• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo
হোসেনপুরে পিকআপের ধাক্কায় মায়ের মৃত্যু, হাসপাতালে মেয়ে
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন রাজিব
মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়িয়ে নববধূকে বাড়িতে আনবেন ছেলে। সেই স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরে রাজিব মিয়া নামের এক যুবক। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের খালাশী বাড়ির সাহাবুদ্দিন সর্দারের ছেলে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে বগুড়ার সোনাতলা থানার মধুপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার রেজাউল করিমের মেয়ে ডা. রুমানা আক্তারকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়িতে যান। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চরকাটিহারী গ্রামের শাহাবুদ্দিন সর্দার ও সেলিনা আক্তার দম্পতির তিন ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট রাজিব মিয়া। মা সেলিনা আক্তার স্বপ্ন ছিল ছোট ছেলের বউ বাড়িতে আনবেন হেলিকপ্টারে চড়িয়ে। মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে করে নববধূকে বাড়িতে আনেন রাজিব।  বরের চাচাতো ভাই পারভেজ সর্দার বলেন, হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে নববধূ এনেছি। বরের মা সেলিনা আক্তার বলেন, রাজিব ছোট সন্তান। ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জিনারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা বলেন, এক মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। এতে অনেক খুশি হয়েছি।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
সৌদির রিয়াদে বাংলাদেশি যুবকের মৃত্যু