারণ, সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাদের এই মেধাবী মেয়ের প্রাণ। জানা গেছে, মাশুরা নোকাদ্দেস তানাজ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। গত ৩১ মার্চ তানাজের মামা কুয়েতপ্রবাসী সোহাবুর রহমান বাপ্পীকে বিমানবন্দর থেকে আনতে সপরিবারে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জামান ফিলিং স্টেশনের সামনে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এসএসসি পরীক্ষার্থী তানাজ ও তার ছোট ভাই আড়াই বছর বয়সী শিশু আনাছ। আহত হয় তাদের বাবা-মাসহ তিনজন। এদিন তানাজের বাড়িতে যেয়ে দেখা যায়, ছেলে মেয়ে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি মা-বাবা। এরই মধ্যে মেয়ের এতো বড় সাফল্য তাদের শোককে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ওই ঘটনায় আহত তানাজের মা মনিরা এখনো পুরোপুরি সেরে ওঠেননি। স্মৃতি স্মরণ করে কেঁদেই চলেছেন অসুস্থ মা। অপরদিকে মেয়ের ছবি ও স্কুলের আইডি কার্ড বের করে অশ্রুসিক্ত চোখে বারবার হাত বুলিয়ে দেখছেন বাবা। মেয়েকে চিকিৎসক বানানোর স্বপ্ন ছিল তাদের। এক সড়ক দুর্ঘটনা তাদের সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। তানাজের বাবা মোকাদ্দেসুর রহমান বলেন, আমার তানাজ খুবই মেধাবী ছিল। ওর ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার। পড়াশোনার প্রতি ওর আগ্রহ আর মনোযোগ দেখে, আমরা ওকে চিকিৎসকই বানাতে চেয়েছিলাম। কিন্তু একটি দুর্ঘটনা আমাদের ছেলে-মেয়ের সঙ্গে সব স্বপ্নও কেড়ে নিয়েছে। তানাজের বিষয়ে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু তারেক বলেন, তানাজ খুব মেধাবী ছাত্রী ছিল। সে খুবই শান্তশিষ্ট ছিল। তানাজ জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। এবারের এসএসসি পরীক্ষাতেও সে খুব ভালো করেছে। ফল প্রকাশের পর তার সহপাঠীরাও তানাজকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছে।  
শেরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
অনাবৃষ্টি, খরা ও প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় শেরপুর পৌরসভা ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ইসতিসকার নামাজ আদায় ও বৃষ্টি চেয়ে মোনাজাত করেন তারা। পৌর ঈদগাহ মাঠে স্থানীয় আলেম ওলামাদের আহ্বানে আয়োজিত ইসতিসকার নামাজের ইমামতি এবং দোয়া পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমদ।  এতে বক্তব্য রাখেন ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান, নওহাটা ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আমীন, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মো. হজরত আলী, ইত্তেফাকুল উলামা শেরপুরের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। 
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, গত বছর হজে যেতে রেইটটা বেশি ছিল। সব মহলের দাবির প্রেক্ষিতে এ বছর হজের প্যাকেজে এক লাখ দুই হাজার টাকা কমানো হয়েছে। তাই এ বছর বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৮৪ হাজার হাজী হজব্রত পালন করতে যাবেন।  শনিবার (১৩ এপ্রিল) দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, হাজীদের হয়রানি বন্ধ করার জন্য শুধু বাংলাদেশে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করা হবে। এরপর যাতায়াতে আর কোনো সমস্যা হবে না। আগে হজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা ছিল না, আমরা তা করেছি। যে কারণে গত দুই বছর হজব্রত পালন নিয়ে কোনো সমস্যা হয়নি।  তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষা নিয়েও সুন্দর নীতিমালা করার জন্য সরকার চিন্তাভাবনা করছে।  এ সময় মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী কমিটির আহ্বায়ক বিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরসহ অনেকেই উপস্থিত ছিলেন।