• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
‘পুলিশের পোশাক পরে ছাত্রদের ওপর আক্রমণ করেছে দুষ্কৃতকারীরা’
মিরসরাইয়ে ফ্ল্যাট থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্ল্যাট থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারিফুল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নিহত নারীর বড় ছেলের স্ত্রীর ভাই। বৃহস্পতিবার (২৫ জুলাই) মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফারুকীয়া রোডের বন্ধন ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। নিহত সাজেদা আক্তার উপজেলার মঘাদিয়া ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের মামুন চৌধুরী প্রকাশ খান সাহেবের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী মামুন চৌধুরী ও ছেলে আমজাদ হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনলেও পরে ছেড়ে দেয় পুলিশ। স্থানীয়রা জানান, সাজেদা আক্তার পাঁচ বছর ধরে স্বামীসহ ভবনের বি-১ ফ্ল্যাটে ভাড়া থাকেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলে প্রবাসে থাকেন।  বাসার অস্থায়ী গৃহকর্মী রোজিনা আক্তার বলেন, দুপুর ১টার পরে আমি ভবনের সিঁড়ি দিয়ে তিনতলায় যাচ্ছিলাম। এ সময় বি-১ ফ্ল্যাটের ভেতর থেকে দরজা পেটানোর শব্দ শুনে দেখি বাইরে থেকে দরজায় হুক দেওয়া। আমি দরজার হুক খুলতে গিয়ে দেখি দরজার সামনে মো. মামুন চৌধুরী দাঁড়িয়ে ঘামছেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। পরে ভেতরে গিয়ে দেখি তার স্ত্রী সাজেদা আক্তারের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে রয়েছে। এ বিষয়ে ওসি শহীদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তারিফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি পাওয়া গেছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁদপুরে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস পালিত
লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ২ 
ট্রলারডুবির ঘটনায় কোস্টগার্ডের চৌকি ভাঙচুর, গুলিতে যুবক আহত
ইন্টারনেট চালু, চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক
চলমান সহিংস পরিস্থিতির মধ্যে ৪ দিন স্থবির থাকার পর ফের স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দরে ইন্টারনেট সেবা চালুর পর বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।  বুধবার (২৪ জুলাই) এমন তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রমও চালু হয়েছে। কাস্টমস থেকে যেসব পণ্য শুল্কায়ন হচ্ছে, সেগুলো আমরা ডেলিভারি দিচ্ছি। এ জন্য কাস্টমসের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করছি। বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, চার দিন বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় কাস্টমসে অনলাইন চালু করা হয়েছে। এখন যে কেউ কাস্টমস হাউসে এসে আমদানি-রপ্তানির চালানের নথি জমা দিতে পারবেন। বাইরের কনটেইনার ডিপোগুলোতেও শুল্কায়ন কার্যক্রম চলছে। তিনি বলেন, আমদানি পণ্য নিয়ে আসা জাহাজকে যাতে সাগরে অপেক্ষা করতে না হয়, সে জন্য সনাতন পদ্ধতিতে আমদানির আইজিএম (প্রাথমিক বিবরণীর তালিকা) অনুমোদন দেওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ১৩টি জাহাজের আইজিএম অনুমোদন দেওয়া হয়েছে। এতে এসব জাহাজ থেকে বন্দর জেটিতে পণ্য খালাসে বাধা নেই। চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার ইমাম গাজ্জালী বলেন, মঙ্গলবার থেকে ম্যানুয়ালি পচনশীল পণ্য শুল্কায়ন শুরু হয়। বুধবার ইন্টারনেট পরিষেবা চালুর পর সব কার্যক্রম স্বাভাবিক হয়। কারও পে-অর্ডার ও চালান না থাকলে আমরা অঙ্গীকারনামা নিয়ে মাল খালাস করে দিচ্ছি। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, উদ্ভূত পরিস্থিতিতেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রাখার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও সব অংশীজন চট্টগ্রাম বন্দরকে সচল রাখার জন্য প্রস্তুত। চট্টগ্রাম কাস্টমস থেকে পণ্যের শুল্কায়ন করে দিলে বন্দর থেকে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা করা হচ্ছে।  খালাস পণ্য যানবাহনের মাধ্যমে ঢাকাসহ দেশের অন্য স্থানে পৌঁছানোর জন্য নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান।
ফেনীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 
ফেনীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ৫০ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।   বুধবার (২৪ জুলাই) বিকেলে ফেনীর শহীদ মিনার চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।   এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলসহ অনেকে।  নিজাম হাজারী বলেন, গত কয়েকদিনের কারফিউ ও নাশকতার কারণে নিরীহ অসহায় মানুষ কাজকর্ম না করতে পেরে কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। এটি মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ফেনীতে আমরা ৫০ হাজার নিরীহ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে, যাতে খেটে খাওয়া মানুষকে কষ্ট সহ্য করতে না হয়। সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। নাশকতাকারীদেরকে কোন ছাড় দেয়া হবে না।  উল্লেখ্য, ফেনীতে গত কয়েকদিনে নাশকতার অভিযোগে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ফেনীর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।
চাঁদপুর থেকে সীমিত পরিসরে চলছে যাত্রীবাহী লঞ্চ 
কয়েকদিন বন্ধ থাকার পর সীমিত আকারে চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ জুলাই) চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দুটি লঞ্চ। এরমধ্যে দুপুর পৌনে ১২টায় এমভি বোগদাদিয়া-১৩ ও সবশেষ দুপুর দেড়টায় ছেড়ে যায় এমভি আব-এ জম জম-৭। এ ছাড়া দুপুর ১টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি হাসেম আলী। চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বন্দর কর্তৃপক্ষের সমণ্বিত সিদ্ধান্তে নিরাপত্তার মধ্যে গত পাঁচদিন বন্ধ থাকার পর সীমিত আকারে লঞ্চ চলাচল শুরু হয়। তবে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেলেও সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো লঞ্চ সদরঘাট থেকে চাঁদপুরে আসেনি। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, কারফিউ এর শিথিল সময়ে সীমিত আকারে লঞ্চ চলাচল করছে। এ সময় যাত্রীদের সার্বিক নিরাপত্তায় নৌপুলিশ লঞ্চঘাটে নজরদারি করছে। চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হোসাইন বলেন, এসব লঞ্চগুলো শিডিউলের মধ্যে না। যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিশেষ ব্যবস্থায় এসব লঞ্চ চালু করা হয়েছে। মূলত কারফিউ শিথিল করায় সীমিত পরিসরে লঞ্চ চলাচল করছে। তবে কারফিউ পুরোপুরি উঠে গেলে আগের নিয়মে শিডিউল মতো লঞ্চ চলাচল করবে।
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৫
কক্সবাজার শাহপরীর দ্বীপে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৫ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার (২৪ জুলাই) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় ট্রলার ডুবির এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম।  তিনি বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে ৬ জন মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার সাগরে মাছ শিকারে যাচ্ছিলেন। তারা শাহপরীর দ্বীপের জেটিতে এসে সেন্টমার্টিনের ১০ জন যাত্রীকে তুলে নেন। পরে তারা শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সেন্টমার্টিন থেকে ৪টি স্পিডবোট এসে ট্রলারের মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। এ ঘটনায় ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। 
রাঙ্গামাটি মেডিকেল কলেজ / ছাত্রলীগের কর্মকাণ্ডে ক্ষুব্ধ ৫ ছাত্রলীগ নেতার পদত্যাগ
রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ ছাত্রলীগ থেকে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। ২০১২ সালে যাত্রা শুরু করা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ছাত্রলীগের ২৭ সদস্যের কমিটি ঘোষণার কদিন পরেই কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তাতে সম্পৃক্ত হয়ে কর্মসূচি পালন করে কলেজটির শিক্ষার্থীরা। তাদের একটি কর্মসূচিতে ক্যাম্পাসের শিক্ষার্থী নয়, এমন বাহিরে থেকে যাওয়া ছাত্রলীগ কর্মীরা বাধা প্রদান ও দুর্ব্যবহার করার অভিযোগও ওঠে। এরই মধ্যে গত তিন দিন সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর ও সহিংসার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে একের পর এক ছাত্রলীগ নেতা সংগঠন ছাড়ার ঘোষণা দিতে থাকেন।  বৃহস্পতিবার (১৮ জুলাই) এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ছাত্রলীগ নেতা কোটা সংস্কার ইস্যুতে ছাত্রলীগের ভূমিকায় ব্যথিত হয়ে এবং একজন ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠন থেকে পদত্যাগ করেছেন। এরা সবাই দায়িত্বশীল পদেই ছিলেন।  ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক সৃজন দে ফেসবুক লিখেছেন, ‘বর্তমানে দেশের ন্যক্কারজনক অবস্থায় আমি নিজেকে খুবই ক্ষুদ্র মনে করছি। আমি লজ্জিত,আমি দুঃখিত। সজ্ঞানে, অনুশোচনা ও বিবেকের তাড়নায় এবং নিজের ব্যক্তিগত ব্যর্থতা মাথায় নিয়ে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নিচ্ছি এবং সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াচ্ছি। বিবেকের চেয়ে বড় কিছু এই দুনিয়াতে নাই।’ যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গণ মল্লিক লিখেছেন, ‘আমি প্রাঙ্গণ মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ হতে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ আরেক সাংগঠনকি সম্পাদক কমল ত্রিপুরা লিখেছেন, ‘ভাবছিলাম ছাত্রলীগ হয়ে ছাত্রদের আর ক্যাম্পাসের জন্য কাজ করব। কিন্তু গতকালকে নিজের প্রিয় ক্যাম্পাসের সঙ্গে যা হলো তা খুবই অপ্রত্যাশিত। তাই এই মুহূর্তে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ (সাংগঠনিক সম্পাদক) থেকে পদত্যাগ করলাম। যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত দে পদত্যাগের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘কিন্তু দিন শেষে যখন নিজের জুনিয়র, ব্যাচমেইট,সিনিয়রদের সেভ করতে গিয়ে সেই সংগঠনই বাঁশ দিয়ে মেরে মাথা ফাটায় দেয়,তখন আর কি বলার থাকে? পদত্যাগের ঘোষণা দিয়ে দীপ্ত আরও লিখেন, ‘বিষয়গুলো আমার বিবেককে আঘাত করছে, যা আমার পক্ষে নেয়া সম্ভব নয়।’ আরেক সাংগঠনিক সম্পাদক জিয়াদুল হক লিখেছেন, ‘ চলমান সাধারন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এর যৌক্তিক একদফা দাবির প্রতি পূর্ণ সমর্থন রেখে, এই মুহূর্তে আমি স্বেচ্চায় ছাত্রলীগের কমিটির থেকে পদত্যাগ করলাম।’ সহসভাপতি ক্যাচিংনু মারমা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন জানিয়ে লিখেছেন, কোটা সংস্কার আন্দোলনের সাথে তার পদত্যাগের কোন সম্পর্ক নেই।  এই বিষয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি তন্ময় চৌধুরী জানান, ‘শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করেছিল। আমি সেদিন ক্যাম্পাসে ছিলাম না। কিন্তু জেলা ও ওয়ার্ডের নেতারা এসে প্রতিরোধের চেষ্টা করে এবং পুলিশও আসে। সেখানে পাল্টাপাল্টি স্লোগান নিয়ে ভুল বোঝাবুঝির শুরু হয়। মুখোমুখি হয় দুইপক্ষ। কিছু অনাকাংখিত ঘটনাও ঘটেছে। পদত্যাগ করা দীপ্ত দে’র মাথা ফেটে যায় এই সময়,তার মাথায় সেলাই দিতে হয়েছে। ফলে তারা অভিমান করে পদত্যাগ করেছে। মোট ৬ জন পদত্যাগ করেছে। এদের ৫ জন কোটার ইস্যুতে এবং অন্যজন ব্যক্তিগত কারণ দেখিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলব, আলোচনা করে সমাধান করার চেষ্টা করতে হবে।’