• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

পুরনো গাড়ির মতো বসে গেছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ২৩:৫০
ছবি : সংগৃহীত

বিএনপি পুরনো গাড়ির মতো বসে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজের দলটাকে টিকিয়ে রাখতে গতানুগতিক কিছু কর্মসূচি পালন করছে। গাড়ি যখন বসে যায় তখন সেটির ব্যাটারি মাঝেমধ্যে স্টার্টে রাখতে হয়। বিএনপিও পুরনো গাড়ির মত বসে গেছে।

তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে মামলাগুলো গাড়ি পোড়ানো, পুলিশ এবং জনগণের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের। এই সমস্ত মামলায় তারা গ্রেপ্তার হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানিসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার হয়। বিএনপি নেতারা গ্রেপ্তারের যে হিসাব দিচ্ছেন, তাতে মনে হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ডে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপির কর্মী।

‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে শুনতে পাচ্ছি আমরা চোরাবালির ওপর দাঁড়িয়ে আছি। চোরাবালিটা এত শক্ত যে, তাদেরকে (বিএনপি) আরও বহু বছর অপেক্ষা করতে হবে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদা পোশাকে ছাত্রদল নেতাকর্মীদের তুলে নেওয়ার অভিযোগ
জাতীয় ঐক্যের ডাক বিএনপির
বিএনপি নেতা টুকুসহ ৬ জন কারাগারে
গ্রেপ্তারকৃতদের নির্যাতন চালিয়ে আদালতে হাজির করা হচ্ছে: ফখরুল