টাঙ্গাইলে পৃথক দুটি স্থান থেকে কিশোর ও বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকার একটি ধানখেতের পাশ থেকে কিশোর শামীমের ও কালিহাতী উপজেলার হাতিয়া এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শামীম ঘাটাইল উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক আব্দুল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানখেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত শামীম অন্যের দোকানে কাজ করতো। ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আরটিভি/আইএম/এসএ