• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
ভয়াল ২৯ এপ্রিল : এখনও অরক্ষিত উপকূল 
কালুরঘাট ফেরিঘাটে টেম্পু চাপায় কলেজ শিক্ষার্থী নিহত
চট্টগ্রামের কর্ণফুলীর কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর নিচে চাপা পড়ে ফাতেমা-তুজ-জোহরা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় পূর্ব কালুরঘাট ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে ওঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এ সময় ফেরিতে ওঠার জন্য কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিল। বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ওই শিক্ষার্থীকে টেম্পুটি চাপা দেয়। ঘটনাস্থলেই ফাতেমা তুজ জোহরা মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরাকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন। তিনি বলেন, ঘটনায় জড়িত টেম্পুটি জব্দ করা হয়েছে। টেম্পু চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ / রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৭
চট্টগ্রামে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন সেলিম উল্লাহ। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে বন্দরনগরীর মনসুরাবাদ ডিবি অফিসের পাশে স্থানীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় সাংবাদিক সেলিম উল্লাহ মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে সাদ্দামের অনুসারীরা তার ওপর হামলা চালায়। হামলার সময় সেলিম উল্লাহর মোবাইলটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে তারা।  এ বিষয়ে হামলার শিকার সেলিম উল্লাহ বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। আমি সেখানে ভিডিও ধারণ করছিলাম। হঠাৎ আমার ওপর হামলা চালায় সাদ্দাম হোসেন ও তার অনুসারীরা। তারা মারতে মারতে আমাকে পাশের একটি খালি জায়গায় নিয়ে যায়। সেখানে অকথ্য ভাষায় গালাগালি করে ও একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা চলে এলে সাদ্দাম বাহিনী সেখান থেকে চলে যায়।’ পরে সেলিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্থানীয়রা। তিনি চোখে ও পায়ের লিগামেন্টে আঘাত পেয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হামলার ঘটনায় রাতেই ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার বর্ণনা দিয়ে সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা হয় পিডব্লিউডি কোয়ার্টারের সামনে। হামলাকারীরা সাংবাদিক সেলিমকে মারধর করে ও তার ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছি।
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে শাকপুরা ইউনিয়নে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেলোয়ার হোসেন (৩০) ও মিজানুর রহমান (৩২)। দেলোয়ার চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন এবং মিজানুর রহমান নগরের লালখান বাজার মতিঝর্ণা এলাকার আবদুস সাত্তারের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ। তিনি বলেন, লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা নিয়ে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর। আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবোঝাই ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
পুরনো গাড়ির মতো বসে গেছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি পুরনো গাড়ির মতো বসে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজের দলটাকে টিকিয়ে রাখতে গতানুগতিক কিছু কর্মসূচি পালন করছে। গাড়ি যখন বসে যায় তখন সেটির ব্যাটারি মাঝেমধ্যে স্টার্টে রাখতে হয়। বিএনপিও পুরনো গাড়ির মত বসে গেছে। তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে মামলাগুলো গাড়ি পোড়ানো, পুলিশ এবং জনগণের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের। এই সমস্ত মামলায় তারা গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানিসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার হয়। বিএনপি নেতারা গ্রেপ্তারের যে হিসাব দিচ্ছেন, তাতে মনে হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ডে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপির কর্মী। ‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে শুনতে পাচ্ছি আমরা চোরাবালির ওপর দাঁড়িয়ে আছি। চোরাবালিটা এত শক্ত যে, তাদেরকে (বিএনপি) আরও বহু বছর অপেক্ষা করতে হবে।  
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
এই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য ভয়ে যে কারও হাত-পা ঠান্ডা হয়ে যেতেই পারে। মনে হতেই পারে এটি হলিউড বা বলিউড সিনেমার কোনো দৃশ্য। তবে এই ধারণাটি একেবারেই ভুল। এটি চট্টগ্রামের কাজির দেউরির দুঃসাহসী দুই তরুণ সাজ্জাদ ও মিনহাজের ছুটে চলার গল্প। ছোটবেলা থেকেই পারকোরের নেশায় আসক্ত তারা। নিজ থেকেই দীর্ঘ ৭ থেকে ৮ বছর অনুশীলনের ফলে আজ তারা অনায়াসে পাড়ি দিতে পারে যেকোনো দুর্গম পথ। ‘সাজ্জাদ অ্যান্ড মিনহাজ’ নামে একটি পেজে টেম্পল রান, ক্রেজি থিফ চেইসিং, এস্কেইপ বিল্ডিং, সাবওয়ে সার্ফারের মতো থিমে নিজেদের পারকোর ভিডিও আপলোড করে ব্যাপক সাড়া ফেলেছে তারা। তবে এই পথ চলার গল্পটা ততটা সহজ ছিল না। শুরুতে তাদের শুনতে হয়েছে মানুষের কটুকথা। ছিল পরিবারের বাধাও। তবে এখন তারাই বাহবা দিচ্ছে পারকোর বয়েজদের। মিনহাজের ভাষ্য, ছোটবেলা থেকেই পরিবারের পক্ষ থেকে বাধা ছিল। মারধরও করতো। বলতো, এটা রিস্কের ব্যাপার। শুরুর দিকে পরিবার থেকে সাপোর্ট পেতাম না। এখন মোটামুটি সাপোর্ট পাচ্ছি। ‘সাজ্জাদ অ্যান্ড মিনহাজ’ নাম দিয়ে একটি পেজ খুলে নিজেদের পারকোরের ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিও আপলোড করে তারা। এরপর রাতারাতি সেটাতে ১৮ লাখ মানুষের ভিউ পড়ে। প্রচলিত ভাষায় যেটাকে বলা যায় ‘ভাইরাল হওয়া’। বাংলাদেশে ভিন্নধর্মী এই খেলা ছিল একেবারেই নতুন কিছু। মানুষের সাধুবাদ তাদের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। সাজ্জাজের মন্তব্য, কার্টুন থেকেই আমার মধ্যে আগ্রহ জাগে। আমিও চেষ্টা করব। কার্টুন থেকে অনুপ্রাণিত হয়েই এই জগতে আসা। আন্তর্জাতিক পারকোরে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন সাজ্জাদ- মিনহাজ জুটি। তবে অনুশীলন সরঞ্জাম ও প্লে-গ্রাউন্ডের অভাবসহ নানা সীমাবদ্ধতায় তাদের স্বপ্নের এই যাত্রাটা বেশ কঠিন। পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে অবশ্য বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা মেলে ধরা সম্ভব বলে মত এই দুই তরুণের।  
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকাল বিকাল ৬টার দিকে শহরগামী ট্রেনটি পিলখানা জামে মসজিদ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর বলে জানা গেছে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম।  তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাইনি। প্রাথমিকভাবে ধারণা করছি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। কোমরের ওপর থেকে তার শরীর প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি আরও বলেন, নাম বা পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পেরেছি, সে ভাসমান টোকাই অথবা আশপাশের বস্তির কোনো ছেলে হবে। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিচয় শনাক্ত করা গেলে লাশ হস্তান্তর করা হবে।