৫৩ শতাংশ ফরাসি মিচেল সরকারের পতন চায়
ফরাসি নাগরিকদের মধ্যে ৫৩ শতাংশ ফ্রান্সের প্রধানমন্ত্রী মিচেল বার্নিয়ার সরকারের পতন চায়। মূলত প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানা গেছে এক সমীক্ষায়।
এতে দেখা গেছে ৬৭ শতাংশ মানুষ বার্নিয়ার প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করেছেন। বাজেট ঘাটতি কমাতে কর বাড়িয়ে দেয়া এবং সরকারি খরচে কাটছাঁটের প্রস্তাব করেছেন তিনি। ৩৩ শতাংশ মানুষ অবশ্য এই প্রস্তাবকে সমর্থন করেছেন। উগ্রডানপন্থি এবং বামপন্থিরা যদি বার্নিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তাহলে বড়দিনের আগে বা আগামী সপ্তাহেই তার সরকারের পতন ঘটতে পারে বলে মনে করছে রাজনৈতিক অঙ্গনের নানা সূত্র৷
গত ২৬ ও ২৭ নভেম্বর স্যুদ রেডিওর জন্য একহাজার ছয়জন মানুষের উপর সমীক্ষাটি পরিচালনা করেছে ইফঅপ-ফিড্যুসিয়ালে৷
এদিকে, বিএফএম টিভির আরেক সমীক্ষায় দেখা গেছে বার্নিয়ার সরকারের পতন হলে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ পদত্যাগ করা উচিত বলে মনে করছেন ৬৩ শতাংশ মানুষ৷
আরটিভি/এএইচ
মন্তব্য করুন