• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo
ডেঙ্গু নিরাময়ে ওষুধ কেনার কথা বলে লুটপাট করেছে আ. লীগ: রিজভী
আ.লীগকে আর টোকাইয়াও খুঁজে পাওয়া যায় না: রুমিন ফারহানা 
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগকে আর টোকাইয়াও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার (২০ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক সভায় রুমিন ফারহানা এ কথা বলেন। রুমিন ফারহানার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যারিস্টার রুমিন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছিল। একটা বাড়িতেও কান্না হয়নি। একটা মানুষও আফসোস করেনি। এত বছর পরে আবার ৫ আগস্ট একই ঘটনা ঘটেছে। হাসিনা একদিকে পালিয়েছে। আর মানুষের ঘরে খুশি আর খুশি, মুক্তি আর মুক্তি, আনন্দ আর আনন্দ। আওয়ামী লীগকে আর টোকাইয়া কোথায় খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না। সাবধান করে দেই। এ দেশের মানুষ ভোটের জন্য বারবার আন্দোলন করেছে। বারবার রক্ত দিয়েছে। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেন। মানুষ যাকে খুশি, তাকেই বেছে নেবে। এই দেশ চলবে মানুষের রায়ে। সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ক্ষমতায় যাবে সেজন, যেজনকে দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নেবে। বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কোনোদিন আসতে দেব না। শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমান মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য দেন অলি আহাদের গড়া ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা যুবদলের সাবেক সদস্যসচিব আলী আজম, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মমিন হোসেন। আলোচনা সভা শেষে প্রয়াত অলি আহাদ স্মরণে দোয়া করা হয়। আরটিভি/একে
মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের পুনর্বাসনের দাবি রিজভীর 
আন্দোলনে আহত পথশিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান
আ.লীগ আগামী ১০০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না: খোকন
হাসিনা সরকারের দোসরদের অপসারণ করতে হবে: ইশরাক হোসেন
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। দ্রুত তাদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে।  শনিবার (১৯ অক্টোবর) ঢাকার জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন শেখ হাসিনা নেই। তিনি আরও বলেন, আন্দোলন করা ছাত্র-জনতা অন্তর্বর্তী সরকার এনেছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন বক্তব্য দেন।  এ সময় মেহেবুব মাসুম শান্তসহ অন্যরা উপস্থিত ছিলেন। আরটিভি/আইএম/এসএ
কোনো গোষ্ঠী বা শক্তি একা বাংলাদেশকে ঠিক করতে পারে না: খসরু
কোনো গোষ্ঠী বা শক্তি একা বসে বাংলাদেশকে ঠিক করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।  শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনেকে অনেক কথা বলেন। সবাই সবার মতামত দিতে পারবেন। তবে, সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্রা জনগণের। কোনো গোষ্ঠী বা কোনো শক্তি একা বসে বাংলাদেশকে ঠিক করবে এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি হয়ও সেটা ভবিষ্যতের জন্য ঠিক হবে না। তিনি বলেন, স্বৈরাচার চলে যাওয়ার পর মানুষের মধ্যে অনেক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এখানে নাগরিক সমাজ থেকে শুরু করে রাজনৈতিক, এনজিওসহ সকলের মধ্যে সংস্কার প্রয়োজন। সবার ভাবা উচিত কীভাবে বাংলাদেশকে আরও উন্নত করা যায়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, সংস্কার যা প্রয়োজন তা ইতোমধ্যে নির্ধারণ করা হয়ে গেছে। এখন কাজ শুরু করতে হবে। সংস্কারের নামে সময় নিলে হবে না। অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অনেকেই উপস্থিত ছিলেন। আরটিভি/আরএ/এসএ
গড়িমসি না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: রিজভী
গড়িমসি না করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ঢাকার জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে শনিবার (১৯ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। রিজভী আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা ১৬ বছর যুদ্ধ করেছি। আমাদের কথা যেই ক্ষমতা আসুক, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক। দেশের প্রতিটি কারাগার শেখ হাসিনার আয়নাঘর ছিল দাবি করে তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে যারা কথা বলবে, তাদের সেই ঘরে বন্দি করে রাখা হতো। যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, তাদের ওপর জুলুম-নির্যাতন চলেছে। বিএনপির এই নেতা বলেন, বিগত স্বৈরাচার সরকারের দুর্বৃত্তদের কালো টাকা এখনও সমাজের আনাচে-কানাচে গভীরে ছড়িয়ে আছে। তারা নাশকতা করে যাচ্ছে, করবে। কারণ, সরকারি সংস্থায় স্বৈরাচারের লোক রয়েছে, তারা এসব করবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, আপনারা যদি হাসিনার দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায়গুলোতে বসান, তাহলে নাশকতা তো হবেই। এদের বসানোর কারণেই স্বাধীনতার পক্ষের লোকেরা ঠিকমতো কাজ করতে পারছে না। যার কারণে নিত্যপণ্যের দামও বাড়ছে। তিনি দাবি করেন, রাজধানীর কারওয়ান বাজারে প্রতি রাতে ৫০ কোটি টাকার চাঁদাবাজি হয়। অন্তর্বর্তী সরকার এতদিনেও সিন্ডিকেট ভাঙতে পারছেন না। জনগণ তো বলবেই, শেখ হাসিনার সময়ে জিনিসপত্রের দাম বাড়তো, এখনও বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভয়ংকর ডেঙ্গু শেখ হাসিনা বিদায় নিয়েছেন। আরেক ডেঙ্গু হাজির হয়েছে। শেখ হাসিনার উদ্দেশ্য জনসেবা ছিল না, ছিল জনগণের টাকা মেরে বিদেশে পাচার করা। আরটিভি/আরএ/এসএ
শেখ হাসিনার বিচার গুলিস্তান মোড়ে করা উচিত: দুদু
গণহত্যা চালানো শেখ হাসিনার বিচার রাজধানীর গুলিস্তান মোড়ে করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। দুদু বলেন, স্বৈরাচার যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালতে নয়, গুলিস্তান মোড়ে করা উচিত। তিনি বলেন, এই দেশ স্বাধীন করতে এক সাগর রক্ত দিয়েছে মানুষ। এ রকম রক্ত পূর্ব এশিয়ার কোনো জাতি দেয়নি। শুধু তাই নয়, বিশ্বের অন্য কোনো জাতি দিয়েছে কি না আমার জানা নেই।  বিএনপির এই নেতা বলেন, স্বাধীন দেশে ৫২ বছর পরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কথা বলাটা বড় ট্রাজেডি। এর থেকে বেরিয়ে আসতে হলে মানুষকে ভোটের অধিকার দিতে হবে। নির্বাচন করার ক্ষমতা দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে রক্ষার কোনো পথ নেই।  শামসুজ্জামান দুদু বলেন, আমরা চোর উৎপাদকের হাতে পড়েছিলাম। শেখ মুজিবের অপশাসনের ভয়ংকর পরিণতি আমরা দেখেছি। তার দুই কন্যা যা করেছে সেটিও ইতিহাসের ভয়ংকর অধ্যায় হিসেবে থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যদিও এ সরকারের যারা আছেন তারা হয়তো রাজনীতি করেনি। কিন্তু তারা জ্ঞানী। তাদের মতো জানাশোনা লোক বাংলাদেশে কমই আছে। রাজনীতি বুঝতে হবে, না বুঝলে আমাদের কাছে আসুন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে যান। আরটিভি/আরএ/এসএ
আর্তমানবতার সেবায় আরও অভিনব দৃষ্টান্ত রাখার আহ্বান জোবাইদার
জিয়াউর রহমান ফাউন্ডেশনের  (জেডআরএফ) ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরও অভিনব দৃষ্টান্ত রাখার জন্য জেডআরএফ’র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেডআরএফ’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে জেডআরএফ’র নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার তার বক্তৃতায় সংগঠনের বর্তমান সার্বিক অবস্থা তুলেন। শহিদ জিয়াউর রহমানের নামে আয়োজিত এই ফাউন্ডেশনের রজত জয়ন্তী অনুষ্ঠান করার জন্য ডা. জোবাইদা রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত ২৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জেডআরএফ অসংখ্য জনহিতকর প্রকল্প সার্থকভাবে সফল করেছে। ‘মানুষের জন্য মানুষ’ এই মতবাদকে সামনে রেখে জেডআরএফ এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, কখনও করোনা (কোভিড-১৯) রোগীদের সেবায় অক্সিজেন পৌঁছে দিতে, আবার কখনও প্রবল বন্যায় হতাশাগ্রস্ত অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় সদা-তৎপর এই সংগঠনের সদস্যরা- যা সত্যিই অভাবনীয়। ডা. জোবাইদা জানান, শুধু মানুষের সেবায় নয়, এই সংগঠন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে। আবার কখনও দুস্থ পরিবারের মাঝে হাঁস, মুরগী ও ছাগল বিতরণ করেছে। বীজ বিতরণের জন্য নিয়েছে বীজ প্রকল্প এবং বিশুদ্ধ পানির জন্য পানি প্রকল্প গ্রহণ করেছে। তিনি বলেন, জেডআরএফ’র নানামুখী প্রকল্পের মধ্যে ভবিষ্যত বিজ্ঞানীর খোঁজে ভার্চুয়াল বিজ্ঞান মেলা অন্যতম। এ মেলা আয়োজনের মাধ্যমে এ সংগঠন শিশু-কিশোরদের বিজ্ঞানের ওপর দক্ষ হয়ে উঠতে উৎসাহ দিয়ে থাকে। বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান আশা প্রকাশ করেন, জনসেবামূলক কাজে উজ্জ্বল নক্ষত্র শহিদ জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন মানুষের সেবায় অবিরাম কাজ করে যাবে। সূত্র: বাসস
জনগণকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না: তারেক রহমান
দেশের মানুষকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। আর জনগণকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না। তিনি বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে বাস্তব ও কঠোর পদক্ষেপ নিতে হবে। মাফিয়া সিন্ডেকেট ভাঙতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনদুর্ভোগ কমাতে না পারলে পলাতক স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি বলেন, মাফিয়া সরকারের অনেক নেতাকর্মী ভিন্নমতের অনেকের সম্পত্তি দখল করেছিল। জবরদখলকারীদের কাছ থেকে সেসব উদ্ধারে সরকারের উদ্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জনকল্যাণকর রাষ্ট্র গঠনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও নাগরিক নিজ নিজ দায়িত্ব পালন করলেই সফল রাষ্ট্র তৈরিতে সফলতা মিলবে।  আরটিভি/আরএ/এসএ
ভারত বিগ ব্রাদারসুলভ আচরণ করছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিগ ব্রাদারসুলভ আচরণ করছে ভারত। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, পতিত স্বৈরাচার বসে নেই। গতকাল (বৃহস্পতিবার) প্রতিবেশী দেশের একটা স্টেটমেন্ট দেখছেন, তারা স্পষ্ট ভাষায় বলেছে, শেখ হাসিনা ভারতে আছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যার্পন চুক্তি আছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে তার বিষয়টি চলে আসতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে খুনি ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া।  তিনি বলেন, ভারতীয় হাইকমিশন থেকে যে বক্তব্য ফুটে উঠেছে সেটি বিগ ব্রাদারসুলভ। সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। রুহুল কবির রিজভী বলেন, আমরা এখনো স্বৈরাচারের হিংস্র থাবা থেকে মুক্ত হতে পারছি না। গতকাল হঠাৎ করে ৫০ থেকে ৬০টি জেলায় পল্লী বিদ্যুৎ বন্ধ করে দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেছে। এরা কারা, আমরা কিন্তু প্রায় দিনই বলেছি স্বৈরাচারের দোসররা ভেতরে আছে, এরা কিন্তু নাশকতা করবে। আরইবি ও পল্লী বিদ্যুৎ সংস্থাটি গঠন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। গ্রামে-গঞ্জে আলো ছড়িয়ে দেওয়ার জন্য, কৃষি উৎপাদনের জন্য এক মহৎ উদ্যোগ নিয়ে গোটা জাতিকে আলোকিত করার উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। যেহেতু এটি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন তাই এটি ধ্বংস করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।  বিএনপির এই নেতা বলেন, একটি মহত উদ্দেশ্যকে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) প্রতিষ্ঠা করেছেন তারেক রহমান। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঝড় জলোচ্ছ্বাসে সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ফ্যাসিবাদী আমলে প্রাকৃতিক দুর্যোগে যখনই মানুষ বিপদে পড়ে তখনই জেডআরএফ ছুটে গেছে। সম্প্রতি বন্যা উপদ্রুত এলাকায় সংগঠনের নেতারা ছুটে যান। সারাদেশে এক হিংস্র আক্রমণে যেসব মানুষ হাত-পা কিংবা চোখ হারিয়েছেন তাদের কৃত্রিম হাত, পা সংযোজন করেছে জেডআরএফ। তারেক রহমানের নির্দেশে সারাদেশে মানবসেবা করে যাচ্ছে এই ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী সংগঠন জেডআরএফ’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে জিয়ার মাজার জিয়ারত করেন নেতারা।  এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জেডআরএফের শামীমুর রহমান শামীম, ডা. পারভেজ রেজা কাকন, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, প্রকৌশলী মাহবুব আলম, ডা. এ কে এম মাসুদ আখতার জীতু, বিএনপির আমিনুল ইসলাম, যুবদলের মেহবুব মাসুম শান্ত প্রমুখ। আরটিভি/একে/এআর