• ঢাকা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১
logo
সকল ফরম থেকে ধর্মাবলম্বী অপশন তুলে দেওয়া হবে: ড. মঈন খান
নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা 
নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতা লিজন মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শনিবার (৩১ আগস্ট) রাত ১২টায় পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। তিনি বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে ও জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। স্থানীয়রা জানান, লিজন মোল্লা একটি ট্রমা সেন্টারে কাজ করতেন। শনিবার রাতে ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঈদগাহ মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ছাড়া তার মোটর সাইকেলটিতেও আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজনকে মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, ‘লিজন মোল্লাকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।’ নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘লিজন মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে জানা যায়নি। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।’
নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪ 
নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন, নিহত ১
নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন
অপরাধের শাস্তি পেতে হবে, আমরা প্রতিশোধ নেব না: জামায়াত আমির 
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বুধবার (২১ আগস্ট) বিকেল থেকে জেলার রায়পুরা এলাকার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা আজ বৃহস্পতিবারও থেমে থেমে চলছে। নিহতরা হলেন বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), একই গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৬) এবং আমির হোসেন (৭০)। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে ‘আলীর বাড়ী’ ও ‘বালিচর বাড়ী’র মধ্যে এ সংঘর্ষ হয়।  এতে আলীর বাড়ির নেতৃত্ব দেন আব্দুল হালিম মাস্টার এবং বালিচর বাড়ির নেতৃত্ব দেন সাহেব আলী। গত ৬ মাস থেকে তাদের মধ্যে কয়েকবার হামলা ও পাল্টাহামলা হলে স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে গতকাল বুধবার বিকেল থেকে পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় তিন জন ঘটনাস্থলেই মারা যায়। নিহত তিনজন সাহেব আলী গ্রুপের লোক। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি। এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ গণমাধ্যমকে বলেন, আমরা সেনাবাহিনীর অপেক্ষায় আছি। সেনাবাহিনী এলেই তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাব। আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে। এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
উদ্ধার করা অস্ত্র-গুলি নরসিংদীতে র‍্যাবের কাছে হস্তান্তর
রাজধানীর যাত্রাবাড়িস্থ র‌্যাব-১০ কার্যালয় থেকে ৫ আগস্ট লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র‌্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।  সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই হস্তান্তর আয়োজন করে। এ সময় র‌্যাব-১০ এর এএসপি এমজে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‌্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইন মিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন কেটাগরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ক্যাপ্টেন মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিবুল আলম, আব্দুল্লাহ হিল তাহমিদ ও নরসিংদী জেলা প্রশাসনের সহকারি কমিশনার সারোয়ার আলমসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামীতে দেশ পরিচালিত হবে মেধার ভিত্তিতে: ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, কারো ইচ্ছায় নয়, আগামীতে দেশ পরিচালিত হবে মেধার ভিত্তিতে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে নরসিংদীর চিনিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এ মন্তব্য করেন তিনি। মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্রকে হত্যা করেছে তা পুনরুদ্ধার করা হবে। আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে। কারো ব্যক্তিইচ্ছায় পরিচালিত হবে না। আওয়ামী লীগ সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বন্দুকের গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি তা ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে। দেশের মানুষকে অত্যন্ত সরল ও সাধারণ উল্লেখ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের মানুষ অর্থ সম্পদ চায় না, তারা মুখে কথা বলতে চায়, মন খুলে কথা বলতে চায়, ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায়। কিন্তু আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছিল। যার কারণে দেশেরে মানুষ তাদের বিতাড়িত করেছে। কবর জিয়ারত শেষে তিনি নিহত তাহমিদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগীতা করেন। এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ার করে তাদের পরিবারকে আর্থিক সহযোগীতা করেন। কবর জিয়ারত শেষে তিনি নিহত তাহমিদের পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতা করেন। এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজশিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ার করে তাদের পরিবারকেও আর্থিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।   
নরসিংদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।  শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান। নিহতরা হলেন, সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফ এর ছেলে নুরুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে নুর উদ্দিন (৪৫)। স্থানীয়রা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর আরেকটি ট্রাকের মুখোমুখি হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম নামে একজন নিহত হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর উদ্দিন নামে আরেক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়কে শিক্ষার্থীদের হাতে প্রায় কোটি টাকাসহ তিনজন আটক
নরসিংদীতে ট্রাফিকের দায়িত্ব পালনের সময় ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ একটি প্রাইভেটকার ও তিনজনকে আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক তিন ব্যক্তি হলেন আশুগঞ্জ উপজেলার হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০) ও একই উপজেলার দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেটকারচালক জুলহাস মিয়া (৩২), ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২)। জব্দ গাড়ির নম্বর ঢাকা মেট্রো খ ১৩-১৬৫২। শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিলেন। পাশেই অবস্থান করছিলেন আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার ভৈরবের দিকে যাচ্ছিল। এর চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশি করে প্রাইভেটকারে থাকা দুইটি ব্যাগ থেকে এসব টাকা উদ্ধার করে। এ সময় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। প্রাইভেটকারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনাসদস্য গিয়ে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। বেলা দুইটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়। গণনা শেষে দেখা যায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা রয়েছে সেখানে। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে: মঈন খান
নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।  শুক্রবার (৯ আগস্ট) নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়কালে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে এ পরামর্শ দেন তিনি। ড. মঈন খান বলেন, দেশের মুক্তি ও শান্তি ছাত্র জনতার শক্তিতে অর্জিত হয়েছে। এখন নিয়মনীতি, ন্যায়নীতি ও শৃঙ্খলার মধ্যে বাংলাদেশ পরিচালিত হবে। এখানে কারো অন্যায় আবদারে পরিচালিত হবে না।  এ ছাড়া দ্রুতই দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপির এ নেতা বলেন, আশা করি, দেশের ১২ কোটি ভোটার তাদের ভোটের মাধ্যমে জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করে আকাঙ্খা পূরণ করবে। এর আগে দুপুরে হাজারো নেতাকর্মীরা মিছিল নিয়ে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতুর পাশে জড়ো হয়ে বিএনপির এই নেতাকে বরণ করতে যায়। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা নিয়ে নরসিংদী-২ নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।