• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
হোসেনপুরে পিকআপের ধাক্কায় মায়ের মৃত্যু, হাসপাতালে মেয়ে
২৭ ঘণ্টা পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পানিতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর পর্যটক আবীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবরি দল। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্ট ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ পর্যটক আবীর হোসেন ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুলাই) মা আঁখি আক্তারসহ পরিবার নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন আবীর। বেলা ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তারা। এ সময় একজন পর্যটক স্রোতে ভেসে যাওয়ার সময় তাকে সহায়তা করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন আবীর। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৬টায় উদ্ধার অভিযান শুরু করে। আলো স্বল্পতার কারণে রাতে বিরতি দিয়ে শনিবার সকাল ৮টায় দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার দিনব্যাপী উদ্ধার অভিযান চালানো হয়। বিকেল ৬টায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
সড়কে ঘুরতে গিয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভুট্টাখেতে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ
মিঠামইন হাওরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ
ভৈরবে জাতীয় পরিচয়পত্র বানাতে এসে দুই রোহিঙ্গা আটক
ইটনায় বিষপানে যুবকের আত্মহত্যা
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ইটনা উপজেলায় পিন্টু দাস (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (৮ জুলাই) সকালে ৮টার দিকে ধনপুর ইউনিয়নের চাচুয়া গোলহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিন্টু দাস ধনপুর ইউনিয়নের চাচুয়া গ্রামের রাসমোহন দাসের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু দাস সোমবার সকালে সবার অগোচরে নিজের বসতঘরে বিষপান করে আত্মহত্যা করেন। খোঁজ পেয়ে স্বজনরা তাৎক্ষণিক পিন্টুকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ পিন্টুর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ইয়াছিন মিয়া (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন মিয়া ইটনা সদর ইউনিয়নের বড় হাটি গ্রামের মো. করম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হাওরে মাছ ধরতে নৌকা নিয়ে হাওরে যান ইয়াছিন। সকাল ৮টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ইয়াছিন নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস ও স্বজনদের খবর দেয় নৌকায় থাকা জেলেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুপুর ১২টার দিকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে নিহত হয়েছেন এক জেলে। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইটনা হাওরে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার মাঝি নিহত
কিশোরগঞ্জের ইটনা হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেছ মিয়া (৪৮) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইটনা উপজেলার মৃগার ইউনিয়নের উজান-রাজিবপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেছ মিয়া মৃগা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত গোলজার মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে মোখলেছ মিয়া স্টিলের বড় নৌকা নিয়ে ধান ক্রয় করতে রাজিবপুর গ্রামে যাওয়ার পথে বিদ্যুৎ সরবরাহ লাইনে জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. সায়েম তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি বলেন, ‘সকালে মোখলেছ মিয়া নৌকা নিয়ে বের হয়েছিলেন। নৌকা নিয়ে চলার সময় হাওরের বিদ্যুৎ পিলারের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওরের পানিতে পড়ে যান তিনি। ঘণ্টা খানেক পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
হাওরে পানিতে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ আবিদুর রহমানের (২৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (৬ জুলাই) বেলা ৩টার দিকে আবিদের মরদেহ উদ্ধার করে করিমগঞ্জ থানায় হস্তান্তর করে করিমগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি দল। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) করিমগঞ্জের বালিখলা থেকে নৌকা নিয়ে কিশোরগঞ্জ হাওর বেড়ানো শেষে বিকেলে ৫টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের হাসানপুর সেতু সংযোগ সড়কের পানিতে বন্ধুরা মিলে গোসল করতে নামেন আবিদ। স্রোতের বিপরীতে সাঁতরাতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় আবিদ। এ সময় সাঁতার না জানায় আবিদকে উদ্ধার করতে পারেনি তার বন্ধুরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে আবিদের মরদেহ উদ্ধার করে। নিহতের চাচা মোর্শেদ খান বলেন, আবিদ গাজিপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। তারা কয়েক বন্ধু মিলে শুক্রবার হাওর বেড়ানো শেষে হাসানপুর ব্রিজে গোসলের সময় এই দুর্ঘটনা ঘটে। আমরা চাই ময়নাতদন্ত ছাড়া আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে চট্টগ্রামে যেতে। করিমগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, খবর পেয়ে ডুবুরি দল করিমগঞ্জে পৌঁছে। সকালে উদ্ধার অভিযান শুরু করে বিকেল ৩টায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
হাতিকে চাঁদা না দেওয়ায় শুঁড়ে পেঁচিয়ে আছাড়, ব্যবসায়ীর মৃত্যু
কিশোরগঞ্জে পোষা হাতির আক্রমণে মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মাহুতকে আটক করেছে পুলিশ।  নিহত ওষুধ ব্যবসায়ী মো. মাসুদুর রহমান মিস্টন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার বাসস্ট্যান্ডে এআর ফার্মা নামে একটি ওষুধের দোকান চালাতেন। আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে।  জানা গেছে, সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় পোষা হাতি দিয়ে চাঁদা বাজি করছিল রিয়াজুল মোল্লা নামের এক ব্যক্তি। এমন সময় পাশে মাসুদুর রহমানের ওষুধের দোকানে চাঁদা চায় হাতি। দোকান মালিক মাসুদুর রহমান হাতিকে চাঁদা দিতে রাজি হয়নি ও হাতিকে আঘাত করলে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে। এতে মাসুদুর রহমানের নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমানের মৃত্যু হয়। ওই ঘটনায় হাতি ও হাতির মাহুতকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ‘এই ঘটনায় হাতি ও হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।’  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ জানান, ‘বন বিভাগের অনুমতি নিয়ে হাতি পালনের নিয়ম রয়েছে। তবে হাতি দিয়ে টাকা তোলা বা চাঁদাবাজির কোনো নিয়ম নেই। এগুলো স্থানীয় প্রশাসন দেখবে ও দমন করবে।’            
বৈদ্যুতিক টাওয়ারে যুবক, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩ উপজেলা
কিশোরগঞ্জের ইটনা হাওরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে পড়ায় ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। ওই যুবককে নামাতে ঘটনাস্থলে গিয়েছে ইটনা ফায়ার সার্ভিস। বুধবার (২৬ জুন) সকালে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন আলমগীর হোসেন (২৭) উপজেলার এলেংজুরী গ্রামের মনজিল মিয়ার ছেলে। সকালে সবার অজান্তে বাড়ির সামনে হাওর সাঁতরে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন ওই যুবক। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করলে তারা তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়। খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিস ছিলনি থেকে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযানের জন্য নৌকাযোগে ঘটনাস্থলে রওনা দেন।  এ সময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিন উপজেলার অষ্টগ্রামে ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজারসহ, প্রায় ৭৪ হাজার গ্রাহক রয়েছেন। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন জোনাল অফিসের উপসহকারী প্রকৌশলী শামীম হোসাইন বলেন, খবর পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছি। উদ্ধার অভিযান শেষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।