• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo
বাংলাদেশের দানব ছিলেন শেখ হাসিনা: ইঞ্জিনিয়ার শ্যামল 
ইসলামি বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গিয়াস উদ্দিন আত তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় আখাউড়া থানায় মামলায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিলাখাদ গ্রামের সোনা মওয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০) ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১)। পুলিশের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার বিকেলে নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এ মাহফিলে বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী স্টেজে বসে উসকানিমূলক বক্তব্য দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাঁয়তারা করছিল। খবর পেয়ে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা পৌনে চারটার দিকে সেখানে যায়। পরে পুলিশ দেখা মাত্র তাহেরী পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য প্রদান করে। এ সময় তিনি বলতে থাকেন যে, ‘আমার সকল মাহফিলে পুলিশ বাঁধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না।’ এরপরই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এতে এসআই বাবুল আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আরটিভি/এমএ
হাতিয়ায় পাঁচ শিক্ষককে বিদায় সংবর্ধনা দিলো শিক্ষার্থীরা
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা
সেন্টমার্টিনে যাত্রীবাহী নৌযান চলবে কোস্টগার্ডের পাহারায়, টহল জোরদার 
বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে প্রাণ গেল হাসানের  
পুলিশের মাথা ফাটাল তাহেরী ভক্তরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির নিলাখাদ গ্রামে গিয়াস উদ্দিন আত তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে বাবুল মিয়া (৪৪) নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানা ফিরে গেছেন।  শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।  ঘটনার বর্ণনা দিয়ে আহত বাবুল জানান, শুক্রবার বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আত তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশসদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজীব হাসান বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে। বাম হাতেও আঘাত পেয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’ আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ‘মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়।’ আরটিভি/এমকে/এআর
সড়ক দুর্ঘটনায় বড় বোনের সামনেই ছোট বোনের মৃত্যু
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বড় বোনের চোখের সামনে ছোট বোন নাছিমা আক্তার (২৫) মৃত্যু হয়েছে। একই সময় বড় বোন পুষ্প গুরুতর আহত হয়েছেন।   শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।   এর আগে জেলার রামগতি উপজেলার জমিদার হাট বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনায় শিকার হন দুই বোন পুষ্প ও নাছিমা। তারা উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরু ইসলামের মেয়ে।   জানা গেছে, সকালে দুই বোন বাবার বাড়ি থেকে চাউল কিনার জন্য স্থানীয় জমিদার হাট বাজারে অটোরিকশা যোগে যাচ্ছিলেন। জমিদার হাট বাজারে পৌঁছার আগেই তাদের বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয় দুই বোন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ছোটবোন নাছিমাকে মৃত ঘোষণা করেন।   লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীকে আনা হয়েছিল আমাদের এখানে। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’   আরটিভি/এমকে/এআর
খাগড়াছড়ির দুর্গম এলাকায় জিপ উল্টে যুবক নিহত
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় জিপ উল্টে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মো. মনির হোসেন (২৪)। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। নিহত মনির হোসেন ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। স্থানীয়রা জানান, সকালে ভাইবোনছড়া বাজার থেকে জিপ গাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন। তবে মনির হোসেন দুর্ঘটনাকবলিত গাড়ির চালক ছিলেন না। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরটিভি/এমকে/এআর
টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা
ফেনীতে মুক্তিপণের ১২ লাখ টাকা না পেয়ে আহনাফ আল মাঈন নাশিত (১০) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা। তারা শিশু আহনাফের ভাইয়ের বন্ধু বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে আহনাফের মরদেহ উদ্ধার করা হয়।  শিশু আহনাফ ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে।   গ্রেপ্তাররা হলেন- আশরাফ হোসেন তুষার (২০), মোহাম্মদ মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাত (২০)।  বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা যায়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তৃতীয় শ্রেণি পড়ুয়া আহনাফ নাশিত গত ৮ ডিসেম্বর সহপাঠীদের সঙ্গে ফেনী শহরের আতিকুল আলম সড়কে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে আহনাফ নাশিতের বড় ভাই নিশাতের বন্ধু তুষার তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে রাত বারোটার দিকে অজ্ঞাত নম্বর থেকে ভিকটিমের পিতা মাঈন উদ্দিনের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মাঈন উদ্দিনের কাছে একটি নম্বর থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন তিনি। পরে অন্যতম আসামি আশরাফ হোসেন তুষারকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে  বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ থেকে আহনাফ নাশিতের মরদেহ উদ্ধার করা হয়।  ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ও ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আহনাফ নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগ ছেলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আরটিভি/এএএ
চাঁদপুরে ৭৪০ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা
চাঁদপুর শহরের পালবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত ৭৪০ কেজি পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে সহযোগিতা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও সদর মডেল থানার পুলিশ সদস্যরা। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, বিকেলে শহরের পালবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুক ভ্যারাইটিজ স্টোর থেকে ৫০০ কেজি ও  মেসার্স গাজী এন্টারপ্রাইজ থেকে ২৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ সময় ফারুক ভ্যারাইটিজ স্টোরের মালিককে ২০ হাজার টাকা এবং গাজী এন্টারপ্রাইজ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এএএ
মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর একটি মৎস্য খামার থেকে আতিক মজুমদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম এ বিষয়টি নিশ্চিত করেন।  আতিক উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মজুমদারের ছেলে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, আতিক কচুয়ার গোঘরার বিলে মৎস্য খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন। চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ওই খামারে ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।  ওসি বলেন, মৎস্য খামারের মেশিনের সঙ্গে তার পা আটকে ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করা হবে। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার। আরটিভি/এএএ/এস