• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo
গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
সিনেমার প্রিমিয়ারে গিয়ে হার্ট অ্যাটাক, সংকটাপন্ন অভিনেতা
বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া, শুক্রবার (১০ জানুয়ারি) রাতে তিনি প্রেক্ষাগৃহে এক গুজরাটি সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন। আর সিনেমাটি দেখার পর সেখানেই হার্ট অ্যাটাক করেন। সংকটজনক অবস্থায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  ইয়নের প্রতিবেদন থেকে জানা গেছে টিকু তালসানিয়ার এখন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে।   প্রসঙ্গত, নাটকের মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন টিকু। এরপর সমানতালে বড় পর্দা ও ছোট পর্দায় অভিনয় করে গেছেন তিনি। ১৯৮৬ সালে তিনি তার ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। সিনেমার নাম ছিল ‘প্যায়ার কে দো পল’। তবে বলিউডে কমেডি অভিনেতা হিসেবে বেশি জনপ্রিয়তা পেয়েছেন টিকু। ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’সহ আরও বেশকিছু বক্স অফিস হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমাতে। রাজ শান্ডিল্য পরিচালিত এই সিনেমার প্রধান দুই চরিত্রে ছিলেন  ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি।  আরটিভি/এএ-টি 
দাবানলের শহর থেকে প্রাণে বেঁচে ফিরে যা বললেন প্রীতি জিনতা
জুমার নামাজ আদায় করতে গিয়ে বিপাকে শাহরুখ, অতঃপর...
এ আর রহমানকে নিয়ে সনু নিগমের বিস্ফোরক মন্তব্য
দাবানল থেকে প্রাণে বেঁচে যা বললেন নোরা ফাতেহি
যে কারণে হোটেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুমার শানু
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। অসংখ্য হিট গানে শ্রোতা-দর্শক মাতিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় জড়িয়ে পড়েন এই সংগীতশিল্পী। অভিনেত্রী কুনিকা সদানন্দের প্রেমে মজেন কুমার শানু।  গায়কের সঙ্গে পরকীয়ার কথা অকপটে স্বীকার করেন অভিনেত্রীও। ছয় বছরের সম্পর্ক ছিল এই প্রেমিকযুগলের। তাছাড়া বিবাহবহির্ভূত সম্পর্ক হলেও তাতে কোনো আপত্তি ছিল না কুনিকার। কুমার শানুকে একেবারে স্বামীর চোখেই দেখেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কুনিকা বলেন, দাম্পত্য সম্পর্কে অসুখী ছিলেন কুমার শানু। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্য তার ওপর মানসিক নির্যাতন চালাতেন। এর জেরেই ডিপ্রেশনে চলে যান তিনি। পুরোনো এক ঘটনা শেয়ার করে অভিনেত্রী বলেন, আমরা একসঙ্গে ডিনার করছিলাম। তখন কুমার শানু মদের ঘোরে ছিলেন। একসময় কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। কারণ, গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। পরে তার বোন, ভাগনে এবং আমি ধরে রেখেছিলাম তাকে। তিনি আরও বলেন, আমি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কারণ, সত্যিই কষ্ট পাচ্ছিলেন কুমার শানু। এত হতাশার মধ্যেও বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি তিনি। এক পর্যায়ে তাকে শান্ত করার পর পরিবার ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম। পরবর্তীতে ওই মুহূর্তটি আরও কাছাকাছি নিয়ে এসেছিল আমাদের। এরপর আমার পাশের একটি ফ্ল্যাটে ওঠেন তিনি। আমরা খাবার বিনিময় শুরু করলাম। এভাবেই দুজনের সম্পর্কের শুরু। তবে কুমার শানুর পরিবার এবং তার সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন রেখেছিলেন তিনি।  প্রসঙ্গত, ১৯৮০ সালে রীতাকে বিয়ে করেন কুমার শানু। এ সংসারে তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরবর্তীতে ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান। আরটিভি/এইচএসকে/এস  
দীপিকা আমার চতুর্থ স্ত্রী হতো উল্লেখ করে সঞ্জয়ের বিস্ফোরক মন্তব্য
বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। তবে তিনি বলিপাড়ায় ব্যাডবয় হিসেবেও পরিচিত। রিল লাইফের মতো রিয়েল লাইফও তার সিনেমার মতো। নারী থেকে শুরু করে নানা কর্মকাণ্ডে জড়িয়ে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে অনেকে কিছুই। ঘর করছেন তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে। তবে দীপিকা পাড়ুকোনকে চতুর্থ স্ত্রী হিসেবে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় নিজেই জানিয়েছিলেন, তার বয়স আর একটু কম হলে দীপিকাই হতেন তার চতুর্থ স্ত্রী। অভিনেত্রীর সৌন্দর্যে নাকি কুপোকাত তিনি।  এক সাক্ষাৎকারে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল, ‘খল নায়ক’ ছবির ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর জায়গায় তিনি কাকে দেখতে চান? সঙ্গে সঙ্গে দীপিকার নাম নিয়েছিলেন অভিনেতা। এখানেই থামেননি তিনি। দীপিকার ভূয়সী প্রশংসা করতে শুরু করেন সঞ্জয়। তার পরেই জানান, তার বয়স সামান্য কম হলে দীপিকাকেই তিনি বিয়ে করতেন। তবে বিষয়টি সেসময় ভালোভাবে নেননি নেটিজেনরা। সঞ্জয়ের ওই সাক্ষাৎকার সমাজমাধ্যমে ভাইরাল হতেই কড়া সমালোচনা করেন অনুরাগীরা। যদিও এ নিয়ে দীপিকা কোনো মন্তব্য করেননি। আরটিভি/এএ/এস
তরুণীর গায়ে মদ ঢেলে ‘কেজিএফ’ তারকার 'টক্সিক’ জন্মদিন!
দক্ষিণী সিনেমার অভিনেতা যশ। ‘কেজিএফ’ সিনেমায় দারুণ সাফল্যে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। ভারতজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। বুধবার  (৮ জানুয়ারি) এই তারকার জন্মদিন ছিল। এর এই বিশেষ দিনে ভিন্ন এক লুকে দর্শকদের সামনে হাজির হলেন তিনি।  ঠোঁটে চুরুট, মাথায় হ্যাট, লম্বা দাঁড়িতে ক্যাসিনো দেখা গেল ‘কেজিএফ’ তারকা যশকে। এরপরের দৃশ্যের জন্য প্রস্তত ছিলেন না নেটিজেনরা। এক সুন্দরীকে কোলে বসিয়ে যশ তার গায়ে ঢেলে দিচ্ছেন মদ। বিশেষ দিনে এভাবেই ধরা দিলেন যশ। তবে এটি তার বাস্তবজীবনের অংশ না। জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর টিজার। এক মিনিটের সে ভিডিওতে এমন অবতার যশের।  বছরের শুরুতে ধুন্ধুমার অ্যাকশন সম্বলিত এমন অবতার দেখে শোরগোল নেট দুনিয়ায়। ছবির নায়িকা হিসেবে কিয়ারা আদভানীর কথা শোনা যাচ্ছে। তবে শুরুতে নাম উঠেছিল কারিনা কাপুরের। কিন্তু ডেট নিয়ে সমস্যার কারণে বেবো ফিরিয়ে দেন ছবিটি। গীতু মোহনদাসের পরিচালনায় ছবিটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।  গত বছর যশের এই ছবির শুটিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সিনেমার শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। এমন অভিযোগে সরব হন কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না ছবির প্রযোজকদের বিরুদ্ধে এফআইআরও নাকি করা হয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে। তবে শেষমেশ আর কিছু শোনা যায়নি এ বিষয়ে।  আরটিভি/এএ 
এবার রামচরণের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ২
মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবিটি। সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় গত ৪ ডিসেম্বর। রেকর্ডের পাশাপাশি সিনেমাটি ঘিরে নানা বিপত্তিও ঘটছে। এ প্রিমিয়ার অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয় এবং তার ৯ বছরের ছেলে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারের সেই মর্মান্তিক ঘটনায় মামলাও হয় যার জেরে জেল পর্যন্ত যেতে হয়েছে আল্লুকে।  সেই ঘটনার সপ্তাহখানেক পর অন্ধ্রপ্রদেশের এক প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন ৩৫ বছরের এক যুবকের মৃত্যু হয়। এ নিয়েও নানা সমালোচনা হতে থাকে। তবে এরইমধ্যে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় কারাগারে যেতে হয় আল্লু অর্জুনকে। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এখনো সেই জটিলতা কাটিয়ে উঠা সম্ভব হয়নি অভিনেতার। এ ঘটনার ঠিক একমাস পর একই ঘটনার পুনরাবৃত্তি হলো। গত ৪ জানুয়ারি অভিনেতা রামচরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’র প্রিমিয়ারে এসে মৃত্যু হলো দুই ভক্তের। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়েছে দু’জনের। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যান উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন সিনেমার প্রযোজক। মৃতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। গেম চেঞ্জার সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজা মহেন্দ্র ভারামে। এখানে বন্ধুদের সঙ্গে অভিনেতার দুই ভক্ত এসেছিলেন। অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা ভ্যানের ধাক্কায় আহত হন ওই দু’জন। পরে হাসপাতালে নেয়া হলে ওই দুই ভক্তকে মৃত ঘোষণা করা হয়। আরটিভি/এএ  
মক্কায় শাহরুখ-গৌরী, ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল
বলিউড বাদশা শাহরুখ খান ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করেছেন তারা। বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা। তাদের সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনো ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী। কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজ যাত্রার ছবি। সেখান নতুন বছরে মক্কায় সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে শাহরুখ পরিবারকে। যার পর থেকেই শুরু হয় নানা আলোচনা।  ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছবিটি। তাহলে কি বিয়ের ৩৩ বছর ধর্ম পালটে ফেললেন শাহরুখপত্নী গৌরী খান? এমন প্রশ্ন উঠেছে কৌতূহলী নেটিজেনদের মনে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটি পুরোপুরি ভুয়া। শাহরুখ, গৌরী ও আরিয়ান ডিপফেকের শিকার। এআই দিয়ে তৈরি করা হয়েছে এই ছবি। যা ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।  এর আগে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, রাশমিকা মান্দানা ডিপফেকের শিকার হয়েছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। এদিকে শাহরুখ ও গৌরীর সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন। মান্নাতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়। বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি AI দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আরটিভি/এএ
যৌন হেনস্তার অভিযোগ, যা বললেন মোনালি ঠাকুর
সংগীতশিল্পী মোনালি ঠাকুর। বেশ কিছুদিন আগে রাগ করে মাঝপথেই বারাণসীর একটি কনসার্ট ছেড়ে বের হয়ে যান। এরপর আয়োজকদের একহাত নেন। তাদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন এই গায়িকা। সেই ঘটনার পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে আয়োজক সংস্থা। এবার সেই অভিযোগের জবাবে মুখ খুলেছেন সংগীতশিল্পী।  সোমবার (৬ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কথা বলেছেন মোনালি ঠাকুর। তিনি লেখেন, বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ংকর ঘটনা ঘটেছে, সেই নেতিবাচক ঘটনার কথা বলে ২০২৪-এর শেষ বা নতুন বছর ২০২৫ এর শুরু করতে চাইনি। যাই হোক, অনেক চিন্তাভাবনার পরে আমার মনে হয়েছে, এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনাগুলো সকলকে বলা গুরুত্বপূর্ণ। এগুলো বলছি শুধু সচেতনতা বাড়ানোর জন্য নয়, এসব বলছি কারণ কীভাবে এই ঘটনাগুলো পরিচালনা করা হয় সেটা তুলে ধরার জন্য। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি, আমার ও টিমের বিরুদ্ধে আনা আয়োজকদের মিথ্যা বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সকলের বিভ্রান্তি দূর করতে এই চিঠিই যথেষ্ঠ। মোনালি আরও লেখেন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি বিরক্ত। বিশেষত, যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা। অথচ এই আইনগুলো আমাদের সমাজে মহিলাদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়। শুধুমাত্র নিজেদের ইগো ধরে রাখতে জাতীয় আইনকে অস্ত্র করা কেবল অধিকারের চরম অপব্যবহারই নয়, এটা জঘন্য অপরাধ। এই সংগীতশিল্পী লেখেন, কোনো যুবতী মহিলার এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া খুবই হতাশাজনক। কারণ, এটি আসল ঘটনাকে ক্ষতিগ্রস্ত করে এবং এমন একটা ইস্যু নিয়ে অবিশ্বাসের জায়গা তৈরি করে যা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি ২২ ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা, হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি। যে কারণে ৭০ মিনিটের পারফরম্যান্সের পরে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন। উল্লেখ্য, গত মাসে আচমকাই বারাণসীর কনসার্ট বন্ধ করে দেন মোনালি। গণমাধ্যম অনুসারে, তিনি আয়োজকদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক’ বলে অভিযুক্ত করেছিলেন। অভিযোগ ছিল আয়োজকরা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষার বিষয়টি অবহেলা করেছিলেন। বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এই শিল্পী। এরপরই ওই ইভেন্ট সংস্থা ব্যাক রুম এন্টারটেইনমেন্ট মোনালির সমস্ত দাবি খারিজ করে দেন। উল্টো তাদের অভিযোগ, মোনালি ও তার টিম তাদের হেনস্তা করেছেন। গায়িকার মন্তব্যকে ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছিলেন তারা। এমনকি এক মহিলা সংগঠক আরও দাবি করেছেন, মোনালির টিমের ম্যানেজার নারীকে যৌন হেনস্তা করেছেন। আর এমন অভিযোগের পরই বেজায় ক্ষুব্ধ হয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর। আরটিভি/এএ/এস 
বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!
বলিউড বাদশা শাহরুখ খান ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করেছেন তারা। বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা। তাদের সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনো ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী। কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী? ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। এদিকে শাহরুখ ও গৌরীর সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন। মান্নাতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ।  সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়। বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি AI দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আরটিভি/এএ/এস