আসবাবপত্র শিল্পকে দেশের একটি প্রতিশ্রুতিশীল খাত হিসেবে বিবেচনা করা হয়। অবশ্য এখনও এ শিল্প আমদানি করা কাঁচামালের ওপর নির্ভরশীল। আমদানিতে উচ্চ শুল্ক ও মানসম্পন্ন কাঁচামালের অভাবে বিদেশে প্রতিযোগিতাপূর্ণ মূল্যে আসবাবপত্র রপ্তানিতে দেশ ব্যর্থ হচ্ছে। এ কারণে আসবাবপত্র শিল্প এখনো আশানুরূপভাবে বিকশিত হতে পারেনি। এ শিল্পকে রপ্তানিমুখী করে তুলতে শুল্ক-কর প্রত্যাহার ও বন্ড-সুবিধার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
বাংলাদেশের তৈরি আসবাবপত্রের রপ্তানি সম্ভবনা ও প্রতিবন্ধকতা নিয়ে বুধবার (২৩ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব দাবি জানান আসবাব রপ্তানিকারকেরা। সভায় সভাপতিত্ব করেন ইপিবি ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইপিবির পরিচালক আবু মুখলেস আলমগীর হোসেন।
সভায় আসবাবপত্র শিল্প খাতের উদ্যোক্তারা জানান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে তৈরি আসবাবপত্রের চাহিদা ক্রমাগত বাড়ছে। কিন্তু চাহিদা অনুযায়ী মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে না পারায় শিল্পটি সঠিকভাবে বিকশিত হয়নি। উচ্চহারের শুল্ক-কর আসবাব রপ্তানিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারের নীতি সহায়তা পেলে এই শিল্পে ভবিষ্যতে তৈরি পোশাকের চেয়েও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।
উদ্যোক্তারা বলেন, আসবাবপত্র তৈরির কাঁচামাল দেশে উৎপাদিত না হওয়ায় আমদানি করতে হয়। রপ্তানিমুখী খাতের কাঁচামাল আমদানিতে শূন্য শুল্ক সুবিধা পেলেও আসবাবপত্রের কাঁচামালে সবধরনের শুল্ক ও কর পরিশোধ করতে হয়। এতে আসবাবের উৎপাদন ব্যয়ের পাশাপাশি বাজারমূল্যও বেড়ে যায়। উচ্চ শুল্কের কারণে রপ্তানিবাজারের প্রতিযোগিতায়ও পিছিয়ে যাচ্ছে আসবাবশিল্প খাত। উচ্চহারের কর-শুল্ক আসবাব রপ্তানিতে সবচেয়ে বড় বাধা। আমরা চাই, শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে হলেও আংশিক বন্ড সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হোক। এতে রপ্তানিকারকদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে, রপ্তানিও বেড়ে যাবে।
এ সময় ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাঁচামাল আমদানিতে সম্পূরক ও নিয়ন্ত্রক শুল্ক উঠিয়ে নেওয়া বা কমানো, বন্ডেড গুদাম সুবিধা দেওয়া, সার্টিফিকেশনের মাধ্যমে কাঠের সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক কাওসার চৌধুরী, হাতিল ফার্নিচারের এমডি সেলিম এইচ রহমান, আক্তার ফার্নিচারের এমডি কেএম আক্তারুজ্জামান, নাদিয়া ফার্নিচারের এমডি এ করিম মজুমদার, ব্রাদার্স ফার্নিচারের এমডি ইলিয়াস সরকারসহ আরও অনেকে।
আরটিভি/ডিসিএনই