• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্র্যাককর্মীর মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্র্যাককর্মী নিহত হয়েছেন। তার নাম মোস্তাফিজুর রহমান। সোমবার (২৫ মার্চ) উপজেলার নলজোড়া বাজারে বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরচাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে।  তিনি ব্র্যাকের নালিতাবাড়ী উপজেলার তিনানী বাজার শাখার কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া। তিনি জানান, ব্র্যাককর্মী মোস্তাফিজুর আজ সকালে তিনানী বাজার থেকে মোটরসাইকেলে নালিতাবাড়ী যাচ্ছিলেন। নলজোড়া বাজার এলাকায় একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোস্তাফিজুরকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
শেরপুরে বসতবাড়িতে আগুন, দাদি-নাতির মৃত্যু
শ্রীবরদীতে ট্রলিকে ধাক্কা দিয়ে বাস বসতবাড়িতে, নিহত ২
পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে সাংবাদিক : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
শেরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
শেরপুরে এসএসসি পরীক্ষার হলে সময় মতো প্রশ্ন না দেয়া এবং সময়ের আগে উত্তরপত্র টেনে নেয়ার প্রতিবাদে একটি পরীক্ষার কেন্দ্রে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সমাধান না পাওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান শুরু করলে জেলা প্রশাসনের আশ্বাসে বাড়ি ফেরে শিক্ষার্থীরা। এ ঘটনায় দুই শিক্ষককে পরীক্ষার পর্যবেক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিনে শেরপুর মডেল গার্লস স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, শেরপুর মডেল গার্লস স্কুল কেন্দ্রের প্রশ্নপত্র সকাল দশটায় দেয়ার কথা থাকলেও ২০১ নম্বর কক্ষে বহুনির্বাচনী প্রশ্ন দেয়া হয়েছে ১৭ মিনিট পর। এদিকে একইসঙ্গে লিখিত উত্তরপত্র দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়েছে সাড়ে দশটার পর এবং লিখিত প্রশ্ন দেয়া হয়েছে ১০টা ৫২ মিনিটে। এই কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আতিউর রহমান মডেল গার্লস স্কুলের ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরীক্ষা শেষে কেন্দ্রে বিক্ষোভ করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় কেন্দ্র বাতিলের দাবিতে কেন্দ্রে অবস্থান করেন তারা। পরে বিকেল পৌনে চারটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থী ও অভিভাবকরা বাড়িতে ফেরেন। এদিকে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দ্রুত কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া। তিনি বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। সরাসরি সবাই অভিযোগ করেছেন। এই ঘটনায় ইতোমধ্যে দুই শিক্ষককে পরীক্ষার পর্যবেক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তদন্ত করে দ্রুত শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্র সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রাজীব উল হক গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল দায়িত্ব থেকে ওই কক্ষের দুই জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে কারো দায়িত্বে অবহেলার বিষয় প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শেরপুরে ১৬ প্রার্থীর ১১ জনের জামানত বাজেয়াপ্ত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলাতে তিনটি আসনে অংশ নেন ১৬ জন প্রার্থী। নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগেরও কম পাওয়ায় তাদের মধ্যে ১১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। শেরপুরে স্ব-স্ব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। শেরপুর-১ (সদর) আসন এ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। তিনি পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট। প্রতিদ্বন্দ্বী অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল হক মনি লাঙ্গল প্রতীকে ২ হাজার ২০৭ ভোট, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী বারেক বৈদেশী গামছা প্রতীকে ২০৫ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী ফারুক হোসেন সোনালী আঁশ প্রতীকে ১৯২ ভোট, বিএনএম প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ নোঙর প্রতীকে ১৭২ ভোট ও বিএসপি প্রার্থী আবুল কালাম আজাদ একতারা প্রতীকে ৭৪ ভোট পেয়েছেন। অর্থাৎ এ আসনে বিজয়ী ও নিকটতম প্রার্থী ব্যতীত অপর চারজন প্রার্থীই প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগেরও কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৩৩ হাজার ২২৬ জন। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী পেয়েছেন ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট। প্রতিদ্বন্দ্বী অপর দুইজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৪২ ভোট। আর জাসদ প্রার্থী লাল মোহাম্মদ শাজাহান মশাল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭৬ ভোট। এতে তাদেরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪০০ জন। এর মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৭৩। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহীদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭২৮ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ইকবাল আহসান ঈগল প্রতীকে ২ হাজার ৫৮০ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা কেটলি প্রতীকে ৬৯৮ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সিরাজুল হক লাঙ্গল প্রতীকে ৪৩৯ ভোট ও কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী মো. সুন্দর আলী গামছা প্রতীকে পেয়েছেন ১৭১ ভোট। তাদের মধ্যে বিজয়ী ও নিকটতম প্রার্থী ব্যতীত অপর চারজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ১৯৭২ এর ৪১ এর ১ ধারা মোতাবেক নির্বাচনে প্রদত্ত সর্বমোট ভোটের ৮ ভাগের একভাগের কম ভোট যারা পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
ষষ্ঠ বারের মতো এমপি নির্বাচিত হলেন মতিয়া চৌধুরী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মতিয়া চৌধুরী। নির্বাচনে তিনি ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ষষ্ঠ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী। রোববার (৭ জানুয়ারি) রাত আটটায় নকলা ও নালিতাবাড়ীর দুই সহাকারী রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাতে জানা যায়, এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৫৪ টি। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে মতিয়া চৌধুরী পেয়েছেন ২ লাখ ১২ হাজার ১৪২ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মশাল প্রতীক নিয়ে জাসদের লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া পেয়েছেন ৪ হাজার ৫৭৫ ভোট। ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট। মতিয়া চৌধুরী সাবেক কৃষিমন্ত্রী। ২০২৩ সালের ১২ জানুয়ারিতে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।
শেরপুরে ভোটকেন্দ্রে আগুন
শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আরও পড়ুন : বেনাপোল এক্সপ্রেসসহ চলবে না যেসব ট্রেন   স্থানীয়রা জানান, সকাল সাড়ে ছয়টায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুম থেকে আগুন বের হতে দেখেন আশপাশের লোকজন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয়টির সহকারী শিক্ষক শাহ কামাল বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা স্কুলের চারটি তালা নষ্ট করে স্টোর রুমে রাখা বেঞ্চে আগুন দেয়। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন : সীতাকুণ্ডে পিকআপভ্যানে আগুন দিলো দুর্বৃত্তরা   শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাটি নাশকতা কিনা আমরা খতিয়ে দেখছি।