• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
বাংলাদেশের জন্য ফিলিস্তিনের শক্তিশালী দল ঘোষণা
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে ঘটে থাকা নানা ধরনের ঘটনার সাক্ষী হয় দর্শকরা। এবার তুরস্কের সুপার লিগের ম্যাচ শেষে মাঠে ঢুকে খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়িয়েছে সমর্থকরা। এই ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।  গত রোববার (১৬ মার্চ) ত্রাবজোন্সপোর বিপক্ষে ফেনেরবাচের ৩-২ গোলে জয়ের পর ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর পরপরই মাঠ ঢুকে পড়েন স্বাগতিক ত্রাবজোন্সপোরের সমর্থকরা।  তারা সফরকারী দলের খেলোয়াড়দের ওপর আক্রমণ শুরু করে। আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ করেন ফেনেরবাচের খেলোয়াড়রাও। এতে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি।  ঘটনার সময় তোলা বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, একদল সমর্থক মাঠে ঢুকে জয়ের উচ্ছ্বাস করতে থাকা ফেনেরবাচের খেলোয়াড়দের দিকে দৌড়ে যাচ্ছেন। কেউ কেউ খেলোয়াড়দের মারতে উদ্যত হন। ফেনেরবাচের খেলোয়াড়েরাও কয়েকজন সমর্থকের দিকে তেড়ে যান। এক ভিডিওতে দেখা যায়, ফেনেরবাচের বেলজিয়ান ফুটবলার মিচি বাতসুয়াই এক সমর্থককে লাথি মারছেন। একই সময় দলটির নাইজেরিয়ান খেলোয়াড় ব্রাইট ওসাই–স্যামুয়েল ঘুষি মেরেছেন ত্রাবজনস্পোরের এক সমর্থককে। ত্রাবজনস্পোরের সমর্থকেরাও থেমে থাকেননি। এক সমর্থক কর্নার ফ্লাগ হাতে নিয়ে ফেনেরবাচের এক খেলোয়াড়কে শাসাতে থাকেন। একজন তো ফেনেরবাচের গোলকিপার দমিনিক লিভাকোভিচের মুখে ঘুষি বসিয়ে দেন। এমন ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছেন। তুরস্কের ফুটবল ফেডারেশন এ ঘটনাকে ‘মেনে নেওয়ার মতো নয়’ বলে উল্লেখ করেছে। তবে তুরস্কের ফুটবলে চলতি মৌসুমে এমন ঘটনা প্রথম নয়। গত ডিসেম্বরে আঙ্কারাগুকু ও রিজেস্পোর ম্যাচে রেফারি উমুত মেলেরকে মাঠে আক্রমণের পর এক সপ্তাহ লিগ স্থগিত ছিল। অন্যদিকে এমন ঘটনার নিন্দা জানিয়ে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ত্রাবজোন্সপোর ও ফেনেরবাচের মধ্যকার ম্যাচের যে সহিংসতা দেখা গেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। মাঠে বা মাঠের বাইরে, আমাদের খেলায় বা সমাজে এর কোনো স্থান নেই।  তিনি বলেন, যে খেলা সারা বিশ্বের অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনে, সেটা খেলার জন্য সব খেলোয়াড়কে নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে।
নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন চিকিৎসক লাসমার
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় সিক্ত জামালরা
মেসিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ
রেকর্ড গড়ে সেমিতে ম্যানসিটি
ব্রাজিলের বিপক্ষে চমক দিয়ে দল ঘোষণা স্পেনের
চলতি বছরের প্রথম আন্তর্জাতিক লড়াইয়ে নামছে স্পেন। প্রীতি ম্যাচ হলেও আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সুযোগ হিসেবেই দেখছে স্প্যানিশরা। দুই লাতিন আমেরিকান পরাশক্তি ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবিলা করবে স্প্যানিশরা। চলতি মাসে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার তরুণ সেন্ট্রাল ডিফেন্ডার পাউ কুবারসি। এই দুই ম্যাচে যদি স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তের অধীনে ১৭ বছর বয়সী কুবারসি খেলার সুযোগ পান, তবে সবচেয়ে কম বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে স্পেনের হয়ে খেলার রেকর্ড গড়বেন তিনি। এতে ১৮ বছর বয়সে অভিষিক্ত সার্জিও রামোসের রেকর্ডকে ছাড়িয়ে যাবেন তিনি। এবারের মৌসুমে বার্সেলোনার প্রথম দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে মাঠ মাতাচ্ছেন কুবারসি। মঙ্গলবার নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও অভিষেক হয়েছে তার। এদিকে প্রথমবারের মতো স্পেন দলে অ্যাথলেতিকো ক্লাবের হয়ে খেলা সেন্টারব্যাক ড্যানিয়েল ভিভিয়ানকেও ডাকা হয়েছে। একই সময়ে দীর্ঘ বিরতি শেষে দলে ফিরেছেন অ্যালেক্স বায়েনা, পাবলো সারাবিয়া ও জেরার্ড মোরেনো। অন্যদিকে ইনজুরির কারণে দলে নেই বার্সার মিডফিল্ডার গাবি। বার্সেলোনার ১৬ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামালও আসন্ন দুই ম্যাচের দলে আছেন। স্পেনের হয়ে এরই মধ্যে ৪ ম্যাচে দুটি গোল করেছেন তিনি। আগামী ২২ মার্চ লন্ডনে কলম্বিয়া ও চারদিন পর (২৬ মার্চ) মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেন প্রীতি ম্যাচে অংশ নেবে। ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য স্পেন দল :   গোলরক্ষক : উনাই সিমোন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো ডিফেন্ডার : পেদ্রো পোরো, পাউ কুবারসি, লে নরম্যান্ড, লাপোর্তে, পাউ তোরেস, গায়া, গ্রিমালদো, ভিভিয়ান, কারভাহাল ও জেসুস নাভাস মিডফিল্ডার : রদ্রিগো, জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান, সানচেট ও অ্যালেক্স বায়েনা ফরোয়ার্ড : মোরাতা, জোসেলু, নিকো উইলিয়ামস, দানি অলমো, পাবলো সারাবিয়া, লামিনে ইয়ামাল, জেরার্ড মোরেনো ও ওয়ারজাবাল।
চমক রেখে দল ঘোষণা ইতালির
ইউরোপিয়ান শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ইতালি ফুটবল ফেডারেশন। তিনজন নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। তুরিনোর ২৩ বছর বয়সী ডিফেন্ডার রাউল বেলানোভা, হেলাস ভেরোনা মিডফিল্ডার মাইকেল ফোলোরানশো (২৬) ও উদিনেস স্ট্রাইকার লরেঞ্জো লুকা (২৩) প্রথমবারের মতো ইতালিয়ান জাতীয় দলে ডাক পেয়েছেন। সিরি-এ লিগে এবারের আসরে লুকা ৭ গোল করেছেন।  নাপোলির সাবেক কোচ স্পালেত্তি মূলত জার্মানিতে জুলাইয়ে অনুষ্ঠিতব্য ইউরো-২০২৪ এর বাছাইপর্বের দলটির বেশিরভাগ খেলোয়াড়কেই ধরে রেখেছেন। সিরি-এ লিগের শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ছয়জন খেলোয়াড় এবারের দলে ডাক পেয়েছেন। ২০২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য গোল স্কোরিং ব্যর্থতা বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পেশির ইনজুরির কারণে সাসুলোর ডোমেনিকো বেরারদিও দল থেকে ছিটকে গেছেন। জেনোয়ার আর্জেন্টাইন বংশোদ্ভূত ফরোয়ার্ড মাতেও রেটেগুই দলে ডাক পেয়েছেন। তবে গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্যারিয়ারের ৫৭তম ম্যাচ খেলা ল্যাজিওর অভিজ্ঞ স্ট্রাইকার সিরো ইমোবিলে আবারও বাদ পড়েছেন।   আগামী ২১ মার্চ ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ভেনেজুয়েলা ও তিনদিন পর নিউইয়র্কে ইকুয়েডরের মুখোমুখি হবে আজ্জুরিরা। ইউরো ২০২৪-এ গ্রুপ-বি’তে ইতালির প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। ইতালির স্কোয়াড : গোলরক্ষক : গিয়ানলুইগি ডোনারুমা, মার্কো কারনেচ্চি, এ্যালেক্স মেরেত, গুগলিয়েমো ভিকারিও ডিফেন্ডার : ফ্রান্সেস্কো আকারবি, আলেহান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, আলহান্দ্রো হুনগিরোনো, আন্দ্রে কামবিয়াসো, মাত্তেও ডারমেইন, গিওভান্নি ডি লরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, গিওর্গিও স্কালভিনি, ডেসটিনি উদোগি। মিডফিল্ডার : নিকোলো বারেলা, গিওকোমো বোনাভেঞ্চুরা, মাইকেল ফেলোরানশো, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, ম্যানুয়েল লোকাতেল্লি, লরেঞ্জো পেলেগ্রিনি। ফরোয়ার্ড : ফেডেরিকো চিয়েসা, লরেঞ্জো লুকা, রিকার্ডো ওরসোলিনি, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেটেগুই, মাত্তিয়া জাকাগনি, নিকোলো জানিয়োলো।
ম্যানসিটির ট্রেবল জয়ে বড় দুশ্চিন্তা ডি ব্রুইনা ইনজুরি
নিউক্যাসলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে না ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনার। সিটি বস পেপ গার্দিওলা জানিয়েছেন, বেলজিয়ান এই মিডফিল্ডার উরুর ইনজুরিতে ভুগছেন। একইসঙ্গে গার্দিওলা স্বীকার করেছেন, টানা দ্বিতীয় মৌসুমে সিটির ট্রেবল জয়ের লড়াইয়ে ডি ব্রুইনার ইনজুরি বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে চলতি মাস শেষে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের আসন্ন প্রীতি ম্যাচ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন ডি ব্রুইনা। বেলজিয়াম জাতীয় দলের চে ডোমেনিকো টেডেস্কোর দাবি, গত কয়েক ম্যাচ ধরেই ডি ব্রুইনা এই ইনজুরি সমস্যায় ভুগছেন। তবে সিটি বস গার্দিওলা বলেছেন, গত সপ্তাহে লিভারপুলের সঙ্গে প্রিমিয়ার লিগে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে ডি ব্রুইনাকে দ্বিতীয়ার্ধে বদলি বেঞ্চে পাঠানোর পর এই ইনজুরির বিষয়টি সম্পর্কে জানতে পারেন তিনি। গত আগস্টে বার্নলির বিপক্ষে সিটির মৌসুম শুরুর ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এবারের আসরের প্রায় বেশিরভাগ ম্যাচই মাঠের বাইরে কাটিয়েছেন ডি ব্রুইনা। ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে দল থেকে ছিটকে গেছেন তিনি। আগামী ৩১ মার্চ লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি থাকবেন কি না, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি গার্দিওলা।  এ সম্পর্কে গার্দিওলার ভাষ্য, ইতোমধ্যেই অ্যানফিল্ডে কিছু সমস্যা নিয়ে সে খেলেছে। কিন্তু ধীরে ধীরে সে সুস্থ হয় উঠছে। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের জন্য ডি ব্রুইনা প্রস্তুত নয়। আমরা বিষয়টি নিয়ে বেলজিয়ামের কোচের সঙ্গে কথা বলেছি, তিনিও তাকে বিশ্রাম দেবার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আমি তার কাছে কৃতজ্ঞ। কারণ, সে খুব একটা ভালো অনুভব করছে না। আশা করছি, মৌসুমে শেষ সময়টা সে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবে। এখনকার আধুনিক ফুটবলে কোনো ফুটবলারই শতভাগ  ফিট থাকেন না। সবসময়ই তাদের কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। যেকোনো ম্যাচের পরদিনই তারা খুব একটা সুস্থ বোধ করে না। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আবারও রিয়াল মাদ্রিদের মোকাবিলা করতে যাচ্ছে ম্যান সিটি। গত বছর স্প্যানিশ জায়ান্টদের সেমিফাইনালে পরাজিত করলেও ২০২২ সালে একই পর্যায়ে পরাজিত হয়েছিল সিটিজেনরা।  এ সম্পর্কে গার্দিওলার মন্তব্য, এটা অনেকটাই নিয়মে পরিণত হয়ে গেছে। টানা তিন বছর প্রতিযোগিতার একচ্ছত্র অধিপতির বিপক্ষে আমাদের খেলতে হচ্ছে, যাদের ১৪ বছর শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। আশা করছি, এবারও সেই বাধা উতরে যেতে পারব। মাদ্রিদের বিপক্ষে প্রথম ম্যাচের আগে বেশ কিছুদিন সময় হাতে রয়েছে। সিটির ট্রেবল জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গার্দিওলা বলেছেন, এই মুহূর্তে আমি এসব নিয়ে ভাবছি না। মৌসুমের শেষ মাসে এ বিষয়ে কথা বলবো।
রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন লিগে সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রল হয়েছে। তাই আল-আহলির বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা চাপেই ছিলেন তিনি। তবে সেই চাপ সামলে দলের জয়ের পাশাপাশি মাইলফলকে নাম তুলেছেন পর্তুগিজ এই সুপারস্টার। রোনালদোর গোলে সৌদি প্রো লিগে জয় পেয়েছে আল-নাসর। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আল-আহলিকে ১-০ গোলে হারিয়েছে গ্লোবাল ওয়ান।  ম্যাচ জুড়ে আধিপত্য নিয়ে লড়ে নাসর। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি রোনালদো-মানেরা। বিপরীতে বেশ কিছু সুযোগ নষ্ট করেছে আল-আহলি। ম্যাচের ৩৬তম মিনিটে মেরিহ ডেমিরালের হেড বারে লেগে ফিরে আসে। এতে বেঁচে যায় আল-নাসর। ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নাসর। সাদিও মানের থ্রু থেকে দারুণ এক গোল করেন রোনালদো। তবে দীর্ঘ সময় ভিএআর পরীক্ষা-নিরীক্ষার পর অফসাইড ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়। বিরতি থেকে ফিরেও একাধিক সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয় নাসর। তবে ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি কাজে লাগিয়ে নাসরকে জয় এনে দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই সঙ্গে আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আদায় করে নেন ৫০তম গোল। এ জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল নাসর। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলে আল হিলালের পয়েন্ট ৬৫। ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আল আহলি। 
রাজিয়ার মৃত্যুতে স্বামীর অভিযোগ, বিচার চেয়েছেন চেয়ারম্যানের কাছে
সন্তান প্রসবের কয়েক ঘণ্টা পরই মারা যান বাংলাদেশের হয়ে সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা। তবে তার মৃত্যু নিয়ে অভিযোগ তুলেছেন স্বামী ইয়াম রহমান। তিনি অভিযোগ করেছেন পরিবারের অবহেলার শিকার রাজিয়া, মৃত্যুর আগে তার সঙ্গে কথা বলতে চাইলে রাজিয়ার মা বাধা দেন। ইয়ামও পেশায় একজন ফুটবলার। ফুটবলার হিসেবেই বাফুফে ভবন-সংলগ্ন টার্ফে তাদের পরিচয়। তারপর দেড় বছর প্রেম করে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর বিয়ে করেন তারা। রাজিয়ার অকাল মৃত্যু সবকিছু শেষ করে দিয়েছেন ইয়ামের। বৃহস্পতিবার (১৪ মার্চ) স্ত্রী রাজিয়ার দাফন শেষে দেশের একটি বেসরকারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইয়াম। তিনি বলেন, বিকেলে রাজিয়ার দাফন শেষ করে এখনো কবরের পাশে বসে আছি। কি থেকে কী হয়ে গেলো। আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সে বেঁচে যেতো। কিন্তু তাকে নেওয়া হয়নি। রাজিয়ার মা ও ভাইয়ের ওপর অভিযোগ করে ইয়াম বলেন, আমি এখানে এসে শুনলাম, রাজিয়া আমার সঙ্গে একটু কথা বলার জন্য তার মাকে অনুরোধ করেছিল ফোনে ধরিয়ে দিতে। তার মা সেটাও দেয়নি। আমি স্থানীয় চেয়ারম্যান, মেম্বারের কাছে এর বিচার চেয়েছি। নিজের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আমার বাড়ি চট্টগ্রামে। মা আসতেছেন। তিনি এখন পথে। তিনি আসলেই শিশু সন্তানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাকে আমার ভাবির কাছে বগুড়ায় দিয়ে আসবো। রাজিয়া সুলতানা ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতীয় বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল দলে খেলেছেন। ২০১৮ সালে সাফ জেতা অনূর্ধ্ব-১৮ দলের সদস্যও ছিলেন তিনি। জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। তিনি আরও বলেন, মা হওয়ার পরও ফুটবল খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন রাজিয়া। গত বছর জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন যে টুর্নামেন্ট আয়োজন করেছিল তখন সে খেলেছে এবং ওই সময়ই আমাকে সুঃসংবাদ দিয়েছিল আমি বাবা হতে চলেছি। ‘তখন রাজিয়া বলেছিল তার ফুটবল খেলার কী হবে। আমি তাকে বলেছিলাম, বাচ্চা হওয়ার পর আবার খেলবা। এখন নিজেই সবকিছু থেকে বিদায় নিয়ে চলে গেলো’।
‘ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার জন্য আমরা প্রস্তুত’
বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে সৌদি আরবে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তবে এক ম্যাচেও জয় পায়নি জামাল-তপুরা। প্রথমটি গোলশূন্য ড্রয়ের পর গত রাতে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে এমন মন্তব্য করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে কোচ কাবরেরা ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন। দ্বিতীয় ম্যাচের পর আত্ববিশ্বাসী কণ্ঠে বলেছেন, এই দুইটা ম্যাচ আমাদের ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে নামার প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি এবং এখানে আসার আগের অবস্থার তুলনায় ভালো খেলছি। ফিলিস্তিন মার্চের জন্য আমরা এখন অনেকটাই প্রস্তুত। তিনি বলেন, আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেললাম আমরা সুদানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। শারীরিক শক্তি তুলনায় সুদান আর ফিলিস্তিন প্রায় কাছাকাছি। শারীরিক শক্তিতে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। তারপরও দলের সবাই জোর লড়াই করে গেছে। আমি মনে করি দুটি ম্যাচ থেকেই ইতিবাচক অনেক কিছু মিলেছে আমাদের।’ আগামী রোববার কুয়েত যাবে বাংলাদেশ দল। ২১ মার্চ সেখানে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৬ মার্চ কিংস অ্যারেনাতে হবে হোম ম্যাচ।
ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের
চলতি মার্চেই ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিল সেলেসাওরা।  এবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। একই দল নিয়ে বেলজিয়ামের বিপক্ষেও খেলবে হ্যারি কেইন–জুড বেলিংহ্যামরা।  চারদিনের ব্যবধানে দুটি ম্যাচই ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মার্চ প্রথম ম্যাচে ভিনিদের মুখোমুখি হবে হ্যারি কেইনের দল। এরপর ২৬ মার্চ বেলজিয়ামের মোকাবিলা করবে ইংল্যান্ড। ঘোষিত স্কোয়াডে প্রথমবারে ডাক পেয়েছেন এভারটনের হয়ে খেলা সেন্টারব্যাক জেরার্ড ব্রাথওয়েট ও নিউক্যাসলের ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। অন্যদিকে তিন বছর পর দলে ফিরেছেন লিভারপুল ডিফেন্ডার জো গোমেজ, ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টোনি, ম্যানচেস্টার ইউনাইটেডের জন স্টোনস ও চেলসির বেন চিলওয়েল। এদিকে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই দুটি ম্যাচ থেকে প্রাপ্ত অর্থই আলঝেইমার্স বা ডিমনেশিয়া রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। আর প্রীতি ম্যাচ হলেও আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই ম্যাচ দুটিকে দেখছে ইংলিশরা। ব্রাজিল ও বেলজিয়াম ম্যাচের জন্য ইংল্যান্ডের স্কোয়াড : গোলরক্ষক : স্যাম জনস্টোন, জর্ডন পিকফোর্ড ও অ্যারন র‌্যামসডেল ডিফেন্ডার : জেরার্ড ব্রাথওয়েট, বেন চিলওয়েল, লুইস ডাঙ্ক, জো গোমেজ, এজরি কোনসা, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, কাইল ওয়াকার মিডফিল্ডার : জুড বেলিংহ্যাম, কনর গ্যালাঘার, জর্ডন হ্যান্ডারসন, জেমস ম্যাডিসন ও ডেক্লান রাইস ফরোয়ার্ড : জেরোড বোয়েন, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টোনি ও ওলি ওয়াটকিন্স।