• ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১
logo
ফের বদলে গেলো ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ
ধর্মান্তরিত হওয়া নিয়ে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য
ভারতীয় টিভি অভিনেত্রী চাহাত খান্না। ফারহান মির্জাকে বিয়ের সময় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে এবার বিচ্ছেদ হতেই প্রাক্তনের বিরুদ্ধে অভিযোগ এনে জানালেন, প্রাক্তন স্বামী ধর্মান্তরিত হতে বাধ্য করেছিলেন তাকে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চাহাত জানান, আধ্যাত্মিক পরিবারে বেড়ে ওঠা তার। চিত্রনাট্যকার শাহরুখ মির্জার ছেলে ফারহান মির্জার সঙ্গে বিয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। ডিভোর্সের পর বিভ্রান্ত হয়ে পড়ার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, এখন নিজের শিকড়ে ফিরতে পেরে কৃতজ্ঞ।   চাহাত বলেন, এক প্রকারে আমার মগজ ধোলাই করা হয়েছিল। তবে আমি জানি না সেটা তাদের ভালোর জন্য বা আমার ভালোর জন্য, কিন্তু সে কারণেই আমি বলেছি, সৌভাগ্যক্রমে আমি নিজের শিকড়ের কাছে ফিরে এসেছি। চাহাত আরও বলেন, আমি সনাতন ধর্মে ফিরতে পেরে খুশি। অনেক লোক আমাকে ধর্মান্তরিত হতে নিষেধ করেছিল তবে আমি শুনিনি কারণ আমি বিয়ে করতে চেয়েছিলাম। এমন নয় যে আমাকে ধর্মান্তরিত হতে বাধ্য করা হয়েছিল, কিন্তু আমি করেছি। এবং এরপর আমাকে অবশ্যই বলা হয়েছিল 'তোমার দেবতার উপাসনা করো না, সম্ভবত এটি সঠিক উপায় নয়, এটি সঠিক উপায়' এবং আমি একটি হারিয়ে যাওয়া শিশুর মতো সেই পথ অনুসরণ করেছি। প্রসঙ্গত, বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পথ চলা শুরু চাহাত খান্নার। ২০০২ সালে ১৬ বছর বয়সে চকলেটের বিজ্ঞাপনের মাধ্যমে পথচলা শুরু করেন। পরে চলচ্চিত্রেও নাম লেখান তিনি। ২০১৩ সালে বিয়ে করেন ফারহানকে। এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে বিয়ে করেছিলেন ব্যবসায়ী ভারত নরসিংহানিকে। তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে দাম্পত্যজীবনের। ২০১৯ সালে যৌন ও মানসিক হয়রানির অভিযোগ এনে বিচ্ছেদের আবেদন করেন ফারহানের বিরুদ্ধে।  আরটিভি / এএ 
কমেডি অভিনেতা রাজপালের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর
যে কারণে দ্বন্দ্ব ঐশ্বরিয়া-সুস্মিতার
মুক্তির আগেই ‘পুষ্পা ২’ আয় করল হাজার কোটি
‘কেজিএফ থ্রি’ নিয়ে নতুন সুখবর দিলেন ইয়াশ
এবার কিশোর কুমারের বায়োপিকে আমির খান
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। বেশ কয়েক বছর ধরে বক্স অফিসে টানা ব্যর্থতার পর লম্বা সময়ের বিরতি নিয়েছেন তিনি। তবে সেই বিরতি কাটিয়ে এবার অবশ্য ফেরার পালা। ইতোমধ্যেই তিনি ‘সিতারে জামিন পার’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন, যা নতুন বছরে (২০২৫) মুক্তি পাওয়ার কথা। এ ছাড়াও তার ঝুলিতে রয়েছে আরও ৫টি ছবি, যেগুলো করার জন্য আগ্রহী আমির। আর এই ছবিগুলোর মধ্যে রয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের বায়োপিক। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ইতোমধ্যে এ নিয়ে আলোচনা করছেন আমির ও অনুরাগ। এখন পর্যন্ত তাদের মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও খবর। পিঙ্কভিলা বলছে, কিশোর কুমারের বায়োপিকটি অনুরাগ বসু ও ভূষণ কুমারের হৃদয়ের ভীষণ কাছের একটা প্রোজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রোজেক্টটি উপস্থাপন করতে চান। আমির খান নিজেও কিশোর কুমারের একজন বড় অনুরাগী। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়েই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে। অন্যদিকে কিশোর কুমারের বায়োপিক ছাড়াও আমিরের ভাবনায় রয়েছে আরও ৫টি ছবি। যেগুলো হলো উজ্জ্বল নিকমের বায়োপিক, রাজকুমার সন্তোষীর ‘চারদিন কি জিন্দেগি’, ‘গজনী ২’, লোকেশ কানাগরাজের একটা সুপারহিরো ঘরানার ছবি ও জোয়া আখতারের একটা ছবিও তার ভাবনায় রয়েছে। জানা গেছে, এই সবকটিই আমিরের ভীষণ পছন্দের। চলতি বছরের শেষ দিকে অভিনেতা তার পরবর্তী ছবি নিয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও এই ছবিগুলোর মধ্যে ৩টি বেছে রেখে অন্যগুলো ছেড়ে দিতে পারেন। এই মুহূর্তে আমির খান প্রস্তুতি নিচ্ছেন ‘সিতারে জামিন পার’ ছবিটির মুক্তির জন্য। এতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি’সুজা। প্রযোজনায় রয়েছে আমিরের নিজের প্রযোজনা সংস্থা। নতুন বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরটিভি/এএ/এসএ
সালমানের হুমকিদাতা লরেন্সকে হত্যা করলে বিশাল পুরস্কার!
কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে টার্গেটে পরিণত হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইদের নিশানায় আছেন তিনি। যার ফলে বেশ কয়েকবার হুমকিও পেয়েছেন সালমান। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় গ্যাং প্রধান লরেন্স বিষ্ণোইয়ের লোকেরা। সম্প্রতি খুন হয়েছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। গুঞ্জন রয়েছে, তিনিসহ খুন হওয়া অন্যরা কোনো না কোনোভাবে সালমানের সংস্পর্শে এসেছিলেন। অর্থাৎ এ নায়ককে হত্যার আগে নাকি থামতে চায় না এ গ্যাং! ভারতীয় রাজনীতিক বাবা সিদ্দিকির ওপর গুলির পর থেকে বেশ ভয়ে ভয়ে আছে সালমান খানের পরিবার। এমনকি সালমানের নিরাপত্তার জন্য বিগ বসের সেটে অতিরিক্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে। বাড়ির সমানেও দেওয়া হচ্ছে কড়া পাহারা। এবার সালমানের এই হুমকিদাতাকে হত্যা করলে পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা করা হলো।  ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষত্রিয় কর্ণি সেনার জাতীয় সভাপতি রাজ শেখাওয়াত এ ঘোষণা দিয়েছেন। সামাজিকমাধ্যমে তিনি জানিয়েছেন লরেন্সকে হত্যা করলে মোটা পুরস্কার দেওয়া হবে। তবে শেখাওয়াতের এই হুমকি সালমানের জন্য নয়। তার দাবি, সমাজকর্মী তথা শ্রী রাষ্ট্রীয় রাজপুত কর্ণি সেনার প্রেসিডেন্ট সুখদেব সিং গোগামেডিকে খুন করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সে কারণেই তিনি বলেন, যে পুলিশকর্মী লরেন্স বিষ্ণোইকে খুন করবেন তাকে এক কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। প্রসঙ্গত,  সালমান ও বিষ্ণোই সম্প্রদায়ের শত্রুতা ১৯৯৮ সাল থেকে শুরু, যখন অভিনেতা রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলছিল। ওই সময় দুটি কৃষ্ণসার হরিণ শিকার করে বলে অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। বিষ্ণোই সম্প্রদায়ে কালো হরিণকে পবিত্র বলে মনে করা হয় এবং তারা তখন সালমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে, তাকে গ্রেপ্তারের দাবি করে। তখন সালমানকে কারাগারে সাজা দেওয়া হলেও জামিনে মুক্তি পান তিনি। আরটিভি/এসএ
যে কারণে অস্কার নিয়ে আক্ষেপ এ আর রহমানের
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান। ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নেয়র’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য অস্কার পান তিনি। সম্প্রতি তার এই অর্জন নিয়ে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে রহমানকে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের চর্চা তুঙ্গে।   আক্ষেপের সুরে রহমান বলেন, তার অস্কার জয়ে এখন আর কারও কিছু আসে-যায় কি? হঠাৎ গায়কের এমন মন্তব্য নানান প্রশ্নের জন্ম দিয়েছে তার ভক্তদের মনে।    সম্প্রতি বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রহমান বলেন, নিজেকে নিয়ে নতুন করে প্রমাণ করার কোনো তাগিদ নেই তার। তাই ক্যারিয়ারের এই বাঁকে দাঁড়িয়ে বেছে বেছে কাজ করতে আগ্রহী তিনি। তিনি আরও বলেন, অনেক বছর আগে আমি অস্কার জিতেছিলাম। কিন্তু, এখন তা নিয়ে কারও কিছু আসে-যায় কি? আমি সেই কাজগুলোই করছি, যেগুলো আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। রহমান বলেন, কাজের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া এবং পরিচালকদের তরফে আমাকে ভুল পথে নেওয়ার প্রবণতা। অদ্ভুত বা বিদঘুটে গানের লিরিক দেওয়া হলে নিজেকেই প্রশ্ন করি, পরবর্তীতে কি আমি মঞ্চে এই গানটা গাইতে পারব? তাই পছন্দ না হলে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন বলে জানান রহমান। প্রসঙ্গত, ১৯৯২ সালে মণিরত্নম পরিচালিত একটি কফির বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দেন   রহমান। এরপরই মণিরত্নমের তামিল সিনেমা ‘রোজা’ সিনেমায় প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজের সুযোগ পান তিনি। এরপর একের পর এক  গান দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন এই গায়ক। ২০১৪ সালে তিনি ৪টি জাতীয় পুরস্কার, ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন রহমান। সে বছর ১৩৮টি নমিনেশনের মধ্যে ১১৭টিতেই পুরস্কার জিতে নিয়েছিলেন এই সংগীতশিল্পী। এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম একই বছর দুটি অস্কার জিতেছিলেন। আরটিভি/এইচএসকে/এআর   
বাংলাদেশে ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তিতে যে শর্ত মানতে হচ্ছে
বেশ কয়েকবছর ধরেই বলিউডের অনেক সিনেমাই ভারতে মুক্তির দিনই বাংলাদেশেও মুক্তি পেয়ে আসছে। সেই ধারাবাহিকতায় জাওয়ান, ডানকি, ক্রু-এর পর এবার একইদিনে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে।  এদিকে বেশকিছু শর্তে দিয়েই দেশে আনা হচ্ছে ছবিটি। জানা গেছে, ‘রাত জাগা ফুল’ নামে বাংলাদেশি ছবির বিনিময়ে আনা হচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’।  বিষয়টি নিশ্চিত করে ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান গণমাধ্যমে জানান, সরকারি যাবতীয় নীতিমালা সিনেমাটি মেনেই ছবিটি আমদানি করা হচ্ছে। ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে বাংলাদেশে ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তি পেতে যাচ্ছে। আশা রাখি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যাবে। এই পরিবেশক আরও প্রত্যাশা করে জানান, বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শকরা ‘ভুলভুলাইয়া ৩’ উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত, ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া’র তৃতীয় সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া ৩’ পরিচালনা করেছেন আনিস বাজমি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক। এতে আরও দেখা যাবে মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরিকেও। অন্যদিকে, ২০২১ সালে মুক্তি পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ এ অভিনয় করেছিলেন মীর সাব্বির, ঐশী, তানবীর, ফজলুর রহমান বাবু প্রমুখ। আরটিভি/এএ-টি
যত কোটিতে ধর্মা প্রোডাকশনের শেয়ার বেচে দিলেন করণ জোহর
এক হাজার কোটিতে ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার বেচে দিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার বলিউড নির্মাতা-প্রযোজক করণ জোহর। প্রতিষ্ঠানটির শেয়ার ক্রয় করেছে সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা। সোমবার (২১ অক্টোবর) আলাদা আলাদা বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ধর্মা প্রোডাকশন ও সেরিন এন্টারটেইনমেন্ট। বিবৃতির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার ক্রয় করেছেন আদার পুনাওয়ালা। বাকি ৫০ শতাংশের মালিক থাকবেন করণ। ১ হাজার কোটি রুপিতে এই শেয়ার বিক্রি করেছেন তিনি। এ প্রসঙ্গে করণ বলেন, ধর্মা প্রোডাকশন জন্মলগ্ন থেকেই ভারতীয় সংস্কৃতিকে ধারণ এবং হৃদয়গ্রাহী গল্প বলে আসছে। আমার বাবা এমন চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখতেন। ধর্মার উত্তরাধিকারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমার ঘনিষ্ঠ বন্ধু আদারের সঙ্গে আজ থেকে যৌথভাবে যাত্রা শুরু করছি। অন্যদিকে আইকনিক প্রতিষ্ঠানের মালিকানা পেয়ে উচ্ছ্বসিত হয়ে আদার পুনাওয়ালা বলেন, আমার বন্ধু করণ জোহরের সঙ্গে দেশের সবচেয়ে আইকনিক প্রোডাকশন হাউজগুলোর একটির পার্টনার হওয়ার সুযোগ পেয়ে আনন্দিত। আশা করছি, ধর্মাকে গড়ে তুলব এবং সামনে এগিয়ে নিয়ে যাব। জানা গেছে, ১৯৭৯ সালে ধর্মা প্রোডাকশন প্রতিষ্ঠা করেন করণের বাবা বাবা যশ জোহর। এখন পর্যন্ত বহু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেছে পুরোনো এই প্রতিষ্ঠানটি। ২০০৪ সাল করণের বাবা মারা যাওয়ার পর প্রতিষ্ঠানটির হাল ধরেন তিনি। কিন্তু বিগত কয়েক বছর ধরেই লোকসান গুনছে ধর্মা প্রোডাকশন। তাই প্রতিষ্ঠানটিকে বাঁচাতে নতুন বিনিয়োগকারী খুঁজছিলেন করণ। মূলত এ কারণেই বন্ধুর কাছে প্রতিষ্ঠানটির শেয়ার বেচলেন তিনি।   প্রসঙ্গত, ২০২২ সালে প্রযোজনা প্রতিষ্ঠানটির বড় বাজেটের ‘লাইগার’ সিনেমাটি ব্যর্থ হয় বক্সঅফিসে। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’, ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমাগুলো আলোর মুখ দেখেনি চলচ্চিত্র বাজারে।  আরটিভি/এইচএসকে  
নিজের হত্যা ষড়যন্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সালমান
কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে টার্গেটে পরিণত হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইদের নিশানায় আছেন তিনি। যার ফলে বেশ কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় গ্যাং প্রধান লরেন্স বিষ্ণোইয়ের লোকেরা। সম্প্রতি খুন হয়েছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। কারণ, তিনিসহ খুন হওয়া অন্যরা কোনো না কোনোভাবে সালমানের সংস্পর্শে এসেছিলেন। অর্থাৎ এ নায়ককে হত্যার আগে থামতে চায় না এ গ্যাং! ভারতীয় রাজনীতিক বাবা সিদ্দিকির ওপর গুলি চলার পর থেকে বেশ ভয়ে ভয়ে আছে সালমান খানের পরিবার। এমনকি, সালমানের নিরাপত্তার জন্য বিগ বসের সেটে অতিরিক্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে।  এদিকে, বর্তমান পরিস্থিতি নিয়ে সালমান খান কিছুটা ইঙ্গিত দিয়েছেন ভক্তদের। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির বিষয়টি উল্লেখ করেছেন রিয়েলিটি শো ‘বিগ বস’র সঞ্চালনার সময়। শুক্রবার (১৮ অক্টোবর) লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হুমকি দেয়। যেখানে বলা ছিল ‘শত্রুতা শেষ করতে ৫ কোটি রুপি লাগবে’। এমনটাই দাবি করে গ্যাংটি। মুম্বাই ট্র্যাফিক পুলিশকে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বলা হয়েছিল, যদি টাকা না দেয়া হয়, তবে অভিনেতার ভাগ্য মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে। সালমান খানকে হত্যার ষড়যন্ত্রের জন্য মুম্বাই পুলিশ বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক একজন হ্যান্ডলারের সঙ্গে হামলার পরিকল্পনা করার জন্য যোগাযোগ করেছিল, যার মধ্যে প্রতিবেশী দেশ থেকে পাচার করা একে সিরিজের অ্যাসল্ট রাইফেলের মতো বন্দুকের ব্যবহার অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে  নিজের প্রাণ বাঁচাতে ২ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, নিজের নিরাপত্তা আরো জোরদার করার জন্য দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ নিসান প্যাট্রল এসইউভি আমদানি করলেন ভাইজান। অভিনেতার কেনা নতুন বুলেটপ্রুফ এসইউভিতে রয়েছে নতুন অনেক ফিচার। বুলেট ভেদ করতে পারবে না, এমন কাচ দিয়ে তৈরি গাড়িটি। সেই সঙ্গে রয়েছে বোম অ্যালার্ট ফিচার।   প্রসঙ্গত, লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের একটি কারাগারে বন্দী আছেন। তবে তার গ্যাং প্রায়শই ব্যবসায়ীদের থেকে মুক্তিপণ আদায় করে বলে অভিযোগ আছে। ১৯৯৮ সালে দুই কৃষ্ণ হরিণ শিকার মামলার কারণে সালমান খানের ওপর ক্ষুব্ধ তিনি। কারণ, এই কৃষ্ণ হরিণকে বিষ্ণোই সম্প্রদায় পবিত্র বলে মনে করে। আরটিভি/এএ-টি
নাবালিকাদের দিয়ে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং, অতঃপর...
নাবালিকাদের অশ্লীল দৃশ্যে ব্যবহার করে আইনি জটিলতায় পড়েছেন বলিউডের ডাকসাইটে প্রযোজক একতা কাপুর ও তার মা শোভা কাপুর। ওয়েব সিরিজে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে তাদের বিরুদ্ধে ১৮ অক্টোবর মামলা দায়ের করেন শিক্ষক স্বপ্নিল রেওয়াজি। হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, রেওয়াজি ২০২১ সালে এমএইচবি থানায় একটি অভিযোগটি করেন, যেখানে দাবি করা হয়, আল্ট বালাজির প্রযোজিত তিনটি ওয়েব সিরিজে, বিশেষত ‘ক্লাস অফ ২০১৭’ এবং ‘ক্লাস অফ ২০২০’, নাবালকদের জড়িত করে অশ্লীল দৃশ্য ধারণ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ওয়েব সিরিজগুলোতে স্কুল ড্রেস পরিহিত অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের ‘অশালীন’ কাজকর্মে লিপ্ত হতে দেখা গেছে। তরুণ সমাজকে ক্ষতির সম্মুখীন করে। এফআইআরে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২১-এর মধ্যে একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অশ্লীল দৃশ্যে অভিনয় করানো হয় এবং অনুপযুক্ত কথোপকথনে অংশগ্রহণ করানো হয়। বরিভালি আদালতের নির্দেশে পুলিশ পকসো আইনের ১৩ এবং ১৫ ধারাসহ বেশ কয়েকটি আইনী ধারা প্রয়োগ করেছে, যার মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি আইন এবং মহিলা নিষিদ্ধকরণ আইন, যা অশ্লীলতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এ ছাড়াও, মামলা দায়ের করা হয়েছে আইপিসির ২৯২, ২৯৩ এবং ২৯৫(এ) ধারার অধীনে এবং সিগারেট ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রতিরোধ আইনের অধীনে। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে। এমএইচবি পুলিশ ওয়েব সিরিজগুলোতে অশ্লীল দৃশ্য ধারণের অভিযোগ নিয়ে কাজ করছে।  এদিকে এখন পর্যন্ত আল্ট বালাজি টেলিফিল্মস বা প্রযোজক একতা কাপুর ও শোভা কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। আরটিভি/এএ-টি