• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
নেতিবাচক চরিত্রে বুবলী
বিশৃঙ্খলার বিরুদ্ধে লড়াই নিয়ে মেহজাবীনের ‘প্রিয় মালতী’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয়গুণে নজর কেড়েছেন দর্শকদের। এবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। ২০ ডিসেম্বর এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। আদনান আল রাজীব প্রযোজিত ও শঙ্খ দাশগুপ্ত নির্মিত প্রথম সিনেমাটি এরই মধ্যেই পেয়েছে সেন্সর বোর্ডের সার্টিফিকেটও। সিনেমাটি দেখতে পারবে সব বয়সের মানুষ। সিনেমাটিতে মেহজাবীনের নাম মালতী রানী দাশ। স্বামী পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। আর পাঁচটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিবাহবার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। তবে সেখানে ছন্দপতন হয় হঠাৎ একটি মার্কেটে আগুন লেগে। ছবির নির্মাতা  শঙ্খ দাশগুপ্ত বলেন, সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা-সংগ্রামগুলো শুধু তার একার না, এগুলো দেশের মানুষের সমস্যা-সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এ শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে। এর পাশাপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? সিনেমায় প্রসঙ্গগুলো আছে। মেহজাবীন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
মিষ্টির বৃহস্পতি তুঙ্গে
আইসিইউতে ‘উজান ভাটি’ ছবির নির্মাতা সি বি জামান
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও ফারিণকে নিয়ে যা জানালেন নির্মাতা অমি
মমর নাম ভাঙিয়ে চলেন জায়েদ খান, অতঃপর...
ফারুকীর ‘৮৪০’ দেখে যা বলেলন পাকিস্তানের হাইকমিশনার
দীর্ঘদিন পর রাজনৈতিক স্যাটায়ার বানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা ও অন্তবর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের রাজনীতিবিদদের নিয়ে তৈরি গল্পে ‘৮৪০’ ওয়েব সিনেমা বানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এর আগেই বুধবার (১১ ডিসেম্বর) আয়োজন করা হয় ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো। এদিন ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় প্রিমিয়ার শো উপভোগ করতে হাজির হয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ আরও অনেকেই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। প্রথমবারের মতো ফারুকীর সিনেমার প্রিমিয়ার শো’তে হাজির হয়ে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। স্ত্রীকে সঙ্গে নিয়েই ‘৮৪০’ উপভোগ করেছেন তিনি। সিনেমাটি দেখে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন সৈয়দ। পাশাপাশি ফেসবুকে ফারুকীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার বার্তাও দিয়েছেন। ‘৮৪০’ দেখে সৈয়দ আহমেদ মারুফ লেখেন, গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তাফা ফারুকীর সঙ্গে তার সিনেমা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের প্রিমিয়ারে। আমরা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টিভি চ্যানেল নিয়ে কাজ করব। ‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এ ছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকে। তাদের প্রায় সবাই এদিন প্রিমিয়ারে অংশ নেন। আরটিভি/এএ/এস    
জমি পাওয়ার জন্য ড. ইউনূস স্যারকেও বাবা ডাকতে রাজি আছি: জয়
মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে আবদার করেছিলেন আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। সেই আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা এর আগেও কয়েক দফায় ভাইরাল হয়েছিল ফেসবুকে। ২০১৪ সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন অভিনেতা, যা ২০১৯ সালে দ্বিতীয়বার ভাইরাল হয়।  সাম্প্রতিক রাজনৈতিক  প্রেক্ষাপট বদলের পর সেই আবেদনপত্রটি ফের ভাইরাল হয়। এদিকে দীর্ঘদিন পর রাজনৈতিক স্যাটায়ার বানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা ও অন্তবর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের রাজনীতিবিদদের নিয়ে তৈরি গল্পে ‘৮৪০’ ওয়েব সিনেমা বানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এর আগেই বুধবার (১১ ডিসেম্বর) আয়োজন করা হয় ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো।  ‘৮৪০’ শিরোনামের ওয়েব সিনেমাটিতে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। সিনেমটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি চাওয়া প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে  শাহরিয়ার নাজিম জয় বলেন, আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত।  আরটিভি /এএ/এআর   
মিশা সওদাগরের বোনের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ চুরি
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের বোন মনিরা মাসুদের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা ব্যবহৃত ৬০ ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় গত ৬ নভেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে নিউ মার্কেট থানায় মামলা করেছেন ভুক্তভোগী। ইতিমধ্যে চুরির ঘটনায় বাড়ির মালিক মো. অপুকে গ্রেপ্তার করেছেন নিউ মার্কেট থানা পুলিশ। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরব আলী বলেন, মামলার তদন্তে গিয়ে আমার স্বর্ণের ব্যাগ উদ্ধার করেছি। এছাড়া সন্দেহভাজন হিসেবে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি। তবে ফলপ্রসূ তথ্য পাইনি। স্বর্ণগুলো উদ্ধার ও প্রকৃত আসামি ধরতে আমরা কাজ করছি। এদিকে বোনের বাসা থেকে স্বর্ণ চুরি বিষয়ে মিশা সওদাগর বলেন, মনিরা আমার এক আত্মীয়। তার বাসা থেকে গত ৬ নভেম্বর চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আমার বোন থানায় অভিযোগ করেছেন। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে প্রকৃতি অপরাধীকে চিহিৃত করে আইনের আওতায় আনা। আমার বোন অনেক কষ্ট করে এই স্বর্ণগুলো করেছেন। অশ্রুসিক্ত কণ্ঠে মনিরা মাসুদ বলেন, আমার স্বর্ণগুলো যে প্যাকেটে রাখা ছিল তারই একটি কাগজ বাড়ির মালিকের বাসায় পাওয়া গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়িওয়ালা ও স্ত্রীর সঙ্গে কথা বললে গড়মিল পাই। আমাদের তিনজনের একটি কথোপকথন রেকর্ড করেছি, যা থানায় জমা দিয়েছি। ঘটনার পর তারা একবার খোঁজও নেয়নি। আরেকটি কথা বলতে চাই মালিকের দেওয়া তালা আমরা ব্যবহার করতাম। কোথাও গেলে তাকে চাবি দিয়ে যেত হতো। কাগজের সূত্র ধরে বাড়ির মালিক আমাদের সন্দেহের তালিকায় রয়েছেন। প্রবাস করে অনেক কষ্টে স্বর্ণগুলো করেছি। দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি প্রশাসনের কাছে। আরটিভি /এএ   
অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ে বিতর্ক, মুখ খুললেন বুবলী
নববধূর সাজে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে চিত্রনায়িকার বিয়ের সাজের কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। আর এতেই শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মাঝে।  আর সেসব ছবি ঘিরে রটে গেছে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন বুবলী! কেউ আবার জানতে চেয়েছেন, অভিনেত্রীর সঙ্গে বরের সাজে থাকা অল্প বয়সী ছেলেটির নামও। এবার সেই বিয়ে বিতর্কে মুখ খুললেন বুবলী।   সম্প্রতি এক ওয়েডিং ফটোশুটে অংশ নেন তিনি। সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সাজেন বুবলী। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান।  কিন্তু মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসেবেও দেখছেন।  গণমাধ্যমে বুবলী বলেন, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে। অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে। সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না। গৌতম সাহা বলেন, বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। কাজের জায়গায় সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময়মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। তিনি আরও বলেন, কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সবসময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি বুবলীকে নিয়ে একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি। ভাইরাল ছবিগুলোতে বুবলীর সঙ্গে থাকা মডেলের নাম ওয়াসিফ খান। প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই নতুন ছবিতে দেখা যাবে তাকে। বর্তমানে তার হাতে রয়েছে, ‘চাদর’, ‘জংলি’, ‘পুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘ছায়া’সহ বেশ কয়েকটি সিনেমা। আরটিভি/এইচএসকে 
বুবলীর বিয়ের ছবি নিয়ে শোরগোল নেটদুনিয়ায়
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ছবি দেখা যায় চিত্রনায়িকা শবনম বুবলীর। ভক্তরাও পছন্দ করেন সেসব। তবে এবার তার কিছু ছবি একটু বেশিই মনে ধরেছে অনুরাগীদের। শুধু তাই নয়, বুবলীর ছবিগুলো নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।  নেটমাধ্যমে চিত্রনায়িকার বিয়ের সাজের কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। আর এই ছবি ঘিরে রটে গেছে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন বুবলী! কেউ আবার জানতে চেয়েছেন, অভিনেত্রীর সঙ্গে বরের সাজে থাকা ছেলেটির নামও। বিষয়টি নিয়ে বুবলী চুপ থাকলেও মুখ খুলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। অভিনেত্রীকে বউ সাজিয়েছেন তিনিই। গৌতম সাহা বলেন, বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। কাজের জায়গায় সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময়মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। তিনি আরও বলেন, কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সবসময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি বুবলীকে নিয়ে একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি। ভাইরাল ছবিগুলোতে বুবলীর সঙ্গে থাকা মডেলের নাম ওয়াসিফ খান। প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই নতুন ছবিতে দেখা যাবে তাকে। বর্তমানে তার হাতে রয়েছে, ‘চাদর’, ‘জংলি’, ‘পুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘ছায়া’সহ বেশ কয়েকটি সিনেমা। আরটিভি/এইচএসকে 
শিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে যা বললেন পূজা চেরি
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের প্রথম থেকেই দারুণ সব সিনেমা উপহার দিয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই নায়িকা। মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা।  সম্প্রতি বেশ কিছু তারকার নাম জড়িয়েছে রাজনৈতিক পরিচয়ে। এবার সেই কাতারে যুক্ত হলো নায়িকা পূজা চেরির  নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। যা কেবলই মিথ্যা ও ভুয়া তথ্য। এ নিয়ে কথা বলেছেন এ নায়িকা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাতটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন ‘দহন’ খ্যাত এ নায়িকা। তিনি স্ট্যাটাসে লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে। সবশেষ এই নায়িকা উল্লেখ করে বলেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই। আরটিভি/এএ/এস
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই সুখবর দিলেন মিম
স্নিগ্ধ হাসি আর আকর্ষণীয় লুকে বরাবরই সবার নজর কাড়েন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভিন্ন ভিন্ন স্টাইল ও সাজপোশাকে ক্যামেরায় নিজেকে মেলে ধরতে কোনো জুড়ি নেই তার। তবে অভিনয়েও কম যান না তিনি। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।  এদিকে,  টানা ১২ দিন ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন এ অভিনেত্রী। সম্প্রতি একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। মিম বলেন, মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলা শুরু করি। এই প্রতিষ্ঠানটিও তেমনই একটা প্রতিষ্ঠান। সব জেনে বুঝে আমি প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলা শুরু করলাম। আশা করি, এই জার্নি দারুণ হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন মিম। বিজ্ঞাপনটি ইতোমধ্যে প্রচারে এসেছে।   প্রসঙ্গত, বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। তার আগে পরান ছবি দিয়ে দারুণ সাড়া ফেলেন এই নায়িকা। প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ের জন্যও। তবে নতুন সিনেমার বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। শিগগিরই অফিসিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে নায়িকার পক্ষ থেকে। আরটিভি/এএ/এস