• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ভুট্টাখেতে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৭:০২
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভুট্টাখেত থেকে স্মৃতি আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া এলাকার ভুট্টাখেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ২০২০ সালে কটিয়াদী উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া ৮নং ওয়ার্ডের মানিক মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের বিয়ে হয়। সাত মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুরবাড়িতে রেখে কাতারে চলে যান আমিন। এ দম্পতির কোনো সন্তান নেই। স্মৃতি বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে তার গলাকাটা মরদেহ হালুয়াপাড়া এলাকার ভুট্টাখেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ
চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের সঙ্গে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়
পুলিশের সব ইউনিটে থাকবে একই পোশাক