• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo
টেকনো ফ্যান ফেস্টিভ্যালে ক্যামন ৩০এস উন্মোচন, সাথে থাকছে উপহার
দাম কমল আইফোন ফিফটিনের
আইফোন সিরিজের নতুন ফোন আইফোন ১৬ বাজারে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নতুন সিরিজের এই ফোনটি নিয়ে আইফোনপ্রেমীদের নানা আলোচনা-সমালোচনার মাঝেই এবার জানা গেল আইফোন ১৫-এর দাম কমেছে। ভারতের বাজারে আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে এবার আলোচনায় উঠে এসেছে আইফোন ১৫ সিরিজের প্রো ও প্লাস এই মডেল দুটি। কেননা ভারতের জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট আইফোন ১৫ প্রো ও প্লাস মডেলে দিচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়সহ বিভিন্ন অফার। ফ্লিপকার্টের ‘দীপাবলি সেল’ শুরু হয়েছে (১০ অক্টোবর) থেকে। প্ল্যাটফর্মটির এই সেল উৎসবের অংশ হিসেবেই আইফোনের প্রো ও প্লাস মডেল দুটিতে মিলছে বিশেষ এই মূল্যছাড়। আইফোন ১৫ প্লাস মডেলে মূল্যছাড়ের অফার গত বছর বাজারে আসার পর আইফোন ১৫ প্লাসের দাম ছিল ভারতীয় মুদ্রায় ৮৯ হাজার ৯০০ রুপি। গত মাসে আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর ১৫ প্লাসের দাম স্থায়ীভাবে ১০ হাজার রুপি কমিয়ে আনা হয় ৭৯ হাজার ৯০০ রুপিতে। বর্তমানে ‘দীপাবলি সেল’ উপলক্ষে ফ্লিপকার্ট ১৮ শতাংশ মূল্যছাড় দিয়ে ফোনটি অফার করছে ৬৪ হাজার ৯৯৯ রুপিতে। অবশ্য আকর্ষণীয় অফারের এখানেই শেষ নয়। বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে মিলছে অতিরিক্ত মূল্যছাড়। এই যেমন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা সাথে সাথেই পেয়ে যাবেন ১০ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়। আবার অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে ৫ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ। এছাড়া আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে মিলছে তাৎক্ষণিক ৪ হাজার টাকার মূল্যছাড়।  পুরাতন আইফোন এক্সচেঞ্জ করে যারা আইফোন ১৫ প্লাস নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট ফোনে ৩৮ হাজার  ৫০ রুপি পর্যন্ত মূল্যছাড় পেতে পারেন। শুধু তাই নয় এক্সচেঞ্জের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি মডেলে ২ হাজার রুপি অতিরিক্ত ছাড়েরও সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। আইফোন ১৫ প্রো মডেলে মূল্যছাড়ের অফার আইফোন ১৫ প্রো মডেলের বিভিন্ন ভার্সনেও মিলছে ৪ শতাংশ থেকে ২২ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ১৫ প্রো মডেলের ২৫৬জিবি ভার্সনটি ৪ শতাংশ ছাড়ে  ১ লাখ ১৩ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে। ৫১২জিবি ভার্সনে পাওয়া যাচ্ছে ১৭ শতাংশ মূল্যছাড়,ফলে এর দাম এখন ১ লাখ ১৫ হাজার ৯৯৯ রুপি। আইফোন ১৫ প্রো-এর ১টিবি ভার্সন ২২ শতাংশ ছাড়ে ১ লাখ ২৩ হাজার ৯৯৯ রুপিতে অফার করছে ফ্লিপকার্ট। এছাড়া বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে অতিরিক্ত মূল্যছাড়ও পাওয়া যাবে, যেমনটা ১৫ প্লাস মডেলে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, আইফোন ১৫ সিরিজের প্রো ও প্লাস মডেল দুটির ব্যবহারকারীরা অ্যাপলের এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ অ্যাক্সেস করতে পারবেন। ফলে অ্যাপলের নিত্যনতুন এআই ফিচারগুলোও ব্যবহার করতে পারবেন তারা।  তথ্যসূত্র: ফ্লিপকার্ট, ইন্ডিয়া টুডে, লাইভমিন্ট আরটিভি/এএ
রয়্যাল এনফিল্ড বাজারে আসছে সোমবার, থাকছে যেসব ফিচার 
বেশি এসএমএস পাঠানোয় জিপি-রবি-বাংলালিংককে জরিমানা
যেভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন 
যে কারণে ৮৪ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ
জুলাই বিপ্লবের ডকুমেন্ট সংরক্ষণে এলো বিশেষ অ্যাপ 
জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত বিপ্লবের গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট এক জায়গায় সংরক্ষণ করার তাগিদে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। বিপ্লব সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও, খবর, ছবি, গ্রাফিতি ও ঘটনাবলি পাওয়া যাবে এখানে। সাধারণ মানুষও তাদের সংগৃহীত ছবি, ভিডিও, গ্রাফিতি আপলোড করতে পারবেন নতুন এ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে। বুধবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়। এটি তৈরি করেছে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেড। অনুষ্ঠানে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেড ফাউন্ডার ও সিইও শরিফুল আলম তাপস বলেন, ছাত্র-জনতার রক্তে ভেজা গণঅভ্যুত্থান জুলাই বিপ্লবকে চির অম্লান করে রাখার জন্য প্রজেক্ট টুমরো নিজস্ব প্রয়াসে ‘জুলাই প্রোটেস্ট’ নামে ওয়েব এপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ সর্বসাধারণের জন্য তৈরি করেছে। এই প্লাটফর্ম আন্দোলনের তীব্রতম সময়ের খবর, শহীদের সংখ্যা, ভিডিও, বিপ্লবীদের ছবি এবং বিজয় পরবর্তী নতুন দেশ গড়ার অদম্য প্রত্যয়ে সারা শহরে যুব সমাজের রাঙিয়ে দেওয়া অসংখ্য গ্রাফিতি সংগ্রহ ও সংযোজন করছে। প্রাথমিক পর্যায়ে আমরা উল্লেখযোগ্য সংবাদমাধ্যম, ইউটিউব ও ফেসবুককে তথ্যের উৎস হিসেবে গ্রহণ করেছি।  তিনি বলেন, গুগল প্লে-স্টোরে মোবাইল অ্যাপ চালু আছে এবং দ্রুতই অ্যাপেল স্টোরেও এই মোবাইল অ্যাপ পাওয়া যাবে। সবার প্রতি আমাদের আহ্বান, আপনাদের সংগ্রহে থাকা জুলাই বিপ্লবের ছবি, গ্রাফিতি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ খবরের লিংক জুলাই প্রটেস্টে আপলোড করে এ প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের চিত্র পৌঁছে দিতে সাহায্য করুন। যাতে করে আমাদের জুলাই অভ্যুত্থান বিশ্বের সকল স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আলোকবর্তিকা হয়ে প্রেরণা যোগায়। প্রজেক্ট টুমরোর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের প্ৰতি শ্রদ্ধা ও সালাম। প্রজেক্ট টুমরো ২০২২ সালে প্রতিষ্ঠিত একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি।  আরটিভি/এসএইচএম-টি  
সাইবার হামলার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বিরাট অংশ
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলোর বিরাট একটা অংশ সাইবার হামলার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছেন তথ্যপ্রযুক্তি নিরাপত্তা সংক্রান্ত গবেষকেরা। মূলত, কোয়ালকমের অন্তত ৬৪টি মডেলের প্রসেসরে নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছেন তারা, যা কাজে লাগিয়ে সহজেই সাইবার হামলা চালানো সম্ভব বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।   নিজেদের প্রসেসরে থাকা নিরাপত্তাত্রুটির বিষয়টি স্বীকার করেছে কোয়ালকম কর্তৃপক্ষও। তারা জানিয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহৃত কোয়ালকমের তৈরি বিভিন্ন সংস্করণের প্রসেসরে সিভিই-২০২৪-৪৩০৪৭ নামের জিরো ডে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। প্রসঙ্গত, নিরাপত্তা প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়। কোয়ালকমের তৈরি প্রসেসর যেহেতু বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা হয়, তাই এই জিরো ডে নিরাপত্তাত্রুটির কারণে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সাইবার হামলার শঙ্কায় রয়েছেন।  অবশ্য গুগল থ্রেট অ্যানালাইসিস গ্রুপ (টিএজি) জানিয়েছে, এই জিরো ডে নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা নির্দিষ্ট কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালানোর চেষ্টা করছে। ফলে সাধারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ওপর হামলার শঙ্কা নেই। কোয়ালকমের তথ্যমতে, ৬৪টি মডেলের প্রসেসরে এই নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ও স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসরের পাশাপাশি নিরাপত্তাত্রুটি থাকা জনপ্রিয় প্রসেসরের তালিকায় স্ন্যাপড্রাগন ৬৬০ ও স্ন্যাপড্রাগন ৬৮০–এর মতো প্রসেসরও আছে। স্মার্টফোনের প্রসেসর ছাড়াও ওয়াই–ফাই এবং ফাইভ–জির জন্য ব্যবহৃত কোয়ালকমের ফাস্টকানেক্ট ৬৭০০, ৬৮০০, ৬৯০০ ও ৭৮০০ মডেমের মডিউলে এই নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। কোয়ালকমের একজন মুখপাত্র জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে নিরাপত্তাত্রুটির সমাধান উন্মুক্ত করা হয়েছে। এখন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের সফটওয়্যারে এই নিরাপত্তা প্যাঁচ যুক্ত করে সিকিউরিটি আপডেট হিসেবে ব্যবহারকারীদের জন্য প্রকাশ করতে হবে। পরবর্তী নিরাপত্তা হালনাগাদে এ ত্রুটির সমাধান পেতে পারেন ব্যবহারকারীরা। আরটিভি/এসএইচএম/এআর  
ব্রাজিলে আবার চালু হচ্ছে ইলন মাস্কের ‘এক্স’
ব্রাজিলে আবার এক্স চালুর অনুমতি দিলো সুপ্রিম কোর্ট। ইলন মাস্কের কোম্পানি আদালতের নির্দেশ মানায় এই নির্দেশ। সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রা মোরায়েস জানিয়েছেন, এক্স আবার তাদের পরিষেবা চালু করতে পারবে। এক্স এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তা রূপায়ণ করায় বিচারপতি তাদের পরিষেবা চালুর অনুমতি দিয়েছেন। আগে মাস্ক জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের শর্ত তারা মানতে পারবেন না। বিচারপতি তার রায়ে বলেছেন, এই সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ব্রাজিলে অবিলম্বে তাদের কাজ শুরু করতে পারবে। এক্স-এর প্রতিক্রিয়া এই সামাজিক মাধ্যমের তরফে জানানো হয়েছে, তারা ব্রাজিলে ফিরতে পেরে গর্ববোধ করছেন। এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে করা পোস্টে বলা হয়েছে, ব্রাজিলের কোটি কোটি মানুষ যাতে তাদের পরিষেবা পান, সেটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় বিষয়। বলা হয়েছে, কোম্পানি আইনের আওতায় থেকে মতপ্রকাশের অধিকারের পক্ষে কাজ করে যাবে।  সুপ্রিম কোর্টের নির্দেশ গত অগাস্টে বিচারপতি মোরায়েস ব্রাজিলে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা পর্যন্ত এক্স-এর পরিষেবা বাতিল করার কথা ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ব্রাজিলে এক্স-এর একজন আইনি প্রতিনিধি থাকতে হবে এবং তাদের প্রায় ৩২ লাখ ৮০ হাজার ডলার জরিমানা দিতে হবে। ব্রাজিলে এক্স এবং মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট অপারেটর স্টারলিংকের সম্পত্তি ফ্রিজ করার নির্দেশও দেয়া হয়। মাস্ক প্রথমে বলেছিলেন, এক্স আদালতের নির্দেশ মানবে না। সেপ্টেম্বরের শেষে কোম্পানি জানায়, রেচেল কনসিকাও তাদের আইনি প্রতিনিধি হিসাবে কাজ করবেন। ব্রাজিলের আইন অনুসারে সেদেশে ইন্টারনেট সংস্থার একজন আইনি প্রতিনিধি রাখা বাধ্যতামূলক। যাতে ওই সংস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে বা আইনি কোনো বিষয় থাকলে তাকে জানানো যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, এক্স-এ হেট স্পিচের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু মাস্ক তখন বলেছিলেন, এটা সেন্সরশিপ, তিনি এই নির্দেশ মানবেন না। আরটিভি/এএইচ
দেশে দুই মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ২ লাখের বেশি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতি মাসে দেশের ইন্টারনেট গ্রাহক সংখ্যা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। গত ২৬ সেপ্টেম্বর আগস্টের প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে দেখা গেছে, জুলাই মাস থেকে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যায় ভাটা পড়েছে। গত আগস্ট মাসেও দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমেছে ৫৫ হাজার। এর আগে, টানা পাঁচ মাস দেশে গ্রাহক সংখ্যা ঊর্ধ্বমুখী ছিল। দুই মাসের ব্যবধানে গ্রাহক কমেছে ২ লাখ ২০ হাজার।  বিটিআরসির তথ্যমতে, গত জুন মাসে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ছিল ১২ কেটি ৯১ লাখ ৭০ হাজার। জুলাই মাসে তা কমে দাঁড়ায় ১২ কেটি ৭৫ লাখ ২০ হাজার। আর সবশেষ জুলাই মাসে গ্রাহক সংখ্যা কমে ১২ কোটি ৬৯ লাখ ৭০ হাজারে নেমেছে। মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যাওয়ায় দেশের মোট ইন্টারনেট গ্রাহকও কমে গেছে। জুন মাসে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১৪ কোটি ২১ লাখ ৭০ হাজার। জুলাইয়ে তা কমে দাঁড়ায় ১৪ কোটি ১০ লাখ ৫ হাজারে এবং সবশেষ আগস্টে তা আরও কমে ১৪ কোটি ৫০ হাজারে নেমেছে। ইন্টারনেট ব্যবহারে খরচ বৃদ্ধিও গ্রাহক কমার একটি কারণ উল্লেখ করে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের একজন কর্মকর্তা বলেন, বিভিন্ন কারণে গ্রাহক সংখ্যা কমতে বা বাড়তে পারে। ঠিক কী কারণে গ্রাহক কমেছে, সংস্থা হয়তো তা খতিয়ে দেখবে। তবে এতে খুব বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। ছাত্র-জনতার সরকার পতন আন্দোলনে প্রচুরসংখ্যক মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে উল্লেখ করে একটি মোবাইল অপারেটর কোম্পানির কমিউনিকেশন্স বিভাগের একজন কর্মকর্তা বলেন, জুলাই ও আগস্ট মাস আমাদের (অপারেটর) জন্য খুব ভয়াবহ ছিল। ছাত্র-জনতার আন্দোলনের কারণে সরকার দফায় দফায় ইন্টারনেট বন্ধ করে দেয়। সেসময় অনেক গ্রাহক হারিয়েছি আমরা। অনেকে নিয়মিত প্যাকেজ কেনাও বন্ধ করেছেন সেসময় থেকে। এখন নানা ধরনের অফার দিয়ে সেই গ্রাহকদের আবারও সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতি  হয়তো খুব শিগগিরই স্বাভাবিক হবে।   আরটিভি/টিআই  
স্ত্রীকে নিজের ডিজাইনের গাড়ি উপহার দিলেন মার্ক জাকারবার্গ
নিজের ডিজাইন করা গাড়ি স্ত্রীকে উপহার দিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার সিইও মার্ক জাকারবার্গ। সেই গাড়ি তৈরি করেছে বিশ্বখ্যাত মোটারগাড়ি নির্মাতা পোরশে। এছাড়া নিজের জন্যও একটি পোরশে গাড়ি কিনেছেন, তবে সেটির নকশা মার্কের করা নয়। দুটি গাড়ি পেছনে রেখে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজেদের ছবিও প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। স্ত্রী প্রিসিলা চ্যানের জন্য জাকারবার্গের নকশায় তৈরি করা গাড়িটির নাম পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। সাধারণত এমন গাড়ি পোরশে বানায় না। শুধু মার্ক জাকারবার্গের জন্যই ওয়েস্ট কোস্ট কাস্টমস নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় মিনিভ্যানটি তৈরি করেছে পোরশে। জাকারবার্গের নিজের জন্য কেনা গাড়িটির মডেল পোরশে ৯১১ জিটি৩। দুটি গাড়ির রংই ধূসর। প্রসঙ্গত ওয়েস্ট কোস্ট কাস্টমসের মাধ্যমে ক্রেতারা চাইলেই নিজের মতো করে গাড়ির নকশা ও বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে পারেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এই প্রতিষ্ঠানের মাধ্যমেই নিজের পছন্দের নকশায় স্ত্রীর জন্য পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান গাড়িটি তৈরি করেন মার্ক জাকারবার্গ। ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ লিখেছেন, ‘আরেকটা নতুন গল্প। প্রিসিলা একটি মিনিভ্যান চেয়েছিল, তাই আমি এমন কিছু নকশা করেছি। আমি নিশ্চিতভাবে এমন একটি নকশা করেছি, যা একটি পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। আরেকটি ম্যানুয়াল জিটি–৩ নিয়েছি। পোরশে ও ওয়েস্ট কোস্ট কাস্টমকে ধন্যবাদ।’ গত আগস্টে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়ির পেছনের উঠানে স্ত্রী প্রিসিলা চ্যানের বিশাল ভাস্কর্য উন্মুক্ত করেন মার্ক জাকারবার্গ। রুপালি চাদরে আচ্ছাদিত ভাস্কর্যটিতে প্রিসিলা চ্যানের চেহারা সবুজ রঙে ফুটিয়ে তোলা হয়েছে।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হাইপারবিস্ট আরটিভি/এফআই
মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকড
জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে।  সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মাওলানা মিজানুর রহমানের টিম চ্যানেলটির নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মালয়েশিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারীর মিডিয়া ম্যানেজার সাঈদ হক। তিনি বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেওয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রাখেন হ্যাকাররা। বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ মাওলানা মিজানুর রহমান আজহারী কিংবা তার টিমের কারও হাতে নাই বলে নিশ্চিত করেছেন সাঈদ হক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। ইউটিউবে অসংখ্য ভক্ত রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। সেখানে নিয়মিত তার বয়ান ও আলোচনা আপলোড করা হয়। নিয়মিত লাইভ প্রশ্ন-উত্তর পর্বও অনুষ্ঠিত হয় সেখানে। আরটিভি/এসএইচএম
‘জেন জি’র জন্য সুখবর দিলো ফেসবুক
প্রযুক্তি বিশ্বে ব্যবহারকারীদের মাঝে নতুন ট্রেন্ড কী- এই প্রশ্নের উত্তরে একটি তালিকা তৈরি করা হলে সেখানে ‘এআই’ ও ‘শর্ট ভিডিও’ এই দুটো ওপরের দিকেই থাকবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকও উপলব্ধি করতে পারছে এই ট্রেন্ড। যার ফলে শুক্রবার (৪ অক্টোবর) ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা নতুন একটি এআই মডেল নিয়ে আসার ঘোষণা দেয়।  অন্যদিকে ফেসবুক জানায়, তরুণদেরকে আকৃষ্ট করতে তারা অচিরেই নিয়ে আসছে দুটি নতুন ‘ট্যাব’ ও একটি আপডেটেড ভিডিও ট্যাব। প্রতি মাসে ফেসবুকে সক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা ৩০০ কোটিরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে যা সর্বোচ্চ। কিন্তু তারপরেও ফেসবুককে ‘পিতা-মাতার’ বা ‘দাদা-দাদির’ প্ল্যাটফর্ম বলে মনে করেন তরুণদের বিশেষ করে ‘জেন জি’ প্রজন্মের অনেকে। প্রাপ্তবয়স্ক তরুণদের বড় অংশই এখন ফেসবুকের চেয়ে বেশি সক্রিয় থাকেন ইন্সটাগ্রাম ও টিকটকের মতো ইমেজ ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে। বিষয়টি অনুধাবন করতে পেরে মেটা তাই তরুণদের আকৃষ্ট হবে এমন কিছু ফিচার ফেসবুকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। ফেসবুকের শুরুর দিনগুলোতে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিকে মূলত পরিবার ও বন্ধুদের সাথে যুক্ত (কানেক্টেড) থাকার উদ্দেশ্যে ব্যবহার করতো। কিন্তু ব্যবহারকারীরা এখন আর একে-অন্যের সাথে যুক্ত থাকাতেই সন্তুষ্ট নয়, তারা চায় নিজেদের নেটওয়ার্কের পরিধি আরও বিস্তৃত করতে, নতুন কানেকশন তৈরি করতে। বিশেষ করে জেন জি-এর মতো তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। অন্তত এমনটাই মনে করেন মেটার ফেসবুক প্রধান টম অ্যালিসন। শুক্রবার (৪ অক্টোবর) টেক্সাসের অস্টিনে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে আয়োজিত এক ইভেন্টে অংশ নেয়ার আগে এক সাক্ষাৎকারে অ্যালিসন বলেন, আমরা লক্ষ্য করেছি প্রাপ্তবয়স্ক তরুণরা জীবনে পরিবর্তন আসলে ফেসবুক ব্যবহার করে। নতুন শহরে গেলে নিজেদের অ্যাপার্টমেন্ট সাজানোর জন্য মার্কেটপ্লেস ব্যবহার করে। বাবা-মা হওয়ার পর প্যারেন্টিং (সন্তান প্রতিপালন সম্পর্কিত) গ্রুপগুলোতে যুক্ত হয় তারা।  অস্টিনে আয়োজিত এই ইভেন্টেই ফেসবুক নতুন দুটি ট্যাব নিয়ে আসার ঘোষণা দেয়। ‘লোকাল’ ও ‘এক্সপ্লোর’ নামের এই ট্যাব দুটি বর্তমানে নির্দিষ্ট কয়েকটি শহর ও মার্কেটে পরীক্ষাধীন আছে। মূলত প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ থেকে কনটেন্ট সংগ্রহ করে এক জায়গায় দেখানোর উদ্দেশ্যেই এই ট্যাব দুটি নিয়ে আসতে যাচ্ছে ফেসবুক।  ‘লোকাল’ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীদেরকে স্থানীয় ইভেন্ট, কমিউনিটি গ্রুপ ও বিক্রয়ের জন্য স্থানীয় পণ্য উপস্থাপন করা হবে। অন্যদিকে ‘এক্সপ্লোর’ ট্যাব ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহের উপর ভিত্তি করে কনটেন্ট প্রদর্শন করবে। প্রযুক্তি বিশ্বের প্রাপ্তবয়স্ক তরুণদের মাঝে ছোট ভিডিও বা শর্ট-ফর্ম ভিডিও’র জনপ্রিয়তা যে আকাশছোঁয়া তা আর বলার অপেক্ষা রাখে না। শর্ট-ফর্ম ভিডিও অ্যাপ টিকটক-এর ব্যবহারকারীর সংখ্যা শুধু আমেরিকাতেই ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি। জেন জি প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় চীনা মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি।  তরুণদের মাঝে টিকটক রিলসের তুমল জনপ্রিয়তা লক্ষ্য করেই ২০২১ সালে ফেসবুক নিজেই রিলস ফিচারটি নিয়ে আসে। এক্ষেত্রে টিকটক-কে হুবহু নকল করলেও ফেসবুক ব্যবহারকারীদের মাঝে রিলস বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর একটি। ফেসবুকের প্রাপ্তবয়স্ক তরুণ ব্যবহারকারীদের ৬০ শতাংশ সময়ই কাটে ভিডিও দেখে এবং তাদের সিংহভাগই দেখেন রিলস। এই প্রেক্ষাপটে ভিডিও উপভোগের বিষয়টিকে আরও বেশি সহজ করে তোলার জন্য ফেসবুক একটি আপডেটেড ভিডিও ট্যাব নিয়ে আসতে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে লং, শর্ট-ফর্ম ও লাইভ- সব ধরণের ভিডিও এক জায়গায় দেখতে পাবেন ব্যবহারকারী। অর্থাৎ সকল প্রকার ভিডিও’র একটি কালেকশনে পরিণত হবে ভিডিও ট্যাবটিতে। ফলে একটি ট্যাবেই সব ভিডিও উপভোগের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।  প্রসঙ্গত, ২০১৯ সালে শুরু হওয়া ফেসবুকের ডেটিং ফিচারটির জনপ্রিয়তাও প্রাপ্তবয়স্ক তরুণদের মাঝে বৃদ্ধি পেয়েছে। আমেরিকা ও কানাডা’তে তরুণদের মাঝে ডেটিং ফিচারটি নিয়ে আলাপচারিতা (কনভারসেশন) ২৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ফেসবুক। অস্টিনে অনুষ্ঠিত কনটেন্ট ক্রিয়েটরদের ইভেন্টে একটি বুকলেটের টাইটেল ছিলো এমন- ‘নট ইওর মম’স (ফেসবুক)’। এই টাইটেলটি থেকেই বোঝা যাচ্ছে তরুণ প্রজন্মের কাছে, বিশেষ করে জেন জি প্রজন্মের কাছে, নিজেদের প্ল্যাটফর্ম-কে কিভাবে উপস্থাপন করতে চাইছে ফেসবুক।  এবার দেখার বিষয় নতুন ফিচারগুলো দিয়ে জেন জি-দের আকৃষ্ট করতে কতটা সফল হয় ফেসবুক।  আরটিভি /এএ /এএইচ