• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

ইটনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২৪, ১৭:১৬
ইটনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১
ছবি : আরটিভি

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ইটনা উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে শানু ভূঁইয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলে ও ছোট ভাই।

শুক্রবার (২৪ মে) ইটনা উপজেলায় বাদলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শানু ভূঁইয়া উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর বারোগড়িয়া গ্রামের পাগার আলী ভূঁইয়ার ছেলে।

আহতরা হলেন, নিহত শানু ভূঁইয়ার ছেলে লিটন ভূঁইয়া (৪৫) ও তার ছোট ভাই বাবুল ভূঁইয়া (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদলা ইউনিয়নের থানেশ্বর বারোগড়িয়া গ্রামের শানু ভূঁইয়া ও প্রতিবেশী মুক্তু মিয়ার মধ্য বাড়ির সীমানা ও টিউবওয়েল স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে শুক্রবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইটনা থানা ও বাদলা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শানু ভূঁইয়ার মৃত্যু হয়।

ইটনা থানার (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইটনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার