• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১৯
ছবি : আরটিভি

ময়মনসিংহে চার হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৪ ডিসেম্বর) নগরের মাসকান্দা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- আবদুল কাইয়ুম (৩০) ও আমিরুল ইসলাম (৩৫)। আবদুল কাইয়ুম তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও আমিরুল ইসলাম গৌরীপুরের শাহাবাজপুর গ্রামের মৃত আদবদুল কাদিরের ছেলে।

এ সময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা, ১ লাখ ৭৫ হাজার টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। আজ দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রটির প্রধান পালিয়ে গেছে। চক্রটির প্রধানের নাম প্রকাশ না করলেও ইতোপূর্বে তার বিরুদ্ধে মামলা রয়েছে জানান তিনি। টেকনাফ থেকে এ চক্রটি ইয়াবার চালান নিয়ে আসতো। এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি আসিফ আকবরের
সমন্বয়ক রাফির ওপর হামলা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার 
জুয়ার আসর থেকে ১৩ জুয়াড়ি গ্রেপ্তার