• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত  
মনোহরদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার 
নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের চরনারান্দী সেতুর নিচ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার। ঘটনাস্থলে যাওয়া মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, দীঘাকান্দী এলাকায় একটি ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, একদিন আগে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হবে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। আরটিভি/এমকে/এস
নরসিংদীতে ভারতীয় ২ কোটি টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ১
‘জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে’
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, চালকসহ নিহত ২ 
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রের মরদেহ মিলল আড়িয়াল খাঁ নদে
ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
নরসিংদীর ঘোড়াশালে মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাছেদ মিয়া নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।  রোববার (১৯ জানুয়ারি) সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ঘোড়াশাল বাইপাস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহত বাছেদ মিয়া দক্ষিণ শিলমান্দি এলাকার সুরুজ মিয়া ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল, এ সময় সিএনজিটি ঘোড়াশাল বাইপাস সড়কের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীরা অক্ষত থাকলেও গুরুতর আহত হয় সিএনজি চালক। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পলাশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজিটি জব্দ করে।  আরটিভি/এএএ/এআর  
ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
নরসিংদীর পলাশে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন গুরুতর আহত হয়েছেন।  শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাকচালক শরিয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), বাসচালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাস যাত্রী পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজমিয়া (৩০), নীলফামারীর মৃত নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)। পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ঘোড়াশালের পাঁচদোনা এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক ও বিপরীত পাশ থেকে আসা দোয়েল পরিবহনের একটি  যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় চালকসহ আট যাত্রী। পরে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। পলাশ ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকচালক সালাউদ্দিন ও বাসচালক আশরাফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়াও বাসের আরও ৬ যাত্রীর অবস্থাও গুরুতর। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। আরটিভি/এএএ/এস
অস্ত্রসহ মা-মেয়ে গ্রেপ্তার 
নরসিংদীর বেলাবোতে দুটি আগ্নেয়াস্ত্রসহ মা ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) ও মেয়ে হালিমা আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার নারায়ণপুর দড়িকান্দি নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয় তাদের।  গ্রেপ্তারকৃতরা সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজয় পাড়ুয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ও মেয়ে।  এ বিষয়ে বেলাবো থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।  মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মা-মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশ তাদের তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।  পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপিপাঁড় গ্রামের শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদের পাঠিয়েছেন। বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।  আরটিভি/এএএ/এস
ক্রীড়াঙ্গনে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও স্বপদে বহাল: আমিনুল হক
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহব্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতি করণের মাধ্যমে ধ্বংস করে ফেলেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদতআলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখনই ক্রীড়াঙ্গনকে সুন্দর করে সাজিয়েছিলাম। তেমনিভাবে পরবর্তী সময়ে ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে দেশের ক্রীড়াঙ্গন। তিনি বলেন, যারা আমার ভাই-বোন, ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের ঠাঁই আর কখনো বাংলাদেশে হতে পারে না। নতুন করে দেশ স্বাধীন ও স্বৈরাচার মুক্ত হলেও দেশের ক্রীড়াঙ্গন ও সংবাদ মাধ্যমে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা স্বপদে বহাল রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অপসারণের পাশাপাশি বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।  তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের জৌলুশ আমরা হারিয়ে ফেলেছি। বর্তমানে ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের দোসরদেরই নতুনভাবে পুর্নঃবাসন করা হয়েছে। আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে দেশ স্বৈরাচার মুক্ত করলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গন থেকে এখনও স্বৈরাচার মুক্ত হয়নি। বিএনপি ক্রীড়াঙ্গনকে কখনো দলীয়করণ করেনি। সকল দলকে সঙ্গে নিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে সাজিয়েছি। খেলার উদ্বোধক বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, রাজনৈতিক পরিবারের হয়েও তিনি কখনো রাজনীতির মঞ্চে আসেননি, রাজনীতি করতেও চাননি। খেলাধুলা থেকে শুরু করে সামাজিক ও মানবিক কার্যাবলীতে আরাফাত রহমান কোকো সব সময় মনোযোগী ছিলেন। বাংলাদেশের ক্রিকেট ও ফুটবলের উন্নয়নে উনার জীবদ্দশায় উনি সম্পূর্ণ অবদান রেখে গেছেন। উদ্বোধনী খেলায় বেলাব উপজেলা ফুটবল ক্লাব ও মনোহরদীর ডোমনমারা ক্লাবের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ট্রাইবেকারে বেলাব উপজেলা ফুটবল ক্লাব বিজয়ী হয়। আরটিভি/এএএ   
নরসিংদীতে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করে গুলি
নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অবৈধ বালুমহালের ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলন করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চরমধূয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং দুজনকে আটক করে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে স্পিডবোট যোগে একই এলাকার অপর একটি অবৈধ বালু মহালে অভিযানে গেলে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করেই পিছু হটে ভ্রাম্যমাণ আদালত। কে বা কারা এ গুলির ঘটনা ঘটিয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান ইউএনও।   আরটিভি/এএএ-টি
আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে: খায়রুল কবির খোকন 
আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের তারুণ্যের জয়যাত্রা মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, বর্তমানে অধিকাংশ তরুণরাই মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির মাধ্যমে সমাজের অবক্ষয় ঘটাচ্ছে। ফলে সমাজ অস্থিতিশীল হচ্ছে। পাশাপাশি আবার তরুণ-যুবকরাই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। তাদের মাধ্যমেই আগামীর সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে।  বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, শিক্ষার নগরী খ্যাত নরসিংদীতে এখনো কোনো মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নেই। এই সুবিধা থেকে নরসিংদীবাসী এখনো বঞ্চিত রয়েছে। জনগণের রায়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, এইগুলোসহ জনগণের পাশে থেকে কাজ করব। সংগঠনের আহ্বায়ক আবুবকর তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। পরে অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশেন করেন কুড়েঘর ব্যান্ডের তাশরিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আলআমিন রহমান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসির আহমেদ রিগান, জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদসহ মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের তিন হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।  আরটিভি/এমকে