• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo
‘মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল ফেলা নিষিদ্ধ থাকবে’
চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। শনিবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর মায়ের দায়ের করা মামলায় পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। রোববার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। গ্রেপ্তার আব্দুল খালেক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের আলী আহমদের ছেলে। স্থানীয়রা জানান, অভিযুক্ত আব্দুল খালেক আট বছরের শিশুটিকে কৌশলে তার ভাড়া ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার সময় স্থানীয় হাসান মুরাদ নামের এক ব্যক্তি লুকিয়ে তা মোবাইলে ভিডিও ধারণ করে। হাসান মুরাদ ঘটনার ভিডিওটি স্থানীয় কয়েক ব্যক্তিকে দেখালে তারা উত্তেজিত হয়ে আব্দুল খালেককে আটক করে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল খালেককে আটক করে থানায় নিয়ে আসে।  শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আদালতে পাঠায়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘একটি শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। শিশুর মায়ের দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’ আরটিভি/এমকে
লবণের ট্রাকে ইয়াবার চালান, গ্রেপ্তার ৩
পাহাড়ের কঠিন চীবরদান অনুষ্ঠান বর্জনের ঘোষণা ভিক্ষু সংঘের
হাতিয়ায় সাংবাদিকের পরিবারের ওপর হামলা, গ্রেপ্তার ২
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের 
নোয়াখালীর ২ উপজেলা ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।  শনিবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়াদোত্তীর্ণ এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক এ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছাত্রদলের জেলা কমিটি আগেই বিলুপ্ত করা হয়েছে। কোম্পানীগঞ্জ ও কবিরহাটের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা, পৌরসভাসহ দুই উপজেলার ১৫ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসমূহ মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা চিঠিতে এ বিলুপ্তির কথা জানানো হয়।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শনিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। অচিরেই এসব ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে। আরটিভি/এমকে
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু হয়েছে।  শনিবার (৫ অক্টোবর) সীতাকুণ্ডের শুকলালহাট ও মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন। জানা যায়, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস বাড়বকুণ্ড শুকলালহাট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয়ের এক মেয়ে (২২) ট্রেনে কাটা পড়ে মারা যান। অপরদিকে বিকেল সাড়ে ৫টায় মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাতপরিচয় এক যুবক (২৩)। খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, আমাদের ফাঁড়ি এলাকায় ঘটনা হওয়ায় দুটি লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা হবে। আরটিভি/এমকে
বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে।  তবে ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছেন।  শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের আলী আজম বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।     নিহত আব্দুস সোবহান (৬৫) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের মৃত ফজলের রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা আব্দুস সোবহানের সঙ্গে বিরোধে জড়ায় তার বড় ছেলে শহীদুল্লাহ (৩৮)। কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও হাত দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। পরে শহীদুল্লাহ তার বাবাকে মাটিতে ফেলে লাথি মেরে বুকের বাম পাশের পাঁজর ভেঙে দেয়। তাৎক্ষণিক পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে আব্দুস সোবহানের মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, নিহত সোবহানের ৬ মেয়ে দুই ছেলে। ছোট ছেলে কিছু দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বড় ছেলে শহীদুল্লাহ পেশায় একজন রিকশাচালক। এর আগেও আরেকবার বাবাকে মারধর করেছিলেন শহীদুল্লাহ। এবার ছেলের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।       সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবদেন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।     আরটিভি/এমকে
চট্টগ্রামে জাহাজে আগুন, ৮ সদস্যের তদন্ত কমিটি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গায় তেলবাহী জাহাজ বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।  শনিবার (৬ অক্টোবর) দুপুরে বিপিসির সচিব আবু সাফায়াৎ মো. শাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফকে সভাপতি ও সংস্থাটির মহাব্যবস্থাপক (ডিপিএ অ্যান্ড সিএসও) মঈন উদ্দিন আহাম্মদ মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে। তাদেরকে ৫ কর্মদিবসের মধ্যে অগ্নিদুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান এবং এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালককে জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএসসির পরামর্শক ক্যাপ্টেন রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (ওয়ার্কশপ) মো. আহসান-উল-করিম, মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) মঈন উদ্দিন আহাম্মদ মজুমদার। শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সৌরভ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে থাকা অপরিশোধিত ১১ হাজার ৫৫ টন তেলের কোনো ক্ষতি না হলেও প্রাণহানি হয়েছে একজনের। আরটিভি/এমকে
প্রেমিকের হাতে প্রেমিকা খুন, যুবক গ্রেপ্তার 
চট্টগ্রামে বন্ধুর সঙ্গে নতুন প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়েছে এমন সন্দেহে কৌশলে নির্জন এলাকায় ডেকে নিয়ে প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন করলে প্রেমিক। ৬ ঘণ্টার সফল অভিযানে পলাতক প্রেমিক মো. তারেককে (২০) গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর) সিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি কাজী মো. তারেক আজিজ। জানা যায়, ভিকটিম মরিয়ম আক্তার সামিয়া (১৭) আতুরারডিপো এলাকার একটি গামেন্টসে চাকরি করতেন। অভিযুক্ত মো. তারেক পেশায় একজন রাজমিস্ত্রি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তাদের। বিষয়টি জানতেন উভয় পরিবারের সদস্যরা। ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন হাদুমাঝির পাড়াস্থ মুছা বিল্ডিংয়ের সামনে বিলের পাশে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে প্রেমিক মো. তারেক, প্রেমিকা মরিয়ম আক্তার সামিরার গলায় ছুরিকাঘাত করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন খবর মেয়ে ভিক্টিম সামিরাকে উদ্ধারপূর্বক চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভিকটিমের ভাই পাঁচলাইশ থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনাস্থ লিচুবাগান আহমদুল হকের কলোনি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত প্রাথমিক তদন্তে নেমে জানতে পারে ভিকটিম ও হত্যাকারীর মধ্যে প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে হত্যাকারী গতরাতে তাকে ফোন করে দেখা করার জন্য ডেকে নেয়। এ বিষয়ে এডিসি কাজী মো. তারেক আজিজ বলেন, আসামি তারেক আগে থেকে পূর্বপরিকল্পিতভাবে একটি ছুরি কিনে তার সঙ্গে রাখে। নিজেদের দেখা হওয়ার পর তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টির বিষয়ে তীব্র বাকবিতণ্ডা হয়। এ সময় আসামি তাকে অন্য কারও সঙ্গে সম্পর্কে আছে বলে সন্দেহ করে ঝগড়া করতে থাকে। তিনি আরও বলেন, ঝগড়ার এক পর্যায়ে আসামি ভিকটিমের গলায় একের পর এক ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ভিকটিমের পরিহিত এক জোড়া স্যান্ডেল নিজে শনাক্ত করে দেওয়ার পর সেগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। আরটিভি/এমকে
ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেপ্তার
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ নেতা সিয়ামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।  শুক্রবার (৪ অক্টোবর) রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সিয়াম ওই গ্রামের এ কে এম খুরশিদ মাস্টারের ছেলে। র‌্যাবসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই ফেনী শহরের তাকিয়া রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড় মসজিদের সামনে পৌঁছায়। সেখানে ছাত্র-জনতা অবস্থান করে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ওয়ার্কশপ কর্মচারি মো. আবদুল হান্নান (৩২) অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আন্দোলন চলাকালে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্যের প্ররোচনায় ও নির্দেশে ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সিয়াম ও অন্য দুষ্কৃতকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে।  এ ছাড়াও তারা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি-সোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পিটিয়ে ও ককটেল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ভুক্তভোগী মো. আবদুল হান্নান আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌঁড়ে প্রাণে বাঁচার জন্য বড় মসজিদ সংলগ্ন তাকিয়া রোড়ের মুখে পৌঁছালে  ছাত্রলীগ নেতা সিয়াম ও দুষ্কৃতকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্রের ছররা গুলি নিক্ষেপ করলে তার মাথা, সমস্ত মুখমণ্ডলে ও দুই চোখে গুলির স্প্লিন্টার লেগে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর হান্নানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় চক্ষু ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। গুলির স্প্লিন্টারের আঘাতে ভুক্তভোগীর বাম চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারিয়ে যায় ও ডান চোখের দৃষ্টি শক্তিও হারানোর আশঙ্কা রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল হান্নান বাদী হয়ে ফেনী মডেল থানায় ৮৪ জন নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার সিয়ামকে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। আরটিভি/এসএপি-টি