• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
আরটিভিতে আজ (২৬ জুলাই) যা দেখবেন
আরটিভিতে আজ (২৫ জুলাই) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ । একনজরে জেনে নিন আরটিভির আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়।’ সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ।’ সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘যতপ্রেম ততজ্বালা।’ অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর প্রমুখ। দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘স্বামী-স্ত্রীর ওয়াদা।’ অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বিকেল ৫টায় গানের অনুষ্ঠান ‘আরস্টুডিও।’ বিকেল ৫টা ৩০মিনিটে  ‘কৃষি ও কৃষ্টি।’    সন্ধ্যা ৬টা ৫মিনিটে ‘চায়না নিউজ।’  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ।’ সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই  রাত তোমার আমার।’ রাত ৮টায় একক নাটক ‘খবরের ফেরিওয়ালা।’  অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাফা কবির প্রমুখ। রাত ৯ টা ২০ মিনিটে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০ টায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘বাহানা’। রচনা-মাসুদ হাসান উজ্জ্বল। পরিচালনা- ফরিদুল হাসান।  অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, জামিল হোসেন প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ।’ রাত ১১টা ২৫মিনিটে লাইভ টকশো ‘এই মুহূর্তের বাংলাদেশ।’ রাত ১২টায় লাইভ ‘মিউজিক স্টেশন।’ প্রযোজনা- শিবলী জিয়া। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ।’
আরটিভিতে আজ (১৮ জুলাই) যা দেখবেন
আরটিভিতে আজ (১৭ জুলাই) যা দেখবেন
আরটিভিতে আজ (১৬ জুলাই) যা দেখবেন
আরটিভিতে আজ (১৫ জুলাই) যা দেখবেন
আরটিভিতে আজ (১৪ জুলাই) যা দেখবেন
রোববার, ১৪ জুলাই ২০২৪, ৩০ আষাঢ় ১৪৩১ । একনজরে জেনে নিন আরটিভির আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়।’ সকাল ৯টা  ৪৫মিনিটে ‘সকালের সংবাদ।’ সকাল ১০টা ১০মিনিটে ‘দজ্জাল শ্বাশুড়ি।’ অভিনয় করেছেন- ফেরদৌস, মৌসুমী প্রমুখ দুপুর ২টা ১০মিনিটে ‘আনন্দ অশ্রু।’ অভিনয় করেছেন- সালমান শাহ্, শাবনূর প্রমুখ বিকেল ৫টায়     শিশুতোষ অনুষ্ঠার ‘সিসিমপুর’। রাত ৭টা ৩০মিনিটে ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান ‘লুক@মি’।  রাত ৮টায় একক নাটক ‘নীল রঙের শাট।’ অভিনয় করেছেন- মোশাররফ করিম, তানজিন তিশা প্রমুখ। রাত ৯টা ২০মিনিটে প্রতি শুক্র, শনি ও রোববার ধারাবাহিক নাটক- ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’।  রচনা- সাগর জাহান।  পরিচালনা- রতন হাসান ও এ আর আকাশ।  অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, আখম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, নাদিয়া নদী, দ্বীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুঁই প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান।’  রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল ও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ।’ রাত ১১টা ২০মিনিটে টকশো ‘আওয়ার ডেমোক্রেসি।’ রাত ১২টা ৫মিনিটে টকশো ‘বিজনেস টক।’ রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ।’  
আরটিভিতে আজ (১৩ জুলাই) যা দেখবেন
শনিবার, ১৩ জুলাই ২০২৪, ২৯ আষাঢ় ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়।’ সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ।’ সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘সিটি টেরর।’ অভিনয় করেছেন- মান্না, শাকিব খান, পপি প্রমুখ।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘পবিত্র ভালোবাসা।’ অভিনয় করেছেন- ফেরদৌস, মাহিয়া মাহি প্রমুখ।  রাত ৮টায় শনিবারের বিশেষ নাটক- ‘হ্যাপি ওয়েডিং।’ অভিনয় করেছেন- মুশফিক আর ফারহান, ফারিন খান প্রমুখ। রাত ৯টা ২০মিনিটে প্রতি শুক্র, শনি ও রবিবার ধারাবাহিক নাটক- ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস।’  রচনা- সাগর জাহান।  পরিচালনা- রতন হাসান ও এ আর আকাশ।  অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, আখম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, নাদিয়া নদী, দ্বীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুঁই প্রমুখ। রাত ১০টায়: প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান।’ রচনা ও পরিচালনায়- সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু ও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ।’ রাত ১১টা ২৫মিনিটে ‘এই মুহূর্তে বাংলাদেশ।’ রাত ১২টা ১৫মিনিটে টকশো ‘মনের কথা।’  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ।’ 
আরটিভিতে আজ (১২ জুলাই) যা দেখবেন
শুক্রবার, ১২ জুলাই ২০২৪, ২৮ আষাঢ় ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১১টা ২ মিনিটে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি। দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘গলুই’। অভিনয় করেছেন শাকিব খান, পূজা চেরি প্রমুখ। বিকাল ৫ টা ৩০মিনিটে নাটক ‘পথের মাঝে গল্প’। অভিনয় করেছেন তাহসান খান, তিশা প্রমুখ। রাত ৮টায় শুক্রবারের বিশেষ নাটক ‘সাকসেস পার্টি’। অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৯ টা ২০ মিনিটে শুক্র, শনি ও রবিবারের ধারাবাহিক নাটক ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’।  রচনা: সাগর জাহান। পরিচালনা: রতন হাসান ও এ আর আকাশ। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, আখম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, নাদিয়া নদী, দীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুঁই প্রমুখ। রাত ১০ টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনা: সঞ্জিত সরকার। অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য্য, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভি, তন্ময় সোহেল প্রমুখ। রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১ টা ২৫ মিনিটে লাইভ টকশো ‘এই মুহূর্তে বাংলাদেশ’। রাত ১২টায় ‘নিউজ টপ টেন’।
পরকীয়া থেকে সংসার বাঁচানোর লড়াই নিয়ে নাটক ‘টাকার সংসার’
স্বামী বউকে সারপ্রাইজ দিয়ে হঠাৎকরেই বিদেশ থেকে হাজির। বউ স্বামীকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। বিলাপ করে কান্না করতে করতে বলে, এতোদিন পরে বউয়ের কথা মনে পড়লো তোমার? এই তোমার আসার সময় হলো! তোমার আর যেতে হবে না। আমার লাগে একবেলা খাব তা-ও তোমার আর বিদেশ করা লাগবে না। আমার জামাই আমার কাছেই থাকুক। স্বামী আমির হোসেনও আবেগাপ্লুত হয়ে যায়। বউকে আশ্বস্ত করে, ঠিক আছে আমি আর যাব না। আমি আমার বউয়ের কাছেই থাকবো। পরেরদিন গভীররাতে আমির আর শায়লা ঘুমিয়ে আছে। শায়লা স্বামীকে পরম আদরে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এরমাঝেই এক যুবক খাটের নিচে। যুবক খাটের নিচ থেকে বের হয়ে আসে সাবধানে। তারপর খুব সামধানে শায়লার পিঠে হাত রাখে। শায়লার চোখ খুলে যায়। তারপর ধীরে ধীরে আমিরের ওপর থেকে হাত সরিয়ে উঠে আসে। তারপর যুবক আর শায়লা মিলে আলমারি খুলে সোনাদানা টাকা পয়সা সব নিয়ে বেরিয়ে যায়। আমির হোসেন তখনো ঘুমে বিভোর। ভোরে হঠাৎ ঘুম ভেঙে দেখে বউ বিছানায় নাই, আলমারিও দরজা খোলা। ধড়ফড়িয়ে ওঠে দেখে টাকা-পয়সা সোনাদানা বউ কিছুই নাই। শায়লা শালয়া বলে চিল্লাতে থাকে। শায়লার কোনো খবর নাই। আমির হোসেনের আর বুঝতে বাকি থাকে না। পাগলের মতো ছুটতে থাকে। তার ছোটা দেখে গ্রামের পরিচিত অনেকেই জানতে চায় কি হয়েছে? আমির হোসেন ছুটতে ছুটতে বাসস্ট্যান্ডের দিকে যায়। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদি রনি। আর নাটটিতে জুটি বেঁধেছেন  মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।  ‘টাকার সংসার’ শিরোনামের নাটকটি ঈদে বেসরাকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচার হয়। এরপর বৃহস্পতিবার (১১ জুলাই) আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর অল্প সময়েই দর্শকদের প্রশংসায় ভাসছে নাটকটি।
আরটিভিতে আজ (১১ জুলাই) যা দেখবেন
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪, ২৭ আষাঢ় ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়।’ সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ।’ সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে যুদ্ধ।’ অভিনয় করেছেন মান্না, শাবনূর প্রমুখ। দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘চার অক্ষরের ভালোবাসা।’ অভিনয় করেছেন ফেরদৌস, পপি প্রমুখ। বিকাল ৫টায় গানের অনুষ্ঠান ‘আরস্টুডিও।’ বিকাল ৫টা ৩০মিনিটে ‘কৃষি ও কৃষ্টি।’   সন্ধ্যা ৬টা ৫মিনিটে ‘চায়না নিউজ।’ সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ।’ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে  সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার।’ রাত ৮টায় একক নাটক ‘আপনারা আমাকে শুনুন।’ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। রাত ৯ টা ২০ মিনিটে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘গোলমাল’। পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। রাত ১০ টায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘বাহানা’। রচনা- মাসুদ হাসান উজ্জ্বল। পরিচালনা- ফরিদুল হাসান। অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, জামিল হোসেন প্রমুখ। রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ।’ রাত ১১ টা ২৫ মিনিটে লাইভ টকশো ‘এই মুহূর্তের বাংলাদেশ।’ রাত ১২ টায় লাইভ মিউজিক স্টেশন। প্রযোজনা- শিবলী জিয়া। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ।’
ভবিষ্যতে কখনও শাকিবের মা-ভাবি হতে চান না মাহি
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বরাবরই নায়িকা হিসেবেই পর্দায় নজর কেড়েছেন তিনি। তবে গেল ঈদুল ফিতরে দেখা যায় এর ভিন্নতা। ও ওই সময় মুক্তি পায় ‘রাজকুমার’ সিনেমা। সিনেমাটিতে নায়িকা নয়, শাকিব খানের মায়ের চরিত্রে পর্দায় দেখা মেলে তার। নায়িকা থেকে হঠাৎ নায়কের মায়ের চরিত্রে মাহি, বিষয়টি হতবাক করেছিল সবাইকে। যদিও মায়ের ভূমিকায় সাড়া ফেলেছিলেন এই নায়িকা। এমন চরিত্রে সাবলীলভাবে অভিনয় করায় অনেকে মাহির প্রশংসাও করেন। তবে এবার অভিনেত্রী জানালেন, ভবিষ্যতে আর কখনও শাকিবের মা-ভাবি হতে চান না তিনি। দীর্ঘ বিরতির পর ‘রাজকুমার’ সিনেমা দিয়ে পর্দায় ফেরেন মাহি। যদিও চিরচেনা রূপে দেখা যায়নি তাকে। সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়ে রীতিমতো দর্শকদের চমকে দেন তিনি।   জানা গেছে, পর্দায় আবারও নায়িকার চরিত্রেই ফেরার চেষ্টা করছেন মাহি। ব্যক্তিজীবনে নানা টানাপোড়েন গেলেও দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। এখন শুধু ভালো কিছু সিনেমার গল্প-প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় আর কখনও শাকিবের মায়ের চরিত্রে কাজের প্রস্তাব পেলে করবেন কি না? জবাবে মাহি বলেন, না, আর শাকিবের মা-ভাবি হতে চাই না। তবে তার সঙ্গে কাজের ইচ্ছে সবসময়ই আছে। কারণ, শাকিব খানের বিকল্প আছে বলে আমার মনে হয় না।  তিনি আরও বলেন, শাকিবের যে অভিনয়সত্তা এবং স্টারডম রয়েছে, এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না। নতুন কাজের ব্যাপারে মাহি বলেন, অনেকগুলো চিত্রনাট্য হাতে পেয়েছি। কিন্তু সেগুলো দেখার পর অভিনয় করব এমন ইচ্ছে হয়নি। আমি কামব্যাক করতে চাই নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে। তাই এখন অপেক্ষায় আছি একজন ভালো নির্মাতা ও ভালো চিত্রনাট্যের জন্য। অভিনেত্রী বলেন, আমি কখনোই ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। একের পর এক কাজ করার ইচ্ছে নেই। ভালো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করতেও আপত্তি নেই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রীর তকমা না দিয়ে অভিনয়ে মুগ্ধ হন, তৃপ্ত হন। এটাই আমার লক্ষ্য। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। অগ্নি, পোড়ামন’এর মতো বছরে যদি একটাও ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।
আরটিভিতে আজ (১০ জুলাই) যা দেখবেন
বুধবার, ১০ জুলাই ২০২৪, ২৬ আষাঢ় ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়।’ সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ।’ সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘মন বসেনা পড়ার টেবিলে।’ অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর প্রমুখ।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান।’ অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস।’ সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ।’ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর: সংগীতানুষ্ঠান এই  রাত তোমার আমার। রাত ৮টায় বিশেষ নাটক ‘বেয়াইন সাব।’ অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী প্রমুখ। রাত ৯ টা ২০ মিনিটে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০ টায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘বাহানা’।  রচনা- মাসুদ হাসান উজ্জ্বল। পরিচালনা- ফরিদুল হাসান।  অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, জামিল হোসেন প্রমুখ। রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ।’ রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গোলটেবিল’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ।’