• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo
শিবপুরে মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ফিড ব্যবসায়ী দৌলত হোসেন খানকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।  পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়িক টাকা-পয়সার লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে দৌলত হোসেন খানকে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে ট্রাকের ব্যাটারি চুরি করার পাঁয়তারা করে দুর্বৃত্তরা। চুরির ঘটনা আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের দুজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হয় দৌলত। চোরকে ধাওয়া দিলে বাড়ির পশ্চিমে ১০০ গজ দূরে গেলেই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত খানকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। পরে পোল্ট্রি ফার্মের কর্মচারীরা ডাক চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দৌলত হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আরটিভি/এমকে
নরসিংদীর শিবপুরে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা
বিদ্যালয়ের মাঠে পড়ে ছিল যুবকের মরদেহ
কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে ভ্রুণ হত্যার অভিযোগ
বিয়ের দাবিতে প্রেমিক তরিকুলের বাড়িতে তরুণী, অতঃপর...
কেন্দ্রে হামলা-ভাঙচুর, শিবপুরে পুলিশের গুলির পর ভোট বাতিল
নরসিংদীর শিবপুরের দুলালপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এতে বাধা দিলে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করে স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যরা পরপর ছয় রাউন্ড ছোড়েন করেন। এসময় ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে ঘটনার পরপরই নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম, নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, দুপুর ১টার দিকে ৫০ থেকে ৬০ জন লোক হঠাৎ কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। ওইসময় বাধা দিতে গেলে তারা আমাদের মারধর ও কেন্দ্র ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়। পরপর ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। ওইসময় তাদের হামলা থেকে বাঁচতে আমরা দরজা বন্ধ করে দেই। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্রে হামলা ও প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের অভিযোগে শিবপুরের দুলালপুরের একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। শিবপুরে একটি ও মনোহরদীতে একটিসহ মোট দুটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু আছে। সেখানে নির্বিঘ্নে ভোটগ্রহণ হয়েছে। উল্লেখ্য, নরসিংদী-৪ আসনের (বেলাব-মনোহরদী) সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোট দেওয়াসহ অনিয়মের অভিযোগে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহামুদ হুমায়ূনের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মনজুরুল মজিদ মাহামুদ হুমায়ন সাদীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন।