• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
ছোটবেলার ভয়াবহ যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী চূর্ণী
এক রুমে ৫ জনের সঙ্গে ছিলেন নেহা!
বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্ম তার। ছোটবেলা থেকেই পারিবারিক দুর্দশা, কষ্টে বেড়ে উঠতে হয়েছে তাকে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই দিনগুলোর গল্প বলেছেন নেহা।  নিম্নবিত্ত পরিবারের সাধারণ মেয়ে ছিলেন এই সংগীতশিল্পী। অভাবের মধ্য দিয়েই কেটেছে শৈশব। বাবার সঙ্গে জাগরণে যাওয়ার স্মৃতি আজও মনে পড়ে নেহার। প্লেব্যাক সিঙ্গার সোনু কক্করের ছোট বোন তিনি। তাদের একজন ভাইও রয়েছে, যার নাম টনি কক্কর। তিনি নিজেও গায়ক। শৈশবেই রোজগারের জন্য পরিবারসহ দিল্লিতে চলে যান নেহা। একরুমে দুই ভাইবোন এবং বাবা-মায়ের সঙ্গে মোট পাঁচজনে মিলে থাকতেন। অর্থকষ্টে এর চেয়ে দামি ঘর ব্যবস্থা করা সম্ভব ছিল না তাদের জন্য।  দিল্লির উত্তম নগরের নিউ হলি পাবলিক স্কুলে পড়াশোনা করেন নেহা। গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। একাদশ শ্রেণিতে পড়ার সময়ে রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সিজন ২-এ প্রতিযোগী হিসাবে উপস্থিত হন। এরপরই বদলে যেতে শুরু করে নেহার জীবন। ডাক পেয়ে যান বলিউডে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক গানে জনপ্রিয়তা পেয়ে যান ভারতজুড়ে।  এসবের মাঝেও পুরোনো স্মৃতি আজও ভোলেননি নেহা। গত বছর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেন তিনি। একটিতে দেখা যায়, গ্র্যান্ড বাংলোর বাইরে পোজ দিচ্ছেন। অপরটিতে, পুরোনো বাড়ির পাশে দাঁড়িয়ে।   জীবন কতটা বদলে গেছে সেটাই বোঝাতে চেয়েছেন নেহা। অতীতকে আজও স্মরণ করেন তিনি। তাই হয়তো কোনো প্রতিযোগীর জীবন সংগ্রামের কথা শুনলে তার চোখ ভিজে যায়। বছরখানেক আগেই পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেন নেহা। এর আগে আদিত্য নারায়ণ ও হিমাংশ কোহলির সঙ্গে নেহার নাম জড়িয়েছিল। রোহনপ্রীত সিং পাঞ্জাবের বাসিন্দা। সারেগামাপা লিটল চ্যাম্পসের মাধ্যমে লাইমলাইটে প্রবেশ করেন।
ধর্মীয় বিষয় নিয়ে বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
যে কারণে মেট গালায় থাকছেন না প্রিয়াংকা চোপড়া
বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন শো মেট গালা। সেখানে অদ্ভুত সাজ-পোশাকে উপস্থিত হন তারকারা। প্রতিবছর মেট গালায় অংশ নিয়ে রীতিমতো নজর কাড়েন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তবে এবার আর দেখা যাবে তাকে।   জানা গেছে, চলতি বছরের মেট গালায় অংশ নিচ্ছেন না প্রিয়াংকা। এবারের আসরে অনুপস্থিত থাকার বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তার প্রযোজিত ডকুমেন্টারি সিনেমা ‘টু কিল আ টাইগার’র প্রচারণার সময় এক সাক্ষাৎকারে এই খবরটি নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, চলতি বছর মেট গালায় অংশ নিচ্ছি না আমি। তাই আমি জানি না এবার কারা সেখানে অংশ নিবেন। কিন্তু এ বছরের আসরে শুটিং নিয়ে ব্যস্ত থাকায় যোগ দিতে পারছি না। আমি এটা খুব মিস করব। প্রতি বছর মেট গালায় সবার সৃজনশীলতা দেখতে ভীষণ ভালো লাগে আমার।     যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রতি বছর মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় ফ্যাশন শো মেট গালা। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বিশ্বের নানা দেশ থেকে নির্ধারিত থিম ড্রেসে সেজে হাজির হবে অভিনয়শিল্পীরা। তারকাদের মিলনমেলায় পরিণত হয় মেট গালার আসর।     চলতি বছর মেট গালার থিম হল ‘দ্য গার্ডেন অফ টাইম’। জেজি ব্যালার্ডের লেখা ছোট গল্প ‘দ্য গার্ডেন অফ টাইম’ থেকে অনুপ্রাণিত হয়েই মূলত এবারের থিম নির্বাচন করা হয়েছে। ১৯৬২ সালে প্রকাশিত পেয়ে সাড়া ফেলেছিল গল্পটি। গেল ফেরুয়ারিতে থিম ঘোষণা করা হয়েছিল।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া   
কাজলের সঙ্গে কথা না বলার কারণ জানালেন রানি মুখার্জি
বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি। একসময় দুজনেই দাপিয়ে বেড়িয়েছেন বিটাউনে। শুধু সহকর্মীই নন, সম্পর্কে খালাতো বোন তারা। দুজনেই মুখার্জি বাড়ির মেয়ে হলেও তাদের মধ্যে খুব একটা মধুর সম্পর্ক ছিল না।  ক্যারিয়ারের শুরু থেকেই কাজল-রানির মধ্যে তেমন ভাব ছিল না। তবে বর্তমানে পাল্টে গেছে দুই বাঙালি কন্যার সম্পর্কের সমীকরণ। এবার কাজলের সঙ্গে কথা না বলার কারণ জানালেন রানি।   সম্প্রতি ‘কফি উইথ করন’ শোতে হাজির হয়েছিলেন কাজল-রানি। মূলত সেখানেই দুই বোনের মাঝে দূরত্বের কারণ খোলাসা করেন তারা। এ সময় দুজনেই জানান, দুই বোনের মধ্যে দূরত্বের তেমনও কোনো বড় কারণ ছিল না।   রানি বলেন, সব পরিবারেই মতপার্থক্য থাকে। কিন্তু যদি মতপার্থক্যের কোনো যুক্তিসঙ্গত কারণই না থাকে তাহলে কেনইবা অহেতুক এর জন্য সম্পর্কে দূরত্ব তৈরি হবে! জানা গেছে, শুধুমাত্র যোগাযোগের অভাবেই নাকি তাদের সম্পর্ক ঠিক ছিল না বলে কাজল-রানির। দুজনেরই বাবার মৃত্যুর পরই বন্ধুত্ব গাঢ় হয়েছে তাদের।   অভিনেত্রী আরও বলেন, কারণ আমরা সবাই ছোট ছিলাম। আর অনেক ছোট থেকেই পরিবারের ছেলেদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিল কাজল। এরপর ওরা থাকত শহরে, আর আমরা থাকতাম জুহুতে। তাই খুব একটা দেখাও হতো না দুজনের।  বোনের কথায় সায় দেন কাজল বলেন, সত্যি তেমন কোনো কারণ ছিল না। খুব স্বাভাবিক দূরত্ব। আসলে সে সময়টায় আমাদের কাছে কাজই প্রথম গুরুত্ব পেত।  এর আগে একটি ইন্টারভিউতে কাজলের বোন তানিশা জানিয়েছিলেন, তিনি রানির অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই যোগাযোগ করেছিলেন। তবে কাজলের চেয়ে বোন তানিশার সঙ্গে তার সম্পর্ক যে বেশি খোলামেলা সেটা স্বীকার করেছেন রানি।   
প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা
কয়েক দিন আগেই প্লাস্টিক সার্জারির কারণে আলোচনায় ছিলেন অভিনেতা রাজকুমার রাও। এবার অভিনেত্রী এষা দেওলকে দেখা গেল সেই একই কারণে সংবাদের শিরোনাম হতে। সম্প্রতি ঠোঁট সার্জারি করিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল সেই চিত্র। যা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপরই এষাকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।  মথুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেমা মালিনীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন দুই মেয়ে এষা ও অহনা। প্রচার শেষে ‘মথুরা’ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে দেখা যায় হেমা কন্যাদের। তখনই এষার ফুলে ওঠা ঠোঁটের বিষয়টি নজরে পড়ে নেটিজেনদের।  এক নেটিজেন এষার ভিডিও শেয়ার করে লিখেছেন, একটা সময় এষাকে দেখতে সুন্দর ছিল, এখন কী হাল হয়েছে? কারও মন্তব্য, আপনাকে এখন খানিকটা ক্লাউন (ভাড়)-এর মতো দেখাচ্ছে। যাই করুন না কেন, আগের বয়স আর ফিরে পাবেন না। কারোর কথায়, ঈশ্বরই জানেন, কেন যে মানুষ নিজের চেহারা নিয়ে এত বেশি কাটাছেড়া করেন…। কেউ লিখেছেন, ঠোটেঁ পিপড়ে কামড়েছে নাকি! সম্প্রতি ভারত তখতানির সঙ্গে দীর্ঘ ১২ বছরের সংসার ভেঙেছে এষা দেওলের। তাই আপাতত মা হেমার কাছেই থাকছেন এষা। মাঝে শোনা যাচ্ছিল, মায়ের পথে হেঁটে এষাও রাজনীতিতে পা রাখবেন।  প্রসতঙ্গ, ২০০২ সালে ‘মেরে দিল সে পুচে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এষা দেওল। ‘তুম জানো না হাম’, ‘ধুম’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’, ‘কাল’, ‘পেয়ারে মোহন’, ‘কাশ’, ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ডার্লিং’, ‘জাস্ট ম্যারেড’ মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। 
অমিতাভ বচ্চনের মুকুটে নতুন পালক
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। এরপরই তার স্মরণে ও সম্মানে প্রবর্তন করা হয় ‘লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার’। গেল বছর প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর সেই পুরস্কার পেতে যাচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। আর এর মাধ্যমে তার মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন পালক। সব ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটার এবং সংগীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে অমিতাভ এই পুরস্কার পেতে যাচ্ছেন। আর বিষয়টি  মঙ্গলবার (১৬ এপ্রিল) জানিয়েছে মঙ্গেশকর পরিবার। তাদের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অমিতাভ বচ্চন ছাড়াও ভারতীয় সংগীতে অবদানের জন্য এ বছর সংগীতশিল্পী এ আর রহমান এই পুরস্কার পাবেন। একই সঙ্গে প্রবীণ অভিনেতা অশোক সরফ এবং পদ্মিনী কোলাপুরি সিনেমায় তাদের অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত হবেন। প্রসঙ্গত, দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যারা দৃষ্টান্তমূলক কাজ করেছেন, তাদের উদাহরণ হিসেবে সামনে আনতে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়।
রণবীর-দীপিকার ঘরে আসছে নতুন অতিথি
বলিউডের তারকা জুটি রণবীর-দীপিকা। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরেই বাবা-মা হতে যাচ্ছেন তারা। আর এ খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। সবার মুখে একই কথা, অনাগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে? অবশ্য এর জবাবও দিয়েছেন রণবীর। তিনি বলেছেন, ‘ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই খুশি।’ যদিও এর আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, সংসারে দীপিকার মতো একটি কন্যাসন্তান চান তিনি। তবে ছেলেসন্তানের বাবা হলে নাম রাখার ইচ্ছা রয়েছে শৌর্যবীর সিং। অনেকে অবশ্য বলছেন, দীপিকাকে দেখে বোঝার উপায় নেই তিনি অন্তঃসত্ত্বা। হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তারকা দম্পতি।
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
বলিউডের এ সময়ের স্বনামধন্য ও দর্শকপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করে এই বলিউড তারকা সিনেপ্রেমীদের আকুণ্ঠ প্রশংসা কুঁড়িয়েছেন। বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে নিজের অভিনয় প্রতিভা মেলে ধরতে ভালোবাসেন এই অভিনেতা। এবার তেমনি এক চরিত্রে কাজ করতে গিয়ে নিজের চেহারায় আমূল পরিবর্তন এনেছেন বলিউড অভিনেতা রাজকুমার। আর সেই চেহারার কারণে নেটিজেনদের ট্রলের শিকার হলেন জনপ্রিয় এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সিনেমা 'শ্রীকান্ত'র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য নতুন এ লুক তৈরি করেছেন অভিনেতা। জানা গেছে, নতুন ওই সিনেমায় শিল্পপতি শ্রীকান্ত বোল্লার চরিত্রে অভিনয় করবেন রাজকুমার। রুপালি পর্দার সে চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তুলতেই চেহারায় এমন বদল এনেছেন অভিনেতা। আর এ কারসাজি হঠাৎই প্রকাশ্যে আসে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে।   সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে রাজকুমার রাও উপস্থিত হন। আর তারপরই এ অভিনেতার নতুন লুক দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তার নতুন লুক দেখে এরইমধ্যে নেটিজেনদের একাংশ দাবি করেছেন, সৌন্দর্য বাড়াতে কৃত্রিম উপায় অর্থাৎ অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন রাজকুমার। তারা বলছেন, পুরানো ছবি আর নতুন এ ছবি একসঙ্গে রাখলেই স্পষ্ট হয়ে উঠছে পার্থক্য। সহজেই চোখে পড়ছে রাজকুমারের নাক, ঠোঁট, চোয়াল ও থুতনির অমিল।   এ প্রসঙ্গে রাজকুমার রাও জানান,  অস্ত্রোপচার করেননি তিনি। বরং তা ছিল মেকআপের কারসাজি। তবে রাজকুমারের এমন ব্যাখ্যা মানতে নারাজ তার ভক্ত ও নেটিজেনরা। প্রসঙ্গত, তুষার হিরানান্দানি পরিচালিত 'শ্রীকান্ত' ছবিটিতে রাজকুমার রাও ছাড়াও থাকবেন জ্যোতিকা, আলায়া এফ, শরদ কেলকার প্রমুখ।রাজকুমার রাওয়ের এই সিনেমাটি আগামী ১০ মে মুক্তি পাবে।
একসাথে তিনজনের সঙ্গে প্রেম, মুখ খুললেন বিদ্যা
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ‘দো অর দো প্যায়ার’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ এপ্রিল। এ উপলক্ষে প্রচারণায় এসে সম্প্রতি প্রথমবারের মতো নিজের প্রেমজীবন নিয়ে মুখ খুলেছেন তিনি।   ‘ডার্টি পিকচার’খ্যাত অভিনেত্রী বিদ্যা বলেন, ‘বিয়ের আগে একসঙ্গে তিনজনকে বেশ পছন্দ করতাম। কিন্তু তিনজনের কেউই এ কথা জানতো না। ’ তিনি আরও বলেন, ‘পরবর্তীতে দেখা হয় সিদ্ধার্থের সাথে। পড়ে যাই প্রেমে। তারপর ২০১২ সালে ওকেই (সিদ্ধার্থ) বিয়ে করি। এখন আমার জীবন শুধুই সিদ্ধার্থময়।’ প্রসঙ্গত, ২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে ভালোবেসে বিয়ে করেন বিদ্যা বালান। এরপর পেরিয়েছে দাম্পত্য জীবনের ১২ বছর। তবে এতদিনে তাদের ভালোবাসা একটুও কমেনি। বরং বেড়েছে।