• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

হাতির পায়ে পিষ্ট হয়ে রাখালের মৃত্যু

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:০৪
হাতির পায়ে পিষ্ট হয়ে রাখালের মৃত্যু
গারো পাহাড়ে দল বেধে ঘুরে বেড়াচ্ছে হাতির পাল। ছবি : মুগনিউর রহমান মনি

শেরপুরের সীমান্তে গারো পাহাড়ে হাতির পায়ে পিষ্ট হয়ে নুরুল ইসলাম নামের একজন রাখাল মারা গেছেন। তার মরদেহ সোমবার রাতে তাওয়াকোচা এলাকার জঙ্গল থেকে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করেছে। নিহত রাখাল উপজেলার গুরুচরন দুধনই গ্রামের মৃত সাহার উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্বজনরা জানান, নুরুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গরুর পাল নিয়ে গারো পাহাড়ের তাওয়াকোচায় যান। রাতে গরুর পাল বাড়ি ফিরলেও ফেরেননি রাখাল নুরুল ইসলাম। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে তাওয়াকোচার সেগুনের চালি নামক স্থানে তার মরদেহ দেখতে পান।

এ বিষয়ে ওসি বছির আহমেদ বাদল বলেন, নুরুল ইসলামের মুখের বাঁ পাশে থ্যাঁতলানো অবস্থায় পাওয়া যায়। মরদেহের ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিড়িয়াখানায় হাতির পায়ে পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক নিহত
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত
X
Fresh