• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo
হাতিয়ায় চাঁদাবাজির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক
সেন্টমার্টিনে যাতায়াত ও রাত্রিযাপনে নতুন সিদ্ধান্ত
সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাতযাপন নিয়ে সিদ্ধান্ত থেকে সরকার কিছুটা সরে এসেছে। ভ্রমণ পিপাসুদের জন্য বলতে গেলে বিশাল সুযোগ। তবে নভেম্বর মাস একটু ব্যতিক্রম। ওই মাসে রাতযাপনে নিষেধাজ্ঞা থাকছেই। এ নিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে তা ব্যাখ্যা করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ ব্রিফ করেন। তিনি বলেন, প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নভেম্বরে সেন্টমার্টিনে যেতে পারবে পর্যটকরা, কিন্তু রাতে থাকতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে রাতে থাকতে পারলেও তার সংখ্যা নির্দিষ্ট থাকবে। সর্বোচ্চ ২ হাজার জন দ্বীপটিতে থাকতে পারবেন। ফেব্রুয়ারিতে পুরোপুরি পর্যটন বন্ধ থাকবে। ফেব্রুয়ারি মাসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ জানান, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক দ্বীপটিতে যেতে পারবে না।  তিনি বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করে পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে। ৫ সেপ্টেম্বর কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আবদুল হামিদ। আরটিভি/এএইচ
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু
চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
টাকা না পেয়ে ব্যাংকে গ্রাহকদের তালা
কক্সবাজারে অপরাধীদের টর্চার সেলের সন্ধান, আটক ৪
রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
রাষ্ট্রপতির পদত্যাগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদ, সারোয়ার, রিমন, কাজী রাহাদ, বেলায়েত হোসেন পাটোয়ারি। এ সময় বক্তারা বলেন, আবু সাঈদসহ আরও শত শত আন্দোলনকারীকে হত্যা করেছে ছাত্রলীগ। আমরা চাই না এমন সন্ত্রাসী সংগঠন এই স্বাধীন বাংলাদেশে আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাক। তাই অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক। আর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাদের ফ্যাসিবাদের একজন দোসর। আজ তিনি তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলছেন। অতিদ্রুত তার পদত্যাগের দাবি জানান বক্তারা। আরটিভি/এফআই/এআর
চাঁদপুর নৌ-অঞ্চলে ৫৭ জেলে আটক
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর নৌ-অঞ্চলে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ৫৭ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টার অভিযানে নৌ-পুলিশের ১২টি ফাঁড়িতে ৫ লাখ ২৬ হাজার ২০০ মিটার জাল এবং ১০টি নৌকাসহ ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়।  এদিকে, ইলিশ শিকারের দায়ে ৫৭ জেলের মধ্যে ৪৪ জনকে কারাদণ্ড, ৯ জনের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, শুধুমাত্র চাঁদপুর সদর উপজেলায় ৩৪ জনের জেল ও জরিমানা আদায় করা হয়।  জানতে চাইলে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর হরিনা, বহরিয়া, গাজীর টেক ও আনন্দ বাজার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান করে এসব জেলেদের আটক করে। এ সময় জেলেদের হেফাজতে থাকা ইঞ্জিন চালিত দুটি মাছ ধরার নৌকা, ২৫ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এ ছাড়া অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। আরটিভি/এফআই/এআর
গ্যারেজে মিলল ৮ কেজি গাঁজা, আটক ১
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। আটক মো. বেলাল হোসেন (৪১) ওই গ্রামের বড় ভূঁইয়া বাড়ির মৃত জালাল আহম্মদের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।  তিনি বলেন, আটক আসামি দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজে অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি বেলালের গ্যারেজ থেকে ৮ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ আরও বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হবে। আরটিভি/এফআই
সেনবাগে উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক মিলন গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক প্রকাশ মিলনকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।   সোমবার (২১ অক্টোবর) রাতে পৌর শহর পাইলট উচ্চবিদ্যালয় এলাকা থেকে থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। ওমর ফারুক প্রকাশ মিলন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের বড় ভাই। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ওমর ফারুক মিলনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওমর ফারুক মিলনকে মঙ্গলবার সকালে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হবে।  আরটিভি/এমকে
স্ত্রীর জানাজায় অসুস্থ হয়ে জামায়াত নেতার মৃত্যু 
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী মরিয়ম বেগমের (৬৪) জানাজায় অসুস্থ হয়ে মাদরাসা শিক্ষক মাজহারুল ইসলাম (৭০) মারা গেছেন। মাজহারুল উপজেলার লামচর ইউনিয়ন শাখার জামায়াত ইসলামীর আমির ছিলেন। একদিন না যেতেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার লামচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাশিমপুর গ্রামের বাড়িতে মাজহারুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান ও লামচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রোববার রাত ৭টার দিকে মাজহারুল ইসলামের স্ত্রী মারা যান। মাজহারুল ও তার স্ত্রী মরিয়মের মৃত্যুতে জামায়াতে ইসলামের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মাজহারুল বেড়ি বাজার নূরানী মাদরাসার সহকারী শিক্ষক ও লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লামচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মনির হোসেন বলেন, রোববার সকাল ৯টার দিকে মাজহারুল তার স্ত্রীর জানাজায় অংশ নেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার দুপুর ২টার দিকে তিনি মারা যান। রাত সাড়ে ৮টায় জানাজা শেষে মাজহারুলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আরটিভি/এমকে
‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হবে’ 
প্রস্তাবিত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার (২১ অক্টোবর) বিকেলে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, বন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা যেমন দরকার তেমনই বাইরেরও নিরাপত্তা দরকার বলে প্রতীয়মান হচ্ছে। কারণ, বিশাল সাগরে এ বন্দরের সক্ষমতা অনেক বেশি। সাগরে অনেকের যাতায়াত তাই বন্দরের ভেতরে বাইরের নিরাপত্তার কথা ভাবা হচ্ছে।  এম সাখাওয়াত হোসেন বলেন, গভীর সমুদ্রবন্দরের প্রথম ফেইজের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ফেইজের কাজ শুরু হচ্ছে। আগামী ২০২৯ সাল নাগাদ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাণিজ্যিকভাবে চালু করা যেতে পারে। এম সাখাওয়াত হোসেন আরও বলেন, গভীর সমুদ্রবন্দর নির্মাণে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন জাইকা অর্থ যোগান দিচ্ছে। তারা গভীর সমুদ্রবন্দর নিয়ে খুবই আন্তরিক। তারা যথাযথভাবে কাজ করে যাচ্ছে। দেশে সাতটি লাইটার হাউজ নির্মাণের কাজ চলছে। এগুলোও প্রায় শেষ পর্যায়ে। এর ফলে সমুদ্রগামী জাহাজ চলাচলে সুফল পাওয়া যাবে। এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে চট্টগ্রাম বন্দর এবং কোল পাওয়ার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি মহেশখালীতে অবস্থিত এসপিএম প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/এমকে-টি