• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
গোপালগঞ্জে এসএসসিতে অকৃতকার্য হয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নুরী বেগম ওরফে মুনিয়াকে শ্বাসরোধ করে স্বামী আশিকুর রহমান শেখ হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।  রোববার (১২ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মোছরা গ্রামে এ ঘটনা ঘটে। নুরী বেগম ওরফে মুনিয়া গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল চরপাড়া গ্রামের মুক্ত মোল্যার মেয়ে ও মোছরা গ্রামের আশিকুর রহমান শেখের স্ত্রী।  অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।  তিনি বলেন, বিয়ের পর থেকে পারিবারিক কলহ নিয়ে স্ত্রী নুরী বেগম ওরফে মুনিয়ার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালাতো স্বামী আশিকুর রহমান শেখ। এ নিয়ে রোববার সকালে মুনিয়াকে বেদম মারধর করে এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন মুনিয়াকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি আরও বলেন, মুনিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে স্বামী আশিকুর রহমান শেখকে আটক করেছে পুলিশ। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
পুকুরের মাছ ধরা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন 
গোপালগঞ্জে নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শহরের ব্যাংকপাড়া এলাকার চাঁদমারী রোডের মহিদুল ইসলামের বাড়ির উঠান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।  এখন পযর্ন্ত ওই অজ্ঞাত নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, দুপুরের দিকে মহিদুল ইসলামের বাড়ির টিনের চালে হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।  ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বাড়ির মালিক মহিদুল ইসলাম মহিদ বলেন, আমি নামাজ পড়ার জন্য অজু করছিলাম। এ সময় আমার বাসার একটি টিনের ঘরের ওপর শব্দ হয়। এ সময় আমিসহ আমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে মৃত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।