• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
বারহাট্টার সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে
নেত্রকোণার সাবেক মেয়র শাহজালাল বিমানবন্দর থেকে আটক
নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম খানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, ইমিগ্রেশন পুলিশের হাতে আটক নজরুল ইসলাম খান জেলা শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি নেত্রকোনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক এম এন এ মরহুম আব্বাস আলী খানের ছেলে এবং নেত্রকোণা পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র। তিনি জানান, সকালে নজরুল ইসলাম খান বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন। ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আমাদের খবর দেয়। তার নামে তিনটি মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে নেত্রকোণা মডেল থানায় নাশকতার আইনে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ  
কলমাকান্দায় যৌথ অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
পোশাক কারখানায় নাশকতার উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোণায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ
নেত্রকোণায় চোরাচালানের ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক সেনা সদস্যদের সহায়তায় জব্দ করেছে পুলিশ।তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি সেনাবাহিনীর সহায়তায় জব্দ করে মডেল থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল। স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণার সীমান্ত দিয়ে ভারতীয় চিনি অবৈধপথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। পাচারকারীদের বিভিন্ন চক্র এখনও সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্নস্থানে পৌঁছে যায়। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) আনিসুর আশেকীন বলেন, ভোরে গোপন সংবাদে জানতে পেরে সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করতে সক্ষম হই।
আন্দোলনে নিহত ১০ পরিবারকে জামায়াতের ২০ লাখ টাকা সহায়তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নেত্রকোনার ১০ জনের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার (২৬ আগস্ট) বিকেলে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। নেত্রকোনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও জেলা আমির অধ্যাপক সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও সাবেক নেত্রকোনা জেলা আমির মাওলানা এনামুল হক।  অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ছাত্র শিবিরের জেলা সভাপতি মোজাম্মেল হক, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামের সোহাগ মিয়া (১৫), শ্যামপুর গ্রামের আহদুন (১৮), বটতলা গ্রামের আব্দুল্লাহ আল মামুন (৩২), দুর্গাপুর উপজেলার বাকলজুড়া গ্রামের জাকির হোসেন (২৪), নলুয়াপাড়া গ্রামের মাসুম বিল্লাহ (২৪), বারইকান্দি গ্রামের সাইফুল ইসলাম সেকুল (৩২), সদর উপজেলার নন্দীপুর গ্রামের মো. রমজান আলী (২৫), কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর গ্রামের আলী হোসেন (৪৪), বারহাট্রা উপজেলার ভাটগাও গ্রামের নাজিম উদ্দিন (১৭) ও আটপাড়া উপজেলার লুনেশ্বর গ্রামের সাব্বির মিয়ার (৪৮) পরিবারকে ২ লাখ টাকা করে প্রদান করা হয়। এ সময় নিহত মো. রমজান আলীর মা বলেন, আমার একমাত্র ছেলে গুলিতে মারা গেছে। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, সে দেশের জন্য শহীদ হয়েছে।  নতুন বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়।
নেত্রকোণায় নৌকাডুবি, ২ নারীর মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই নারীর মৃত্যু হয়েছে।  রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোড়াডোবা হাওরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন।  তারা হলেন, নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৮) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)। জানা যায়, শুক্রবার জেলার কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের গৌর শংকর তালুকদারের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে স্বজনরা আসেন। রোববার বেলা ১১টার দিকে ৩০-৩৫ জন একটি ইঞ্জিনচালিত নৌকা করে মধ্যনগরে রওনা দেন। পথে গোড়াডোবা হাওরে নৌকাটির তলায় ছিদ্র হয়ে পানি ওঠে ডুবে যায়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা কয়েকজনকে উদ্ধার করে নৌকায় তুলেন। কয়েকজন সাঁতার কেটে তীরে উঠেন। কিন্তু উজ্জ্বলা সরকার ও জলি সরকার নৌকার ভিতর থেকে বের হতে পারেননি। পরে তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ‘নৌকাডুবিতে মারা যাওয়া দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
ফরমের টাকা জমা দিয়েও পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থী
নেত্রকোণার আবু আব্বাস কলেজের কর্তৃপক্ষের অনিয়ম ও জালিয়াতির কারণে ফরমের টাকা জমা দিয়েও ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি রিয়াদ নামে এক শিক্ষার্থী। সোমবার (১ জুলাই) সকালে এ তথ্য জানান রিয়াদ নামের ওই শিক্ষার্থী। শিক্ষার্থী রিয়াদ জানান, ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ে অকৃতকার্য হন তিনি। ২০২৪ সালে পরীক্ষায় ফরম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে দুই বিষয়ে পরীক্ষার জন্য ১৬২৫ টাকা রিসিটের মাধ্যমে পরিশোধ করেন। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র নিতে এসে জানতে পারেন। তার কোন প্রবেশ পত্র নেই। পরে জানতে পারেন তার ফরম পূরণ করেননি আবু আব্বাস কলেজের কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে গেলে গেইটে তাকে আটকে দেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী রিয়াদ। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পরীক্ষায় অংশগ্রহণের দাবি জানান ভোক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শিক্ষার্থীর বাবা জসিম উদ্দিন বলেন, আমি কষ্ট করে টাকা সংগ্রহ করে ছেলের ফরম পূরণের টাকা দিয়েছি। আবু আব্বাস কলেজের কর্তৃপক্ষ ফরম পূরণ না করে আমার ছেলের জীবন থেকে একটি বছর নষ্ট করে দিলো। আমি সরকারের কাছে এর বিচার চাই।’ নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, মেম্বারের বখাটে ছেলে আটক
আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন বাবা-মা। বসতঘরে দরজা লাগিয়ে পড়তে বসেছে স্কুলছাত্রী। ছাত্রীকে একা পেয়ে রাত ৯টার দিকে বসতঘরে প্রবেশ করে মেম্বারের বখাটে ছেলে। ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালালে প্রতিবেশীরা টের পেয়ে সেই বখাটে ছেলেকে আটক করে। শুক্রবার (২৮ জুন) নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে রাত ৯টার দিকে ঘটে এমন ঘটনা।   বখাটে জুবায়ের হোসেন তৌকির (২০) কাইটাইল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন রিটন (মেম্বার) এর ছেলে।  স্থানীয়দের অভিযোগ, মেয়েটির পরিবার নিরীহ প্রকৃতির হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালাচ্ছে।  স্থানীয় লোকজন ও ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়েন। স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময়ই ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন মেম্বারের বখাটে ছেলে তৌকির। এ বিষয়ে মেম্বারের কাছে কয়েক দফা বিচার দেন স্কুলছাত্রীর বাবা। শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা ও মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে চলে যান। স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরে প্রবেশ করেন বখাটে তৌকির। ঘরের ভেতর ধস্তাধস্তির শব্দ শুনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন প্রতিবেশীরা। পরে বখাটে তৌকিরকে আটক করা হয়। আটকের খবর পেয়ে রিটন মেম্বার তার লোকজন নিয়ে এসে জোরপূর্বক ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। মেয়েটির পরিবার বিচারের দাবি জানালেও ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।  ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমি গ্রামের নীরিহ মানুষ। আমার মেয়েটাকে স্কুলে যাওয়া আসার পথে কুপ্রস্তাব দেয় মেম্বারের ছেলে। শুক্রবার আমরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঘরে আমার মেয়েকে একা পেয়ে মেম্বারের ছেলে এসে নির্যাতন করেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’ এ ব্যাপারে ইউপি সদস্য জাকির হোসেন রিটন বলেন, ‘আমার ছেলের ভুলের জন্য গ্রামবাসীসহ মেয়ের পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আর কখনও যাতে এমন কাজ না করে ছেলেকে শাসন করব।’ মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোণায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
নেত্রকোণায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) সকাল ৮টার দিকে জেলা সদরের কান্দুলিয়া এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম)। নিহত সুজন বর্মণ (৪০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামের বরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।  তিনি নেত্রকোণার মোহনগঞ্জে তার ভগ্নিপতির স্বর্ণের দোকানে কাজ করতেন। নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে সুজন বর্মন তার স্ত্রীকে নিয়ে সিএনজি করে মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সিএনজিটি সকাল ৮টার দিকে সদর উপজেলার কান্দুলিয়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে সিএনজিতে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন বর্মনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিরা সদর হাতপাতালে চিকিৎসা রয়েছেন। ওসি আবুল কালাম বলেন, ‘ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ দিকে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’