• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব: ফিফার ঘোষণা
এবার একসঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আর ২০৩০ সালের বিশ্বকাপ মরক্কো, স্পেন ও পর্তুগাল মিলে আয়োজন করবে। এছাড়া, ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ হবে। বুধবার (১১ ডিসেম্বর) এক ভার্চুয়াল বিশেষ ফিফা কংগ্রেসে সদস্য দেশগুলোর ভোটে আসর দুটির আয়োজক চূড়ান্ত করার পর এ ঘোষণা দেয় ফিফা। ভার্চুয়াল এই কংগ্রেসে ভিডিও লিংকের মাধ্যমে ২১১টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুই আসরের ৭ আয়োজকের মধ্যে সৌদি আরব, পর্তুগাল, মরক্কো ও প্যারাগুয়ে আগে কখনও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন সৌদি আরব করছে এ বিষয়টি আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত অক্টোবরে স্বাগতিক হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ফলে ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ২৫তম আসরের স্বাগতিক হওয়ার দৌড়ে ছিল একমাত্র প্রার্থী হিসেবে মরুর দেশটি। তবে আজকের ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক বিষয়ে ইউরোপের দেশ সুইজারল্যান্ড ভোটের পূর্বে নিজেদের আপত্তির বিষয়টি আলোচ্য বিষয়বস্তুতে যুক্ত করার অনুরোধ করে। এছাড়া ভোটদানে বিরত থেকেছে নরওয়ে। সৌদি আরবকে আয়োজক স্বত্ব দেওয়ার কারণে নয়, বরং যে বিডিং প্রক্রিয়ায় দেশটিকে আয়োজক হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার প্রতিবাদে নরওয়ের এমন অবস্থান বলে জানিয়েছে বিবিসি।   এদিকে, ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা। শেষ কয়েকটি আসর বসেছিল ৩২ দল নিয়ে। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়ছে আরও ১৬টি, এর ফলে বাড়ছে ম্যাচসংখ্যাও। আট বছর পরের তথা ২০৩৪ ফুটবল বিশ্বকাপেও অংশ নেবে ৪৮টি দল। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনে (ফিফা) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ঘোষণার পর সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৪৮ দলের অংশগ্রহণে ২০৩৪ ফুটবল বিশ্বকাপের খেলা হবে ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে, এর মধ্যে রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। ধারণা করা হচ্ছে, রিয়াদের ৯২ হাজার ধারনক্ষমতার কিং সালমান স্টেডিয়ামে হবে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। প্রসঙ্গত, ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে এবং সর্বশেষ ২০২২ আসর আয়োজন করেছে কাতার। ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব হতে যাচ্ছে এশিয়ার চতুর্থ এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ। এর আগে ২০০২ আসর যৌথভাবে আয়োজন করেছিল এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান। আরটিভি/কেএইচ
ব্রাজিল বিশ্বকাপ শুরুর সময় নির্ধারণ করল ফিফা
মাঠে ফিরেই রিয়াল মাদ্রিদকে জয় উপহার দিলেন ভিনিসিয়ুস
জুভেন্টাস-ম্যানচেস্টার সিটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক হচ্ছে ছয় দেশ
ফেডারেশন কাপে জয় দিয়ে মিশন শুরু করল আবাহনী
জয় দিয়েই ফেডারেশন কাপের মিশন শুরু করেছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। ম্যাচের শুরু থেকেই চট্টগ্রামের দলটির ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মারুফুল হকের শিষ্যরা। তবে বিতর্কের জন্ম দিয়ে প্রথম গোলের দেখা পায় অভিজাত পাড়ার দলটি। ম্যাচের ১৭ মিনিটে কামরুল ইসলামের ফ্রি-কিকটি ইমন হেড করে পোস্টের ভেতরের দিকে লেগে জাল ছুঁতে থাকে। চট্টগ্রাম আবাহনীর এক রক্ষণভাগের খেলোয়াড় বল ক্লিয়ার করলে সেটি গোললাইন পেরিয়ে গেছে দাবি করে আবাহনী লিমিটেড। ফলে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সাত মিনিট পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি।   গোল শোধ করার চেষ্টা করেও ব্যর্থ ছিল বন্দর নগরীর দলটি। এ ছাড়া প্রতিরোধেও ছিল ব্যর্থ। ওদিকে প্রথমার্ধে গোল ব্যবধান বাড়াতে মরিয়া ছিল মারুফুল হকের শিষ্যরা। তবে এক গোলের লিডেই শেষ করতে হয় প্রথমার্ধ।  দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর ওপর চড়াও হয়ে খেলতে থাকে ঢাকা আবাহনী। এর ফলও পেয়ে যায়। ম্যাচের ৭৬তম মিনিটে ইব্রাহিমের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। বক্সে ঢুকে গিয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। আবাহনীর হয়ে শেষ গোল করেন ইয়াসিন।  আরটিভি/এমএম/এস
ইনজুরিতে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা রোমেরো
ইনজুরি যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টাইন তারকা ও টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর। দীর্ঘদিন পর চেলসির বিপক্ষে মাঠে ফিরেও নতুন ইনজুরিতে পড়েছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার। চোটের কারণে তাকে বিশ্রামে থাকতে হবে ৬ সপ্তাহ।   রোববার (৮ ডিসেম্বর) চেলসির বিপক্ষে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই মাঠ ছাড়তে হয় রোমেরোকে। প্রথমে ধারণা করা হয়েছিল তার পুরনো আঙুলের ইনজুরি ফিরে এসেছে। তবে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, এটি সম্পূর্ণ নতুন মাংসপেশির ইনজুরি। রোমেরোর এই ইনজুরি ২০২৪ সালের বাকি সময় তার মাঠে ফেরা অনিশ্চিত করে তুলেছে।  এদিকে রোমেরোর এই অনুপস্থিতি টটেনহ্যামের জন্য বড় ধাক্কা। টানা তিন ম্যাচ জয়হীন থেকে দলটি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১১তম স্থানে নেমে গেছে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২০ পয়েন্ট।   আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউরোপা লিগে রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে আনজে পোস্টেকোগলুর দল। এরপর রোববার (১৫ ডিসেম্বর) প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে সাউদাম্পটনের। রোমেরোকে ছাড়াই এই ম্যাচগুলোতে লড়াই করতে হবে দলকে।   আরটিভি নিউজ/এমএম
কোপা দেল রেতে যাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা
আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে কোপা দেল রের তৃতীয় রাউন্ডারের। যেখানে প্রতিপক্ষ হিসেবে চতুর্থ স্তরের দলকে পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সা খেলবে ইউডি বার্বাস্ত্রোর বিপক্ষে আর দেপোর্তিভা মিনেরার মুখোমুখি হবে ভিনি-রদ্রিগোরা। সোমবার (৯ ডিসেম্বর) কোপা দেল রের তৃতীয় রাউন্ডারের ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে নিজেদের পক্ষকে খুঁজে পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট। এবার স্প্যানিশ সুপার কাপের চারটি দল কোপা দেল রের তৃতীয় রাউন্ডে সরাসরি অংশ নিচ্ছে। চার দল হলো- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও ও মায়োর্কা। গত বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে শীর্ষ লিগের দল এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায় বার্বাস্ত্রো। দলটির বিপক্ষে টানা দ্বিতীয় আসরে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা, গতবার তারা তৃতীয় রাউন্ডেই বার্বাস্ত্রোকে ৩-২ গোলে হারিয়েছিল। বার্সেলোনার গোল তিনটি করেছিলেন ফের্মিন লোপেস, রাফিনিয়া ও রবের্ত লেভানদোভস্কি। অন্যদিকে গত রাউন্ড লা লিগার দল আলাভেসকে টাইব্রেকারে হারিয়ে শেষ বত্রিশে ওঠে মিনেরাও। এবার ঘরের মাঠে স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদ মুখোমুাখি হবে তারা। উল্লেখ্য, কোপা দেল রের গতবারের ফাইনালে মায়োর্কাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বিলবাও। আরটিভি নিউজ/ এসআর  
বর্ষসেরা একাদশে রিয়ালের আধিপত্য, ১৭ বছর পর বাদ মেসি
প্রতি বছরই সেরা পারফরম্যান্স করা ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ ঘোষণা করে থাকে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। এবারও ব্যতিক্রম  নয়। এবার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো থাকলেও চূড়ান্ত একাদশে জায়গা পাননি এই দুই তারকা ফুটবলার। আর একাদশে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। সোমবার (৯ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের (ফিফপ্রো)। ১৭ বছরের ইতিহাসে প্রথমবার এই একাদশ থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। এবারের ১১ জনের মধ্যে সবচেয়ে বেশি ৬ জন রিয়াল মাদ্রিদ থেকে। আর ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন। ৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়ালের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার, এদেরসন ও এবারের ব্যালন দ’র জয়ী রদ্রি। মেসিকে পেছনে ফেলে আক্রমণভাগে জায়গা করে নিয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত তিন ফরোয়ার্ড আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল ও সিটির বাইরে জায়গা পেয়েছেন কেবল একজন- লিভারপুল ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ফিফপ্রো বর্ষসেরা একাদশ গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি) ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), আন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ) মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রদ্রি (ম্যানচেস্টার সিটি) ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) আরটিভি নিউজ/ এসআর  
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে ভারত
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের ড্রয়ে বাংলাদেশ ও ভারত পড়েছে একই গ্রুপে। সোমবার (৯ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির সদর দফতরে অনুষ্ঠিত হয় ড্র। বাংলাদেশের নাম ওঠে সি গ্রুপে। এই গ্রুপে অন্য তিন দল হচ্ছে ভারত, হংকং ও সিঙ্গাপুর।  ২০২৭ সালে সৌদি আরবে বসবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের আসর। এশিয়া কাপ বাছাইয়ে ২৪ দল ছয়টি গ্রুপে খেলবে। প্রতি গ্রুপে চারটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।  গেলো ২৮ নভেম্বর ফিফা প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী হয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠান। সে অনুযায়ী ২৪ দল চারটি পটে বিভক্ত ছিল। ছয় দল ছিল প্রতি পটে। এতে পিছিয়ে থাকায় চার নম্বর পটে ছিল বাংলাদেশ।  এশিয়ান কাপ বাছাইয়ের ড্র পট ভিত্তিক হয়েছে। প্রথমে পট চার থেকে দল তোলা হয়। বাংলাদেশের নাম তিন নম্বরে উঠায় সি গ্রুপে পড়েছে। পট চারের পর তিন, দুই ও একের দলগুলো তোলা হয়। এই তিন পটে তিন নম্বর ড্রতে যথাক্রমে সিঙ্গাপুর, হংকং-চীনা ও ভারত পড়ায় বাংলাদেশের গ্রুপে পড়েছে। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ভারতের বিপক্ষে। ভারত গ্রুপের শীর্ষ দল ও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে প্রথম ম্যাচটি ভারতে গিয়ে খেলতে হবে। বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়া কাপ ফুটবলে খেলেছে। এরপর আর কখনো বাছাইপর্ব পার হতে পারেনি। এশিয়া কাপে এখন এশিয়ার শীর্ষ ২৪ টি দেশ অংশ নেয়।  বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের প্রথম ধাপ এক সঙ্গে অনুষ্ঠিত হয়। এশিয়া থেকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হওয়া ১৮ দল সরাসরি এশিয়া কাপে খেলবে। বাকি ছয়টি দল আসবে এই ২৪ দলের বাছাই থেকে।  এএফসির সদরদপ্তরে ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি সেক্রেটারি জেনারেল শিং মান জিল। এই সময় এএফসির অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি স্বাগতিক সৌদি আরবের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।  এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ সূচি  ২৫ মার্চ : ভারত-বাংলাদেশ ১০ জুন: বাংলাদেশ-সিঙ্গাপুর ৯ অক্টোবর: বাংলাদেশ-হংকং ১৪ অক্টোবর: হংকং-বাংলাদেশ ১৮ নভেম্বর: বাংলাদেশ-ভারত ৩১ মার্চ (২০২৬) : সিঙ্গাপুর-বাংলাদেশ আরটিভি/এমএম  
ইংলিশ প্রিমিয়ার লিগ / চেলসির কাছে নিজেদের মাঠে হারল টটেনহ্যাম 
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বাজিমাত করল চেলসি। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় তারা। এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে এখন টেবিলের দুইয়ে চেলসি।  ম্যাচে ফুল-ব্যাক মার্ক কুকুরেইয়ার দুটি ভুলে ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে চেলসি। খেলার পঞ্চম মিনিটে ডোমিনিক সোলাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি জালে বল পাঠান। ১৭তম মিনিটে কুকুরেইয়ার পাস ধরেই বক্সের বাইরে থেকে জোরাল শটে একটি গোল শোধ করেন জেডন স্যানচো। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। ৫৯তম মিনিটে ইকুয়েডরের মিডফিল্ডার মোইজে কাইসেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন পালমার। ৭৩তম মিনিটে চেলসির পালমারের দারুণ ড্রিবলে দুজনের বাধা এড়িয়ে তার নেওয়া শট রক্ষণে বাধা পায়। ফিরতি বলেই ভলিতে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। ১০ মিনিট পর বক্সে পালমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি। আরেকটি পেনাল্টি পেয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি।  টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার নাটকীয় লড়াইয়ের শেষ দিকে ব্যবধান কমালেও আরেকটি গোলের দেখা আর পায়নি স্বাগতিকরা। ৪-৩ গোলে জয় তুলে নেয় এন্টসো মারেস্কার দল। আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল করেন কোল পালমার। ২০২৪ সালে এই নিয়ে প্রিমিয়ার লিগে মোট ৩৮টি গোলে সরাসরি অবদান রাখলেন পালমার (২৫ গোল ও ১৩ অ্যাসিস্ট); প্রতিযোগিতার ইতিহাসে এক বছরের হিসেবে চেলসির কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ। এবারের লিগে এই নিয়ে ১১টি গোল করলেন ২২ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার সাত মিনিট যোগ করা সময়ে আক্রমণের ঝড় তুলে শেষের আগের মিনিটে কেবল ব্যবধান একটু কমাতে পারেন সন হিউং-মিন। লিগে টানা চতুর্থ জয় পেল চেলসি। ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা লিভারপুল। চেলসির সমান ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল। তাদের সমান ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি। ষষ্ঠ হারের পর ২০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে টটেনহ্যাম। আরটিভি/এমএম
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাক! 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজটিকে হ্যাক করেছে হ্যাকাররা। গতকাল রাতে হ্যাক করা হয়েছে বাফুফের অধীনে থাকা বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটি। আজ (রোববার) দুপুরে হ্যাকিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় বাফুফে মিডিয়া বিভাগ। পেজটি ফিরে পেতে বাফুফে কাজ করছে এবং সাময়িক অসুবিধার জন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।  এর কয়েক বছর আগেও বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকারদের শিকার হয়েছিল। এবার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হলো। গতকাল রাত থেকে বাফুফের পেজে বিভিন্ন সিনেমার ছোট ছোট ভিডিও আপলোড দিতে থাকে হ্যাকাররা। রাত থেকেই এই পেজ উদ্ধারের কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি।  গতকাল রাতেই বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুতই পেজ ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।   উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটিতে ১৭ হাজার লাইক এবং ৭৮ হাজার ফলোয়ার রয়েছে। আরটিভি/এমএম