• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
প্যারিস অলিম্পিক / ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের ৫ লাখ ইউরো চুরি
রিয়ালে এমবাপ্পের ভূমিকা নিয়ে যা জানালেন কোচ আনচেলত্তি
গত মৌসুমে আক্রমণ বিভাগের তিন ত্রয়ী বেলিংহ্যাম, ভিনিসিয়ুস এবং রদ্রিগোকে নিয়ে লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। তাতেও শিরোপা জয়ের ক্ষুধা এতটুকুও কমেনি স্প্যানিশ জায়ান্টদের। নতুন লক্ষ্য নিয়ে এবার কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এই ফরাসি তারকাকে শুরুর একাদশে জায়গা দিতে কঠিন সমস্যার মুখে পড়তে হবে কোচ কার্লো আনচেলত্তিকে। কারণ, এমবাপ্পে মূলত লেফট উইঙ্গার হিসেবে খেলে থাকেন। আর রিয়ালে এই জায়গাটা ধরে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাই প্রশ্ন উঠছে এমবাপ্পের জন্য কি জায়গা ছাড়তে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে? মৌসুম শুরুর আগেই এমন কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আনচেলত্তিকে। ‘অবি ওয়ান’ নামের একটি পডকাস্টে এমবাপ্পেকে নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন তিনি। আনচেলত্তি বলেন, সত্যি বলতে আমি এটা নিয়ে ভাবিনি। দলে এমবাপেকে ফিট করা কোনো সমস্যা হবে না। সে যা বলেছে তা মনে রাখা গুরুত্বপূর্ণ। তিনি দলের সঙ্গে খাপ খাইয়ে নেবে। মূল বিষয় হলো, প্রতিটি খেলোয়াড়কে দলের সেবায় প্রতিভা এবং গুণমান দিয়ে অবদান রাখতে হবে।  তিনি আরও বলেন, এমবাপ্পেকে সময় প্রস্তুত থাকতে হবে। তাকে কখনও বাঁয়ে কখনও মাঝখানে খেলতে হতে পারে। আমি তাকে সামনে খেলতে দেখছি। এবং আক্রমণভাগ বেশ প্রশস্ত। পিচটি ৬৮ মিটার চওড়া এবং আমাদের সেই ৬৮ মিটার সামনের খেলোয়াড়দের দিয়েই কভার করতে হবে। এদিকে ভিনিসিয়ুসের পজিশন প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, গত মৌসুমে ভিনিসিয়াস কোথায় খেলেছিল। এটা বলা কঠিন। সে (বাম) উইঙ্গারের মতো খেলেনি। আক্রমণভাগে খেলার গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল খেলোয়াড়দের গতিশীলতা। ফলে কোচের কথা থেকে কিছুটা অনুমান করা যায়, নতুন কৌশলে ২০২৪-২৫ মৌসুমের শুরুটা করবে রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে তাদের মাঠের বিন্যাস হতে পারে ৪-৩-৩। অর্থাৎ ডিফেন্সে ৪ জন, মিডফিল্ডে ৩ জন ও আক্রমণভাগে ৩ জন। ফরোয়ার্ডে খেলবেন এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিসিয়ুস। আর বেলিংহ্যামের কাঁধে উঠতে পারে মাঝমাঠের দায়িত্ব। যেটা এতো দিন পালন করে আসছিলেন টনি ক্রুস।  
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে
ইউরোয় বর্ণবাদী আচরণের অভিযোগে সাত দেশকে শাস্তি উয়েফার
ফিফার কাছে আর্জেন্টিনার নালিশ
১০০ কোটি ইউরো রাজস্ব আয়ে রিয়ালের বিশ্বরেকর্ড
অবাধ যৌনতা ঠেকাতে প্যারিস অলিম্পিকে বিশেষ বিছানা!
আগামীকাল থেকে পুরোদমে শুরু হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমস। তবে এই টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। যার মধ্যে অন্যতম হলো প্রতিযোগীদের বিছানা। কারণ, অবাধ যৌনতা ঠেকাতে নাকি প্রতিযোগীদের জন্য কার্ডবোর্ড দিয়ে তৈরি বিশেষ বিছানার ব্যবস্থা করেছে প্যারিস অলিম্পিক কমিটি। এর আগে কোভিড-১৯ এর কারণে তিন বছর আগেই টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের জন্য নাকি এই বিশেষ বিছানা তৈরি করা হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অ্যাথলেটদেরকে কোভিডের হাত থেকে বাঁচাতে এবং অবাধ যৌনতায় মেতে না ওঠে, সে কারণে এই বিশেষ বিছানা তৈরি করেছিল টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ। যাতে এক বিছানায় দুজন উঠলেই সেই বিছানা ভেঙে পড়ে। এ ধরনের বিছানা নিয়ে সেবারও তুমুল আপত্তি জানিয়েছিলেন প্রতিযোগীরা। তাদের অভিযোগ ছিল, এ ধরনের বিছানায় স্বাচ্ছন্দ্যের অভাব রয়েছে। এবার টোকিও অলিম্পিকের মতো প্যারিসেও একই বিছানায় ঘুমাতে হবে প্রতিযোগীদের। এই বিশেষ বিছানা নিয়ে ব্রিটিশ স্প্রিংবোর্ড ডাইভার টম ড্যালি ইনস্টাগ্রামে লিখেছেন, অলিম্পিক ভিলেজে সবসময়ই বিছানা নিয়ে অনেক কথাবার্তা হয়। সুতরাং, সবাই দেখুক, অলিম্পিকে সত্যিকারার্থেই কী ধরনের বিছানা দেওয়া হয়েছে। টম ড্যালি একটি ভিডিও পোস্ট করেন তার জন্য বরাদ্ধ করা রুমের। সেখানে দেখা যাচ্ছে, তার জন্য যে বিছানা রয়েছে সেটা তৈরি করা হয়েছে দুটি কার্ডবোর্ড বক্স দিয়ে। দেখে মনে হবে যেন, লেট নাইটে শপিং করে আসার পর কারও বারান্দা এটা। অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাভিলে এবং এলেন পেরেজও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তারা গেমস ভিলেজের বিছানা কতটা পোক্ত তা পরীক্ষা করে দেখেছেন। সাভিলেদের দেখা যায় বিছানার ওপর লাফাতে, অনুশীলন করতে। তারা ভিডিও পোস্ট করে লেখেন, গেমস ভিলেজে কার্ডবোর্ডের তৈরি বিছানা পরীক্ষা করে দেখছি। এ ছাড়াও আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রাইস ম্যাকলেনাঘানও তার বিছানা পরীক্ষা করেছেন। তিনিও মাটি থেকে লাফিয়ে ওঠেন বিছানায়। তিনি বলেন, গতবারও আমি বিছানা পরীক্ষা করেছিলাম। সেবার আমার পরীক্ষায় পাস করেছিল এই বিছানা। তবে প্যারিস অলিম্পিকে যৌনতাবিরোধী বিছানার খবর অসত্য।
প্যারিস অলিম্পিকে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার অস্ট্রেলিয়ান তরুণী
ফুটবলসহ কয়েকটি ইভেন্ট শুরু হলেও আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক মাঠে গড়াবে আগামীকাল (শুক্রবার) থেকে। তবে এর আগেই টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ, এই টুর্নামেন্ট দেখতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান তরুণী।  প্যারিসের পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (১৯ জুলাই) অনেক রাত পর্যন্ত প্যারিসের একটি বারে ছিলেন ওই তরুণী। সেখানে মদ্যপান করেন তিনি। ওই পানশালাতেই এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। পরদিন ওই যুবকের সঙ্গে বেশ কিছু জায়গায় বেড়াতে যান অস্ট্রেলীয় তরুণীটি।  এরপর রাতে আবারও দু’জন মিলে ওই পানশালাতেই যান। সেখানে সেই যুবক তার আরও চার বন্ধুকে ডেকে আনে। পাঁচজন মিলে তরুণীকে এক জায়গায় তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার পরে কোনোমতে যুবকদের হাত থেকে ছাড়া পেয়ে প্যারিসের একটি কবাবের দোকানে আশ্রয় নেন তরুণীটি। দোকানের সিসি ক্যামেরায় দেখা গেছে, ছেঁড়া পোশাকে এক তরুণী দোকানে ঢুকছেন। তিনি গিয়ে দোকানের মালিকের কাছে সাহায্যের আবেদন করেন। তখন ওই দোকানে অনেকেই ছিলেন। কয়েকজন এগিয়ে আসেন। তারা যখন তরুণীর সঙ্গে কথা বলছিলেন, তখনই এক যুবক দোকানে ঢোকেন। তাকে দেখে তরুণী জানান, যে পাঁচ যুবক তাকে ধর্ষণ করেছেন তাদের মধ্যে একজন তিনি।  এ কথা শোনার পরে কয়েকজন মিলে যুবকটিকে ধরার চেষ্টা করেন। ধাক্কাধাক্কিও শুরু হয়। কোনোমতে যুবকটি সেখান থেকে পালিয়ে যান। এরপরই দোকানের মালিক পুলিশকে খবর দেন।  পুলিশ এসে তরুণীর অভিযোগ নিয়েছে। তরুণীটি জানিয়েছেন, যে পাঁচ যুবক তাঁকে ধর্ষণ করেছেন তারা আফ্রিকার কোনও দেশের হবে; কিন্তু তাদের নাম বা অন্য পরিচয় তিনি জানেন না।  মূলত, সেই যুবক যখন বুঝতে পেরেছিল এই নারী ফ্রেঞ্চ ভাষা জানে না, তখন তাকে ভুল বুঝিয়ে পানশালা থেকে তুলে নিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ান তরুণীর অভিযোগের পরই ঘটনার তদন্ত শুরু করেছে প্যারিস পুলিশ। অলিম্পিকের উদ্বোধনের আগে এই ঘটনা প্যারিসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।  কারণ, অলিম্পিক গেমসের সময় বিভিন্ন দেশের সমর্থকরা সেখানে থাকবেন। ওই সময় যাতে এ ধরনের কোনও ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে পুলিশকে।
দুই ঘণ্টা পর গোল বাতিল, আর্জেন্টিনার হার
ঐতিহাসিক বিতর্ক দিয়ে শুরু হয়েছে প্যারিস অলিম্পিকের পুরুষ ফুটবল আসর। আর এতে জেতার ২ ঘণ্টা পর ২-১ গোলে মরক্কোর কাছে হেরেছে আর্জেন্টিনা। বুধবার (২৪ জুলাই) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে এ ঘটনা ঘটে। এদিন ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় মরক্কো। প্রথমার্ধে ইনজুরি টাইমে দলকে এগিয়ে দেন সোফিয়ান রাহিমি। বিরতি থেকে ফিরে ২-০ গোলের লিড পেয়ে যায় মরক্কানরা। ফের আর্জেন্টিনার জালে বল জড়িয়ে পেনাল্টি থেকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রাহিমি। এরপর গোল শোধে মরিয়া হয়ে দুর্দান্ত কামব্যাক করে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান কমান গুইলিয়ানো সিমিওনে। পরবর্তীতে একের পর এক আক্রমণ চালায় তারা।  ম্যাচের শেষ দিকে যোগ করা সময়েরে ১৬তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান মেডিনা। তবে মরক্কোর দর্শকদের কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়ালে ২ ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ। এর ২ ঘণ্টা পর ভিএআর যাচাইয়ের মাধ্যমে মেডিনার গোলটি বাতিল করা হয়। এরপর ৩ মিনিট খেলা হলেও আর সমতা ফেরাতে পারেনি হাভিয়ের মাশচেরানোর শিষ্যরা। তাই হার দিয়েই অলিম্পিক শুরু করল আর্জেন্টিনা।
অবিশ্বাস্য কামব্যাকে মান বাঁচল আর্জেন্টিনার
ম্যাচের একদম শেষ মুহূর্ত পর্যন্তও মরক্কো-ই এগিয়ে ছিল। তবে এলো না প্রত্যাশিত জয়। অলিম্পিকের ফুটবল ইভেন্টে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে একেবারে শেষ সেকেন্ডে ক্রিশ্চিয়ান মেদিনার হেডে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতা দুই তারকা হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস ওটামেন্দিকে সঙ্গী করে বড় প্রত্যাশা নিয়ে অলিম্পিকে এসেছিল হ্যাভিয়ের মাশ্চেরানোর দল। তাদের সঙ্গে ছিলেন উদীয়মান তারকা জিরোনিমা রুল্লি। কিন্তু মাঠের খেলা আধিপত্য দেখাল মরক্কো। এদিন ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় মরক্কো। প্রথমার্ধে ইনজুরি টাইমে দলকে এগিয়ে দেন সোফিয়ান রাহিমি। বিরতি থেকে ফিরে ২-০ গোলের লিড পেয়ে যায় মরক্কানরা। ফের আর্জেন্টিনার জালে বল জড়িয়ে পেনাল্টি থেকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রাহিমি। এরপর গোল শোধে মরিয়া হয়ে দুর্দান্ত কামব্যাক করে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান কমান গুইলিয়ানো সিমিওনে।  এরপর একের পর এক আক্রমণ চালায় তারা। শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ দিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। এতে ক্রিস্টিয়ান মেদিনার গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এদিকে দিনের আরেক ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে স্পেন।
আর্জেন্টিনার বিতর্কিত হার, বিস্মিত মেসি
বিতর্কিত এক পরাজয়কে সঙ্গী করেই অলিম্পিক অভিযান শুরু করল আর্জেন্টিনা। আর দলের এমন হারে বিস্মিত দেশটির কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। বুধবার (২৪ জুলাই) ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় মরক্কো। প্রথমার্ধে ইনজুরি টাইমে দলকে এগিয়ে দেন সোফিয়ান রাহিমি। বিরতি থেকে ফিরে ২-০ গোলের লিড পেয়ে যায় মরক্কানরা। আর্জেন্টিনার জালে বল জড়িয়ে পেনাল্টি থেকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রাহিমি। এরপর গোল শোধে মরিয়া হয়ে দুর্দান্ত কামব্যাক করে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান কমান গুইলিয়ানো সিমিওনে।  এরপর ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ের ১৬তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান মেডিনা। তবে মরক্কোর দর্শকদের কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়ালে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ। এরপর ভিএআর যাচাইয়ের মাধ্যমে মেডিনার গোলটি বাতিল করা হয়। এ সময়ে তিন মিনিট খেলা হলেও সমতায় ফেরা হয়নি হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের। এতে হার দিয়েই অলিম্পিক শুরু করল আর্জেন্টিনা। দলের এমন পরাজয়ে বিস্মিত লিওনেল মেসি। ম্যাচ হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন এই অধিনায়ক লেখেন, ‘অবিশ্বাস্য’। উল্লেখ্য, কোপা আমেরিকার ফাইনাল চলাকালেই চোটে পড়ে মাঠ ছাড়েন মেসি। এরপর শিরোপা উদযাপনে দেশে যাওয়া হয়নি তার। পায়ের চিকিৎসার জন্য সেখানেই থেকে যান। ইন্টার মায়ামির জার্সিতেও খেলা হচ্ছে না বিশ্বকাপজয়ী এই অধিনায়কের। বর্তমানে পরিবারকে নিয়ে ছুটি কাটাচ্ছেন মেসি।
অলিম্পিক ফুটবলে সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন
আর মাত্র দুই দিন পর পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসের। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই মাঠে গড়াচ্ছে কয়েকটি ইভেন্ট। তার মধ্যে ফুটবল অন্যতম। মোট ১৬টি দেশের অনূর্ধ্ব-২৩ দল এবারের ফুটবল ইভেন্টে অংশ নেবে। বুধবার (২৪ জুলাই) স্টেড জিওফ্রয়-গুইচার্ডে ছেলেদের ফুটবলের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ২০০৮ অলিম্পিকের স্বর্ণপদক জয়ী আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।  একই সময় পার্ক ডে প্রিন্সেসে সি-গ্রুপের ম্যাচে মাঠে নামবে ১৯৯২ অলিম্পিকের স্বর্ণ জয়ী স্পেন এবং উজবেকিস্তান। রাত ৯টায় লা বেউজোয়ার-লুই-ফন্টেনিউতে সি-গ্রুপের খেলায় মিশরের প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিক। আলিয়াঞ্জ রিভেরায় এ-গ্রুপের খেলায় নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে নামবে গিনি। অন্যদিকে ইরাক ও ইউক্রেনের বি-গ্রুপের ম্যাচ গ্রুপমা স্টেডিয়ামে শুরু রাত ১১টায়। জাপান ও প্যারাগুয়ের ডি-গ্রুপের খেলা ম্যাটমুট আটলান্টিকে একই সময় শুরু হবে। মেয়েদের ফুটবল ইভেন্টে বাংলাদেশ সময় রাত ১টায় হবে দুটি ম্যাচ। অরেঞ্জ ভেলোড্রোমে এ-গ্রুপের খেলায় স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ ২০১২ অলিম্পিকের স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্র। পার্ক ডে প্রিন্সেসে ডি-গ্রুপের ম্যাচে মালির সঙ্গে খেলবে ইসরায়েল। অলিম্পিক ফুটবলে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেছে মোট ১৬টি দল। চারটি করে দল রেখে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচও থাকছে।  ‘এ’ গ্রুপ: ফ্রান্স, আমেরিকা, গিনি এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপ: আর্জেন্টিনা, মরক্কো, ইরাক এবং ইউক্রেন ‘সি’ গ্রুপ: স্পেন, উজবেকিস্তান, মিশর এবং ডমিনিকান প্রজাতন্ত্র ‘ডি’ গ্রুপ: জাপান, প্যারাগুয়ে, মালি এবং ইসরায়েল।  
ফার্নান্দেজের বর্ণবাদী কাণ্ডে ফ্রান্সের কাছে ক্ষমা চাইল আর্জেন্টিনা
কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এই জয়ের পর ফ্রান্সের ফুটবলারদের নিয়ে অত্যন্ত অপমানজনক ও বর্ণবাদী ভাষা ব্যবহার করে গান গেয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও তার দুই সতীর্থ।  এরপরই ফ্রান্সকে ‘ঔপনিবেশিক’ ও ‘দ্বিচারী’ রাষ্ট্র বলেছিলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্তোরিয়া ভিয়ারুয়েল। এ ঘটনায় ফ্রান্স সরকারের কাছে ক্ষমা চেয়েছে আর্জেন্টিনা সরকার। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইস প্রেসিডেন্ট ভিয়ারুয়েলের বিতর্কিত মন্তব্যের ব্যাপারে ব্যাখ্যা করতে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ফরাসি দূতাবাসে পাঠানো হয়েছিল। সেই কর্মকর্তা দূতাবাসকে জানান, ভিয়ারুয়েলের মন্তব্য ছিল একান্ত ব্যক্তিগত। গত ১৫ জুলাই কোপার ফাইনাল ম্যাচ শেষে টিম বাসে করে হোটেলে ফেরার সময় ফরাসি ফুটবলারদের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেন আর্জেন্টাইন ফুটবলাররা। এ সময় আবার ভিডিও লাইভ করেন এনজো ফার্নান্দেজ। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। অবস্থা বেগতিক দেখে পোস্টটি মুছে ফেলে ক্ষমাও চেয়ে নেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার। কিন্তু ফার্নান্দেজের বিরুদ্ধে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।  এমন পরিস্থিতির মধ্যেই আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্তোরিয়া ভিয়ারুয়েল এনজো ফার্নান্দেজকে সমর্থন জানিয়ে গত বুধবার এক্সে লেখেন, ‘স্টেডিয়ামে সমর্থকদের স্লোগান দেওয়া ও সত্যি বলার জন্য কোনো ঔপনিবেশিক দেশ আমাদের ভয় দেখাতে পারে না। দ্বিচারী দেশের মেকি বিক্ষোভ অনেক সহ্য করেছি।’ ভিয়ারুয়েল এমন এক সময় ফরাসিদের নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন, যখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।  তবে ভিয়ারুয়েলের মন্তব্যে দুই দেশের মধ্যে ভুল-বোঝাবুঝি হবে না বলেই মনে করে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর। এ ব্যাপারে প্রেসিডেন্টের মুখপাত্র মানুয়েল আদোরনি বলেছেন, ‘ফ্রান্সের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক অটুট থাকবে।’ এদিকে এই ঘটনায় জড়িত ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তবুও তাকে দলের হয়ে ক্ষমা চাইতে বলেন আর্জেন্টাইন ক্রীড়া কর্মকর্তা জুলিও গারো। সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। গারো বলেছিলেন, জাতীয় দলের অধিনায়কের এর জন্য ক্ষমা চাওয়া উচিত। এএফএ সভাপতিরও ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় এটা ঠিক না। এটা আমাদের দেশকে বাজে পরিস্থিতিতে ফেলেছে। গারোর এই বক্তব্যের পর ফুঁসে ওঠে আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এরপরই আর্জেন্টিনা সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে তাকে বরখাস্তের খবর জানানো হয়।