• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo
পাকুন্দিয়ায় ডোবায় পড়ে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যালয়ের নামে অপপ্রচার, প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া মাছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) দুপুরে পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। লিখিত বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক নুরুল আফছার বলেন, বিদ্যালয়ের জমি দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। ওই জমি সরকার অধিগ্রহণ করেছে। অধিগ্রহণের টাকা আত্মসাতের জন্য জমিদাতা জিল্লুর রহমান ও তার লোকজন বিদ্যালয়ের নামে অপপ্রচার করে যাচ্ছে। যা বিদ্যালয় ও শিক্ষকদের সম্মান নষ্ট হচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষকরা। এ সময় বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান, সহকারি শিক্ষক হুসনে আরা, কানিজ ফাতেমা বেলী, জয়নাল আবেদীনসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২