• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
‘উপজেলা নির্বাচনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে’
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের চাইতে উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নির্বাচনে শুধু সেনাবাহিনী ছিলো তবে উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে। রোববার (২৮ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা  পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসি আলমগীর জানান, জাতীয় নির্বাচনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য পর্যাপ্ত থাকে না। তবে উপজেলা নির্বাচন  পর্যায়ক্রমে অনু্ষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য পর্যাপ্ত থাকবে।  তিনি আরও জানান, গণমাধ্যমে সব ধরনের কথা বলা রিস্ক। কারণ কোথাও আমি বলিনি শতকরা ৮০ভাগ ভোট পড়বে, তবে কোনো কোনো  গণমাধ্যম তাই প্রচার করেছে। অনেকে আবার কলামও লিখেছেন। এজন্য আমি গণমাধ্যমকে ভয় পাই। এর আগে দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এ সময় পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্যাসহ অনেকেই উপস্থিত ছিলেন।  
জাতির পিতার সমাধিতে বিএসএমএমইউ’র নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
গোপালগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪০
পুকুরের মাছ ধরা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন 
পুণ্যস্নানে এসে হিট স্ট্রোকে মতুয়া ভক্তের মৃত্যু 
গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মহাবারুণীর পুণ্যস্নানে এসে হিট স্ট্রোকে মারা গিয়েছেন দীনেশ বিশ্বাস (৩৫) নামে এক মতুয়া ভক্ত।  শনিবার (৬ এপ্রিল) দুপুরের পর প্রচণ্ড গরমের মধ্যে ওড়াকান্দি ঠাকুরবাড়িতে আগত লক্ষ লক্ষ মানুষের ভীড়ে হিট স্ট্রোক হয়ে তিনি মারা যান।  রাত সাড়ে ৭টার দিকে ঘটনা নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, দীনেশ বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জেরই মুকসুদপুর উপজেলার টিকারডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে।  জানা যায়, আধ্যাত্মিক পুরুষ পূণ্যব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জন্মতিথী উপলক্ষে শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মহাবারুণীর পূণ্যস্নানে অংশ নেন লক্ষ লক্ষ মতুয়াভক্ত। ভোর থেকেই ঠাকুরবাড়ির দু’টি পুকুরে দলবদ্ধ ভক্তদের স্নান শুরু হয়। দুপুরের পর প্রচন্ড গরম আবহাওয়া এবং অস্বাভাবিক ভীড়ের মধ্যে দীনেশ বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে মারা যান।  কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহমুদুল হাসান বলেছেন, ঠাকুরবাড়ির যে স্থানটিতে দীনেশ বিশ্বাস অসুস্থ হয়ে পড়ে সেখান থেকে প্রচন্ড ভীড়ের কারণে কেউ তাকে নিয়ে মেডিক্যাল ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পারেনি। তিনি মারা যাওয়ার অনেক পরে আমরা খবর পেয়েছি। মারা যাওয়ার পর তার স্বজনরা তার মরদেহ নিজেদের বাড়িতে নিয়ে গেছে।  বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি ও ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শ্রীশ্রী পদ্মনাভ ঠাকুর বলেছেন, দীনেশ আমাদের সুপরিচিত। তার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।  তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ দিকে মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী মারা যান। তাদের মধ্যে ৪ জন মহিলা ও ১ জন মাইক্রোবাসের চালক রয়েছেন। আহত ৪ জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহত ৪ জন একই পরিবারের বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই স্থান দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা পরে যানচলাচল স্বাভাবিক হয়।
সংগীতশিল্পী খালিদের মরদেহ গোপালগঞ্জে, দুপুরে জানাজা
আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদের মরদেহ গোপালগঞ্জে নিয়ে আসা হয়েছে।  সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাড়িতে তার মরদেহ এসে পৌঁছায়। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সংগীতশিল্পী খালিদ। গতকাল রাত ১১টায় ঢাকার গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে রাতেই গোপালগঞ্জের গ্রামের বাড়িতে নেওয়া হয়। রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাড়িতে পৌঁছায়। মঙ্গলবার (১৯ মার্চ) বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদে খালিদের জানাজা অনুষ্ঠিত হবে।  পরে শহরের গেটপাড়ার কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবার নিশ্চিত করেছে। ‘হিমালয়, সরলতার প্রতিমা, কোনো কারণেই ফেরানো গেল না তাকে’ শিরোনামের অসংখ্য জনপ্রিয় গানের এ শিল্পীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৬৫ সালের ১ আগস্টে গোপালগঞ্জে জন্মেছিলেন সংগীতশিল্পী খালিদ। ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন তিনি। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ। 
গোপালগঞ্জে প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৩
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘ভুল চিকিৎসায়’ এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারা যাওয়া ওই প্রসূতির নাম আফরোজা বেগম (২০)। শুক্রবার (১৫ মার্চ) আফরোজা বেগমের মা মনিকা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলায় ডা. প্রভাষ মণ্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, আফরোজা বেগমের মা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রভাষ মণ্ডল, ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. জাহিদ হোসেন রিন্টু, প্রসূতি আফরোজা বেগমের স্বামী জাহিদ খান, শাশুড়ি রানু বেগম ও দেবর শামীম খানকে আসামি করে থানায় মামলা করেন।  এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণ খানা বাজারের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতি আফরোজা বেগমের মৃত্যুর ঘটনা ঘটে। পরে হাসপাতালটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। আফরোজা বেগম উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম খানের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহম্মেদ। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারির চেষ্টা চলছে।
গোপালগঞ্জে নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়া প্রতারক চক্রের নারীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনিচুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফেরদাউস মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২১), গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় মৃত আশরাফ শিকদারের ছেলে বিল্লাল শিকদার (২৫), একই উপজেলার বাঁশবাড়ী গ্রামের কামাল শেখের ছেলে বাধন শেখ (২৪) ও সিঙ্গারকৃল গ্রামের ইমরুল মল্লিকের মেয়ে মাবিয়া শেখ (১৮)। ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, বাগেরহাট জেলার বাসিন্দা পিকিং বর্মনের সঙ্গে প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তারকৃত মাবিয়ার সঙ্গে পরিচয় ঘটে। এরপর মোবাইল ফোনে তাদের মধ্যে নিয়মিতভাবে কথোপকথন চলতে থাকে। বুধবার দেখা করার জন্য গোপালগঞ্জে আসার প্রস্তাব দেয় মাবিয়া। পরে পিকিং বর্মন দেখা করতে গোপালগঞ্জ আসলে তাকে জিম্মি করে কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এ প্রতারক চক্রের সদস্যরা। ওসি জানান, এ ঘটনায় ভুক্তভোগী পিকিং বর্মন প্রতারক চক্রের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার দিবাগত রাতে বোড়াশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ওসি আরও জানান, ওই ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।  কেউ এমন প্রতারণার শিকার হলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা। 
গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শহরের ব্যাংকপাড়া এলাকার চাঁদমারী রোডের মহিদুল ইসলামের বাড়ির উঠান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।  এখন পযর্ন্ত ওই অজ্ঞাত নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, দুপুরের দিকে মহিদুল ইসলামের বাড়ির টিনের চালে হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।  ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বাড়ির মালিক মহিদুল ইসলাম মহিদ বলেন, আমি নামাজ পড়ার জন্য অজু করছিলাম। এ সময় আমার বাসার একটি টিনের ঘরের ওপর শব্দ হয়। এ সময় আমিসহ আমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে মৃত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।