• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
রাঙ্গামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৭
৯ বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন
দীর্ঘ নয় বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।  সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ ছাড়াও সম্মেলনে আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি শাহেদ খান ও ইবনুল এম হাসান, উপ-সাংস্কৃতিক সম্পাদক শিবলী হাসান জয়, উপ-পরিবেশ সম্পাদক মেহেদি হাসান কিরণ, উপ-ধর্মবিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আমির হোসেন খসরু। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে ছাত্রলীগের পতাকাতলে সমবেত হতে হবে। ছাত্রলীগের সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের যে সমস্যা তার দূর করতে হবে। সম্মেলনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সে লক্ষ্যে নতুন নেতৃত্ব কাজ করার আহ্বান জানানো হয়। সম্মেলনের শুরুতে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার ওপর নৃত্য পরিবেশন করা হয়। 
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
বাঘাইছড়িতে ফুলবিজু উৎসবের শুরু
সড়কে প্রাণ গেল আরও ২ মোটরসাইকেল আরোহীর
‘রাঙ্গামাটিতে ১০০ কোটি টাকা ব্যয়ে আইটি ট্রেনিং সেন্টার নির্মাণ হবে’
রাঙ্গামাটির তরুণদের স্মার্ট কর্মসংস্থানের জন্য ১০০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।  শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে জেলার প্রধান ডাকঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি পোস্ট অফিসকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তর করা হবে। যেখান থেকে একজন নাগরিক ৩২৫ ধরণের সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। আগামী মে মাসের মধ্যে রাঙামাটি প্রধান ডাকঘরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে স্মার্ট পয়েন্ট সার্ভিস স্থাপন করা হবে।  তিনি বলেন, বিগত ১৫ বছরে পার্বত্য জেলা রাঙামাটির যে পরিবর্তন হয়েছে তা অভাবনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছার ফলেই এটি সম্ভব হয়েছে।  এর আগে প্রতিমন্ত্রী রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন ও রাঙামাটি বিটিসিএল কার্যালয় পরিদর্শন করেন।  এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পাহাড় কেটে সুইমিং পুল, মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা 
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করার অপরাধে মেঘপল্লী রিসোর্টে ২ লাখ টাকা জরিমানা আদায় ও অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল বন্ধ ঘোষণা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।  বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক সাহা আলমকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ সময় অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেন তিনি।  মোবাইল কোর্ট পরিচালনা শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, পাহাড় কেটে সুইমিং পুল তৈরি বন্ধে মহামান্য হাইকোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে পৌছে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে। এর আগে গত ২ এপ্রিল মঙ্গলবার সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ’ হাইকোর্টে একটি রিট আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অ্যাডভোকেট মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, ‘সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের কাজ করছে ‘মেঘপল্লী রিসোর্ট’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।’  আদালত এ বিষয়ে সুইমিংপুল নির্মাণকাজ বন্ধসহ সাজেক ও পার্শ্ববর্তী এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটা বন্ধ ও অনুমতি ছাড়া পাহাড় কাটায় যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বলেও জানান তিনি। 
পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মা-ছেলে আহত
রাঙ্গামাটির লংগদুতে পাওনা টাকা চাইতে গেলে মা ও ছেলেকে পাওনাদার ছুরিকাঘাতে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ এপ্রিল) লংগদু উপজেলার ২নং কালাপাকুজ্যা ইউপির ১নং ওয়ার্ডের রশিদপুর এলাকায় লিটনের দোকানে সামনে ঘটে। লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপরাধী শাহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত জহির (২২) শাহিন নামে এক যুবকের কাছে ৩৩৫০ টাকা পায়। পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির পরে হাতাহাতি হয়। একপর্যায়ে শাহিন, জহিরের পেটে ছুরিকাঘাত করে। এসময় ছেলেকে বাঁচাতে মা এগিয়ে আসলে মায়ের মাথায় ছুরিকাঘাত করে শাহিন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে লংগদু সদর হাসপাতলে ভর্তি করানো হয়। পরবর্তীতে জহিরের অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় স্থানীয়রা অপরাধী শাহিনকে আটকে রেখে পুলিশকে সোপর্দ করে।
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে প্রাণ আরএফএল কোম্পানির পণ্য পরিবহনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এক মাহেন্দ্রচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় ভ্যালির কংলাক পাহাড়ে যাওয়ার সময় পণ্যবাহী মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলে চালক নিহত হন। তার নাম মো. চাঁন মিয়া। চাঁন মিয়া খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার উত্তর রশিদনগর এলাকার বাসিন্দা৷  প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে প্রাণ আরএফএল কোম্পানির ডিলারের মালামাল নিয়ে রুইলুই পাড়া হতে কংলাক পাড়ায় যাওয়ার পথে খাস্রাং রিসোর্টের সামনে পাহাড় ওঠার সময় মালামাল ভর্তি মাহেন্দ্র গাড়ি ব্রেক ফেল করে পাহাড়ের নিচে প্রায় ১০০ ফুট খাদে পড়ে যায়। এ সময় চালক মারা যান। তবে গাড়িতে থাকা আরও দুজন খাদে পড়ার আগেই লাফ দিয়ে নেমে গেলে সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে ঘটনাস্থলে সাজেক থানা পুলিশ নিহত ও আহত ব্যক্তিদের নিয়ে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  সাজেক ভ্যালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনাটি বেলা সাড়ে ১২টার দিকে ঘটে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাজেক থানায় পাঠাই। সেখান থেকে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং গাড়িটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে। এ বিষয়ে সাজেক থানার ওসি আবুল হাসান খান জানান, খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক ভ্যালিতে যাওয়ার পথে খাস্রাং রিসোর্টের সামনে উঁচুটিলা উঠার সময় মাহেন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চাঁন মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাসপাতালে গলায় ব্লেড চালিয়ে কৃষকের আত্মহত্যার চেষ্টা 
হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মো. জামাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন কৃষক। বুধবার (৬ মার্চ) রাঙ্গামাটির লংগদু উপজেলা সদরে এই ঘটনা ঘটে। লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা জামাল হোসেন। স্বজনরা জানায়, জামাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পায়ের ইনফেকশন নিয়ে লংগদু উপজেলা সদর হাসপাতালে ভর্তি হন। ঘটনার দিন দুপুরে হাসপাতালে তার স্ত্রী তার কাছ থেকে কাজের প্রয়োজনে দূরে যায়। এ সুযোগে গলায় ব্লেড দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে। এতে করে তার গলার শ্বাসনালী কেটে যায়।  জামালের স্ত্রী জানান, গত রাতে তিনি চিকিৎসা খরচ চালাতে পারবে না বলে চিন্তা করছিলেন। আমি চিন্তা করতে বারণ করলেও তিনি দুপুরে আত্মহত্যার চেষ্টা করে।  লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেজবাহ উদ্দীন জানান, তিনি কি কারণে এমন করেছেন সেটা কারোর জানা নেই। তবে পরিবার বলছে অর্থনৈতিক কারণে এমনটা হতে পারে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মো. শওকত আকবর জানান, আহত জামালের অবস্থা তেমন ভালো নয়, তাই তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।