• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo
টানা বৃষ্টিতে সড়ক ধসে শরীয়তপুর-নড়িয়া সড়কে যান চলাচল বন্ধ
শেখ হাসিনা ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন: মামুনুল হক
শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য ৫০ বছর রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। তার রাজনীতির মূল দর্শন ছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। তবে এ বিষয়ে তিনি সফল হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শরীয়তপুর পৌরসভা মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতিসংঘের মাধ্যমে বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান মামুনুল হক। এ সময় মামুনুল হক বলেন, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব, কোনো বৈষম্য থাকবে না। সেই বাংলাদেশে রাষ্ট্রের মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার থাকবে এবং মানুষ স্বাধীনভাবে তার মতপ্রকাশ করতে পারবে। তিনি বলেন, আমাদের এই দেশ সম্প্রীতির ইতিহাস বহন করে। আমরা এই বন্ধন অটুট ও অবিচল রাখতে চাই। আওয়ামী লীগ সরকার সব সময় সংখ্যালঘুদের রাতের অন্ধকারে কালনাগীনি হয়ে ছোবল মারতো, আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তো। এদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাতো শেখ হাসিনার হেলমেট লীগ। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
শরীয়তপুরে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু 
শরীয়তপুরে শহীদ পরিবারের পাশে জামায়াত
শরীয়তপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত
শরীয়তপুরের সখিপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. এনামুল হক (২৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সখিপুর থানার মোল্লারহাট ব্যুরো বাংলা শাখার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, স্থানীয়রা রাতে মুমূর্ষু অবস্থায় এনামুল হককে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত এনামুলের বাড়ি পটুয়াখালী সদরে। তিনি চরমৈশাদী গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। তিনি ব্যুরো বাংলা নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। এ বিষয়ে ব্যুরো বাংলা ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন বলেন, এনামুল হক ব্যুরো বাংলা এনজিওর মোল্লারহাট শাখা ফিল্ড অফিসার ছিলেন। শুক্রবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এনামুল হক। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।
পদ্মা সেতু প্রকল্পের ব্যয় কমানো হয়েছে: সেতু উপদেষ্টা
পদ্মা সেতু প্রকল্প ব্যয় সাশ্রয় করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে এরইমধ্যে প্রকল্পের মোট ব্যয় থেকে সাশ্রয় করা হয়েছে এক হাজার ৮২৫ কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানিয়েছেন । শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া-২-এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। এর আগে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। সেতু উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি টাকা, নদী শাসনে ৮০ কেটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এড়িয়ায় ১৭৮ কোটি টাকা, ভূমি অধিগ্রহণ ১০৩ কোটি টাকা ও অন্যান্য সব ব্যয় মিলিয়ে ১ হাজার ৪৯১ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ খাতে বিভিন্ন অনিয়মের ফলে যে অতিরিক্ত ব্যয় হয়েছে, তা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। শুধু সংখ্যাগত উন্নয়ন হলেই হবে না, গুণগত উন্নয়ন নিশ্চিত করতে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন,  আমি মূলত খুলনা যাচ্ছি রূপসা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে। খুলনার রূপসায় ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সরবরাহ নাই। কিন্তু উন্নয়ন দেখানো হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে যে জিডিবি বাড়ছে, গ্রোথ বাড়ছে।  কিন্তু এ গ্রোথ তো কাজের না। যদি বিদ্যুৎ না থাকে তাহলে তো এ গ্রোথ একটা সংখ্যা মাত্র । এশিয়ান ডেপলোপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে লোন নিয়ে ১ হাজার ২০০ মিলিয়ন ডলারের প্রকল্প রূপসা বিদ্যুৎকেন্দ্র। এই বিপুল অঙ্কের ব্যয় তো দেশের জনগণকে পরিশোধ করতে হবে। রূপসা বিদ্যুৎকেন্দ্র নিয়ে পরিদর্শন শেষে পদক্ষেপ গ্রহণ করা হবে।  তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন ব্যয় কমানোর জন্য। আমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোতে সিদ্ধান্ত নিয়েছি, সব ক্ষেত্রে ব্যয় কমিয়ে আনবো। এর মানে, একই কাজ কমমূল্যে করবো। এর ফলে যেটা হবে—একই টাকা দিয়ে আমরা বেশি পরিমাণ প্রকল্প বাস্তবায়ন করতে পারবো। এ থেকে বোঝা যায়, আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো, তাহলে হয়তো আমরা পদ্মাসেতু অনেক কম ব্যয়ে কর‍তে পারতাম।  এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মুনজুর হোসেন, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুদ্দিন গিয়াসসহ অন্যান্য কর্মকর্তারা।  
শরীয়তপুরের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
শরীয়তপুরের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের নূর মোহাম্মদ মাস্টার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।   নিহত গৃহবধূ ওই গ্রামের মো. আব্বাস বেপারীর স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজ রান্নাঘরে দুপুরে রান্না করছিলেন আসমা আক্তার। এ সময় পাশের ঘরে যাওয়ার সময় উঠানে একটি জুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিদ্যুতের তার জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তাহমিদ।  সোমবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার ভর্তাইসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ। নিহত তাহমিদ ওই এলাকার বিল্লাল মাদবরের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সকালে শিশুটির মা প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় শিশুটি মায়ের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার সুস্মিতা শারমিন বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।’
মেঘনায় ট্রলারডুবি / নিখোঁজ তিনজনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার 
শরীয়তপুরের মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরযাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন বর সানজুসহ তার ভাই শাওন ও বন্ধু হৃদয়। এর মধ্যে জেলেদের জালে বরের ভাই শাওন ও বন্ধু হৃদয় বেপারীর মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন বর সানজু। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার সময় গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া শাওন পুরান ঢাকার ধোলাইখালের শাহজাহান বেপারীর ছেলে ও হৃদয় একই এলাকার বলু বেপারীর ছেলে। এ নিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার হলো। একই পরিবারের ৩ জন। তবে এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ১ জন।  উল্লেখ্য, শুক্রবার বিয়ের জন্য মেয়ে দেখতে এসে ট্রলারডুবির ঘটনায় নিহত হন বরের মা, বোন, ভাই ও বন্ধু। আহত অবস্থায় উদ্ধার হওয়া ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শুক্রবার সকাল ১০টায় কোদালপুর লঞ্চ ঘাট থেকে ট্রলার যোগে পরিবারের ৮ জনসহ মোট ১১ জন মাঝেরচর যাচ্ছিলো। মাঝ নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় (স্রোতের) ডুবে যায় তাদের বহনকারী ট্রলারটি।
ছেলের জন্য পাত্রী দেখতে এসে ট্রলার ডুবে মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ ৩
ছেলের জন্য ঢাকা থেকে গ্রামে মেয়ে দেখতে এসে শরীয়তপুরের গোসেরহাটের কোদালপুর নদীতে ১০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ। নিহত দুজনের নাম সাহানা (৪৫) ও ডলি (২৮)। সম্পর্কে তারা মা ও মেয়ে। ওসি পুষ্পেন দেবনাথ বলেন, পুরান ঢাকার ধোলাইখাল নারিন্দা থেকে কোদালপুর আত্মীয়ের বাড়িতে আসেন তারা। এরপর আজ সকালে কোদালপুর থেকে ছেলের জন্য পাত্রী দেখতে ট্রলারযোগে মাঝেরচর রওনা হোন তারা। মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় ট্রলারটি অতিরিক্ত ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়াও তিনজন আহত অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এখনও তিন যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।