• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
ওপেন এআই’র দুর্নীতি ফাঁস করা যুবকের রহস্যজনক মৃত্যু
ব্যবহারকারীদের জন্য নতুন চমক আনলো হোয়াটসঅ্যাপ
বিশ্বজুড়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়। এবার ট্রান্সলেট ম্যাসেজ নামে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট বার্তা এবং চ্যানেলের আপডেটগুলো সরাসরি অ্যাপের ভিতরেই অনুবাদ করার সুযোগ পাবে। ফলে অনুবাদের জন্য থার্ড পার্টির কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল করতে হবে না। অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন এবং ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষিত থাকবে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্যা এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণ (2.24.26.9) এর ব্যবহারকারীরা বর্তমানে এই সুবিধা নিতে পারছেন। অফলাইন অনুবাদকে সমর্থন করার জন্য ব্যবহারকারীরা আগেই ভাষার প্যাক ডাউনলোড করতে পারবেন। একবার ইনস্টল হয়ে গেলে ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই বিভিন্ন ভাষার বার্তা পড়তে পারবেন। তবে এটি গুরুত্বপূর্ণ যে, এই অনুবাদগুলো নির্দেশমূলক হয়েছে কিনা সেটি বিবেচনা করা। কারণ অফলাইন প্রক্রিয়াকরণের কারণে মাঝে মাঝে ভুল অনুবাদও হতে পারে। যদিও ফিচারটি এখনও আরও উন্নত করা জন্য চেষ্টা করা হচ্ছে। প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি গ্রুপের মধ্যে সব সদস্যদের কলে যুক্ত না করে কল করতে পারবেন। এতে আরও বলা হয়, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ এবং মোবাইলের জন্য বেশ কিছু নতুন কল ফিচার এনেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি হলো গ্রুপ চ্যাটের ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন ঠিক করতে পারবেন কোন গ্রুপ সদস্যদরে তারা কল করতে চান। এর মানে গ্রুপের সবাইকে বিরক্ত না করে শুধু গ্রপের সদস্য সিলেক্ট করে কল করা যাবে। এছাড়াও ভিডিও কলে নতুন ইফেক্ট এনেছে হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রামের ফিল্টারের মতো, ব্যবহারকারীরা এখন পপি ইয়ারস, আন্ডারওয়াটার, একটি ক্যারাওকে মাইক্রোফোন এবং আরও অনেক ইফেক্টের মধ্য থেকে বেছে নিতে পারবেন। এতে মোট দশটি নতুন ইফেক্ট বেছে নেওয়ার সুযোগ থাকবে। আরটিভি/এসএপি
সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ 
বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ 
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ
ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ
ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ঠেকাতে বললেন ড. ইউনূস
ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৮ ডিসেম্বর) মেটার পরিচালক (মানবাধিকার নীতি) মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় ড. ইউনূস বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। আমরা এর ভুক্তভোগী। তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান প্রধান উপদেষ্টা বলেন, ফেসবুকের কারণে আপনাদের সম্ভাবনা প্রচুর। তরুণদের উদ্যোক্তা হিসেবে গোড়ে তুলতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে। দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে। মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক থাকেন। এ সময় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম, বাংলাদেশ ও নেপালে মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারোয়ার, মেটার অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সেল নয়নতারা নারায়ণ, মেটার এশিয়া-প্যাসিফিকের মিসইনফর্মেশন প্রধান অ্যালিস বুদিশাত্রিজো উপস্থিত ছিলেন। আরটিভি/এসএপি-টি
এআই দিয়ে মৃত ব্যক্তির সঙ্গে কথোপকথন
চলতি বছর ‘ইটার্নাল ইউ’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। এতে মৃত ব্যক্তির সঙ্গে এআই-এর মাধ্যমে যোগাযোগের সম্ভাবনা ও তার প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে এমন অভিজ্ঞতা নেওয়া ব্যক্তিরা কথা বলেছেন এই তথ্যচিত্রে৷ একজন মৃত ব্যক্তির মতো কাউকে সৃষ্টি করার প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি কোম্পানিগুলো। এআই ও ডিপফেক প্রযুক্তির কারণে এগুলো প্রায় বাস্তবের মতো হয়ে উঠছে। চীন ও যুক্তরাষ্ট্রে শোক প্রযুক্তি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। মার্কিন নাগরিক ক্রিস্টি অ্যাঞ্জেল এভাবে তার মৃত প্রেমিকের সঙ্গে কথা বলেছেন৷ তার আগে তার প্রেমিকার কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে বটকে প্রশিক্ষণ দিতে হয়েছে। কথা বলার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, অভিজ্ঞতাটা ভয়ংকর ছিল। কিছু জিনিস ছিল যা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, এবং এমন অনেককিছু বলা হয়েছিল যা আমি শুনতে চাইনি, জানান তিনি। ইটার্নাল ইউ নামক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন দুই জার্মান পরিচালক। তাদের একজন মরিৎস রিজেভিক বলেন, মানুষ সবসময় মানুষ হওয়ার ভান করে এমন যন্ত্রের সঙ্গে কথা বলার প্রভাবকে অবমূল্যায়ন করে। একজন মৃত ব্যক্তির ডেটা সেট থেকে কিছু অংশ বাছাই করে এআই তা মানুষের সামনে তুলে ধরে। যেমন আপনি একসঙ্গে শুনেছেন এমন গান, কিংবা একসাথে দেখেছেন এমন সিনেমার কথা বলে। এ ধরনের এআই-এর মনস্তাত্ত্বিক পরিণতি নিয়ে এখনও গবেষণা হয়নি। সে কারণে সমাজবিজ্ঞানী মাটিয়াস মাইৎসলার জানতে চান, এটি কীভাবে শোককে প্রভাবিত করে। মাইৎসলার বলেন, আপনি জানেন না, অবতার পরবর্তীতে কী বলবে, কিংবা এটা কীভাবে অরিজিনাল ম্যাটেরিয়াল ব্যবহার করবে। এটা কি মৃত ব্যক্তি সম্পর্কে মিথ্যা বলবে, হয়ত তাদের নিয়ে আপনার স্মৃতিগুলিও বিকৃত করবে? আর ম্যানিপুলেশন? কারণ, একজন-কেতো ঐ অবতারকে কনফিগার করতে হবে। এখানে কী স্বার্থ জড়িয়ে আছে? আর এটা যদি হয় একটা কোম্পানি যার অর্থনৈতিক উদ্দেশ্য আছে, তাহলে শোকের ক্ষেত্রে এটা উপকারী নাও হতে পারে। ভবিষ্যতে হয়ত ডিজিটাল অবতার আমাদের বিদায় বলতে কিংবা স্মরণ করতে সহায়তা করতে পারে৷ তবে নিশ্চিতভাবেই এটি এআই এর মান এবং আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন তার উপর নির্ভর করে৷ তবে এ ধরনের অবতারের উপর খুব বেশি ভরসা করার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা৷ আরটিভি/এএইচ
জিএসএমএ’র প্রতিবেদন / ইন্টারনেট ব্যবহার করেন না শহরের ২৮ শতাংশ মানুষ
বাংলাদেশে লেখাপড়া না জানার কারণে শহরাঞ্চলে বাস করা অন্তত ২৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন না। একই কারণে গ্রামের ১৯ শতাংশ মানুষও ইন্টারনেট ব্যবহার করেন না বলে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) জানিয়েছে। বৈশ্বিক সংগঠনটি এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের ১২টি নিম্নমধ্যম আয়ের দেশের মানুষের ওপর চালানো সমীক্ষা করে গত অক্টোবর মাসে প্রকাশিত এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে এতে ২০২৩ সালের চিত্র তুলে ধরা হয়েছে। দেশগুলো হলো—মিশর, ইথিওপিয়া, কেনিয়া, সেনেগাল, নাইজেরিয়া, উগান্ডা, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, গুয়েতেমালা ও মেক্সিকো। জিএসএমএর তথ্যমতে, পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যেও আরও পিছিয়ে আছে বাংলাদেশ।   যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপের প্রতিবেদন অনুযায়ী দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৭ শতাংশ। গ্রামে এ হার ৭৪ দশমিক ৬ এবং শহরাঞ্চলে ৮৪ দশমিক ৮ শতাংশ। সেই হিসাবে গ্রামের চেয়ে শহরে সাক্ষরতার হার বেশি। জিএসএমএ’র প্রতিবেদন দেখা যায়, বাংলাদেশে প্রতিদিন নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী হার শহরে ৪০ এবং গ্রামে ২৪ শতাংশ। আর মোবাইল ইন্টারনেট ব্যবহারের হার শহরাঞ্চলে ৪৩ শতাংশ এবং গ্রামে ২৭ শতাংশ। তবে তারা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করে না।   সমীক্ষার তথ্যমতে. বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট সম্পর্কে জানে। তবে শহরের বড় একটি অংশ সাইবার অপরাধ থেকে নিজেদের নিরাপদ রাখতে ইন্টারনেট ব্যবহার করেন না। তাদের মধ্যে যারা ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে সাক্ষরতা ও ডিজিটাল দক্ষতা না থাকা বড় একটি বাধা।   তবে গ্রামের মানুষের জানায়, সেখানে ইন্টারনেট ব্যাপারে সবচেয়ে বড় বাধা ইন্টারনেটের দাম, এরপরে ১১ শতাংশ মানুষের মতে, বেশি দাম দিয়ে স্মার্টফোন কিনে চালানোর সামর্থ্য তাদের নেই। এছাড়া শহরের ৮ শতাংশ মানুষও ইন্টারনেটের দাম বেশি বলে মনে করেন। তবে ‘যথেষ্ট সময়’ না থাকায় ইন্টারনেট ব্যবহার করেন না কর্মজীবী মানুষেরা।   ইন্টারনেটের দাম ও কম ব্যবহার নিয়ে জানতে চাইলে মোবাইল অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, মোবাইল ইন্টারনেট প্যাকেজের খরচ কমানোও সম্ভব। তবে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে হলে নীতিগত বিষয়ে পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি।    আরটিভি/কেএইচ-টি
ফেসবুক মেসেঞ্জারে আসছে বড় পরিবর্তন, যা থাকবে নতুন ফিচারে
সোশ্যাল মিডিয়ার অন্যতম বড় প্লাটফর্ম মেটা। মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার; যা মেসেঞ্জার নামেই বেশি পরিচিত। এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন একগুচ্ছ ফিচার আনছে মেটা। যা ব্যবহার করলে নতুন অভিজ্ঞতা মিলবে। মেটা মেসেঞ্জারে অ্যাপটিতে এইচডি ভিডিও কল ফিচার যুক্ত করেছে যাতে রয়েছে ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যানসেলেশন। এটি ব্যবহারকারীদের একটি পরিষ্কার, উচ্চমানের কলের অভিজ্ঞতা প্রদান করে। এটি ব্যবহারকারীদের একটি পরিষ্কার, উচ্চ মানের কলের অভিজ্ঞতা প্রদান করে।  নতুন এই ফিচারগুলো মেসেঞ্জার অ্যাপকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। এর ফলে ব্যবহারকারী সহজেই যোগাযোগ করতে পারবে। এছাড়া মেটার এই উদ্যোগ ব্যবহারকারীদের একটি নতুন এবং উন্নত অভিজ্ঞতা দেবে।  ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচারগুলো হলো এইচডি ভিডিও কল ফিচার ফেসবুক মেসেঞ্জারে এবার থেকে এইচডি ভিডিও কলিং সুবিধা পাওয়া যাবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আরও স্পষ্ট এবং উচ্চ-মানের ভিডিও কলের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কলের সময় অবাঞ্ছিত শব্দ দূর হয়ে কলের গুণমান আরও উন্নত হবে। মোবাইল এবং ওয়াই-ফাই ডেটার জন্য ভিন্ন সেটিংস ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য ডিফল্টরূপে এইচডি ভিডিও কল চালু থাকবে। তবে মোবাইল ডেটা ব্যবহার করে কল করার সময় এইচডি অপশনটি ম্যানুয়ালি চালু করতে হবে। এছাড়াও কল সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড শব্দ এবং ভয়েস আলাদা করার ফিচারটি চালু করা যাবে। অডিও বা ভিডিও বার্তা পাঠানোর সুবিধা যদি আপনার বন্ধু ফোনের উত্তর না দেন, তাহলে আপনি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করতে অডিও এবং ভিডিও কলের রেকর্ড মেসেজ অপশনে ট্যাপ করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার মেসেঞ্জারে শিগগিরই আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার। যা ব্যবহারকারীদের ভিডিও কলিং অভিজ্ঞতা আরও উন্নত করবে। বিভিন্ন চমৎকার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি আপনার কলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। আরটিভি /এএ 
নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে, পোল পরিচালনা করা যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি অফিসিয়াল কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে প্রচুর মানুষ এটি ব্যবহার করে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন ফিচার আনে মেটা। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। নতুন এই ফিচারটি হচ্ছে টাইপিং ইন্ডিকেটর। এর মাধ্যমে মাধ্যমে ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপ চ্যাটে কে টাইপ করছে তা সঙ্গে সঙ্গে দেখা যাবে। কেউ টাইপ করলে হোয়াটসঅ্যাপের তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি ভাসমান অবস্থায় দেখা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের চ্যাটে সক্রিয়ভাবে যুক্ত থাকার বিষয়টি আরও স্পষ্টভাবে চিহ্নিত করবে। এছাড়া প্রোফাইল ছবি দেখা যাওয়ায় সহজেই জানা যাবে কে কথোপকথনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের জন্যই ফিচারটি চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ বলছে, এই ফিচারে তিনটি ডটের (...) ভিজ্যুয়াল নির্দেশক দেখা যাবে, যা চ্যাট স্ক্রিনের নিচের অংশে প্রদর্শিত হবে এবং যে ব্যবহারকারী টাইপ করছেন, তার প্রোফাইল ছবি সেখানে দেখা যাবে। বিশেষত, গ্রুপ চ্যাট-এ এই ফিচারটি বেশ কার্যকরী হবে। কারণ একাধিক ব্যবহারকারী একসঙ্গে টাইপ করলে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। সেই সঙ্গে টাইপিংয়ের মতোই কেউ যদি ভয়েস নোট দিয়ে থাকে তাহলেও মাইকের সাইন চ্যাটে দেখা যাবে। এদিকে অন্য এক প্রদিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার এনেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বার্তা লিখে সংরক্ষণ করে রাখতে পারবে। যেটির নামকরণ করা হয়েছে ‘ড্রাফট ফিচার’। এর ফলে অসমাপ্ত মেসেজও খুঁজে পেতে পারবে অ্যাপ ব্যবহারকারীরা। কারণ ই-মেইলের মতোই তা স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে। এটি শুধু মাত্র খসড়া মেসেজের ফিচার, বাড়তি আর তেমন কোনো সুবিধা নেই। গোটা বিশ্বেই অ্যাপে সুবিধাটি আসছে। ফলে হোয়াটসঅ্যাপে মেসেজ পুরোপুরি টাইপ করার জন্য কোনো বাড়তি চাপ থাকবে না। ধীরে-সুস্থে করে মেসেজ টাইপ করা যাবে।
আতঙ্কে ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করল ভারত
ভারতে সাইবার অপরাধ দিনদিন বেড়েই চলেছে। এ অপরাধের ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে আতঙ্ক মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে দেশটি। এরই মধ্যে সন্দেহজনক ১ হাজার ৭০০ স্কাইপে আইডি ও ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার।  মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, গত ১০ মাসে এই প্রতারণার শিকার হয়ে ২ হাজার ১৪০ কোটি টাকা হারিয়েছে সাধারণ মানুষ। থাইল্যান্ড, হংকং, লাওসের মতো একাধিক দেশ থেকে ভারতে এই ডিজিটাল প্রতারণা করা হচ্ছে। এ মামলার তদন্তে প্রায় ১৫৯ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। যার পুরোটাই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে প্রতারণা করা হয়েছে। এরইমধ্যে প্রতারণা চক্রের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি রেডিও’র এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, যেভাবে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে তা বিপজ্জনক। এ ধরনের ঘটনায় অযথা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে ফোনকল রেকর্ড করার পরামর্শ দেন মোদি। আরটিভি/এসএপি/এস
এবার ঘটানো হচ্ছে কৃত্রিম সূর্যগ্রহণ!
প্রযুক্তিকে কাজে লাগিয়ে সূর্যকে আরও বিশদভাবে গবেষণা করার জন্য কৃত্রিম সূর্যগ্রহণ করার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। এজন্য মহাকাশে স্যাটেলাইটও পাঠানো হচ্ছে।  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনের নাম হবে ‘প্রোবা-৩’। মিশনটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) মাধ্যমে সংঘটিত হবে। মিশনে দুটি স্যাটেলাইট আছে, যার একটি স্যাটেলাইট সূর্যকে ঢেকে রাখবে ও অন্য স্যাটেলাইটটি এ ঘটনা পর্যবেক্ষণের পাশাপাশি তা রেকর্ড করবে। এপি জানায়, এ জটিল কাজটি করার জন্য মহাকাশযানের যে ছায়া তৈরি হবে, অপর স্যাটেলাইটকে সে অনুসারে অবশ্যই একটি নির্দিষ্ট অবস্থানে থাকতে হবে। এর মানে হচ্ছে, স্যাটেলাইট দুটি সূর্য সাপেক্ষে এক মিলিমিটারের বেশি এদিক-ওদিক সরবে না। মিশনের শুরুতে মহাকাশযান দুটি একসঙ্গে উৎক্ষেপণ করা হবে। তবে প্রায় ১৮ মিনিটের পর একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। পাশাপাশি লেজার ও আলোক সেন্সর ব্যবহার করে ১৪৪ মিটার দূরত্বে পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে। আরটিভি/এসএপি