• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
‘সরকারই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক’
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল
কেন্দ্রীয় কমিটির কয়েকটি পদে রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নেতাদের পদের রদবদলের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।   
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
‘ফুলের মালা কখনও কখনও ফাঁসির দড়িও হতে পারে’
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে যাওয়া প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী
খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
‘জুলুম-নির্যাতন করে বিরোধীদল নিশ্চিহ্ন করা যাবে না’
সরকার জুলুম-নির্যাতন করে বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৬ মার্চ) সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ‘বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মঈন খান বলেন, বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলত, তাহলে দিন দিন কেন আমরা সরকারের কাছ থেকে হুমকি পাচ্ছি। তিনি বলেন, গায়ের জোরে পরপর তিনটি নির্বাচন করে সরকার ভাবছে, তারা জয়ী হয়েছে। আসলে তাদের চরম পরাজয় হয়েছে। পরাজয় এই কারণে যে সরকারকে ১২ কোটি ভোটার প্রত্যাখ্যান করেছে।
ভারতকে খুশি করতেই ইফতার পার্টিতে হামলা : রিজভী
‘পার্শ্ববর্তী দেশকে (ভারত) খুশি করার জন্য ছাত্রলীগ ইফতার পার্টিতে হামলা করেছে’ বলে অভিযোগ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। শনিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে বলানো হলো ইফতার পার্টি করা যাবে না। এরপর ছাত্রলীগকে দিয়ে হামলা চালানো হলো। রমজানে ইফতার পার্টি না দেওয়া হলেও সবাই একসঙ্গে বসে ইফতার করতে চায়, সেখানেও রক্ত ঝরিয়েছে ছাত্রলীগ। এটি সরকার করিয়েছে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা। অথচ, আওয়ামী লীগ নেতারা শত কোটি টাকার মালিক। ওদের তো খেজুর কিনতে অসুবিধা হয় না, ওরা ফাইভ স্টারের খাবার নিয়ে বাড়ি বসে আছেন। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বেগুনির বদলে কুমড়া খেতে বলেছিল, কাঁঠালের বার্গার খেতে বলেছিল। এখন হয়তো বলতে পারে লেবুর দাম বেশি, সবাই জলপাইয়ের জুস খান অথবা কামরাঙ্গার জুস খান। এ সময় বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক আছে বলেই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।  মানববন্ধনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেকেই উপিস্থিত ছিলেন।
গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার, অভিযোগ মঈন খানের
মানুষের ইচ্ছার বিরুদ্ধে সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীতে বিএনপি নেতা রেজাউল করিম পলের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।  দেশের কোথাও গণতন্ত্র নেই উল্লেখ করে মঈন খান বলেন, সরকার মুখে মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে তার কোনো প্রমাণ নেই। আজকে বাংলাদেশে বাকশাল টু কায়েম করা হয়েছে। তিনি বলেন, সরকার দেশে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। জুলুম করে নির্যাতন করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। কারন বিএনপির শক্তি জনগণ। তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ এতো আতঙ্কিত কেন?  তাদেরতো ক্ষমতা উপভোগ করার কথা। বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে লগি বৈঠার রাজনীতি করে না। মঈন খান বলেন, সরকার নিজের স্বার্থের জন্য অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবন অতিষ্ট হয়ে গেছে। তিনি বলেন, রোজায় তৃণমূল মানুষ ইফতার ও সেহেরির খাবার কিনতে পারছে না। তাদের লুটপাটের ফল সাধারণ মানুষ ভোগ করছে। সরকারের আশীর্বাদপুষ্ট নির্দিষ্ট পরিবার দেশকে লুটে খাচ্ছে।
দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান : ফখরুল
দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। ফখরুল বলেন, দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রামসর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালতকতৃর্ক ঢাকার সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপরোয়া ও কতৃর্ত্ববাদী হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্নমত ও পথের মানুষদের ওপর নানান কায়দায় দমনপীড়ন চালিয়ে যাচ্ছে দখলদার সরকার। বিএনপির এই নেতা বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে এক জুলুমের নগরীতে পরিণত করা হয়েছে। মো. কফিল উদ্দিন এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ। বিবৃতিতে ফখরুল আরও বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মো. কফিল উদ্দিন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।
গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আফরোজা আব্বাস
গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এদিন ভোরে অজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তার ডান হাত ভেঙে যায়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার স্বামী মির্জা আব্বাস।  
বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় সরকার : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পরে ডামি সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে। আবারও তারা টার্গেট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারকে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বা কবজায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলক ধাঁধায় শুরু করেছে বানোয়াট প্রোপাগান্ডা। তারেক রহমানের সফল নেতৃত্বের যে তরঙ্গ সারাদেশব্যাপী গণতন্ত্রকামী মানুষকে আন্দোলিত করেছে সেটি শেখ হাসিনা কোনোভাবেই সহ্য করতে পারছে না। শুক্রবার (১৫ মার্চ) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।   তিনি বলেন, নিজ দলের লুটপাট, সম্পদ পাচার, দখল, রাতারাতি কোটিপতি হওয়ার আওয়ামী নেতাদের গল্প যে ‘আলিফ লায়লা’র গল্পকেও হার মানাচ্ছে সেটি শেখ হাসিনা পরিকল্পিতভাবে এড়িয়ে যান। রিজভী বলেন, এই রমজানে ক্ষুধার্ত ক্ষুব্ধ মানুষের হাহাকারের ‘এসওএস বার্তা’ শেখ হাসিনা কি শুনতে পান? জনগণের কল্যাণ সাধন এদের লক্ষ্য নয়। এরা ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর তারা দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে। সেটি হলো—বিএনপিকে নিশ্চিহ্ন করা। আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, বরং ইতিহাসের বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এটি নিশ্চয়ই সংবাদপত্রগুলোর মনে থাকার কথা। সুতরাং এখন যারা শেখ হাসিনার নব্য বাকশালের রুদ্র শাসনের মুখপাত্র হয়েছেন, ইতিহাস এদের ক্ষমা করবে না। অসত্য কখনোই টিকে থাকবে না। রিজভী বলেন, ওবায়দুল কাদের যতই চিৎকার করুক, দেশবাসীর নিকট এটি প্রমাণিত যে, আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট। কোনো কিছু সামাল দিতে না পেরে, সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙার কর্মসূচিতে। তিনি আরও বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতির ওপর আঘাত হানে এবং আলেম সমাজের ওপর নিপীড়ন নেমে আসে। এর কারণ প্রভুদেরকে খুশি করা।
বাসায় ফিরলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানান  ব্যক্তিগত চিকিৎসকরা। লিভার প্রতিস্থাপনসহ ফুসফুস ও কিডনি জটিলতার জন্য খালেদাকে আবারও বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন তিনি।   এসব তথ্য নিশ্চিত করে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনকে আপাতত বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালে তার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার ও এফ এম সিদ্দিকীসহ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস, হার্ট ও ডায়াবেটিকের পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে দেখা যায়, তার কোনো রোগেরই উন্নতি হয়নি। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসকরা জানান, তাকে আমেরিকার জন হপকিন্স অথবা ওই মানের কোনো বিশেষায়িত হাসপাতালে নিতে পারলে সুস্থ করা সম্ভব। বিএনপি চেয়ারপারসন তরল খাবার ছাড়া কিছু খেতে পারছেন না। শারীরিক নানা জটিলতায় তার ওজন কমেছে। রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমছে। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন বিএনপির চেয়ারপারসন। পরে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।