কিশোরগঞ্জের অষ্টগ্রামে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্পের ৭৯ শ্রমিকের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত, অষ্টগ্রাম উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মজনু মিয়া, চিকিৎসক নাফিস হায়াত, উপ-সহকারী প্রকৌশলী ছিবগাত উল্লাহ খন্দকার কমিউনিটি অর্গানাইজার মাহবুবুল হক আশিক প্রমুখ।
সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায়, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের অধীনে অষ্টগ্রাম উপজেলার আটটি ইউনিয়নের সড়ক রক্ষণাবেক্ষণ চার বছর ধরে নিয়োজিত ৭৯ জন নারী শ্রমিকের বেতন থেকে কেটে রাখা সঞ্চিত অর্থের ‘চেক ও সনদপত্র’ বিতরণ করা হয়েছে।
অষ্টগ্রাম উপজেলার ৮ ইউনিয়নের ৭৯ জনকে ৯২ হাজার ৪০০ টাকা করে চেক হস্তান্তর করা হয়।
আরটিভি/এমএ